আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১০৫
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
হঠাৎ মেঘে ঢাকা পূর্ণিমা রাতে যে রমণী হেসে উঠেছিলো,
সে তখন এক অপার্থিব টানাপোড়েনে বিস্তৃত বেদনা সাগরে
বারবার ডুব দিয়ে ফিরে আসে নবজাত সব প্রত্যাশা নিয়ে,
হৃদয়ের মৃদু উষ্ণতায় প্রেম জেগে ওঠে ভোরের আদরে।
লেখক
লেখক এর অনুভূতি:
ভালোবাসার এক অনুভুতির আবেগ, বার বার দোলা দেয় হৃদয়ে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মেঘে ঢাকা পূর্ণিমার রাতে রমণীর হাসি,
নবজাত শত প্রত্যাশা, হৃদয়ে প্রেমের উষ্ণতা ,
ভোরের আদরে জেগে উঠে, সূর্য আসে বিস্তার হয়ে
স্নেহের রঙিন পুষ্প খোলে ভালোবাসার প্রতি।
এই নতুন জীবনে সব শিশিরের মত কোমল ,
প্রতিবিম্বন তৈরি করে সূর্যের আবরণে মুক্তের মতন।
হঠাৎ সেদিন মেঘে ঢাকা পূর্ণিমার ঐ রাতে
ঠোঁটের কোণে হাসি ছিল স্বপ্ন ছিল সাথে।
বিস্তীর্ণ বেদনা গুলো সুপ্ত ছিল বুকে,
নবজাতকের অসীম সুখ হৃদয়ে ছিল লুকে।
ভোরের আদরে তৃপ্ত যে সে সুখী অনায়াসে,
তৃপ্ত হৃদয় পূর্ণতা পায় গভীর ভালোবেসে।
মিষ্টিভাষি রমনী সে বলছে হেসে হেসে।
♥♥
হঠাৎ জোছনা রাতে চাঁদের আলোয়,
চোখে পড়েছে তোমার মুখ।
স্নিগ্ধ হওয়ায় দোলা দিলো আমার মনে,
হারিয়ে গিয়েছি পেয়েছি এক রাশ সুখ।
বার বার আসবে কি সেই অনুভূতি,
নাকি হারিয়ে ফেলেছি নিজের মন।
একি শুধুই প্রত্যাশা, আর ভেতরের আশা,
নাকি খুঁজে পেয়েছি সুখের সেই জন।
শিশির ভেজা ভোর আর অসম্ভব কিছু চাওয়া,
রমণী হেরে গিয়েও বেঁচে থাকে প্রেমিকের ঘরে ফেরা।
কত টানা পোড়েন কত বেদনা,
তবুও ভালোবাসার আমৃত্যু ছোঁয়া।
কতো মেঘে ঢাকা পূর্ণিমার চাঁদে প্রেমিকার হাসি মাখা,
প্রেমের অমৃত সুধা পানে ভাসছে মোদের সুখের খেয়া।
রমণীর খিলখিল মায়াবী হাসিতে
অন্ধকারও কেটেছিল জ্যোৎস্নাতে,
সব দুঃখেরা পাড়ি জমিয়েছে নীল সাগরে
অদ্ভুত এক ভালোবাসার মায়াজালে,
সব বাধা পেরিয়ে আশারা আজ সদ্যজাত
মনের উষ্ণ দুয়ার খুলে স্নেহমাখা প্রেম উদ্ভূত।
শিশিরের জমে থাকা ফোটায় ফোটায়,
তোমার মুগ্ধতা আমাকে গ্রাস করে
আমি পরম আদরে তোমায় হৃদ মাজারে,
আপন করে রেখে দিয়েছি যতন করে।
মিষ্টি হাসির মায়াজালে বেধেঁছিলে আমাকে,
মায়াবী দুটি চোখের চাহনি দেখে,
শূন্য হৃদয় হয়েছিল পূর্ণ
তুমি এসেছিলে জ্যোৎস্না ভরা রাতে
আমার ভাঙ্গা ঘরের,
ভাঙ্গা বেড়ার ফাঁকে
কি অপরুপ সেই মায়াবী হাতে,
ডেকেছিলা আমায় তুমি
অবাক জোসনা ও অবাক রাত্রি দেখবে বলে।
অনুভূতি আর আবেগ
সব সময় উদয় হয় না ,
কিছু প্রত্যাশা নিয়েই
মনের ভিতর জমে অনেক ভালোবাসা ।
আর এই ভালোবাসার মায়া
আমি দেখেছি তোমার দুটি নয়নে ।
হঠাৎ যে ভালোবাসায় মন উৎফুল্ল হয়ে উঠেছিলো,
আচমকা কোন এক কাল বৈশাখী ঝড়ে
আবার থেমে গেলো।
অপ্রত্যাশিত স্বপ্ন নিয়ে ফিরে আসে সুখের ছোয়া বার-বার,
তাতেই উৎফুল্ল চিত্তে আমি সুখের মাঝে দোল খাই আবার।
রমণীর দুচোখের স্নিগ্ধ চাওয়া
হৃদয়ের গভীরে জাগিয়েছে
অতৃপ্ত প্রেম আর ভালোবাসা
আর একগুচ্ছ আবেগের ছোয়া ।।
রমণীর চাহনিতে পাগল হইয়া যুবক
নিজেকে করিল সমর্পণ
প্রেম আর ভালোবাসা হইল
একান্তে মাতোয়ারা।।
তুমি এসেছিলে ভালবাসা দিতে
আমিও ভালবাসা পেয়ে খুশি ছিলাম
হঠাৎ ডুব দিয়ে কোন অজানায় হারিয়ে গেলে,
তোমার সে ভালবাসার ছোঁয়ায় আমি এখনো পাগল প্রায়
তুমি আবারো এসে ঢেকে রাখো আমায়
তোমার ভালবাসার সেই চাদরে।