আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৯২steemCreated with Sketch.

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

মন যত চায় তাকে
সময় ততো বাধা দেয়
হৃদয় যত কাঁদে তার জন্যে
বাস্তবতা ততো দূরে ঠেলে দেয়।

ভালোবাসার আবেগটা বাড়ে যত
হৃদয়ের অনুভূতি ভীত হয় ততো
তবুও হৃদয় বার বার তাকে চায়
তার ভালোবাসায় বাঁচতে চায়।

লেখক

@hafizullah

লেখক এর অনুভূতি:

ভালোবাসা সত্যি এক অদ্ভুত বিষয়, একদিকে যেমন তার জন্য আবেগ জাগ্রত হয় অন্য দিকে তেমন বাস্তবতা এবং সময় তার ব্যাপারে ভীত করে হৃদয়। কিন্তু তবুও সংশয় কিংবা শংকা নিয়ে হৃদয় চঞ্চল রয় কারো কল্পনায়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  

তার জন্যে আবেগ বাড়ে,
হৃদয়ে ওঠে ঝড়।
আসে পাশে তাকে পেলে,
খুশীর আভাস।

হৃদয়ের চাঞ্চল্যতা,
তার জন্যই বাড়ে।
তবু কেনো কাছে যেতে,
এতো লাগে ভয়?

 last year 

মন যত চায় তাকে
সময় ততো বাধা দেয়
হৃদয় যত কাঁদে তার জন্যে
বাস্তবতা ততো দূরে ঠেলে দেয়।

ভালোবাসার আবেগটা বাড়ে যত
হৃদয়ের অনুভূতি ভীত হয় ততো
তবুও হৃদয় বার বার তাকে চায়
তার ভালোবাসায় বাঁচতে চায়।

কল্পনা যতটা তাকে ঘিরে
বাস্তব দূরে ঠেলে দেয়
তাকে ছুঁতে ইচ্ছে করে
ধুলায় যেন সব মিশে যায়।

হৃদয়ের ব্যাকুলতা বেড়ে চলেছে
শূন্য খাঁ খাঁ হৃদয়ের তাকে ছাড়া
তৃষ্ণার্ত হৃদয় চায় প্রেম সুধা
ব্যার্থ প্রেমিকের সেকি কামনার ক্ষুধা।

 last year 

মন চায় কাছে পেতে,
কাছে তো পায় না।
হাত চায় ছুঁয়ে দেখতে,
ছুঁতে তো পারি না।

ছুঁয়ে দেখা, কাছে আসা,
এসব শুধুই কল্পনায়।
বাস্তবে কাছে গেলে,
এ হৃদয় ভীত হয় ।

তোমার লেখা কবিতাগুলো আমি পড়ার চেষ্টা করি সব সময়। অনেক সুন্দর করে গুছিয়ে লেখো তুমি। বিশেষ করে তোমার লেখা কবিতাগুলোর ভিতরে যে অনুভূতি থাকে, সেটা সত্যিই প্রশংসার যোগ্য।

 last year 

মন দুরন্ত বেগে ছুটে চলে তার পানে
কিন্তু থমকে দাঁড়ায় সময়গুলো সপাটে
যন্ত্রনাগুলি যতই উপচে পড়ে কাঁদে তার আশায়
চোখের সামনে উলঙ্ঘন হয় বিরুদ্ধচারী কল্পনায়।

ভালোবাসা দৃঢ় হয় সব বাঁধা ঠেলে
মনের দুর্বলতাগুলি উন্মোচন করে
তবুও মন তার প্রেমে বিহ্বল
তাকে ভালোবাসার টানে সদা চঞ্চল।

 last year 

যত চাই সুখের ছোঁয়া,
ততই যেন বিষাদের আগমন।
দুঃখের সাগরে ডুবে ডুবে যাই,
কষ্টের নদী দুঃখেরই প্রতিফলন।

নেই কোনো আবদার,
নেই কোনো অভিমান,
সুখের ছোঁয়া চাই না তো আর,
দুঃখের নদীর চাই না আলাপন।

অপেক্ষায় আছি সেই এক পলকের,
দেখবো আবার নয়ন ভরে,
ভালোবাসায় ঘেরা দু'নয়নেই,
জড়িয়ে নেব আপন সুরে।

 last year 

ভালোবাসার প্রকৃত অর্থ হলো কাউকে সম্পূর্ণরূপে বুঝতে পারা,
যদি তুমি কাউকে সম্পূর্ণভাবে বুঝতে না পারো,
তাহলে সে ভালোবাসা সত্যিকারের নয়।
কাউকে ভালোবাসা কোনো অপরাধ নয়, এ
টি শুধু মানুষের মধ্যকার অনুভূতির বহিঃপ্রকাশ।

 last year 

মনটা বড় উতলা আজ
তোমায় পেতে চায়,
কিন্তু সমাজ বাঁধা হয়ে
কেন যে দাঁড়ায়-??

ব্যাকুল হৃদয় তোমার তরে
যায় ছুটে যায় চলে,,
সকল বাঁধা- বিঘ্ন তাকে
রক্ত পায়ে দলে।

ভালোবাসার শক্তি দিয়ে
করবো তোমায় জয়,
লক্ষী সোনা চাঁদের কণা
পেওনা আর ভয়।
♥♥

 last year 

অনেক সুন্দর লিখেছেন আপু । অনেক ভালো লাগলো লাইন গুলো পড়ে। লাইন গুলো মধ্যে ছন্দের অনেক মিল রয়েছে এই জন্য আরো বেশি ভালো লেগেছে আপু।

 last year 

হৃদযের আবেগ বোঝেনা কিছু
বারে বারে নেয় কেবল তোমারই পিছু
তোমার ভালোবাসায় নিজেকে সুপে
ভালোবাসিবো তোমায় হৃদয় মনও দিয়ে।।

বাধাঁ আর বিপত্তি কে সরিয়ে দিয়ে
তোমায় রাখিবো বুকেতে ধরে
দেবো না তোমায় ভুলিতে আমায়
রাখিবো তোমায় হৃদয়ের আঙ্গিনায়।।

পেতে চায় তাকে মন
আনচান সারাক্ষণ
দূরে থেকেও কাছে সে
ভাবনায় আছে যে
মন সদা দ্বিধা দ্বন্দ্বে
কাঁদে করুণ ছন্দে

পেতে তাকে মরিয়া
আছে সে জীবন জুড়িয়া
ধরিয়া হাত তার
করতে চায় জীবন পার
কি এক দোটানা
মন সদা উতলা

ভেঙে চুড়ে সব বাঁধা
এসো হবে মোর রাধা
জন্ম জন্মান্তরের...

 last year 

হৃদয়ের গহীনে আছে একজন,
সেজন আমার খুব প্রিয়জন,
এই নির্মম বাস্তবতার ভিড়ে,
তোমাকে চাই হৃদয় দিয়ে।
আমি তোমার কল্পনায় আঁকি,
হৃদয়ের দেয়ালে রঙিন ছবি,
এই হৃদয়ে জাগে রঙিন যতো আশা,
আমার আবেগে জড়িয়ে আছে,
তোমার নিষ্পাপ ভালোবাসা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60701.27
ETH 2912.80
USDT 1.00
SBD 2.40