আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১১১steemCreated with Sketch.

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

হৃদয়ের মাঝে লুকানো আছে
তোমার প্রিয় মুখের প্রতিচ্ছবি,
সকাল-সন্ধ্যা-সাঁঝের বেলায়
আমি ভালোবাসায় রাঙিয়ে রাখি।

তুমি হয়তো দূর অজানায়
রয়েছো আপন ঠিকানায়,
তবুও কল্পনার সীমানা ছাড়িয়ে
আমি চঞ্চল হৃদয়ের সমুদ্রে।

লেখক

@hafizullah

লেখক এর অনুভূতি:

ভালোবাসার অনুভূতিটা এমনই, প্রিয় মানুষটি কাছে থাকুক কিংবা দূরে, হৃদয়ের কল্পনায় সে থাকে হৃদয়ের মাঝে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 10 months ago 

মায়া ভরা রাতে,আছি আঁখি পেতে।
একা বসে আছি,নেই কেউ আমার সাথে।
নির্ঘুম দুটি চোখ,চেয়ে থাকি অপলক।
মনে মনে জপে তারা,কেউ আমার সঙ্গী হোক।

নিরবে নিভৃতে,আছি আমি একা
বাতাসের সাথে আমার,হয়ে গেল দেখা।
অপলক নয়নে,চেয়ে থাকি আমি।
কোথায় সে আমার,সোয়া চান পাখি।

 10 months ago 

হৃদয়ের মধ্যমনিতে তোমার অবস্থান
সযত্নে রেখেছি আমি ভালোবাসার গীত-গান,
সারাদিনের প্রতি মুহূর্ত অবলীলায়
তোমার প্রতিচ্ছবি ভাসে এই আঙ্গিনায়।

তুমি হয়তো গিয়েছ ভুলে
দূর ঠিকানার তেপান্তরে,
তবুও রূপকথার জগৎ থেকে
আমি ফাগুন হৃদয়ের উল্লাসে ভেসে।

 10 months ago 

হৃদয়ের মাঝে লুকানো আছে
তোমার প্রিয় মুখের প্রতিচ্ছবি,
সকাল-সন্ধ্যা-সাঁঝের বেলায়
আমি ভালোবাসায় রাঙিয়ে রাখি।
তুমি হয়তো দূর অজানায়
রয়েছো আপন ঠিকানায়,
তবুও কল্পনার সীমানা ছাড়িয়ে
আমি চঞ্চল হৃদয়ের সমুদ্রে।

**শোনো, কাজল চোখের মেয়ে
আমার দিবস কাটে,
বিবশ হয়ে তোমার চোখে চেয়ে।

দহনের দিনে, কিছু মেঘ কিনে
যদি ভাসে মধ্য দুপুর
তবু মেয়ে জানে,
তার চোখ মানে
কারো বুক পদ্মপুকুর।**

 10 months ago 

হৃদয় মাঝে লুকিয়ে আছো
ওগো প্রিয়তমা
তুমি যে প্রিয় শুধু তোমারই উপমা।
সকাল-সন্ধ্যা-সাঁঝে
প্রিয় তুমি আছো হৃদয় মাঝে
ভালোবাসায় রাঙিয়ে মন
তোমার প্রতীক্ষায় থাকি সারাক্ষণ।
তোমায় ভেবে দূর অজানায়
পাড়ি জমায় আমার পাগল মন
তাইতো তুমি প্রিয় আমার
ভীষণ আপনজন।

 10 months ago 

হৃদয়ের মাঝে লুকানো আছে
তোমার প্রিয় মুখের প্রতিচ্ছবি,
সকাল-সন্ধ্যা-সাঁঝের বেলায়
আমি ভালোবাসায় রাঙিয়ে রাখি।

তুমি হয়তো দূর অজানায়
রয়েছো আপন ঠিকানায়,
তবুও কল্পনার সীমানা ছাড়িয়ে
আমি চঞ্চল হৃদয়ের সমুদ্রে।

মনের মাঝে বসবাস করে
মিষ্টি দেখতে ফুটফুটে পরী,
সকাল সন্ধ্যা আর নিঝুম আঁধারে
পাগল পারা হয়ে তারেই খুঁজি।

তোমার মায়ায় হারিয়েছি আমি
সংজ্ঞা আর সত্তা অবলীলায়,
তবুও ভালোবাসার গন্ডি পেরিয়ে
হতে চাই ভবঘুরে পাগল প্রেমিক।

 10 months ago 

আমার ভালোবাসায় করতে চেয়েছিলাম
আপন তোমায় প্রিয় ,
প্রতিদান স্বরূপ দূরে ঠেলে দিয়ে
করেছ পর আমায়।
এই জীবনে তুমি ছাড়া ভাবনার আর কেউ নাই
এইটুকু বোঝার ক্ষমতা,
বিধাতা আজও দিল না তোমায়।
মনের দুঃখে তাই পথে পথে আমি ঘুরে বেড়াই।

 10 months ago 

হৃদয়ের মাঝে লুকানো আছে
তোমার প্রিয় মুখের প্রতিচ্ছবি,
সকাল-সন্ধ্যা-সাঁঝের বেলায়
আমি ভালোবাসায় রাঙিয়ে রাখি।

তুমি হয়তো দূর অজানায়
রয়েছো আপন ঠিকানায়,
তবুও কল্পনার সীমানা ছাড়িয়ে
আমি চঞ্চল হৃদয়ের সমুদ্রে।

সেই হৃদয়ের সমুদ্রের মাঝে,
ভাসবো আমি তোমার হাতে হাত রেখে।
ভালোবাসার শক্তি দিয়ে,
ভাসবো মোরা সমুদ্রের গহীন মাঝে।

ভালোবাসার রঙে রাঙিয়ে রাখবো,
তোমায় আমি আমার জীবন সাথী করে।
হারাতে দেব না তোমাকে আমি,
বেঁধে রাখবো তাই ভালোবাসার শিকল দিয়ে।

 10 months ago 

আমার হৃদয়ের আয়নায়
তোমার ছবি ভাঁসে
তুমি মোর কল্পনায় থাকো
বাস্তবে দূরে বা কাছে।

হৃদয়ে কত স্বপ্ন বুনি
তোমার স্মৃতি ধরে
জানি না কখন তুমি
বুকের মাঝে ফিরবে।

 10 months ago 

আমার এই ছোট্ট মনে
আবেগ অনুভূতি ভালবাসা দিয়ে ,
বেধেছি ছোট্ট একটি ঘর
যে ঘরে বসত করে
আমার মনের সেই প্রিয় জন।
তুমি বন্ধু থেকো আমার
অন্তরের অন্তস্থলে
যত ঝড় প্লাবন আসুক না কেন
ভেঙ্গোনা এ হৃদয়টাকে।

 10 months ago 

এই হৃদয়ের চঞ্চলতা
শুধুই খোঁজে তোমায়
তুমি জানো নাকো প্রিয়
এ মন শুধু যে তোমাকে চায়।
যতনে রেখেছি তোমায়
এ মনের ও ঘরে
থাকবে তুমি শুধু
আমারই হয়ে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 67310.11
ETH 3522.28
USDT 1.00
SBD 2.71