আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২১৬
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
তোমায় ছাড়া জগত অচল,
সৃষ্টির সেরা তুমিই, বরষা।।
তোমার প্রাণে গাছেরা নাচে,
সাজে আমার প্রিয় জন্মভূমি।।
লেখক
লেখক এর অনুভূতি:
বর্ষাকালের সাথে জীব জগতের অটুট সম্পর্ক। সেই নিয়ে আমার ছোট্ট লেখনীর চেষ্টা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
তুমি ছাড়া সবই নিশ্চল
চঞ্চলতা ফিরে না সবুজে,
তুমি ছাড়া প্রকৃতি বিবর্ণ
স্পন্দন জাগায় না হৃদয়ে।
তোমার স্পর্শে ফিরে আসে সতেজতা
হৃদয়ে ফিরে আসে উষ্ণতা।
তুমি আর্দ্রতা, তুমিই বর্ষা
তোমার ভালোবাসায় জাগ্রত মুগ্ধতা।
অসাধারণ লিখেছেন ভাইয়া। বর্ষা ছাড়া প্রকৃতি যেন একদমই বিবর্ণ। বর্ষা প্রকৃতির মাঝে সতেজতা জায়গায়। দারুন লিখেছেন ভাইয়া।
বর্ষা রাণী এভাবেই মুগ্ধতা বাড়াতে থাকুক 🥰
শুষ্ক নদী ফিরে পায় প্রাণ,
গাছগাছালি সতেজতায় অম্লান,
চারিদিক যেন থৈ থৈ পানিতে ভরে,
রোদের উত্তাপও কমে ধীরে ধীরে।
প্রাণহীনের তরে ফিরিয়ে দাও প্রাণ,
এই বর্ষা যেন সতেজতার প্রমাণ,
তুমি নেই, নেই কোনো মুগ্ধতা,
তোমাতেই বিদ্যমান হৃদয়ের চঞ্চলতা।
তোমার ছোঁয়ায় নদী বহে স্রোতে,
তৃষ্ণার্ত প্রাণ পায় সুখের ছায়া।
তোমার গানে মিশে যায় প্রেম,
বৃষ্টির ছোঁয়ায় সবুজের মায়া।
আকাশ জুড়ে তোমার নৃত্য,
পৃথিবীর বুকে তোমার হাসি।
তোমার মেঘে জমে সুখের গল্প,
তোমার ফোঁটায় হৃদয় ভাসি।
তোমার জলে ধুয়ে যায়,
মাটির মাঝে জমে থাকা ক্লান্তি।
তোমার ছোঁয়ায় জীবনে আসে,
নতুন দিনের নতুন প্রান্তি।
রিমঝিম বর্ষা যখন ঝরে
সবুজ অরণ্য সচেতায় থাকে,
আকাশ বেয়ে যখন পড়ে ওই বৃষ্টির কণা
মাঠ ঘাট নদী নালা ভরে যায় ,
চারদিক শুধু আনন্দের মেলা।
কৃষক ভাইটির মুখে হাসি,
চাষ করবে ফসল ফলাবে
সতেজতায় ভরে থাকবে সবুজ ভূমি,
সত্যিই বর্ষার অনেক রূপ,
চারদিকে সবকিছু থাকে নিশ্চুপ,
তোমারই জন্য প্রকৃতি সাজে নতুন ভাবে
জড়িয়ে যায় তার প্রাণ।
আজি বর্ষার শীতলতা
হৃদয়ে জাগায় ভালোলাগা
বর্ষার প্রকৃতি যেন
শিল্পীর ছবি আঁকা।
বর্ষায় সাজে প্রকৃতি
আর বর্ষায় সাজে নদী
বর্ষায় মুগ্ধ হৃদয়
স্নিগ্ধ সবুজ প্রকৃতি।
বর্ষার স্নিগ্ধতা
বাড়ায় প্রকৃতির সজীবতা
বর্ষায় সাজে জন্মভূমি
ফিরে এসো বর্ষা
রাঙাতে আমার ভূমি।
তুমিই প্রাণ তুমিই আবেগ
বিন্দু বিন্দু মুক্তো ঝরিয়ে
উত্তাল করেছ নদীর গতিবেগ
সবুজের দেশে তুমি হলে রাণী
রাজা কে তার খোঁজে বরাদ্দ হয়েছে
অজস্র ফুলদানি
তোমার রাগ নেই
আগুন নেই
প্রতিবাদ নেই
দানায় দানায় লেগে আছে মন খোলা হাসি
ঝরার পর সশব্দে বলবে
"পৃথিবী, আমি তোমায় ভালোবাসি। "
তোমার বৃষ্টিতে জাগে সকাল,
স্বপ্নেরা পায় ভেজা প্রান্তর।
তোমার ফোঁটার গভীরতায় হারায়,
ক্লান্ত হৃদয় পায় নতুন স্বপ্নের ঘর।
তোমার ছোঁয়ায় ফোটে ফুল,
মাতৃভূমি পায় সবুজের নিত্য।
তোমার বৃষ্টির সুরে মিশে যায় সুর,
নীরবতা পায় মধুরতা মিত্ত।
তোমার ফোঁটায় শীতল হাওয়া,
তাপায় হৃদয়ের ঘন অন্ধকার।
তোমার ঝরায় জীবন পায় দিশা,
তোমার বৃষ্টিতে পৃথিবী জাগে আবার।
তোমায় ছাড়া স্বপ্ন দেখিনা,
নির্জীব হয়ে বাঁচি।
তোমায় ছাড়া চারিদিকে সব
শূন্যতা নিয়ে বাঁচি।
তোমায় ছাড়া চঞ্চল পৃথিবী,
নিরব হয়ে থাকে,
তোমায় ছাড়া সবুজ প্রকৃতি,
অসোন্দর্য হয়ে আছে।
তোমায় ছাড়া সুন্দর ফুল,
অসুন্দর গন্ধ ছড়ায়,
তোমায় ছাড়া হাসিখুশি,
দুঃখে পরিণত হয়।
রিমঝিমিয়ে, ঝনঝনিয়ে, টাপুরটুপুর করে,
আসো তুমি উপর থেকে, সারা দিনরাত ধরে।
থৈথৈ চারদিকে, পানিতে রয়েছে ভরে।
যেথায় সেথায় ঘুরে ঘুরে হাঁসেরা খেলা করে।
বর্ষা তুমি খুব সুন্দর, একদম অপরূপ।
তোমার ছোঁয়া বদলে যায় শূন্য থাকা কূপ।
নিশিথ রাতে চারদিকে থাকে সব নিশ্চুপ।
তুমি খুবই নির্মল, একদম অপরূপ।
মেঘমালা বিন্দু বিন্দু জল
তুমি স্রষ্টা খুবই অদ্ভুত সৃষ্টি।
তোমায় নিয়ে প্রকৃতি সাজে নতুন রূপে
তোমার আগমনে পাতা নড়ে কৃষকের মুখে হাঁসি ফুটে।
প্রকৃতি তোমার উপর নির্ভরশীল
তোমার অপেক্ষায় চেয়ে থাকে প্রতি ক্ষণে।
তুমি ঝরে পড়লেই সবুজে সবুজে
চেয়ে যায় এই বাংলার প্রতিটি জনপদ।
তুমি ঝরে পড়ো রিমঝিম টুপুর টাপুর শব্দে
তোমার ছোঁয়াতে আমার হৃদয়ে
বৃষ্টি বিলাসের সুখ শিহরিত হয়
তোমার অপূর্ব সৌন্দর্য মুগ্ধতা ছড়ায় হৃদয়ে।