Why are rules significant in our lives? Let's find out.

in Incredible Indialast year (edited)
png_20230322_131217_0000.png

Rules! Rules! and Rules! Whatever we want to do in our lives, we all need to follow some rules!

Greetings friends,
Welcome back to my page. I hope you all are doing great keeping yourselves under the rules. Hehehe!

You may think I got mad. Who thinks about the rules? While doing regular errands!
The fact is we all follow some rules from morning to night;
but often, we do not consolidate them.

Foremost let me elaborate on the rules we follow in our daily life.

  • Every day we wake up in the morning at a specific time;
    after that, we refreshed ourselves and finished our breakfast.

  • Now all these things nobody learned immediately after birth, we all retained from our parents;
    and now these good habits become management or, I would say, rules for us.

IMG20230308105745.jpg
(In school we need to follow some rules to learn disciplines)
  • In the same way, we all need to maintain some rules at our workplace whether we are attached to service, business, or anywhere.
    Even when we went to school, college, and university;
    There were specific rules that we all obeyed.
IMG20220323110727.jpg
(In our workplace we also need to follow some rules to maintain the decorum of the atmosphere of that place)
  • While walking or driving on the road;
    we need to follow some traffic rules that are also necessary to follow.

  • While making the food, we need to follow the proportion of spices and oils to make the food appropriately.

  • In different seasons we wear different types of clothes if we think then that practice also comes under rules.



Now let me justify my points about why these rules are significant in our lives.

png_20230321_203011_0000.png

1.To learn discipline:-

One rhyme that my parents consistently babbled in my childhood, "early to bed and early to rise; makes a child healthy, wealthy and wise."

In my preadolescence, my routine was waking up early and then after refreshing myself;
I practiced yoga and then completed my breakfast.

The rules have been assigned by my mother, and eventually;
that has become my habit.

I comprehended the benefits while growing up with time. When we follow some rules, we get adequate results with time. These practices also assist in defending our body and mind's health.



2.To learn respect:-

When we obey our elders, whether it is about our parents, teachers, seniors in the office, or any other fields;
those practices lead us to the value of respect.


3.To realize and obey responsibilities:-

The rules also enable us to learn and regard accountabilities ;
while attending school and the office on time. Completing the assignment on time. Even these practices applied to our house errands too.



IMG_20230321_204756.png

4.To avoid various offenses:-

If every country does not set any rules and laws;
then crime increases more than that encountered in the current circumstances.

Think if we do not have any traffic rules if we do not have any punishable offense laws;
then every place was not as secure as the present day.

I am not here to contradict whether we are 100% secure or not;
but I acknowledge that rules are mandatory to run anything systematically.


6.To avoid various diseases:-

Wearing seasonal clothes, consuming seasonal food, and playing outside keeps our body and mind healthy;
these sorts of healthy rules aid our body to fend itself from various diseases.



Conclusion

It is not that rules always lash us and take away our sovereignty.
Being civilized people; we must obey some rules.
Even animals and nature also follow laws.

It is not that when we say 'NO' against anything that brings negativities exclusively;
despite sometimes 'NO' retaining considerable positivities rather than 'YES.'

That was all for today.
I hope you like the subject I shared today;
Stay tuned and stay blessed.

h1cixij7HAiSq1otNd (1).gif
Sort:  
Loading...

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

 last year 

Hola bella amiga, las reglas son necesarias, ellas nos han Sido inculcadas desde pequeños, nos ayuda a ser disciplinados y a respetar, por algo se hicieron, un mundo sin reglas sería un desastre.

Las reglas se hicieron para cumplirse en todos los ámbitos.

Fue un gusto leerte amiga.

 last year 

You are absolutely right, rules and discipline bothe are necessary to all of us.

 last year 

খুবই ভালো একটি লেখা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। নিয়ম আসলে জন্মের পূর্বেই থেকেই কেউ শিখে আসো না এবং জন্মের পরেই সে সবকিছু শিখতে পারেনা। সব কিছুরই সময় থাকে এবং নিয়ম-শৃঙ্খলার মধ্য দিয়ে চলতে হয় তাহলেই ধীরে ধীরে শিখতে পারে বুঝতে পারে পরবর্তীতে অভ্যাসগুলোতে অভ্যস্ত হলে।

যেমনটি হবে রাস্তার ট্রাফিক বলেছেন খাবারের মসলার কথা বলেছেন আরো বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন।

আসলেই শিক্ষক বাবা মা আমাদের ছোটবেলা থেকে যেই অভ্যাসগুলোতে গড়ে তোলে এটাই আমরা পরবর্তীতে যখন বড় হয় তখন বুঝতে পারি এই অভ্যাসগুলোর ফলাফল।

ছোটবেলায় কিংবা এখনো কোন যোগব্যায়ামে অভ্যস্ত নয় তবে আপনার যোগব্যায়ামের কথা শুনে বেশ ভালো লাগলো।

আসলে আমরা এখন সেই দিকে কখনো চিন্তা করি না মৌসুমী গুলো কখন কোন দিকে পরিবর্তন হচ্ছে। মৌসুমীর পাশে পাশে যদি আমরা আমাদের খাবারের তালিকা পোশাকগুলো পরিবর্তন করি এটাও আমাদের রোগ প্রতিরোধ বা নিয়ম এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ন।

 last year 

অনেক ধন্যবাদ আমার লেখা পড়ার জন্য এবং সর্বোপরি আপনার সুন্দর মন্তব্যের জন্যে।

 last year 

নিয়মাবলী আমরা কখনোই জন্মের পরই শিখতে পারি না। বাবা-মায়ের কাছ থেকে একটু একটু করে শিখি। এরপরে শুরু হয় আমাদের পড়াশোনা, সেখানে গিয়েও আমাদেরকে নিয়মাবলী সম্পর্কে আমাদের শিক্ষক শিক্ষা দিয়ে থাকেন। সেখান থেকেই আমরা কিছুটা ধারণা পাই।

যখনই বড় হওয়া শুরু করি, তখনই আমাদের জীবনে এই নিয়মাবলী আরো বেশি করে কার্যকর করতে হয়।

আসলে আজকে আপনার পোস্ট পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি নিয়মাবলী সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ অনেক কথা, আমাদের সাথে উপস্থাপন করেছেন। আপনি পয়েন্ট আকারে একটা একটা করে আমাদেরকে নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দিয়েছেন।

কি বলে ধন্যবাদ জানাবো সে ভাষা আমি খুজে পাচ্ছি না। তার পরেও আপনাকে অসংখ্য ধন্যবাদ।এত সুন্দর একটি শিক্ষনীয় পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, সৃষ্টিকর্তার কাছে সর্বদাই প্রার্থনা করব, সৃষ্টিকর্তা যেন আপনাকে সবসময় সুস্থ রাখেন ভালো থাকবেন।

 last year 

ভালোভাবে কাজ করে যান, সেটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি, অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্যে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 57983.59
ETH 3132.93
USDT 1.00
SBD 2.44