ছদ্মবেশী - আজকের ছোট্ট কবিতা।(Incognito-poetry)
ঘুরছে ছদ্মবেশী;
মিষ্টি ভাষী, বন্ধু বেশি
ছলনা কষছে, পাশাপশি!
চেনার উপায় নেই;
সুযোগ পেলেই ছুরিকাঘাত,
স্বার্থ মিটবে যেই!
ঠেকেই বোধহয় মানুষ শেখে!
বোঝেনা কেউ খুব বেশি;
দ্বিচারিতা ভরা মানবসমাজে
রয়েছে অধিক ছদ্মবেশী!
বলতে হবে, চলতে হবে;
দেখাতে হবে নকল হাসি!
পছন্দ না হলেও বাধ্য বলতে
শুধু তোমায় ভালবাসি!
নকল ব্যবহার, সামনে দাঁড়ালে!
-সুনীতা দত্ত।
আজ লেখা হবেনা ভেবেছিলাম, কারণ কিউরেশনের পরে অনেকটা সময় ডিসকর্ড এ বিভিন্ন বিষয় আলোচনায় কেটে গেছিলো।
সেই আলোচনায় উঠে আসা একটি শব্দকে ছন্দের একার দেবার প্রয়াস করলাম, যখন ভারতীয় সময় বলছে রাত ১ টা বেজে ২৭ মিনিট।
হয়তো, একটু আগেই লিখতে বসতে পারতাম, কিন্তু ডিসকর্ড শেষ করে গেট বন্ধের শব্দ পেয়ে অনেকদিন বাদে ন্যানো বাবুর আগমন ঘটেছিল।
তার সাথে খানিক খেলতে গিয়ে লিখতে বসতে একটু দেরি হয়ে গেলো, তবে ওই একটু সময় খেলে আমার সারাদিনের ক্লান্তি অনেকখানি দুর হয়ে গেছে।
মজার ব্যাপার ন্যানোর বাবা আরেকটা ফ্ল্যাটে তালা দিচ্ছিল, সেটা দেখে ন্যানো ভাবছিল ওর বাবা বোধহয় আমার ঘরে আসবে, তাড়াতাড়ি দরজা বন্ধ করতে যাচ্ছিল!
তাই দেখে ন্যানোর বাবা বলল আমি যাচ্ছি না, তোমাকে দরজা বন্ধ করতে হবে না!
ভাবুন কাণ্ড!
আমরা যত বড়ো হই, আমাদের মধ্যে মিথ্যে , ভনিতা এগুলো বাড়তে থাকে।
তবে এই শিশুরা প্রকৃত ভালোবাসা বোঝে। কারণ আমি বিশ্বাস করি তাদের মধ্যেই ঈশ্বরের বাস। একটা মোমো খেতে খেতে ঘরে ঢুকেছিল, যেই আমাকে পেয়েছে, সোজা ঘরে মোমো রেখে এসে খেলায় মত্ত হয়ে গেছিল আমার সাথে।
একটা বয়েসের পরে মানুষের স্বভাব বদলে যেতে শুরু করে, এবং এই শৈশবের নিষ্পাপ সবকিছু সময়ের হাত ধরে কবে যে হারিয়ে যায়, নিজেরাই টের পাই না!
ভালো না লাগলেও থাকতে হবে, একসাথে চলতে হবে, এইরকম ভাবে চলতে গিয়ে
সময়ের হাত ধরে একটা মুখোশ কবে যেনো নিজেদের অজান্তেই সহজাত হয়ে যায়।
তবে, কাউকে আঘাত করতে না চাওয়ার জন্য যারা ছদ্মবেশ ধারণ করে, তাদের চাইতেও যারা শুভাকাঙ্ক্ষীর মুখোশধারী;
তাদের থেকে দূরত্ব বজায় রাখার প্রয়োজন অধিক।
জীবনের রঙ্গমঞ্চে মানুষের কাছে অভিনয় করে পার পাওয়া গেলেও, সর্বোচ্চ আদালতে অভিনয় ঠিক ধরা পড়ে যায়।
দেখুন শিশুদের মধ্যে সৃষ্টিকর্তার বাস তাই দেখবেন তারা বড়দের চাইতেও বেশী ভালো মানুষ চিনতে পারে।
আমি বহু ক্ষেত্রে দেখেছি, তারা স্নেহের স্পর্শ বোঝে, তারা বুঝতে পারে ছদ্মবেশী দের স্পর্শ।
তাই কিছু মানুষের কাছে তারা স্বাচ্ছন্দ্য বোধ করলেও অনেকের কাছে যেতে চায় না।
বড়রা সহজেই ভুলতে পারে, সেটা কৃতজ্ঞতা হোক, নিস্বার্থ ভালোবাসা হল অথবা যেকোনো সৎ কর্ম।
তবে শিশুদের মধ্যে বোঝার, চেনার ক্ষমতা থাকে অনেকগুণ বেশি।
আজকে সেটা আরো একবার প্রমাণিত হয়ে গেলো, বয়স বৃদ্ধির সাথে সাথে আমরা ছদ্মবেশ ধারণ করে অধিক মানুষ হারিয়ে যায় আনকোরা শৈশবের মানসিকতা।
Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.
আমরা আমাদের স্বার্থে লাগলে কিছুটা চেন্জ হয়ে যাই, অনেক ক্ষেত্রে সেটা খুব বেশি ভয়ংকর না হলেও তাকে নিয়ে বাজে কথা বলতে ছাড়ি না।এতো করে সাময়িক রাগ কমে আমাদের। এই জিনিসটা হয়তো আমরা জেনেটিক্যালিই আমাদের পূর্বপরুষদের কাছ থেকে পেয়েছি।
যেহেতু সাময়িক রাগ কমানোর জন্য মানুষ এমন করে তাই এটাকে তেমন একটা গুরুত্ব দেই না আমি।তবে স্বার্থসিদ্ধির জন্য ছদ্মবেশ কিংবা পেছন বসে বিভিন্ন প্ল্যান করা এগুলো ভয়াবহ বলে মনে হয়।
শিশুরা নিষ্পাপ হয়ে থাকে। তবে খুব কাছে থেকে দুইএকজনকে দেখেছি এই নিষ্পাপ শিশুদের মনেও এক ধরনের বিষ ঢুকিয়ে দিতে। এই জিনিসটা কস্ট দেয় আমাকে। শিশুদেরকেতো শিশু থাকতে দেই।একদিনতো এই স্বার্থে ভরা সংসারে চলতে গিয়ে এই সরলতা হারিয়ে ফেলতেই হবে তাকে।
ভালো লাগলো আপনার লেখা পড়ে।
ভালো থাকবেন সবসময়।
Hello may i have your dicord ID
আমরা প্রায়শই বলে থাকি, বাচ্চারা কিছুই বোঝে না, কিছুই জানে না। তবে জীবনে অনেকগুলো বছর পার করে, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে, একটা সময়ের পরে আমরা বুঝতে পারি যে, আসলে বাচ্চারাই সঠিকভাবে সঠিক জিনিস বুঝতে পারে। কারণ তারা অভিনয় করতে পারে না ঠিকই, কিন্তু তাদের সাথে ভালোবাসার অভিনয় করলে, সেটা তারা সহজেই বুঝতে পারে।
তারা মানুষকে শুধুমাত্র ভালোবাসার বিনিময়েই ভালোবাসে। সেখানে দেনা পাওনা, অর্থ সম্পদ কোনো কিছুরই কোনো মূল্য নেই। শুধু ভালোবাসার ভাষা দিয়ে তাদের মন জয় করা যায় খুব সহজেই। আপনার সঙ্গে ন্যানোর সখ্যতা এই কারণেই কারণ, আপনি যেভাবে ন্যানোর সাথে মেশেন, সেই মুহূর্তে আপনি ন্যানোর বয়সেই হয়ে যান। আর সেটাই ওকে বেশি আকর্ষণ করে।
বাকি আপনার মনের ভিতরে ওর প্রতি কি অনুভূতি আছে, সেটা আর কেউ না জানুক আমি জানি খুব ভালোভাবে। আপনার কবিতার প্রতিটি লাইন ঠিক কতখানি সত্যি, তার বোধহয় একমাত্র সাক্ষী আমি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কবিতার পাশাপাশি, ন্যানোর সাথে কাটানো কিছু মুহূর্তের সাক্ষী হিসেবে বেশ কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য এবং ন্যানোর প্রতি নিজের অনুভূতি ব্যক্ত করার জন্য। ভালো থাকবেন ম্যাম।
TEAM 1
Congratulations! This post has been upvoted through steemcurator04. We support quality posts, good comments anywhere, and any tags.
Curated by : @sualeha
Thank you my dear friend for your encouraging support @sualeha
অনেক বড় হয়ে গেছে ও। ভালো থাকুক। টিনটিন বাবুকে অনেক আদর।
আপনার লেখা কবিতা পড়ে বেশ ভালো লাগলো দিদি। বেশ ছন্দে ছন্দে কবিতাটা এগিয়েছে।
কত সহজ সরল ভাবে আসল কথাটা বলে দিলেন।