You are viewing a single comment's thread from:

RE: ছদ্মবেশী - আজকের ছোট্ট কবিতা।(Incognito-poetry)

in Incredible India6 months ago

বড়রা সহজেই ভুলতে পারে, সেটা কৃতজ্ঞতা হোক, নিস্বার্থ ভালোবাসা হল অথবা যেকোনো সৎ কর্ম। তবে শিশুদের মধ্যে বোঝার, চেনার ক্ষমতা থাকে অনেক গুণ বেশি।

  • আমরা প্রায়শই বলে থাকি, বাচ্চারা কিছুই বোঝে না, কিছুই জানে না। তবে জীবনে অনেকগুলো বছর পার করে, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে, একটা সময়ের পরে আমরা বুঝতে পারি যে, আসলে বাচ্চারাই সঠিকভাবে সঠিক জিনিস বুঝতে পারে। কারণ তারা অভিনয় করতে পারে না ঠিকই, কিন্তু তাদের সাথে ভালোবাসার অভিনয় করলে, সেটা তারা সহজেই বুঝতে পারে।

  • তারা মানুষকে শুধুমাত্র ভালোবাসার বিনিময়েই ভালোবাসে। সেখানে দেনা পাওনা, অর্থ সম্পদ কোনো কিছুরই কোনো মূল্য নেই। শুধু ভালোবাসার ভাষা দিয়ে তাদের মন জয় করা যায় খুব সহজেই। আপনার সঙ্গে ন্যানোর সখ্যতা এই কারণেই কারণ, আপনি যেভাবে ন্যানোর সাথে মেশেন, সেই মুহূর্তে আপনি ন্যানোর বয়সেই হয়ে যান। আর সেটাই ওকে বেশি আকর্ষণ করে।

  • বাকি আপনার মনের ভিতরে ওর প্রতি কি অনুভূতি আছে, সেটা আর কেউ না জানুক আমি জানি খুব ভালোভাবে। আপনার কবিতার প্রতিটি লাইন ঠিক কতখানি সত্যি, তার বোধহয় একমাত্র সাক্ষী আমি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কবিতার পাশাপাশি, ন্যানোর সাথে কাটানো কিছু মুহূর্তের সাক্ষী হিসেবে বেশ কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য এবং ন্যানোর প্রতি নিজের অনুভূতি ব্যক্ত করার জন্য। ভালো থাকবেন ম্যাম।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.030
BTC 70150.72
ETH 2524.71
USDT 1.00
SBD 2.54