দোল উৎসব পালনের অতীতের স্মরণীয় কিছু মুহূর্ত।

in Incredible Indialast year
IMG_20230305_235038.png

ওরে গৃহবাসী,
খোল দ্বার খোল
লাগলো যে দোল,
জলে স্থলে বনতলে
লাগলো যে দোল
দ্বার খোল, দ্বার খোলা।
--- কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর।

সকলকে বসন্ত উৎসবের অগ্রিম শুভেচ্ছা। প্রতিটি বছর সমান যায় না, তেমনি সম্পর্ক সমানভাবে চলে না,কখনো সম্পর্কে জোয়ার আসে, আবার সময়ের সাথে ভাটা পড়ে যায় অনেক সম্পর্কে।

বেচে থাকে কাটানো মুহুর্ত গুলো। সেরকম একবছর পুরনো বন্ধুদের সাথে কাটানো দোল উৎসবের কিছু ছবি আজ আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি।

আজকে যাদের ছবি গুলো ভাগ করেছি, সেই টিনা এবং সোনাই এর সাথে এখন প্রায় যোগাযোগ নেই বললেই চলে।
বাস্তব জীবনের লড়াই নিয়ে সকলেই ব্যস্ত, কিন্তু একসময় আমরা ছিলেম হরিহর আত্মা।

এক অফিসে কাজের সুবাদে পরিচয়, কিন্তু কিভাবে জানিনা আমরা খুব কাছে চলে এসেছিলাম।
সুখ, দুঃখ ভাগ করে নিয়েছি, একে অপরের সাথে, কাটিয়েছি অবিস্মরণীয় বেশ কিছু সময়।
তখন আমার জীবন এতটা নিঃসঙ্গতায় ভরা ছিল না।

IMG20230305185136.jpg
(বসন্ত উৎসবের আন্তরিক শুভেচ্ছা)
IMG20230305185130.jpg

কাকভোরে উঠে একসাথে অফিস করা, পাশের চেয়ারগুলো অগ্রিম পৌঁছলে বাকিদের জন্য সুরক্ষিত করে রাখার মত কত স্মৃতি ধরা রয়েছে আজও মনের অভ্যন্তরে।

একসাথে আমার বাড়িতে বনভোজনের আয়োজন, হাতে হাত মিলিয়ে রান্না আর তারপর মজা করে খাওয়া দাওয়া করে, সাপ্তাহিক ছুটির দিন কাটানো সবটাই এখন ইতিহাস।

জন্মাবার পরে জানা থাকে না সময় কখন কার সাথে আমাদের পরিচয় করিয়ে দেবে, তবে কিছু সম্পর্ক দূরে সরে গেলেও চিরকাল মনের মধ্যে তার জায়গা করে রাখে।

কোম্পানি বন্ধ হয়ে যাবার পরে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম, তারপর ফেসবুক থেকে যোগাযোগ করে দোল উৎসবে একত্রিত হয়েছিলাম দু বছর আগে।

সেটাই ছিল একসাথে কাটানো আমাদের শেষ মুহূর্ত, আমার মত সকলের ব্যাক্তিগত জীবনে অনেক উত্থান পতন ঘটেছে, ছিঁড়ে গেছে অনেক সম্পর্কের বন্ধন।

কাজেই সেই লড়াই আমাদেরকে আর আগের মত সময় দেয়নি একত্রিত হবার। তবে একটা কথা সত্য যে অনেক সময় কিছু সম্পর্ক রক্তের বাঁধনের চাইতে গুরুত্বপূর্ণ হয়ে যায়।

তিন মূর্তি - আমি, সোনাই এবং টিনা।

IMG_20230305_232033.jpg

IMG_20230305_231951.jpg

IMG_20230305_231930.jpg

যাদের থেকে বোঝার আশা করা হয় বা বুঝবে বলে দাবি রাখা হয় সেই সকল রক্তের সম্পর্ক আমাদের যতটা না বুঝতে পারে, তার চাইতে এমন অনেক নাম না করা সম্পর্ক যেগুলো রক্তের বন্ধনে যুক্ত নয় তারা ঢের বেশী বোঝে।

আমার জীবনের অভিজ্ঞতা অন্ততপক্ষে সেটাই বলে, কত কঠিন সময় আমি পার করেছি এই রক্তবিহিন সম্পর্কের সহায়তায়।
আর ঠিক সেই কারণেই আজকে যোগাযোগে ভাটা পড়লেও তাদেরকে ভুলতে পারিনি।

প্রতি বছর বসন্ত উৎসব আসবে, হয়তো নতুন নতুন অভিজ্ঞতায় করবে বছরগুলো কিন্তু কথায় আছে যে দিন চলে যায়, সেটাই ভালো দিন।

কারণ, আগামীতে কি ঘটতে চলেছে, সেটা আমাদের কারোর জানা নেই, তবে কাটিয়ে আসা বছরের মূল্যায়ন করা যায় বলেই হয়তো এই কথাটা বলা হয়।

যাইহোক, অবশেষে এটাই জানাতে চাই, সময়ের সাথে জীবনে আসা সম্পর্ক গুলোকে মূল্য দেওয়া উচিত কারণ আমরা কেউ জানিনা কোন সম্পর্কের মেয়াদ কতদিন।

আজ এই পর্যন্তই লিখে আমার লেখা শেষ করছি, ভালো কাটুক আপনাদের বসন্ত উৎসব।
আবিরের রঙে আপনাদের জীবনের সমস্ত কালিমা মুছে যাক এই কামনা করি।

h1cixij7HAiSq1otNd (1).gif
Sort:  
 last year 
  • বাস্তব জীবনের লড়াই নিয়ে সকলেই ব্যস্ত, কিন্তু একসময় আমরা ছিলেম হরিহর আত্মা।

  • একদম ঠিক কথা বলেছেন দিদি। ছোটবেলা আমরা বুঝতাম না যে বাস্তব জিবনটা কেমন, ধিরে ধিরে যখন আমি বড় হতে থাকি, তখন সাথে সাথে বুঝতে পারি বাস্তব জিবনের বাস্তবতা আসলে কী? কত আত্মার বন্ধু, স্বজন সাথী ছিলো..! অথচ সবাই এখন বাস্তব জিবনের ব্যাস্ততাময় সময় কাটাচ্ছেন।

  • কোম্পানি বন্ধ হয়ে যাবার পরে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম, তারপর ফেসবুক থেকে যোগাযোগ করে দোল উৎসবে একত্রিত হয়েছিলাম দু বছর আগে।

  • এই আয়োজন টা খুব বেশিই অনুভূতি দেয়। যদিও আমার চাকরী বা অফিসের কথা নয়, আমি বলছি আমাদের শিক্ষা জিবনের কথা। সেটা যাই হোক না কেন. সবাই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর যদি ২-৩ বসর পর একসাথে তাদেরকে দেখা পাই, তাইলে কিন্তু মুহুর্ত টা সত্যিই অসাধারণ হয়ে থাকে। কে কোথায় এতদিন ছিলো, কে কী করছো, কে বিয়ে করছে, সব কথা যেন ভরে থাকে বালতী থেকে ঢেলে দেওয়ার মত। আপনার কথা টাও আমার কাছে খুব ভালো লাগছে, তাদেরকে পেয়ে আপনি সত্যিই অনেক আনন্দিত।

  • কারণ, আগামীতে কি ঘটতে চলেছে, সেটা আমাদের কারোর জানা নেই, তবে কাটিয়ে আসা বছরের মূল্যায়ন করা যায় বলেই হয়তো এই কথাটা বলা হয়।

  • কথাটা তো অবশ্যই মানতেই হবে, আগামীতে আমার সাথে বা আপনাদের সাথে কী ঘটতে চলেছে বা কী ঘটবে, আমরা কেউ-ই তা বলার সাধ্য রাখিনা। একমাত্র সৃষ্টি কর্তাই বলতে পারেন আমাদের আগামীদিনের পরিকল্পনা। তাই বলে কী আমাদের পরিকল্পনা বাদ যাবে? আমাদের আয়োজন প্রয়োজন বাদ যাবে? নাহ, মানুষ যতদিন বেঁচে আছে, ততদিন স্বীয় কর্ম চালিয়েই যাবে।

  • খুবই ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। আপনার পোস্টে শেয়ারকৃত ফটোগুলোও অসাধারণ মানিয়েছে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। টাটা বায় বায়।

 last year 

সময়ের সাথে সাথে আসলেই অনেক কিছু পাল্টে যায়। এক সময় যে আমাদের আত্মার ছিল সে সময়ের পরিবর্তনের সাথে সাথে ছিন্ন হয়ে যায়। হারিয়ে যায় অন্য কোন শহরে। কিন্তু স্মৃতিগুলো রয়ে যায় সারা জীবন।

 last year 

আমাদের জীবনে অনেক স্মৃতি আছে যেগুলো আমরা মন থেকে কখনোই ভুলতে পারিনা আপনি আপনার জীবনের স্মৃতি পাতার আমাদের মাঝে উপস্থাপনা করেছেন খুবই ভালো লাগলো আপনার পুরানো স্মৃতিগুলো পড়ে অসংখ্য ধন্যবাদ দিদি আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপনা করেছেন খুবই ভালো লাগলো।

Loading...
 last year (edited)

দিদি কষ্টকর হলেও এটাই বাস্তব সবাই সবসময় থাকে না।

বন্ধুরা আপনাকে সবকিছু শিখিয়ে দিবে।যেমনঃ কিভাবে অন্যের পিছু লাগা যায়,কিভাবে শয়তানি করা যায়,কিভাবে সকাল সন্ধে কাটাতে হয়।সব ধরণের শিক্ষা তারা দিয়ে যাবে শুধু একটা শিক্ষা বাদে,সেটা হলো

ওদের অনুপস্থিতে কিভাবে ওদের ভুলে থাকবো

তবে যাই হোক, আশা করছি আপনার বন্ধুরাও আপনাকে ঠিক ততোটাই মনে রাখে, ততটাই মিস করে, যতটুকু আপনি ওনাদেরকে মিস করছেন বা মনে করছেন।

ভালো থাকবেন।আর শুভেচ্ছা জানাচ্ছি দোলের।

আবারো একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে আপনার বন্ধুদের সাথে কাটানো অতীতের সুন্দর স্মৃীতিগুলো তুলে ধরার জন্য।

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

 last year 

আমার জীবনে অনেক কিছু স্মৃতি আছে যেগুলো আমি হয়তো কোনদিনও ভুলতে চাইলেও ভুলতে পারবো না। আপনি আপনার জীবনের স্মৃতি আমাদের সামনে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

সকলকে বসন্ত উৎসবের অগ্রিম শুভেচ্ছা। প্রতিটি বছর সমান যায় না, তেমনি সম্পর্ক সমানভাবে চলে না,কখনো সম্পর্কে জোয়ার আসে, আবার সময়ের সাথে ভাটা পড়ে যায় অনেক সম্পর্কে।

  • একদম ঠিক কথা বলেছেন।সম্পর্ক সব সময় এক রকম থাকে না। কিছু কিছু সম্পর্ক এতটা মূল্যবান থাকে, কিছু সময়। আবার সেই সময়টা পার হয়ে গেলে দেখা যায়। সেই সম্পর্কের কোন মূল্য কোন অস্তিত্ব আমরা খুঁজে পাই না।

জন্মাবার পরে জানা থাকে না সময় কখন কার সাথে আমাদের পরিচয় করিয়ে দেবে, তবে কিছু সম্পর্ক দূরে সরে গেলেও চিরকাল মনের মধ্যে তার জায়গা করে রাখে।

  • এটা খুবই বাস্তব একটা কথা। আমরা জন্মের পরে কেউই কখনো বলতে পারব না। আমাদের কার সাথে কখন কিভাবে পরিচয় হবে। কিন্তু কিছু মানুষ যখন আমাদের কাছ থেকে অনেকটা দূরে সরে যায়। তখনও কিন্তু তাদের জন্য আমাদের মনের একটা জায়গায়। ঠিকই সম্মানের জায়গাটা আজীবন থেকে যায়।

আসলেই আমাদের জীবনের সম্পর্ক গুলো। আমাদের জীবনের সাথে আপনা আপনি ভাবে জড়িয়ে যায়। আমাদের প্রত্যেকেরই উচিত সেই সম্পর্ক গুলোর প্রতি গুরুত্ব দেয়া। কারণ কোন সম্পর্কের মেয়াদ কতদিন, সেটা সৃষ্টিকর্তা ছাড়া বা কেউ বলতে পারবোনা।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার পোষ্টের ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে, আপনি বেশ আনন্দ করেছেন। ধন্যবাদ সব সময় ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68820.96
ETH 3915.32
USDT 1.00
SBD 3.64