You are viewing a single comment's thread from:

RE: দোল উৎসব পালনের অতীতের স্মরণীয় কিছু মুহূর্ত।

in Incredible Indialast year
  • বাস্তব জীবনের লড়াই নিয়ে সকলেই ব্যস্ত, কিন্তু একসময় আমরা ছিলেম হরিহর আত্মা।

  • একদম ঠিক কথা বলেছেন দিদি। ছোটবেলা আমরা বুঝতাম না যে বাস্তব জিবনটা কেমন, ধিরে ধিরে যখন আমি বড় হতে থাকি, তখন সাথে সাথে বুঝতে পারি বাস্তব জিবনের বাস্তবতা আসলে কী? কত আত্মার বন্ধু, স্বজন সাথী ছিলো..! অথচ সবাই এখন বাস্তব জিবনের ব্যাস্ততাময় সময় কাটাচ্ছেন।

  • কোম্পানি বন্ধ হয়ে যাবার পরে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম, তারপর ফেসবুক থেকে যোগাযোগ করে দোল উৎসবে একত্রিত হয়েছিলাম দু বছর আগে।

  • এই আয়োজন টা খুব বেশিই অনুভূতি দেয়। যদিও আমার চাকরী বা অফিসের কথা নয়, আমি বলছি আমাদের শিক্ষা জিবনের কথা। সেটা যাই হোক না কেন. সবাই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর যদি ২-৩ বসর পর একসাথে তাদেরকে দেখা পাই, তাইলে কিন্তু মুহুর্ত টা সত্যিই অসাধারণ হয়ে থাকে। কে কোথায় এতদিন ছিলো, কে কী করছো, কে বিয়ে করছে, সব কথা যেন ভরে থাকে বালতী থেকে ঢেলে দেওয়ার মত। আপনার কথা টাও আমার কাছে খুব ভালো লাগছে, তাদেরকে পেয়ে আপনি সত্যিই অনেক আনন্দিত।

  • কারণ, আগামীতে কি ঘটতে চলেছে, সেটা আমাদের কারোর জানা নেই, তবে কাটিয়ে আসা বছরের মূল্যায়ন করা যায় বলেই হয়তো এই কথাটা বলা হয়।

  • কথাটা তো অবশ্যই মানতেই হবে, আগামীতে আমার সাথে বা আপনাদের সাথে কী ঘটতে চলেছে বা কী ঘটবে, আমরা কেউ-ই তা বলার সাধ্য রাখিনা। একমাত্র সৃষ্টি কর্তাই বলতে পারেন আমাদের আগামীদিনের পরিকল্পনা। তাই বলে কী আমাদের পরিকল্পনা বাদ যাবে? আমাদের আয়োজন প্রয়োজন বাদ যাবে? নাহ, মানুষ যতদিন বেঁচে আছে, ততদিন স্বীয় কর্ম চালিয়েই যাবে।

  • খুবই ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। আপনার পোস্টে শেয়ারকৃত ফটোগুলোও অসাধারণ মানিয়েছে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। টাটা বায় বায়।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 61029.99
ETH 3375.14
USDT 1.00
SBD 2.48