পুরনো অ্যালবাম থেকে নিজের তোলা কিছু ফুলের ছবি।

in Incredible Indialast year
20230507_211554_0000.png

প্রিয় বন্ধুরা,
রবিবারের রাতে বসে কোন বিষয় আজকে তুলে ধরা যায় ভাবতে ভাবতেই নিজের ছবির সংগ্রহশালায় বেশ কিছু ফুলের ছবি দেখে মনে হলো, প্রকৃতির মাঝে থাকা এই ফুলেদের চাইতে সুন্দর আর কি হতে পারে এই ছুটির দিনে আপনাদের সাথে ভাগ করে নেবার উপযোগী।

এই কমিউনিটিতে অনেকেই চমৎকার ছবি বিভিন্ন সময় উপহার দিয়ে থাকেন, কিছু ছবি আমার মন ছুঁয়ে যায়।

বিষয়টি যিনি ছবি তুলেছেন তার কৃতিত্ব কেমন আছে সাথে আছে প্রকৃতির সৃষ্টির কৃতিত্ব।
আধুনিক যুগে দাড়িয়ে যেখানে সব কিছুর বিকল্প ব্যবস্থা তৈরি হয়ে গেছে, এমনকি আজকাল বাজারে দৃষ্টি আকর্ষক নকল ফুল সহজলভ্য।

20230507_214246_0000.png

অনেকেই ফুলগুলি ঘর সাজাতে কিনে থাকেন কারণ সেগুলো শুকিয়ে যাবার কোনো উপায় নেই।

অথচ ভেবে দেখলে বোঝা যায় নকল কখনো আসল এর জায়গা নিতে পারে না, ক্ষণস্থায়ী আসল ফুলের স্পর্শ, সুগন্ধ কখনোই নকল ফুলের থেকে পাওয়া সম্ভব নয়।

আমি বিশ্বাস করি যা ভালো, তার অল্পই ভালো, কাজেই ক্ষণস্থায়ী হলেও আমার কাছে আসল ফুলের প্রাধান্য অমলিন।

Red and pink layered hibiscus (পঞ্চমুখী জবাফুল)

IMG_20230507_211838.jpg

IMG_20230507_212054.jpg

IMG_20230507_212038.jpg

জীবনের ক্ষেত্রেও কথাগুলো প্রযোজ্য তাই অস্থায়ী জীবনেও আমাদের সুঘ্রাণ মানে নিজেদের ব্যবহার এর ছাপ রেখে যাওয়া উচিত।

প্রকৃত সৌন্দর্য্যের পরিভাষা খুঁজতে হলে, প্রকৃত জীবনের শিক্ষা পেতে হলে আমার মনে হয় প্রকৃতি আদর্শ শিক্ষক যেখান থেকে যেমন ভালো মানুষ হবার শিক্ষা পাওয়া যায়, তেমনি এই শিক্ষা ও পাওয়া যায় অস্থায়ী কোনো কিছু নিয়ে অহঙ্কার শোভনীয় নয়।

কিছু ফুলের সাথে কাঁটা থাকে এটা বোঝাতে জীবনের পথ মসৃণ নয়, গোটা পথ পেরোতে হলে বাঁধার সন্মুখীন হতেই হবে।

আরো কিছু ভিন্ন ধরনের জবাফুল:-

IMG_20230507_212017.jpg

IMG_20230507_212001.jpg

IMG_20230507_211756.jpg

একদিকে যেমন জীবনের শিক্ষা অপরদিকে রয়েছে বেশ কিছু ফুলের, পাতার ভেষজ উপাদান যেগুলো আজও আয়ুর্বেদিক সহ বিভিন্ন ঔষধির কাজে সহায়ক।

তারমানে দাড়ালো, যার গুন আছে সে কখনো সেটা ফলাও করে গেয়ে বেড়ায় না, নিজের মধ্যে গুন থাকলে তাকে সহজেই সকলে খুঁজে নেয়।

মানুষ আর প্রকৃতির মধ্যে পার্থক্য হলো, মানুষ সফলতা পেলে মনুষ্যত্ব হারিয়ে ফেলে।

অপরদিকে প্রকৃতির এত ক্ষমতা থাকা সত্বেও, সমগ্র প্রাণীকুলের প্রাণ সুরক্ষিত রাখার ক্ষমতা থাকা বহন করেও;
মানুষের এত বৃক্ষচ্ছেদনের পরেও প্রাণীকুলের প্রয়োজনীয় যাবতীয় জিনিসের যোগান আজও দিয়ে চলেছে।

(Allamanda blanchetii)

IMG_20230507_211854.jpg

Thevetia peruviana(yellow oleander)

IMG_20230507_211728.jpg

IMG_20230507_211702.jpg

এখানে যে শিক্ষাটি আমরা প্রকৃতির থেকে পাই, সেটা হলো, নিজের নীতিতে সঠিক থাকলে পিঠে যতই কেউ ছুরি চালিয়ে যাক না কেনো, সেই ক্ষত ভর্তির জন্য সৃষ্টিকর্তা কাউকে না কাউকে পাঠিয়েই দেন।

আর ঠিক সেই কারণে একশ্রেণীর মানুষ একদিকে বৃক্ষছেদন চালিয়ে গেলেও, একশ্রেণীর মানুষ আজও বৃক্ষ রোপন করে পৃথিবীর ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টা অব্যাহত রাখতে সচেষ্ট রয়েছেন।

Orange Blossom (লেবু ফুলের ছবি):-

IMG_20230507_212209.jpg

IMG_20230507_212156.jpg

IMG_20230507_212143.jpg

IMG_20230507_212120.jpg

আমি নিজে খুবই অযোগ্য ফটোগ্রাফার, তবুও নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে চেষ্টা করেছি, সময় সময় কিছু ছবি তোলার, আজকে তাদের মধ্যে থেকে কিছু ছবি আপনাদের মাঝে তুলে ধরলাম, ভুল ত্রুটি ক্ষমা করে নিজেদের মতামত জানাবেন এই আশা রাখি।

আসলে কিছু কাজ আমরা প্রসংশা পাবার চাইতেও মানসিক প্রশান্তির বা আত্মতৃপ্তির জন্য করে থাকি, আমার ছবি তোলাও সেই আত্মতৃপ্তি ও প্রশান্তিতেই সামিল।

h1cixij7HAiSq1otNd (1).gif
Sort:  

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

Loading...
 last year 

আপনি অনেকদিন পরে আমাদের সবার মাঝে কিছু প্রকৃতির ফুল ও তার সৌন্দর্য নিয়ে বেস চমৎকার আলোচনা করেছেন,,,,

আপনার আলোচনা বিতরে আমার সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে,,, আমরা কেউ গাছপালা নিধন করছি ,,, অপরদিকে আমাদের এ কেউ না কেউ এই গাছপালা,,, সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন,,, অর্থাৎ কেউ গাছপালা কেটে পৃথিবীর ভারসাম্য নষ্ট করছেন,,, অপর দিকে গাছপালা কিছু মানুষ পৃথিবী রক্ষা করার জন্য গাছপালা লাগাচ্ছে।

এছাড়াও প্রকৃতি থেকে আপনি বেশ কিছু শিখুনীয় বিষয় আমাদের মাঝে শেয়ার করেছেন,, প্রকৃতি থেকে আমাদের অনেক অনেক বিষয় শেখার আছে,,,, যে গুলো আমাদের কে প্রকৃতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়।

 last year 

দিদি প্রতিবার আপনার লিখাগুলো মন দিয়ে পড়ার চেষ্টা করি। আপনার লিখাগুলো আমাকে নতুন করে ভাবাতে শেখায়। আপনার লিখা পড়ি আর কিছু কিছু জিনিস অনুধাবন করি, যা সমাজের সাথে সম্পূর্ণ মিলে যায়।

অনেক ধন্যবাদ দিদি আপনাকে। আমাদের মাঝে এমন সব লিখা উপহার দেয়ার জন্য। আমরা সকলেই আপনার প্রতি অনেক কৃতজ্ঞ।

 last year (edited)

আমি বিশ্বাস করি যা ভালো, তার অল্পই ভালো, কাজেই ক্ষণস্থায়ী হলেও আমার কাছে আসল ফুলের প্রাধান্য অমলিন।

  • পরিমাণ বা স্থায়ীত্ব কম হলেও আসল যেকোনো কিছুর মূল্য অনেক বেশি, আমিও সহমত আপনার সাথে।
  • আমাদের কাজ,আচরণসহ সব কিছুই ক্ষণস্থায়ী। তবে ভালো কাজ ও ব্যবহার অমর। এগুলোই মানুষকে পৃথিবীতে বাঁচিয়ে রাখে।

কিছু ফুলের সাথে কাঁটা থাকে এটা বোঝাতে জীবনের পথ মসৃণ নয়, গোটা পথ পেরোতে হলে বাঁধার সন্মুখীন হতেই হবে।

  • একদমই তাই, মানুষের জীবনে চলার পথে এরকম বাধা বিপত্তি আসবেই। সুন্দর ফুলকে স্পর্শ করে হলে তেমন কাটার আঘাত সহ্য করতে হয়, ঠিক তেমনি করে সফলতা পেতে হলেও এরকম বাঁধা বিপত্তি অতিক্রম করতেই হবে।

মানুষ আর প্রকৃতির মধ্যে পার্থক্য হলো, মানুষ সফলতা পেলে মনুষ্যত্ব হারিয়ে ফেলে।

  • নিঃসন্দেহে সঠিক বলেছেন দিদি, মানুষের ভালো সময় আসলে তখন আর মনুষ্যত্ব থাকে। হঠাৎ এক আমুল পরিবর্তন দেখা যায়। প্রকৃতি আর মানুষের মধ্যে এক এমন পার্থক্য আপনি তুলে ধরেছেন, যেটা আমরা অহরহ দেখি ঘটতে।
  • আপনার ফটোগ্রাফি গুলো যথেষ্ট ভালো হয়েছে দিদি। যেখানে আসল প্রকৃতির এক দৃশ্য উপস্থাপিত হয়েছে। সেই সাথে লেখাতে আপনি অসাধারণ শব্দ চয়নের মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল। আপনার পরবর্তী তথ্যবহুল লেখা পরিদর্শনের প্রতিক্ষায় থাকবো।
 last year 

প্রত্যেক বারের মতো এবারও,,,, আমি আপনার পোস্ট ওপেন করে অবাক হয়ে গেলাম। অসম্ভব সুন্দর জবা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে। যদিও রক্ত জবা আমি দেখেছি,,, কিন্তু হলুদের মাঝে রক্ত জবা। এটা আমি দেখিনি আপনার পোস্টে প্রথম দেখলাম।

কিছু ফুলের সাথে কাঁটা থাকে এটা বোঝাতে জীবনের পথ মসৃণ নয়, গোটা পথ পেরোতে হলে বাঁধার সন্মুখীন হতেই হবে।

একদমই ঠিক বলেছেন,,,, এই ফুলের কাটাগুলো আমাদের জীবনের সাথে সংমিশ্রণ। আসলে আমাদের জীবনটা এতটাও সঠিক নয়,,, বা এতটাও সহজ নয়। যতটা আমরা চিন্তা করি।

আপনার পোস্টে উল্লিখিত প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লেগেছে। যদিও আপনি বলেছেন,,,, আপনি তেমন ভালো ফটোগ্রাফার নন।আসলে আমরা জীবনে কেউই ভালোভাবে কোন কাজ করতে পারি না। কিন্তু তারপরেও আমাদের চেষ্টা দিয়ে যতটুকু করার চেষ্টা করি। হয়তোবা ততটাই আমাদের জন্য ভালো।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক। এই কামনাটাই করছি ভাল থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57298.55
ETH 3059.61
USDT 1.00
SBD 2.29