You are viewing a single comment's thread from:

RE: পুরনো অ্যালবাম থেকে নিজের তোলা কিছু ফুলের ছবি।

in Incredible Indialast year (edited)

আমি বিশ্বাস করি যা ভালো, তার অল্পই ভালো, কাজেই ক্ষণস্থায়ী হলেও আমার কাছে আসল ফুলের প্রাধান্য অমলিন।

  • পরিমাণ বা স্থায়ীত্ব কম হলেও আসল যেকোনো কিছুর মূল্য অনেক বেশি, আমিও সহমত আপনার সাথে।
  • আমাদের কাজ,আচরণসহ সব কিছুই ক্ষণস্থায়ী। তবে ভালো কাজ ও ব্যবহার অমর। এগুলোই মানুষকে পৃথিবীতে বাঁচিয়ে রাখে।

কিছু ফুলের সাথে কাঁটা থাকে এটা বোঝাতে জীবনের পথ মসৃণ নয়, গোটা পথ পেরোতে হলে বাঁধার সন্মুখীন হতেই হবে।

  • একদমই তাই, মানুষের জীবনে চলার পথে এরকম বাধা বিপত্তি আসবেই। সুন্দর ফুলকে স্পর্শ করে হলে তেমন কাটার আঘাত সহ্য করতে হয়, ঠিক তেমনি করে সফলতা পেতে হলেও এরকম বাঁধা বিপত্তি অতিক্রম করতেই হবে।

মানুষ আর প্রকৃতির মধ্যে পার্থক্য হলো, মানুষ সফলতা পেলে মনুষ্যত্ব হারিয়ে ফেলে।

  • নিঃসন্দেহে সঠিক বলেছেন দিদি, মানুষের ভালো সময় আসলে তখন আর মনুষ্যত্ব থাকে। হঠাৎ এক আমুল পরিবর্তন দেখা যায়। প্রকৃতি আর মানুষের মধ্যে এক এমন পার্থক্য আপনি তুলে ধরেছেন, যেটা আমরা অহরহ দেখি ঘটতে।
  • আপনার ফটোগ্রাফি গুলো যথেষ্ট ভালো হয়েছে দিদি। যেখানে আসল প্রকৃতির এক দৃশ্য উপস্থাপিত হয়েছে। সেই সাথে লেখাতে আপনি অসাধারণ শব্দ চয়নের মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল। আপনার পরবর্তী তথ্যবহুল লেখা পরিদর্শনের প্রতিক্ষায় থাকবো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 55157.38
ETH 2317.75
USDT 1.00
SBD 2.33