নতুনদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই প্ল্যাটফর্মের বিষয়।

in Incredible India2 years ago
png_20230419_200008_0000.png

প্রিয় বন্ধুরা,
আজকের লেখাটি বাংলায় লিখছি, অধিকতর সদস্যের বোঝার সুবিধার্থে, বিশেষ করে যারা এই প্লাটফর্মে নতুন কাজ শুরু করেছেন তাদের জ্ঞাতার্থে।

এই প্লাটফর্মে কাজ করবার শুরুতেই কি কি কাজ শিখতে হবে সেটার থেকেও আমার মনে হয়েছে কোন কাজগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত সেটা জানবারও প্রয়োজন আছে।

যেহেতু প্রতি বুধবার আমরা টিউটোরিয়াল ক্লাসের আয়োজন করে থাকি, এবং সেখানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনেকক্ষেত্রেই বেশ কিছু ইউজার সেখানে অনুপস্থিত থাকার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি ক্লাসের আলোচ্য বিষয়গুলো পোস্টের মাধ্যমে তুলে ধরবো, বিশেষ করে তাদের জন্য যারা ক্লাসে উপস্থিত থাকেন না, আর তাদের জন্য যারা বিষয়গুলো সম্পর্কে অবগত নয়।


তাহলে চলুন শুরু করা যাক:-

আজকের বিষয়ের মধ্যেে রাখছি প্লাগিয়ারিসম, স্প্যাম, আর অ্যাবিউস কাকে বলে?

অনেকেই ভাবছেন এগুলো তাদের জানা বিষয় কিন্তু লেখাটা পড়লে অনেক বিষয় আপনাদের ধারণা কিছুটা বদলে যাবে বলে আমার বিশ্বাস।

স্প্যাম, আর অ্যাবিউস কাকে বলে?

road-sign-464657_1280.png

pixabay

  • যখন আমরা অন্যের কাছে নিজের জন্য ভোটের আবেদন করি, সেটা খানিক আর্থিক সহযোগিতার আওতায় আসে।

  • আমার কোনো পোস্ট যখন রিস্টিম করি বিশেষ করে বড়ো কোনো ইউজারের, (যদি সেটা শিক্ষামূলক পোস্ট না হয়)এবং তার পোস্ট ফলো করে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করি। সবগুলো ক্ষেত্রেই আমাদের এই কার্যকারিতা স্প্যাম, আর অ্যাবিউস অন্তর্ভুক্ত হিসেবে ধরা হয়।

  • এছাড়া যখন কোনো ইউজার একই ধরনের কমেন্ট বিভিন্ন পোস্টের ক্ষেত্রে করে থাকে, বিশেষ করে যখন কমেন্ট সেই লেখার বিষয় ভিত্তিক হয় না, সেক্ষেত্রেও সেই কমেন্টকে স্প্যাম, আর অ্যাবিউস আওতায় ধরা হয়।

  • এরপর ধরুন কমেন্টের মাধ্যমে নিজের পোস্টের লিংক দিয়ে ভোটের আবেদন, সাথে কোনো কনটেস্টের ক্ষেত্রে কোনো বড়ো ইউজারের কাছে নিজের পোস্টের লিংক ভাগ করে নেওয়া অথবা মেমো লিংকের মাধ্যমে পোস্ট লিংক পাঠানো সবটাই কিন্তু এখানে স্প্যাম, আর অ্যাবিউস বলে ধরা হয়।

  • ইউজারের কোনো এমন নির্বাচিত শীর্ষক যেটি কেবল কোনো বড়ো ব্যক্তির দৃষ্টি আকর্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে, কেবলমাত্র ট্রেড করবার জন্য, সমর্থন পাওয়ার জন্য অথবা কোনো হ্যাশ ট্যাগ দিয়ে কোনো বড়ো ব্যাক্তিকে উল্লেখ করলেও সেটা স্প্যাম, আর অ্যাবিউস অধীন।

  • কোনো রকম লেখা বা কমেন্ট যেটি কাউকে ধমকির উদ্দেশ্যে লেখা, বা হিংসাত্মক বার্তা বহন করে, সেটাকেও এই স্প্যাম, আর অ্যাবিউস হিসেবে ধরা হয়।

  • গোপনীয়তার প্রয়োজন আছে এমন কোনো লেখার ক্ষেত্রে বিশেষ ট্যাগ ব্যবহার করা বাঞ্ছনীয় নইলে সেটাকেও স্প্যাম, আর অ্যাবিউস বলা হয়।

  • অপপ্রচার, ঠকানোর উদ্দেশ্য, কাউকে ভোট কেনার জন্য প্ররোচিত করা, সাথে আগেই বলেছি রিস্টিম, অকারণে ফলো করা ভোট পাবার জন্য, একাধারে স্প্যাম, আর অ্যাবিউস হিসেবে দেখা হয়।



প্লাগিয়ারিসম নিয়ে স্টিমীট প্ল্যাটফর্মের নীতি কি?

thief-6804514_1280.png

pixabay

কোনো ইউজার যদি চৌর্যবৃত্তি অবলম্বন করেন সেক্ষেত্রে চাইলে স্টিমীট তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সক্ষম কপিরাইট আইন অনুযায়ী।

যেহেতু চুরি করে লেখাকে স্প্যাম এবং অ্যাবিউস লেখা বলে ধরা হয়, সেক্ষেত্রে ডাউন ভোট দেবার অধিকার স্টিমীট এর রয়েছে।

এছাড়া যদি কখনো কোনো বিষয় নিয়ে আপনি লিখছেন এবং সেটি অন্যের লেখা থেকে নেওয়া সেক্ষেত্রে অবশ্যই লেখাটি কপিরাইট মুক্ত হতে হবে এবং সেই লিংক ইউজারকে উল্লেখ করতে হবে নিজের লেখায়।

আজকের এই লেখাটি আপনাদের মাঝে তুলে ধরবার একটাই উদ্দেশ্য সেটা হলো আপনাদের সুরক্ষিত রাখা।

উপরিউক্ত বিষয়গুলো মেনে চললে প্রতিটি ইউজার সুরক্ষিত ভাবে কাজ করে যেতে পারবেন অদূর ভবিষ্যতেও, কাজেই এবার থেকে এই ধরনের বিষয় নিয়ে প্রতি বুধবার ক্লাসের শেষে একটি লেখা আপনাদের হিতার্থে তুলে ধরবার চেষ্টা করবো।

আশাকরি ক্লাসে না থাকলেও লেখাগুলো পড়ে নিজেদের সচেতন রাখবার প্রয়াস করে যাবেন।

h1cixij7HAiSq1otNd (1).gif
Sort:  

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

Loading...

আপনাকে অনেক ধন্যবাদ দিদি আপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মাঝে শেয়ার করেছেন যেগুলো স্টিমিট কাজ করার জন্য খুবেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷ আমরা প্রত্যেকে চেষ্টা করবো আপনার দেওয়া তথ্য গুলি মেনে চলতে ৷

#miwcc

 2 years ago 

আপনাকে ধন্যবাদ দিদি আমাদের নতুন দের জন্য,,, অনেক কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাঝে শেয়ার করেছেন। আমরা এগুলো যথাযথ মেনে চলবো।

গতকাল ক্লাস এ উপস্থিত না হতে পেরে আমি ভেবেছিলাম অনেকে বিষয় আজকে আমার মিস হয়ে গেল।

কিন্তু আমাদের ক্লাসে যথাযথ ক্লাস নিয়ে ও আবার আমরা যারা ক্লাসে জয়েন হতে পারি নি,,,তাদের জন্য আবার আপনি সুন্দর ভাবে লিখে,,,,, বেস কিছু বিষয় সম্পর্কে আমাদের অবগত করেছেন,,,,,এজন্য আমাদের এডমিন মহোদয় কে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনি আজকের পোস্টে যে বিষয়গুলো,,, আমাদের সাথে শেয়ার করেছেন। সেগুলো সম্পর্কে আসলে আমরা অনেকটাই অবগত ছিলাম না। আমাদের অজানা কিছু তথ্য,,, আজকে আপনি আপনার পোস্টে তুলে ধরেছেন।

আমরা এ সম্পর্কে সামান্য কিছু জানতাম। কিন্তু সামান্য কিছুতেই তো আর,,, মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে না। একটা মানুষকে কোন কাজের জন্য যদি পা বাড়াতে হয়। তাহলে সেই কাজটা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত,,,, ধারণা থাকতে হয়।

কি বলে ধন্যবাদ জানাবো,,, সে ভাষাটা হয়তোবা আমার জানা নেই ।তবে আপনি যে বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করেছেন। সেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেটা আমাদের প্রত্যেকেরই জানা খুব প্রয়োজন।

অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে কালকের ক্লাসে এত সুন্দর করে,, এ বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য! এবং আজকে আমি দেখলাম আপনার পোস্টে প্রত্যেকটা বিষয় বিস্তারিত আলোচনা করা আছে! সেগুলো থেকে আমি আরো এ বিষয়গুলো সম্পর্কে জানতে পারলাম! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,, ভালো থাকবেন।

#miwcc

 2 years ago 

স্প্যাম,অ্যাবিউস ও প্লাগারিজম হলো স্টিমিট প্ল্যাটফর্মেকার্বকঙ্কাল এর মত একধরনেরবিষফোঁড়া।যাহা দেখতে একটি ফোঁড়া এর মত হলেও, বিষ নিরসন ও জ্বালা মুখ একাধিক।
স্টিমিট প্ল্যাটফর্মে কাজ করতে হলে , বিষয়টি সম্পর্কে ভাল জ্ঞান আহরণ করে, সঠিক পন্থায় কাজ করা উচিত।
তানাহলে এ প্লাটফর্মে হোঁচট খেয়ে তখন তখন ,যে কেউ ছিটকে পড়তে পারেন।
অতি মূল্যবান একটি পোস্ট।সবার জানা উচিত।
ধন্যবাদ সবাইকে।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ দিদি। আপনি খুবই সহজ এবং সাবলীলভাবে ভাষায় উপস্থাপন করেছেন পুরো বিষয়টি। আমার মতো আরও অনেকই উপকৃত হবে এই পোস্ট পড়ে।

#miwcc

অনেক সুন্দর একটি পোষ্ট করেছেন। এই পোষ্টের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারলাম এবং জানতে পারলাম। এছাড়াও নতুনরাও এ সকল বিষয়ে জানতে পারলেন এবং অবগত হলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 
  • একদমই সঠিক বলেছেন। কারণ আমরা কিভাবে কাজ করব সেটার থেকেও গুরুত্বপূর্ণ কোনটা করা ঠিক না। নতুনদের পথ চলা যদি ভুল দিয়ে শুরু হয়, তাহলে তাদের এই প্লাটফর্মে যাত্রা ও সেখানে সমাপ্ত হতে পারে।

  • আপনার লেখার প্রত্যেকটি পয়েন্ট নতুনদের জন্য সঠিক দিকনির্দেশনা বহন করে। হয়তো সেইটা তাদের প্রথম অবস্থায় বিরক্তি লাগতেও পারে। কিন্তু এটার ফলাফল তারা একদিন পাবে হয়তো নিজেও বুঝতে পারবে না।

  • লুকানো লেখাগুলোর জন্য যে হ্যাশট্যাগের কথা আপনি উল্লেখ করেছেন, এটা আসলে আমার জানা ছিল না। ঐদিন টিউটোরিয়াল ক্লাসে আপনার মুখে আমি শুনেছিলাম আর আজ আমার এই মুহূর্তে আপনার লেখা থেকে আবারো একবার দেখে নেওয়ার সুযোগ হল।

  • আমি তো আসলে একেবারেই নতুন না তারপরেও দেখা যায় আপনার আজকের এই লেখাটি আমার জন্য ও ফলপ্রসূ। যেখানে অনেক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা রয়েছে।

  • আপনার প্রতি মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ এটা হয়তোবা আমার এই প্লাটফর্মের যাত্রা কি আরো সুদীর্ঘ করতে আমার সহযোগী হিসেবে সবসময় আমার মধ্যে থাকবে।

This is the most important and educative tutorial I have seen today, thanks for sharing this update hopefully we members of the community will all change from our mistakes and become better steemians.

Once again thanks ma

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.35
JST 0.034
BTC 115766.44
ETH 4748.27
SBD 0.85