বাংলাদেশে ছাত্রদের কোটা আন্দোলন ঠিক হওয়ার পরে এখন ছাত্ররা আবারও নতুন করে আন্দোলন শুরু করছে।

in Incredible India2 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভালো আছেন, এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম।

বাংলাদেশে ছাত্রদের কোটা আন্দোলন ঠিক হওয়ার পরে এখন ছাত্ররা আবারও নতুন করে আন্দোলন শুরু করছে।

Screenshot_2024_0730_190642.jpg
(স্ক্রিনশট নেওয়া)
আপনারা হতো সবাই জানেন ,যে বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে বহু মানুষের প্রাণ গেছে, এর ভিতরে বেশিরভাগ সাধারণ মানুষ ও ছাত্রদের প্রাণ বেশি গিয়েছে।

এবং যে ছাত্রদের প্রাণ গিয়েছে ,সেটার কৈফিয়ত চাচ্ছে আবারও ছাত্ররা কিসের জন্য ছাত্রদের প্রাণ গেল একটা প্রাণের কৈফি শাস্ত্রে সরকারের কাছে এর কারনে, আবারো ছাত্ররা আন্দোলন নিয়ে মাঠে নেমেছে।

আগে ছাত্রদের চার, ছয় দফা আন্দোলন ছিল, এখন ছাত্ররা, আবারও নয় দফা আন্দোলনে গেছে তারা রাস্তায় নেমেছে ,শুধুমাত্র একটা কারণেই তারা সরকারের কাছে এখনো পর্যন্ত কুয়েত চাচ্ছে যে আমাদের এই ছাত্রদের কিসের জন্য প্রাণ গেল, এবং সরকার কেন ছাত্রদের উপরে হামলা করেছে সে বিষয়ে জানতে।

Screenshot_2024_0730_190651.jpg
(স্ক্রিনশট নেওয়া)
আবারো যেভাবে আন্দোলন শুরু করছে,তা দেখে মনে হচ্ছে আবারও বাংলাদেশে নতুন করে ,কিছু হওয়ার সম্ভাবনা আছে, যদি আবারও এমন হয় তাহলে আগে যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়েও বেশি ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ।

আমি মনে করি বাংলাদেশের, যে সমস্যাটা এখন হচ্ছে এ সমস্যাটা সমাধান করার একটাই উপায় আছে, সেটা শুধুমাত্র ছাত্রদের সকল কিছু মেনে নিতে হবে সরকারের, তাহলে সবকিছু আগের মতন আবারো ঠিকঠাক হয়ে যাবে।

এই ছাত্রদের কোটা আন্দোলন নিয়ে, বাংলাদেশে এত পরিমাণ সমস্যা হয়েছে, যেটা বলার নেই ইন্টারনেট লাইন বহুদিন পরে চালু হয়েছে ,কিন্তু এখনো পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক কিছুই চালু হয়, নাই ইতিমধ্যে যদি আবারও ছাত্ররা আন্দোলন ডাকে তাহলে আমার মনে বলছে এগুলো খুব দ্রুত হয় তো চালু হবে বলে মনে হয় না।

Screenshot_2024_0730_190642.jpg
(স্ক্রিনশট নেওয়া)
বাংলাদেশ এত কিছু ক্ষতি হওয়ার পিছনে অনেক এগুলো কারণ আছে, যেমন আগে ছাত্ররা কোটা আন্দোলন ডাক দিয়েছিল কিন্তু এর ভিতরে তৃতীয় পক্ষ ঢুকে যাওয়ায় বাংলাদেশে এত পরিমাণে প্রাণহানি এবং এত কিছু ক্ষতি হয়েছে।

যে ক্ষতিগুলো বাংলাদেশে এখন পর্যন্ত হয়েছে এগুলো হয়তো বাংলাদেশে এর আগে কখন হয় নাই যতটা পরিমাণ ক্ষতি হয়েছে এ ক্ষতি সমাধান করতে সরকারের অনেক সময় লাগতে পারে, তার মধ্যে যদি আবারও ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেয় তাহলে এই শান্তিপূর্ণ আন্দোলন কখনো শান্তি পাবে না কারণ এখানে আবারো সরকারি লোকেরা বাধা দিচ্ছে এবং এই বাধা দেওয়ার কারণে হয়তো আবারও সহিংসতা হতে পারে বলে আমি মনে করছি।

তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করছে সেটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

ভাই প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাই বাংলাদেশের সমসাময়িক নিউজ সম্পর্কে অবগত করার জন্য। যে পরিমাণ ছাত্র ছাত্রী গুলি করে হত্যা করা হয়েছে মূলত এর প্রতিবাদেই অনেক জায়গায় মিছিল চলছে।

রক্তে রঞ্জিত গোটা ঢাকা শহর সেই সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে রক্তের দাগ পড়ে রয়েছে। যার সন্তান আজ শহীদ হয়েছে তার বাপমারা এখন মাঠে নামছে তাদেরকেও যেন এভাবেই হত্যা করা হয় অনেক জায়গায় এই মিছিল চলছে। আমরা সবাই এই করুন দৃশ্যর অবসান দেখতে চাই।

Loading...

Hi, @sanaula,

Thank you for your contribution to the Steem ecosystem.


- Explore Steem using our Steem Blockchain Explorer
- Easily create accounts on Steem using JoinSteem
- Delegate to @ecosynthesizer and wtiness vote @symbionts to support us.

Thank you

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60045.81
ETH 2420.35
USDT 1.00
SBD 2.43