ফেসবুক আমাদের কি কি সুবিধা হয়েছে এবং অসুবিধা হয়েছে সে সম্পর্কে কিছু কথা।

in Incredible India2 months ago (edited)

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভাল আছেন, এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে, চলে আসলাম ফেসবুক আমাদের কি কি সুবিধা হয়েছে এবং অসুবিধা হয়েছে সে সম্পর্কে কিছু কথা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

আসলে মোবাইল তো অনেক আগে থেকেই আমাদের এই মানব সভ্যর ভিতর চলে এসেছে, কিন্তু এই মোবাইল আমরা শুধুমাত্র ব্যবহার করতাম কথাবার্তা বলার জন্য, তখন একে অন্যের সাথে যোগাযোগ করার জন্য শুধুমাত্র সিম কার্ডের ব্যবহার করা হতো তাছাড়া আর কিছু ছিল না।

আমরা বিভিন্ন ধরনের জিনিস দেখার জন্য সিডি কিংবা ডিভিডির ব্যবহার করতাম, এছাড়া অনলাইনে আর কিছুই ছিল না। কিন্তু আস্তে আস্তে যত প্রেম গেছে ততই যেন নতুন নতুন আপডেট আমাদের মানুষের ভিতরে চলে এসেছে, প্রথম দেখতে ইউটিউব জনপ্রিয়তা পেলেও তারপরে ফেসবুক খুব বেশি পরিমাণে জনপ্রিয়তা লাভ করে ফেলেছে।

facebook-7104152_1280.jpg
Src

এমন কোন মানুষ নেই, যে ফেসবুক চালায় না প্রত্যেকটা মানুষই ফেসবুক চালায়, এবং এই ফেসবুক চালানোর ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক পুরাতন বন্ধুদের সাথেও আবারো খুব সুন্দরভাবে পরিচয় হয় এবং তাদের সাথে কথাবার্তা বলতে পারি।

আমরা এখন বেশিরভাগ মানুষই ফেসবুকের ভিতরে সময় দিয়ে থাকি, আমরা ফেসবুকের ভিতরে দেখবেন বিভিন্ন ধরনের আর্টিকেল ছবি এসব ধরনের কিছু আপডেট দিয়ে থাকে, কিন্তু যার সাথে আপনার অনেক দিন ধরে দেখা-সাক্ষাৎ হয় না কিংবা কারো সাথে চেনা পরিচয় নেই দেখবেন, এই ফেসবুকের মধ্যে থেকে আমাদের অনেকের সাথে চেনা পরিচয় হয়েছে এবং প্রথম বন্ধুদের সাথেও আবারো নতুন করে সংযোগ হয়ে গেছে।

তার শুধুমাত্র একটি কারণ সেটি হল ফেসবুক চালানোর কারণে কারণ ফেসবুকে এখন যোগাযোগ ব্যবস্থা এতটা সুন্দর হয়ে গেছে, যেটা হয়তো বলার নাই। এখন আপনি এক দেশ থেকে আরেক দেশের বিভিন্ন ধরনের ছবি আপলোড করছেন সেটা আমি আমার হাতে থাকা স্মার্টফোনের ফেসবুক অ্যাপস থেকে খুব সুন্দর ভাবে দেখতে পাচ্ছি।

laptop-3781386_1280.jpg
Src
এখনো ফেসবুক আমাদের অনেক কিছুই সহজ করে দিয়েছে, আবার আরো অনেক কিছুই ক্ষতি করে দিয়েছে যেটা হয়তো আপনারা ইতিমধ্যে ফেসবুকে ঢুকলেই দেখতে পারতেন।

অনেক মানুষ এই ফেসবুক সুন্দর কাজের জন্য ব্যবহার করে, আবারা কিছু কিছু মানুষ আছে এই ফেসবুক কে খারাপ কাজের জন্য ব্যবহার করে থাকে, কিন্তু আমাদের প্রয়োজন সব সময় জন্য ভালো কিছু এই ফেসবুকের আপলোড দেওয়া এবং ভালো কিছু মানুষকে উপহার দেওয়া। আগে ফেসবুকে খালি ছবি আপলোড আর্টিকেল লেখা এ ধরনের কাজ করা যেত।
camera-2583100_1280.jpg
Src

কিন্তু এখনকার সময়ে ফেসবুকে ভিডিও আপলোড দেওয়া এবং নাটক আপলোড দেওয়া, যাবতীয় সকল বিষয় আপনি ফেসবুক থেকে পেয়ে যাচ্ছেন, এর কারনে ফেসবুক খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে এবং খুব দ্রুতই এটা মানুষকে ক্ষতির দিকে টেনে নিয়ে যাচ্ছে বিশেষ করে ছোট বাচ্চাদের তো এটা আসক্ত করে ফেলেছে খুব বেশি।

কারণে ফেসবুকের ভিতরে কিছু কিছু মানুষ আছে যারা অসামাজিক কিছু বিষয় এই ফেসবুকে ছাড়ছে তার কারণে আমাদের ছোট বাচ্চাদের অনেক অসুবিধা হচ্ছে এবং তারা এসব অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়ছে।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9vUzhSLmWHMt1BmSPVAFGsCewL7zYRCNB8gdp4zwkMmumu86EYhQ7jhnfdz7smFCqRZkafrrD6tr5QwSv84BjKdf4g6AT4z.jpeg

আমাদের উচিত এরশাদ অসামাজিক কাজকাম থেকে বিরত থাকা,এবং ফেসবুক এত সহজ একটি অ্যাপস আমাদের জীবনকে সহজ করে দিয়েছে যেটা হয়তো আমরা সবাই জানি, বন্ধুরা আজকে আমি ফেসবুক সম্পর্কে আপনাদের আমার নিজে থেকে কিছু বলার চেষ্টা করেছি, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScvz9dthUQrdpr5f9UcisyxdeAZkfojghv5jvwTkDcmGjRb3HThbFPjq2Dqkp7SwCuBtLmxZJnEgLdrBNn7atvgGx6NRHudbwaH2pqfiGPhQ (1).png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 2 months ago 

@sanaula,

#creativewriting, এখানে আপনার কোনো সৃজনশীলতা নেই তাই এই হ্যাশট্যাগটি মুছে দিন।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু আপনি আমার এই হ্যাশ ট্যাগ টি সঠিক না হওয়ার কারণে আপনি এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন।

 2 months ago 

ফেসবুক বর্তমানে আমাদের জীবনের অনেক কার্যকরী একটি জিনিস। আগে ফেসবুক শুধু যোগাযোগের জন্য ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে লাখ লাখ মানুষ ফেসবুকের উপর ডিপেন্ড করে ইনকাম করছে। মুদ্রার দুটি পিঠের মধ্যে ফেসবুকের ভালো এবং খারাপ দুটো দিকই আছে। বর্তমানে ছোট ছোট ভিডিও যেগুলোকে রিল বলা হয় সেগুলার কারণে মানুষজন খুব সহজেই ফেসবুক অ্যাডিক্টেড যাচ্ছে। মানব কল্যাণে প্রযুক্তির উন্নয়ন করা হয়। তাই এই প্রযুক্তির ভালো দিকগুলো আমাদের গ্রহণ করা শ্রেয়। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আমার এই পোস্টটি অনেক মনোযোগ সহকারে পড়েছেন এবং তার অনেক সুন্দর একটি কমেন্টের রিপ্লাই দিয়েছেন আমাদের উচিত ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল না দেওয়াটাই।

 2 months ago 

যেকোনো জিনিসেরই সুবিধা ও অসুবিধা দুটোই রয়েছে তেমন ফেসবুকেও।। বর্তমান সময়ে ফেসবুকটা অনেক এগিয়ে আছে, আর এর ফলে আমরা খুব সহজে অন্যদের সাথে যোগাযোগ করতে পারি।। আর আজকে আপনি এ বিষয়ে অনেক বিস্তারিতভাবে আলোচনা করেছে।। ধন্যবাদ এত সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লেখার জন্য।।

 2 months ago 

ফেসবুক সম্পর্কে আমি যে পোস্টটি লিখেছি আপনি সেই পোস্টটি অনেক মনোযোগ সহকারে পড়েছেন এবং অনেক সুন্দর একটি মন্তব্য আমাকে কমেন্টের মাধ্যমে আপনি জানিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 months ago 

সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম একটা জায়গা হচ্ছে ফেসবুক। ফেসবুকে পুরোনো বন্ধুদের সাথে যেমন নতুন করে আবার সম্পর্ক সৃষ্টি হয়। ঠিক তেমনি নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। ফেসবুকে সুবিধা এবং অসুবিধা গুলো আপনি খুব চমৎকারভাবে আমাদের সাথে তুলে ধরেছেন। তবে আমার কাছে মনে হয় সুবিধার চাইতে বর্তমান সময়ে অসুবিধা অনেক বেশি। তাই যতটুকু সম্ভব আমরা যত বেশি সতর্ক থাকব, ঠিক ততটাই ভালো হবে।আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.033
BTC 63989.15
ETH 2749.61
USDT 1.00
SBD 2.66