অন্যায়ের প্রতিবাদ করা

in Incredible Indialast year

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছে আজকের গল্পটি হল অন্যায়ের প্রতিবাদ করা।

আমরা মানুষের এমন একটা জিনিস যে যেখানে মারামারি কাটাকাটি হয় সেখানে আরো বেশি করে জড়িয়ে যায় এবং কার অন্যায় সেটা দেখি না সেখানে মারামারি লাগছে এটাই বড় কথা এবং সেখানে গিয়ে হাত বাড়িয়ে কথা বলা কিন্তু যেখানে মারামারি লাগছে সেখানে কোনটা নেওয়া কোনটা অন্যায় এটা দেখি না গিয়ে হঠাৎ করে যে কোন একটি কথা বলে বসে থাকি।

protest-1567028_1280.jpg

Src

আসলে আমরা যে সেখানে গিয়ে হঠাৎ করে একটি কথা বলে বসে থাকি এটা কিন্তু আমাদের করা একদমই ঠিক না আমাদের উভয় পক্ষের কাছ থেকে শুনে নেওয়া উচিত যে কোনটা নেয় কোনটা অন্যায় এবং তারা কি করেছে কার দোষ বেশি সেটা দেখা যদি একজনের দোষ হয় তার প্রতিবাদ করায় আমাদের উচিত কিন্তু আমাদের সমাজে সেটা করে না ।

উল্টোটা করে যার অন্যায় হয়ে থাকে তার পক্ষে কেউ চায় না এবং যে অন্যায় না করে থাকে তার পক্ষে গিয়ে বেশ কম কিছু কথা বলে তাকে শুনিয়ে দেয় কিন্তু আপনি যদি উভয় পক্ষের কথা ভালোভাবে শুনে যদি অন্যায়ের প্রতিবাদ করেন তাহলে এটাই ঠিক বলে আমি মনে করি।

কিন্তু দেখবেন আমাদের সমাজের কখনো এই কাজটি ভালোভাবে হবে না অন্যায়ের প্রতিবাদ কেউ কখনো করবে না বরং অন্যায়কে আরো সাপোর্ট করবে এবং তার পিছনে লেগে থাকবে একটি মানুষ কোন একটি অপরাধ করেছে সেই অপরাধের প্রতিবাদ করা বাদ দে তার পিছনে লেগে যায়।

এটা কিসের জন্য লেগে যায় সেটা আমি বুঝতে পারি না হয়তো একজন অন্যায় করেছে তার অনেক টাকা-পয়সা আছে কিন্তু আপনি যে তার অন্যায়কে দেখে তার সেই অন্যায়ের প্রতিবাদ করবেন না এটা কখনো ভালো দেখায় না।

  • কথায় আছে যে অন্যায় করে এবং যে অন্যায়কে সমর্থন করে এরা দুজনই সমানভাবে অপরাধী আসলে এটাই কিন্তু অন্যায়কে যারা সাপোর্ট করে অন্যায়কে যারা প্রশ্রয় দেয় তারাও কিন্তু সন ভাবে অপরাধী বলে আমি মনে করি।

এখন আমরা কোন জায়গায় যদি অন্যায় কাজ করতে দেখি কিংবা অন্যায় কোন কথা বলতে থাকি তার প্রতিবাদ করব তাহলে দেখবেন অবশ্যই একদিন এই অন্যায়ের প্রতিবাদ আপনার কোন না কোন কাজে দেবে।

আজকে আমি অন্যায়ের প্রতিবাদ সম্পর্কে কিছু ধারনা আপনাদের সাথে শেয়ার করেছি যদি আজকের এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকের গল্পটি এখানেই শেষ করছি।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 last year 

অন্যায়ের প্রতিবাদ করা এটা একটি মহান কাজ বলে আমার মনে হয় সব সময় সত্যের জয় হয়ে থাকে আপনি যদি সৎ পথে চলেন তাহলে অবশ্যই আপনার জয় আসবে।

এবং আপনি আপনার পোষ্টের মাধ্যমে উল্লেখ করেছেন মারামারি লাগলে অনেক মানুষ আছে কিছু না জেনে সেখানে অনেক বড় কিছু সৃষ্টি করে আপনার সাথে আমি সহমত এমন মানুষ আমাদের অনেক আছে।

এবং যেকোনো একটি ঝামেলা সৃষ্টি হলে সেখানে গিয়ে আগে আমাদেরকে ভালোভাবে বুঝে তারপরে একটি কথা বলা উচিত খুবই ভালো লাগলো আপনার আজকের এই পোস্টে পড়ে ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57716.25
ETH 3155.19
USDT 1.00
SBD 2.26