কৃষক

in Incredible Indialast year

আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন গল্প নিয়ে এসেছি আশা করি আজকের গল্পটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের গল্পটি হল কৃষক নিয়ে।

কৃষক আমাদের বেঁচে থাকার এক মাত্র অবলম্বন যে কৃষকেরা যদি একদিন খেতে না যায় তাহলে আমাদের খাওয়া-দাওয়া কিংবা আমাদের দৈনন্দিন জীবনে যতটুকু চাহিদা ততটুক কোনদিনই পূরণ হবে না এই কৃষক প্রতিদিনই ক্ষেত খামার করে বলেই আজকে আমাদের দৈনন্দিন জীবনে কোন দুঃখ নেই খাবার কোন অভাব নেই কিন্তু এই কৃষক ফাঁকে ফাঁকে অনেক অবহেলিত হয়।

  • আমাদের যারা খাবার যোগান এবং যারা আমাদের জীবন বাঁচান এই খাবারের উৎপাদনের মাধ্যমে সেই কৃষকের ফাঁকে ফাঁকে দেখবেন যে মানুষের কাছে অনেকটাই অবহেলিত হয়ে যায় এবং যারা আমাদের জন্য খাবার উৎপাদন করতে পারেনা বরঞ্চ আমাদের ক্ষতি করে থাকে তারাই এই সমাজের মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে কিন্তু যারা আমাদের খাবার উৎপাদন করেন তারাই আমাদের কাছে অবহেলিত হয়ে যায়।

farmer-gd2c65785e_1280.jpg

Src

  • কৃষক এমন একটি জিনিস যেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না একটি কৃষকই জানে যে একটি খাবার উৎপাদন করতে কতটা কষ্ট হয় সেই দৃশ্যকে সারাদিন রোদে পুড়ে তারা আমাদের জন্য খাবার উৎপাদন করে থাকে তারা যদি আমাদের জন্য খাবার উৎপাদন না করত তাহলে হয়তো আমাদের জীবনটা অনেকটাই নরপশুর মতন হয়ে উঠতো আমাদের এই খাবার উৎপাদনের পিছনে একমাত্র হাত যদি থেকে থাকে সেটা মাত্র শুধুই কৃষকের। কিন্তু আমরা ওই কৃষককে ই মান দিতে বুঝিনা যারা আমাদের জন্য এত কিছু করে।

আপনি দেখবেন আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা এই কৃষক লোকেদের গরিব বলে অবহেলিত করে কিন্তু তারা জানে না যে এই কৃষক যদি আমাদের দৈনন্দিন জীবনে খাবারের অভাব গুলো পূরণ না করত তাহলে আমাদের জীবনটা কতটা খারাপ হয়ে যেত তারা এটা চিন্তা করে না যে এই কৃষকের জন্যই আমরা আজকে ভালো-মন্দ খেতে পারছি এবং আমাদের দৈনন্দিন জীবনের যত চাহিদা সবকিছুই আমরা এই কৃষকের মাধ্যমে পূরণ করছে কিন্তু সেই কৃষকেরই আমরা কোনদিন মান দিতে পারি না।

  • যে কোন জায়গায় যাইবেন দেখবেন যে কৃষকের মান সব জায়গাতেই কম কিন্তু এটা কেন যে আমাদের খাবার যোগান দেয় তাদেরকে আমরা সম্মান করতে পারি না তাদের কি আমরা শ্রদ্ধা করতে পারি না এটা আমাদের কর্তব্য যে আমাদের খাবার উৎপাদন করে দিন রাত মাথা ঘাম পায়ে ফেলে আমাদের বিভিন্ন ধরনের খাবারের যোগান দেয় তাদেরকে আমরা যদি একটু উৎসতা দেয় কিংবা তাদেরকে একটু সম্মান কিংবা শ্রদ্ধা করে তারা আরো চেষ্টা করবে আমাদের নতুন এমন মানুষদের ভালো ভালো খাবার উৎপাদন করে দেওয়ার জন্য।

যদি আমরা কৃষকের পাশে গিয়ে দাঁড়াতাম কিংবা তাদের এই কাজে একটু সহযোগিতা করতাম তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম যে একটি কৃষক কত কষ্ট করে আমাদের জন্য খাবার উদ্বোধন করেন তাহলে আমরা বুঝতাম যে এই কৃষকের কতটা কষ্ট হয় এতে খাবার উৎপাদন করার জন্য।

তা আমি আজকে কৃষক সম্পর্কে খুব বেশি একটা হয়তো আপনাদের সামনে বলতে পারি নাই তারপরও আমি যতটুকু বলতে পেরেছি ততটুকু যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

যে কোন জায়গায় যাইবেন দেখবেন যে কৃষকের মান সব জায়গাতেই কম কিন্তু এটা কেন যে আমাদের খাবার যোগান দেয় তাদেরকে আমরা সম্মান করতে পারি না তাদের কি আমরা শ্রদ্ধা করতে পারি না এটা আমাদের কর্তব্য যে আমাদের খাবার উৎপাদন করে দিন রাত মাথা ঘাম পায়ে ফেলে আমাদের বিভিন্ন ধরনের খাবারের যোগান দেয় তাদেরকে আমরা যদি একটু উৎসতা দেয় কিংবা তাদেরকে একটু সম্মান কিংবা শ্রদ্ধা করে তারা আরো চেষ্টা করবে আমাদের নতুন এমন মানুষদের ভালো ভালো খাবার উৎপাদন করে দেওয়ার জন্য।

এই কথাটি আপনি ঠিকই বলেছেন এবং আপনি প্রত্যেকটি লাইন খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন যেগুলো কথা বলেছেন সব কথাই ঠিক।

কৃষি আছে বলে আমরা বেঁচে আছি কৃষি যদি না থাকতো আমরা দুই বেলা দুই মুঠো খেতে পারতাম না কৃষি দেরকে ছোট করার আদৌ আমাদের ঠিক নয়।

আমরা যতগুলো টাটকা সবজি খেতে পারছি বা ভাত খেতে পারছি সব কিছুই কৃষির মাধ্যমে এসেছে এই কথা আমরা ফাঁকে মাঝে ভুলে যাই যখন সম্মান দেওয়ার কথা আসে তখন বেশিরভাগ আমরা ভুলে যাই।

যাইহোক অসংখ্য ধন্যবাদ ভাই আপনার পুরো পোস্টে পড়ে খুবই ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন ।

#miwcc

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 
কৃষক হলো আমাদের খাদ্য যোগানোৱ মূল চাবিকাঠী। কারণ আমরা মাছে ভাতে বাঙালী।কিন্তূ আমাদের সমাজ ব্যৱস্থার কারণে তাদেরকে আমরা প্রাপ্য সম্মান টুকু দেই না। তাঁরা তাদের ফসলেৱ মূল্যটুকুও পান না। আমাদের সকলের উচিত তাদের সাহায্য করা, যথাযথ সম্মান করা। তাদের ছাড়া আমরা আসলেই চলতে পারবো না।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা বিষয় উপস্হাপন করার জন্য। আপনি ঠিক বলেছেন আমাদের উচিত তাদের সম্মান করা। তাঁরা যেনো তাদের প্রাপ্য টুকু পায় সেটা নিশ্চিত করা।

#miwcc

 last year (edited)

কৃষক মানেই কঠোর পরিশ্রমের মানুষ ৷ যাদের জন্যই আমরা ভাত খেয়ে জীবন জাপন করে থাকি ৷ আমাদের বাংলাদেশে অন্যতম আবাদ হলো কৃষি ৷

কৃষির উপর নির্ভর করেই কৃষকেরা বেচে আছে ৷ কৃষকেরা দিন রাত ঝড় বৃষ্টির মধ্যে তারা কাজ করে দিন জীবন জাপন করে থাকে ৷

আমাদের উচিত কৃষকদের সম্মান জানানো এবং তাদের প্রতি ভালোবাসা রেখে আমাদের তাদের সাথে চলতে হবে ৷ আমাদের গ্রামের মানুষ গুলো অধিকাংশ লোকই কৃষি কাজ করে থাকে ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ৷

#miwcc

Loading...
 last year 

যে কোন জায়গায় যাইবেন দেখবেন যে কৃষকের মান সব জায়গাতেই কম কিন্তু এটা কেন যে আমাদের খাবার যোগান দেয় তাদেরকে আমরা সম্মান করতে পারি না তাদের কি আমরা শ্রদ্ধা করতে পারি না এটা আমাদের কর্তব্য যে আমাদের খাবার উৎপাদন করে দিন রাত মাথা ঘাম পায়ে ফেলে আমাদের বিভিন্ন ধরনের খাবারের যোগান দেয় তাদেরকে আমরা যদি একটু উৎসতা দেয় কিংবা তাদেরকে একটু সম্মান কিংবা শ্রদ্ধা করে তারা আরো চেষ্টা করবে আমাদের নতুন এমন মানুষদের ভালো ভালো খাবার উৎপাদন করে দেওয়ার জন্য।

আপনি একদমই ঠিক বলেছেন। যে মানুষগুলো দিনরাত পরিশ্রম করে। আমাদের জন্য খাবার যোগান দেয়। আমরা তাদেরকেই ঠিকমতো মূল্য দিতে জানি না।

আপনার পোস্ট পড়ে আজকে আমার একটা গল্পের কিছুটা অংশ মনে পড়ে গেল। একজন কৃষক ছিল যে কিনা কঠোর পরিশ্রম করে, টাকা উপার্জন করে তার ছেলেকে ডাক্তারি পড়িয়েছেন ।

যখন ছেলেটা ডাক্তার হয়ে বের হল। তখন সবার সামনে তার বাবার পরিচয় দিতে লজ্জা বোধ করত। কারণ তিনি একজন কৃষক ছিলেন।

কৃষক বলে তিনি কি মানুষ নয়। তার কি সম্মান পাওয়ার অধিকার নেই। এই ভুলটা আমরা যেন কেউই না করি। কৃষক আছে বলেই আমাদের পেটে দুবেলা ভাত যায়। যদি না থাকতো তাহলে আমাদেরকে না খেয়ে মারা যেতে হতো।

কৃষককে নিয়ে আপনি যে পোস্ট সাজিয়েছেন। সে পোষ্টের মধ্যে অনেক কিছু শেখার আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা টপিক নির্বাচন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।

#miwcc

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64233.18
ETH 3491.62
USDT 1.00
SBD 2.54