সমাজ

in Incredible Indialast year

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তা আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছে আশা করি আজকের গল্পটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে যে গল্পটি আমি আপনাদের সামনে শেয়ার করবো সেই গল্পটি হল সমাজ ।

  • আমরা সবাই যেখানে বসবাস করি সবাই মিলে একসাথে থাকি সেখানেই একটি সমাজ গঠিত হয় আমরা যদি সকলে একসাথে মিলে মিশে না থাকি তাহলে আমাদের সমাজটা গঠিত হবে না আপনি যদি একা একা এক জায়গাতেই থাকেন তাহলে আপনার ওটা সমাজ বলে গণ্য করা হবে না যখন আপনারা সবাই মিলেমিশে একসাথে থাকবেন তখন তাকে সমাজ বলে থাকি আমরা আমাদের এই সমাজে বিভিন্ন ধরনের লোক বসবাস করে থাকে এখানে কোন মানুষের মধ্যে কোন ভেদাভেদ থাকে না হিন্দু মুসলমান খ্রীষ্টান বৌদ্ধ ও ইত্যাদি ধর্মের মানুষ থাকে এখানে সকল পেশার মানুষকে নিয়ে সমাজ গঠিত হয়ে থাকে।

IMG_20230212_064011.jpg

সমাজ এমনই একটি জিনিস আপনি যদি সমাজে থাকেন তাহলে সকলের সাহায্য আপনার প্রয়োজন হয়ে থাকবে সমাজে যদি আপনি না থাকেন তাহলে দেখবেন আপনি কোন সাহায্য কারো কাছ থেকে পাবেন না আপনি যদি একা একা থাকেন তাহলে আপনি বিপদে পড়লে আপনার পাশে কে এগিয়ে আসার মত লোক থাকবে না যদি আপনি সমাজের ভিতরে থাকেন তাহলে আপনার আশেপাশে এগিয়ে আসার মত লোক আপনি পাবেন। এ কারণে আমাদের সমাজে বসবাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সমাজ ছাড়া বাঁচতে পারব না আমরা একে অপরের সাহায্য ছাড়া কখনো যেরকম চলতে পারে না এরকমই আমরা সমাজ ছাড়া এক পাও চলতে পারব না।

  • আমাদের সমাজে বিভিন্ন ধরনের পেশার মানুষ থাকে দেখবেন এক পেশার মানুষ আরেক পেশার মানুষের কাছে সাহায্য কিংবা কাজের জন্য ছুটে যায় যদি আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষ না থাকে তাহলে আমাদের একে অপরের কাজ জীবনেও সম্পূর্ণভাবে করা অসম্ভব হয়ে যাবে আপনি একটি কাজ করবেন সেটা অবশ্যই আপনাকে সমাজের মাধ্যমে করা দরকার হবে তাছাড়া কোনদিনই সে কাজটি আপনি সম্পূর্ণভাবে করতে পারবেন না।

সমাজ এমন একটি জিনিস আপনি যদি একা একা চলার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনি কখনো একা একা চলতে পারবেন না যদি আপনি সমাজের ভিতরে চলার চেষ্টা করেন তাহলে প্রত্যেকের সাহায্য নিয়ে আপনি দেখবেন খুব সহজে আপনি চলাফেরা করতে পারবেন সমাজের ভিতর বিভিন্ন পেশার মানুষের সাহায্য কিংবা কাজ যদি আপনি না করাইলেন তাহলে দেখবেন আপনি ওই সমাজে খুব সহজে চলাফেরা করতে পারবেন না।

তাসকে আমি সমাজ সম্পর্কে যতটুকু করেছি ততটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করেছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 last year 

আসলে সমাজে যারা বসবাস করে না তারা হয় পশু না হয় দেবতা আর না হলে আমরা প্রত্যেকটা মানুষ সমাজে বসবাস করি।

মানুষ একা থাকতে পারে না তাকে সমাজের সাথেই মিলেমিশে থাকতে হয় একা কখনোই চলতে পারে না কারণ মানুষ সংঘ প্রিয়।

সমাজ নিয়ে আপনি খুবই মূল্যবান একটা টপিক আমাদের সাথে শেয়ার করেছেন। এবং মূল্যবান কিছু কথা আমি আপনার পোস্টে দেখতে পেয়েছি।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা টপিক আমাদের সাথে তুলে ধরার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক। ভালো থাকবেন।

 last year (edited)
  • আমরা মানুষ এবং আমাদেরকে বলা হয় সামাজিক জীব। সামাজিক জীবে এই জন্যই আমাদেরকে বলা হয় কারণ আমরা দলবদ্ধ বা সমাজবদ্ধ হয়ে থাকতে ভালোবাসি।

  • খুবই ভালো লাগলো ভাই কারণ আপনি সমাজ বিষয়ক কিছু অভিমত ব্যক্ত করেছেন আপনার লেখার মধ্যে। যেখানে দেখলাম আপনি সমাজবদ্ধ থাকার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উপস্থাপন করেছেন।

  • আমি আপনার লেখার সাথে সহমত কারণ আমরা সমাজবদ্ধ হয়ে থেকে বিভিন্ন সহযোগিতা পেয়ে থাকি সমাজের অন্যান্যদের থেকে। আপনার পরবর্তী লেখা পরিদর্শনের অপেক্ষায় রইলাম ভাই।

 last year 

জি প্রিয় ভাই আমরা সমাজে কখনো একা একা চলতে পারি না আমাদের চলার পথে অনেকের প্রয়োজন হয়। সুখ দুঃখ হাসি কান্না আনন্দ সবকিছু নিয়েই আমাদের এই সমাজে পথ চলতে হয়।

আপনার লেখাগুলো খুব পড়ে অনেক ভালো লাগলো ভালো থাকবেন সবসময় প্রিয় ভাই।

 last year 

Amigo vivimos en un mundo donde todos debemos estar acompañado por personas pienso que sería aburrido estar solo en ese camino y no tendría nada que contar sobre mis experiencias con otras personas. Saludos y bendiciones fue un gusto leer tu publicación.🤗

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61282.12
ETH 2375.20
USDT 1.00
SBD 2.55