খারাপ সময় কাটানো দিনগুলি সময় মানুষের ব্যবহারের কথা

in Incredible Indialast year

আসসালামু আলাইকুম। আশা করি ভাল আছেন। আমি আপনার সাথে শেয়ার করব খারাপ সময় কাটানো দিনগুলি সময় মানুষের ব্যবহারের কথা যেগুলো আমাদের বাস্তব জীবনে ঘটে চলেছে প্রতিনিয়ত :-

সময়টা হতো হয়তো অতিথি হয়ে যাবে। কিন্তু খারাপ ব্যবহারটা কখনোই অতীত হয় না। শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো। দেখবে অনেক আপনজন বড় হয়ে যায়। আসলে কখনো কেউ আপন হয় না। যারা তোমার ক্ষতি চায় তাদের কখনো আঘাত করবে না। শুধু তাদের সামনে হাসিমুখে থাকবা তাতেই দেখবা, তুমি আঘাত করলে যা কষ্ট পেত তার চেয়েও বেশি কষ্ট পেয়েছে।

যত মানুষের সাথে মিশবে ততই মানুষ তোমাকে চিনবে। অভিনয় যে কত প্রকার হয় তা তুমি বুঝতে পারবে। তোমার সত্যতা জানানোর কোন দরকার নেই যে যেমন ভাবে তাকে তেন করে ভাবতে দাও।

পর মানুষ কখনো বেইমান হয় না খুব কাছের মানুষগুলো বেইমান হয়। পাতা ধরার আগে পাতার রং হলুদ হয়ে যায়। তেমনি মানুষের রং পাল্টানোর আগে মানুষের কথা ধরন পাল্টে যায়।

মন কখনো ভাঙ্গে না আর ভাঙ্গে যেটা সেটা হলো বিশ্বাস। ভুল মানুষের কাছে আমরা প্রত্যাশা করি বলে। আমরা দুঃখ পাই বেশি। আপনি যতই নরম মনের মানুষ হবেন। ততই ক্ষত বিক্ষত হবেন আপনি।

IMG_20220903_174302.jpg

  • মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুত্বের সংখ্যা কমে যায়। স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। খাবার যতই দামি হোক না কেন প্লেয়ার কোন মূল্য থাকেনা। ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোন দাম থাকে না। তিনটি কাজ কখনই করিও না। যে তোমাকে বিশ্বাস করে তাই কখনো ধোকা দিও না ।যে তোমাকে সাহায্য করে তাই কখনো ভুলে যেও না। আরজে বিশ্বাস করে তোমাকে তাই কখনো ঠকিও না। ধোকা দেয় একজন কিন্তু বিশ্বাসটা সবার উপর থেকে উঠে যায়।

  • পৃথিবীতে একজন ই নিঃস্বার্থে ভালবাসতে পারে সে হলো মা। যে ধোকা দেয় সে চালাক না। কিন্তু যে ধোঁকা খায় সে বোকা ছিল না বিশ্বাসী। মানুষ চিনতে শুধু মন লাগে না সঠিক পরিস্থিতির প্রয়োজন। আপনি যখন বিপদে পড়বেন তখন দেখবেন রক্তের সম্পর্কের মানুষ গুলোই সবচেয়ে সবার আগে দূরে চলে যায় এটাই বাস্তব। সমস্যা হইলে এটাই চলতে নেই সমস্যার সম্মুখীন হতে হয়। সমস্যা বিহীন সাফল্য কখনো আনন্দদায়ক হয় না। সমস্যা হলে তার মুখোমুখি দাঁড়াতে হয় তার মোকাবেলা করতে হয়।

ফকির হোক বা গরিব কারো সাথে দুর্ব্যবহার করবেন এক মিনিট সময় লাগে না। আল্লাহতালা গরিবকে এক মিনিটে ধনী বানায় দিতে পারে আর ধনী কে এক মিনিটে গরিব বানাই দিতে পারে তাই কাউকে কখনো অবহেলা করবেন না। একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখুন। দেখবেন পৃথিবীর কোন কিছুই আর ভালো লাগবে না। শ্রেষ্ঠ মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে অন্য কেউ ব্যবহার করে এবং প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে ছুড়ে মার। সুখ মানুষের জীবনে অহংকারী পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে স্বার্থপর। দুনিয়া আপনার সম্পর্কে কি ভাবছে তা ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যে অটুট থাকুন। দেখবেন দুনিয়া একদিন আপনার পায়ের কাছে নত হবে। জীবনে আনন্দ তুমি সেদিনই পাবে যেদিন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে সেদিনই পাবে প্রকৃত মর্যাদা।

মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি ও পরিস্থিতি এবং সময় মানুষকে বদলাতে বাধ্য করে।

ধন্যবাদ জানাই আমার পোস্টটি এত সুন্দর ভাবে পড়ার জন্য ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

হুম ভাই পর মানুষ কখনও বেঈমান হয় না ৷ কাছের মানুষই বেঈমান হয় ৷ আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে কিভাবে ক্ষতি করবে আপনি বুঝতেই পারবেন না ৷

যাই হোক ভাই আপনার পোস্ট টি ভালো একটা শিক্ষা পেলাম ৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

#miwcc

Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62704.97
ETH 2442.73
USDT 1.00
SBD 2.66