মানুষের আশা কারোর পুরন হয় আবার হয় না

in Incredible India2 months ago (edited)

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভাল আছেন, এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি অনেকদিন পরে আজকে আবারো একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমি বেশ কিছুদিন ধরে পোস্ট করতে পারিনি।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মানুষের আশার কোন শেষ নেই প্রত্যেকটা মানুষেরই কোন না কোন আশা থাকে এবং সে আশা কারো পূরণ হয় আবার কারোর পূরণ হয় না।

IMG_20240412_154018.jpg

আপনি এমন কোন মানুষ হয়তো খুঁজে পাবেন না যে মানুষটি আশা ছাড়া বেঁচে আছে ,প্রত্যেকটা মানুষই আশা করে, এবং এই আশা সে উপর আল্লাহ অনেকের পূরণ করেন আবার অনেকের পূরণ করেন না, তাই বলে মানুষ কিন্তু আশা করা ছেড়ে দেয় না, আমি একটা জিনিস করব সেই জিনিসটা আমার অবশ্যই হবে এ আশাটা সবারই থাকে। কিন্তু সে ধরনের কিছু কাজকাম কিংবা কোনো আশা হয়তো আমাদের পূরণ হয়। তাই বলে মন খারাপ করা কোন বিষয় নেই অবশ্যই একদিন আশা আপনার পূরণ হবেই যদি আপনি সেই ওপর আল্লাহকে বিশ্বাস করেন।

আমি অন্য মানুষের কথা কিছু বলবো না আমার নিজের কথায় আপনাদের সাথে বলছি। প্রতিটা মানুষের মতন আমারও একটি আশা ছিল, যে অবশ্যই আমার এই আশাটা একদিন পূরণ হবে, কিন্তু সে আশা আমার পূরণ হয় নাই যেকোনো কারণবশত কিন্তু আমি তাই বলে মন খারাপ করে থাকবো। আমি অবশ্যই সেই ওপর আল্লাহর উপরে ভরসা রাখব যিনি আমার এই আশাটা পূরণ করতে পারবেন।

IMG_20231001_174036.jpg

এর কারণ আমি আপনাদের সবারই বলব আপনারা যারা যে কোন কাজ কিংবা যে কোন জিনিসের উপর আশা করছেন যদি আপনাদের সে আশাটা পূরণ না হয় তাহলে কখনো মন খারাপ করে থাকে সবসময় যেন উপরআলার উপর বিশ্বাস রাখবেন তাহলে দেখবেন অবশ্যই একদিন আপনার এই আশাটা পূরণ হবে।

আর যদি আপনি এটা বিশ্বাস না করেন তাহলে আপনি সেই জিনিসটা কখনো পাবেন না, আপনি সবসময় জন্য চেষ্টা করবেন যে উপরে একজন আছে তার উপরে বিশ্বাস করার জন্য। আমার যে আশাটি ছিল সে আশা টি হয়তো পূরণ হয় নাই কিন্তু আমি অবশ্যই বিশ্বাস রেখেছি যে তিনি একদিন যেভাবে হোক আমার যে আশাটা আছে এ আসাটা অবশ্যই পূরণ করবেন।

আশা ছাড়া হয়তো মানুষ বাঁচে না প্রত্যেকটা মানুষেরই কোন না কোন জিনিসের আশা থেকে থাকে হয় সে একটি বাড়ি করার আশা কিংবা একটি গাড়ি করার আশা কিংবা অন্য কোন কিছু কিন্তু এই আশা পূরণ করার জন্য আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং সেই উপর আল্লাহর উপরও বিশ্বাস রাখতে হবে তাহলে দেখবেন একদিন অবশ্যই আপনার আশা সবগুলোই পূরণ হয়ে যায়।

আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করেছি এটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।

আমি এই পোস্টের যে ছবিগুলো ব্যবহার করছি এগুলো এর আগেও ব্যবহার করেছি।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 2 months ago 

একটি মানুষ প্রাপ্ত বয়স থেকে শুরু করে মৃত্যুর পর্যন্ত আশা পূরণ করলেও তার সব আশা পূরণ হবে না কেননা আল্লাহ সুবহানাতায়ালা বলেছেন যে বান্দার যতক্ষণ না পর্যন্ত কবরের মাটি তার গালে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার চাহিদাও আশা পূরণ শেষ হবে না।

ছোট বড় সব স্বপ্ন যদি পূরণ নাও হয় এতে মন খারাপ করে কোন লাভ নাই কেননা দুদিনের এই দুনিয়াতে সব কিছুই তো ছেড়ে যেতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি আর্টিকেল আমাদের মাঝে গুরুত্বপূর্ণ করার জন্য ভালো থাকবেন।

 2 months ago 

জ্বি ভাই! অবশ্যই আপনার লেখা ভালো লেগেছে।
আমরা আশা কখনো ছোট রাখি না।
বড় আশা নিয়ে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন পূরণের যাত্রী হয়েই চলি। অনেক সময় আমাদের স্বপ্নপূরণ হয় আবার অনেক সময় হয় না তাতে আত্মবিশ্বাস কমানো যাবে না। আল্লাহতালা সর্বদা আমাদের জন্য ভালো কিছু বরাদ্দ রাখেন। যেটা আমার জন্য নয়, তা কখনোই তিনি দেন না।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 98504.77
ETH 3362.26
USDT 1.00
SBD 3.06