"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"
"Edited by Canva"
Hello,
Everyone,
আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।
মাঝখানে একটা সপ্তাহ কেটে গেছে, তাই আজ পুনরায় আবার আমি আপনাদের সামনে ইউজারদের গত সপ্তাহের এনগেজমেন্ট এর ডিটেলস নিয়ে, উপস্থাপন করতে চলেছি এই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট।
আপনারা সকলেই জানেন আমাদের কমিউনিটি এই সিজনের এনগেজমেন্ট চ্যালেঞ্জের জন্য সিলেক্ট হয়েছে। সবাইকে অনুরোধ করবো, প্লাটফর্মের সকল নিয়মাবলী গুলি অনুসরণ করে, অবশ্যই এনগেজমেন্ট চ্যালেঞ্জের সাপ্তাহিক কনটেস্টে নিজেরা অংশগ্রহণ করবেন।
আর অংশগ্রহণের সময় নিম্নলিখিত বিষয়গুলি মনে চলবেন রাখবেন। আশাকরি তাতে আপনার লেখার মান অনেকটা বেশি উন্নত হবে।
নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে কিছু পরামর্শ
সবার প্রথমেই মনে রাখবেন, আপনি যে ভাষায় লিখতে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন,সব সময় সেই ভাষাতেই নিজের পোস্ট লিখবেন। কারন যেমনটা আপনারা সকলেই জানেন, স্টিমিট প্ল্যাটফর্মে লেখার জন্য সকল ভাষারই গ্ৰহন যোগ্যতা রয়েছে। কতজন মানুষ আপনার লেখা পড়তে পারবে, আর কতজন পারবেন না, কখনোই সেই হিসাব করবেন না।
যে ভাষার উপরে আপনার দক্ষতা কম, যে ভাষায় লেখার জন্য আপনাকে কোনো কারোর সাহায্য নিতে হয়, সেই ভাষায় নিজের পোস্ট লেখা সবার প্রথম বন্ধ করা উচিত। তাতে ভুলের সম্ভাবনা কম থাকে।
** আপনারা যে, যেভাবেই লেখেন না কেন, লেখার শেষে নিজের লেখা পোস্ট পড়ার অভ্যাস তৈরি করুন, দেখবেন নিজের লেখায় কোনো ভুল থাকলে তা অবশ্যই আপনার চোখে পড়বে।**
সব সময় চেষ্টা করবেন নির্ভুল ভাবে লেখার। বানানের দিকে সর্বদা নজর দেবেন। লেখার পড়ে সেটাকে পোস্ট করার পূর্বে বেশ কয়েকবার পড়ে নেবেন, যাতে বানান ভুলের সম্ভাবনা না থাকে।
বাক্য গঠনের দিকে অবশ্যই সচেতন হবেন। অনেক সময় পোস্ট পড়তে পড়তে বেশ কিছু ইউজারের পোস্টে বাক্য গঠনের ক্ষেত্রে অসংগতি চোখে পড়ে। এই অসর্তকতার কারনে বাক্যের মানে সঠিক ভাবে বোঝা যায় না।
সঠিক ও সুন্দর শব্দ চয়ন আপনার পোস্টের মান উন্নত করে। সুতরাং সবসময় অন্যের পোস্ট পড়ার অভ্যাস করুন, দেখবেন শব্দ চয়নের ক্ষেত্রে আপনার সুবিধা হবে।
নিজের পোস্ট সর্বদা ছোটো প্যারাগ্রাফে লেখার চেষ্টা করবেন। যাতে আপনার পোস্ট দেখতে আকর্ষণীয় হওয়ার পাশাপাশি, তার মধ্যে কোনো বানান ভুল থাকলে তা সহজেই চোখে পড়ে।
ছবি ব্যবহার করার সঠিক নিয়ম আপনারা সকলেই জানেন, তবে আমি অনুরোধ করবো সবসময় আপনার লেখার বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ছবি ব্যবহার করার পাশাপাশি, ছবির সাইজের দিকেও লক্ষ্য রাখবেন। প্রতিটি ছবি একদম সমান মাপের হতে হবে এমন নয়, তবে তাদের মধ্যে যেন কিছুটা সামঞ্জস্য থাকে। যা আপনার পোস্টের সৌন্দর্য্য বৃদ্ধি করবে।
মার্ক ডাউন আমাদের পোস্টের সৌন্দর্য্য বাড়িয়ে দেয় ঠিকই, তবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো, সঠিক বিষয় নির্বাচন। লেখার বিষয়ের উপর ভিত্তি করে সঠিক শীর্ষক নির্বাচন, তার সাথে সঠিক ছবির ব্যবহার ও সবশেষে সঠিক হ্যাশট্যাগ নির্বাচন।
আশা করছি যারা আমাদের কমিউনিটিতে নতুন যুক্ত হয়েছেন বা পুরনো রয়েছেন, প্রত্যেকেই যদি উপরোক্ত বিষয়গুলোর দিকে একটু নজর রাখেন, তাহলে আপনার লেখার মান অনেক উন্নত হবে।
যাইহোক এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো এই সপ্তাহের এনগেজমেন্ট ডিটেলস। নিয়ম অনুসারে আমি প্রথম শেয়ার করবো, কমিউনিটিতে কর্মরত সকল মডারেটরদের এনগেজমেন্ট ডিটেলস, -
"Moderators Engagement Details"
Name | Post Count | Comments |
---|---|---|
@rubina203 | 7 | 193 |
@sairazerin | 6 | 106 |
@piya3 | 6 | 58 |
@adylinah | 2 | 43 |
এরপর আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, কমিউনিটিতে কর্মরত সকল অ্যাক্টিভ ইউজারদের এনগেজমেন্ট ডিটেলস, -
"Users Engagement Details"
Name | Post Count | Comments |
---|---|---|
@shuhad | 7 | 156 |
@sabus | 7 | 115 |
@mukitsalafi | 7 | 71 |
@sakib012 | 7 | 69 |
@shariarprottoy | 7 | 51 |
@baizid123 | 7 | 42 |
@hafizur46n | 7 | 28 |
@mrsokal | 6 | 169 |
@tanay123 | 6 | 106 |
@yoyopk | 6 | 89 |
@karobiamin71 | 6 | 81 |
@sayeedasultana | 6 | 81 |
@pijushmitra | 6 | 45 |
@rakibal | 6 | 38 |
@muktaseo | 6 | 32 |
@hasnahena | 6 | 23 |
@jakaria121 | 6 | 18 |
@amekhan | 6 | 04 |
@xhadhin | 5 | 29 |
@isha.ish | 5 | 11 |
@sanaula | 5 | 09 |
@saha10 | 5 | 0 |
@farhanahossin | 4 | 05 |
@sifat420 | 3 | 26 |
@jahidul21 | 3 | 10 |
@bari1011 | 2 | 8 |
যেমনটা আপনারা জানেন, আমাদের কমিউনিটিতে বর্তমানে এনগেজমেন্ট কনটেস্ট চলছে। সারা সপ্তাহব্যাপী সকলে নিজেদের এনগেজমেন্ট কতটা বৃদ্ধি করতে পেরেছেন, তার ভিত্তিতে সপ্তাহের শেষে তিনজন বিজয়ীকে নির্বাচন করা হয়।
তবে গত সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট দেখে, অ্যাডমিন ম্যাম উইনার অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া রেখেছেন, যেটা সম্পর্কে ইতিমধ্যেই আমি আপনাদেরকে অবগত করেছি। কেবলমাত্র সেগুলো সঠিকভাবে পালন করার পরেই, বিজয়ীদের নাম রিপোর্টে ঘোষণা করা হবে। এই সপ্তাহের দুইজন বিজয়ী হলেন, - @shuhad ও @mrsokal.
বিজয়ী দুইজনকে অনেক শুভেচ্ছা জানাই। আপনারা সকলেই জানেন, বিজয়ীদের পুরস্কৃত করার দায়িত্ব আমি এবং সিনিয়র মডারেটর প্রিয়া দিদি নিয়েছি। যেহেতু নতুন মাসের এটি প্রথম সপ্তাহ, তাই উইনারদের এই সপ্তাহে পুরস্কৃত করার দায়িত্বটি আমি নিয়েছি।
যেহেতু আমরা পুরস্কার তিনজনের মধ্যে ভাগ করার কথা লিখেছিলাম, তবে এই সপ্তাহে ক্রাইটেরিয়া সঠিকভাবে না মানার কারণে আরেকজন বিজয়ীর নাম ঘোষণা করতে পারলাম না। এই কারণে পুরস্কার দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। যার স্ক্রিনশট আমি আপনাদের সাথে নিচে শেয়ার করলাম, -
"আমার ওয়ালেট থেকে নেওয়া স্ক্রিনশট"
"Conclusions"
এই ছিল এই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট। আশা করছি প্রত্যেকে মনোযোগ সহকারে রিপোর্ট পড়বেন এবং নিজেদের পোস্টকে উন্নত করার পাশাপাশি, কমিউনিটিতে নিজের অ্যাক্টিভিটি বৃদ্ধি করারও চেষ্টা করবেন, যাতে পরবর্তী সপ্তাহে আপনিও বিজয়ী হতে পারেন।
এই রিপোর্ট সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন। সকলের সুস্থতা প্রার্থনা করে, এই সপ্তাহের রিপোর্ট আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি।
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর ভাবে এনগেজমেন্ট রিপোর্ট আমাদের সাথে উপস্থাপন করার জন্য। তবে আজকের রিপোর্ট দেখে বেশ ভালই লাগছে। কেননা নিজের এনগেজমেন্ট বৃদ্ধি করতে পেরেছি এবং আমাদের কমিউনিটির মধ্যে, সবাই মোটামুটি নিজেদের এনগেজমেন্ট বৃদ্ধি করার চেষ্টা করছে। আশা করি এই চেষ্টা অব্যাহত থাকবে।
@shuhad, @mdsokal আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এভাবেই এগিয়ে যান ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন।
নিজেকে বিজয়ী হিসেবে দেখতে পেরে খুবই ভালো লাগছে। @shuhad ভাই কেও অভিনন্দন জানাই।
কো -এডমিন ম্যাম এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। এই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্টটি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। নিজেকে বিজয়ী হিসেবে দেখে খুব ভালো লাগলো। @mrsokal ভাইকেও অভিনন্দন জানাই।
প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহের সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট টা খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে এনগেজমেন্ট বৃদ্ধি করে এ সপ্তাহে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ইনশাআল্লাহ সামনে সপ্তাহে চেষ্টা করব বিজয়ীদের তালিকায় নাম রাখার। ভালো থাকবেন দিদি
প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও আপনি সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট প্রকাশ করেছেন।সেই সাথে কিভাবে লেখার মান উন্নত করা যায় সে বিষয়েও দিকনির্দেশনা দিয়েছেন।
তবে দেখে ভালো লাগলো যে এ সপ্তাহে অনেকেই তাদের এনগেজমেন্ট বৃদ্ধি করতে পেরেছেন। আশা রাখি ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে।
এতো চমৎকার করে সাপ্তাহিক রিপোর্ট এর ডিটেইলস আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
সেই সাথে এই সপ্তাহের দুইজন বিজয়ী সদস্য
@mdsokal এবং @shuhad এর প্রতি অভিনন্দন রইলো।
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Upvoted 👌 (Mana: 5/7) Get profit votes with @tipU :)
প্রথমেই বিজয়ীদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি সপ্তাহের মতোই সপ্তাহেও আমাদের মাঝে এনগেজমেন্ট রিপোর্ট খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।।
এখান থেকে আমরা ধারণা নিতে পারি কে কতটুকু কাজ করছে এবং কে করছে না কার কতটুকু আরও উন্নতি করা দরকার। ধন্যবাদ আপনাকে।
একটি সপ্তাহের এংগেজমেন্ট রিপোর্ট আপনি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন দেখে অনেক ভালো লাগলো, কিছুটা এনগেজমেন্ট বৃদ্ধি করতে পেরেছি এটা দেখে অনেক ভালো লাগছে এবং চেষ্টা করব আরো ভালো কিছু করার জন্য।
যে সকল ইউজার বিজয়ী হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যেনো সব সময় এমন ভাবে কাজ আমাদের মাঝে উপহার দিয়ে যান এই কামনা করি।
এই সপ্তাহের এংগেজমেন্ট রিপোর্ট আপনি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন যেটাবদেখে অনেক ভালো লাগলো। এই এংগেজমেন্ট থেকে আমরা ধারণা নিতে পারি কে কতটুকু কাজ করছে এবং কে করছে না কার কতটুকু আরও উন্নতি করা দরকার।
যেমন আমার কাজের দিকে আরো উন্নতি করা দরকার, আশা করছি সামনের সপ্তাহের কাজের প্রতি আরো মান বারিয়ে দেব। ধন্যবাদ