My weekly report ( Senior Moderator)|| 19th May -2023||

in Incredible Indialast year (edited)
IMG_20230519_012708.png
Edited by canva

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।

আবার একটি সপ্তাহ অতিক্রান্ত হওয়ায় পরে, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি,গত সপ্তাহে আমার কার্যক্রমের সাপ্তাহিক রিপোর্ট শেয়ার করার জন্য।

আপনারা সকলেই জানেন এই সাপ্তাহিক রিপোর্টের মাধ্যমে প্রতি সপ্তাহে কমিউনিটির সিনিয়র মডারেটর হিসেবে আমি যে সকল দায়িত্বগুলি পালন করি, তার এই বিবরণ আপনাদের মাঝে উপস্থাপন করি, যাতে আপনারাও প্রত্যেকে আমার কার্যক্রম সম্পর্কে অবগত থাকেন।

টিউটোরিয়াল ক্লাস

IMG_20230519_010629.jpg

আজকে সাপ্তাহিক রিপোর্টের শুরুতেই আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের টিউটোরিয়াল ক্লাস। আপনারা সকলেই জানেন প্রতি সপ্তাহে আমাদের অ্যাডমিন ম্যাম নিজে উপস্থিত থেকে, এই প্লাটফর্মে কাজ করার জন্য যে সকল গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের জানা উচিত, সেই সকল বিষয়গুলোকে আলোচনা করেন।

কিন্তু এই সপ্তাহে অ্যাডমিন ম্যামের নির্দেশ অনুসারে আমি টিউটোরিয়াল ক্লাস নিয়েছিলাম। এই সপ্তাহে তেমন কিছু আলোচনা করার ছিলো না। মূলত যে কয়েকটি বিষয়ের উপরে ইতিমধ্যে আলোচনা হয়েছিল, সেগুলো নিয়ে পোস্ট ও লিখেছেন। এই সপ্তাহে সেই সকল বিষয়ে কোনো ইউজারের কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়ে একটি রিভিশন ক্লাস হয়েছিলো।

এছাড়াও আমাদের কমিউনিটিতে বেশ কিছু ইউজার আছেন, যাদের বেশ কিছু কার্যক্রম সম্পর্কেও আলোচনা করতে বলেছিলেন। কারণ কিছু কিছু ইউজারের বেশ কিছু কাজ বিগত কয়েক দিন ধরে আমরা লক্ষ্য করছিলাম, যেগুলো ইউজারের নিজের আই.ডি র পাশাপাশি, আমাদের কমিউনিটির জন্য খুব একটা ফলপ্রসু হবে না।

এইরকমই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বেশ কিছু তথ্য ইউজারের পর্যন্ত পৌঁছে দেয়ার দায়িত্ব এই সপ্তাহে আমার ছিল। অ্যাডমিন ম্যামের নির্দেশ অনুসারে আমি সেই সমস্ত তথ্য গুলো আমাদের টিউটোরিয়াল ক্লাসে উপস্থিত সকল ইউজারদের জানিয়েছিলাম এবং এইরকম ভাবেই আমরা এই সপ্তাহে টিউটোরিয়াল ক্লাসটির সমাপ্তি ঘোষণা করেছিলাম।

কনটেস্টের ফলাফল ঘোষনার ক্ষেত্রে নিজের কার্যক্রম

IMG_20230519_011825.jpg

আপনারা সকলেই জানেন গত সপ্তাহে আমাদের কমিউনিটিতে একটি মান্থলি কনটেস্ট চলছিল, যে কনটেস্টে অনেক ইউজার স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। কনটেস্টে অংশগ্রহণের সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর, আমি সকল ইউজারদের পোস্ট চেক করে সমস্ত ডিটেইলস তৈরি করে, আমাদের অ্যাডমিন ম্যামের কাছে সেগুলো মেল করেছিলাম। আমি নিজে কয়েকটি পোস্ট সিলেক্ট করে ম্যামকে পাঠায়েছিলাম। ম্যাম সেখান থেকে পোস্ট যাচাই করে উইনার সিলেক্ট করেছেন। কারন এই বিষয়ে ম্যামের সিদ্ধান্তই শেষ কথা।

কমিউনিটির বর্ষপূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশগ্রহণ

IMG_20230519_010532.jpg

আপনারা প্রায় সকলেই জানেন গত সপ্তাহের ১৫ তারিখ আমাদের কমিউনিটির এক বছর পূর্ণ হয়েছিল। আর আমাদের অ্যাডমিন ম্যাম সেই সম্পর্কিত একটি পোস্ট শেয়ার করেছিলেন,যার মাধ্যমে তিনি আমাদের সকলের কাছে নিজের মনের কথা প্রকাশ করেছিলেন।

কিন্তু সত্য কথা বলতে এই কমিউনিটিকে সফলতার শীর্ষে নিয়ে যাওয়ার জন্য আমাদের থেকেও তিনি অনেক বেশি কষ্ট করেছেন। শুধু তাই নয় এখনও করে চলেছেন। আমরা শুধু আমাদের কর্তব্য পালন করে যদি, সঠিকভাবে কাজ করে, তাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, তাহলে হয়তো তার কষ্ট কিছুটা হলেও কম হবে।

যাই হোক এই বর্ষপূর্তি মানুষ উপলক্ষে ১৫ তারিখে আমরা সকলে একটা জায়গায় উপস্থিত হয়ে একটু আনন্দ অনুষ্ঠান করেছিলাম। আমি নিজেও যেহেতু এই কমিউনিটির শুরুর দিন থেকেই যুক্ত ছিলাম, তাই নিজের আনন্দ, নিজের অভিজ্ঞতা, নিজের ভালোলাগা সবটাই অন্যান্য ইউজারদের সাথে শেয়ার করেছিলাম।

সকলেই খুবই উৎসাহ সহকারে সেদিনের অনুষ্ঠানের যোগদান করেছিলেন। তবে দুঃখের বিষয় এই অনুষ্ঠানে যতজন উপস্থিত থাকবে বলে আমরা আশা করেছিলাম, তার থেকেও অনেক কম সংখ্যক ইউজার উপস্থিত থাকতে পেরেছিলেন। এটা সত্যিই দুঃখজনক।

যাইহোক আশা করছি আমাদের এই পথ চলা এরকম ভাবেই বছরের পর বছর চলতে থাকবে এবং আপনারাও কমিউনিটির পাশে থেকে কমিউনিটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন।

কমিউনিটির এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করা

IMG_20230519_011252.jpg

এরপরে যেটুকু গুরুত্বপূর্ণ বিষয়ে আমি কথা বলব সেটি হচ্ছে আমাদের সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট। যেটা প্রতি সপ্তাহে রবিবারে আমি পাবলিশ করে থাকি। আপনারা প্রত্যেকেই জানেন কমিউনিটির এগিয়ে যাওয়ার জন্য কমিউনিটি প্রত্যেক ইউজারদের ক্ষেত্রে এনগেজমেন্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমাদের কমিউনিটির সকল ইউজাররা নিজেদের কাজটা কিন্তু সঠিকভাবে করছেন না, এবং সেই কারণেই আমাদের ম্যাম একটি পোস্ট করেছেন, যেখানে তিনি কোয়ালিটি পোস্ট এবং কোয়ালিটি কমেন্ট এর বিষয়ে লিখেছেন।

কমেন্ট করার অর্থ কিন্তু শুধুমাত্র অন্যকে উৎসাহ প্রদান করাই নয়, অন্যের লেখা পড়ে আপনার নিজের অনুভূতিটা কমেন্টের মাধ্যমে লেখা উচিত। অনেকের মধ্যেই একটা ভ্রান্ত রয়েছে যে, কমেন্ট সব সময় পজিটিভ হতে হবে। কিন্তু আপনাদের অবগতির জন্য জানাই, যদি কারোর কোনো লেখা আপনার কাছে নেগেটিভ বার্তা পৌঁছে দেয়,তাহলে কিন্তু আপনি নিজে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন।

যাতে করে পরবর্তীতে তিনি তার ভুলগুলো শুধরে নিয়ে নিজের পোস্টের মধ্যে আরো ভালো কিছু তুলে ধরতে পারেন। এটাও কিন্তু একটা কোয়ালিটি কমেন্ট এর মধ্যে ধরা হয়। যাইহোক এই সপ্তাহে আমি,আমাদের অ্যাডমিন ম্যামের সহযোগিতা পেয়েছিলাম এনগেজমেন্ট রিপোর্ট পাবলিশ করার ক্ষেত্রে। তারজন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

হাংরি গ্রিফিনের রিপোর্টের তথ্য সংরক্ষণ

IMG_20230519_012250.jpg

প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও হাংরি গ্রিফিনের সাপোর্টের সমস্ত ডিটেলস গুলো আমিই লিখে রাখছিলাম। আমাদের অ্যাডমিন ম্যাম যেদিন রিপোর্ট পাবলিশ করেন, সেদিন আমি তাকে সমস্ত ডিটেলসটা পাঠাই। এই সপ্তাহেও যার অন্যথা হয়নি। আমি নিজে যেমন হাতে লিখে রাখি, তেমনি কিন্তু সমস্ত লিংক গুলো মেলে সেভ করি, যাতে সময় মতন আমি ম্যামকে ঠিকভাবে ডিটেলস গুলো পাঠাতে পারি। যাতে তার হাংরি গ্রিফিনের সাপ্তাহিক রিপোর্ট পাবলিশ করতে কোনো সমস্যা না হয়।

পোস্ট ভেরিফিকেশন

IMG_20230519_011613.jpg

এবার আমি কথা বলব আমাদের কমিউনিটির পোস্ট ভেরিফিকেশন নিয়ে, যেটা আমাদের প্রতিদিনের একটা কাজের মধ্যে পড়ে এবং নির্দিষ্ট সময় অনুসারে আমরা মডারেটররা নিজেদের মতন করে পোস্ট গুলোকে ভেরিফাই করি।

তবে বলতে ভালো লাগছে আজকাল নতুন বেশ কিছু ইউজার আমাদের কমিউনিটিতে যুক্ত হয়েছেন,যাদের কষ্টের কোয়ালিটি খুবই ভালো। এমনকি অনেকে আমাদের কমিউনিটিতে চলমান কনটেস্টেও অংশগ্রহণ করেছেন এবং সেই সকল পোস্টগুলো ভেরিফাই করতে গিয়ে অনেক সুন্দর সুন্দর লেখাপড়ার সুযোগ আমাদের প্রতিনিয়ত হয়। যে কারণে আমি সেই সকল ইউজারদেরকে ধন্যবাদ জানাই, যারা আমাদের এই কনটেস্টে অংশগ্রহণ করে নিজের লেখা শেয়ার করেছেন।

সাপ্তাহিক হ্যাংআউট

IMG_20230519_010807.jpg

এই সপ্তাহে আমরা হ্যাংআউটে খুব বেশি সময় অতিবাহিত করিনি, কারণ আমাদের কমিউনিটির বেশ কিছু ইউজারের সামনে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। এই কারণে শুরুতে আমরা নজরুল বাবুর একটি কবিতা দিয়ে শুরু করেছিলাম।আমি বিশেষ ধন্যবাদ জানাই @mrnazrul বাবুকে কারণ,তিনি এই সপ্তাহে আমাদের কমিউনিটিকে উদ্দেশ্য করে একটি কবিতা লিখেছিল,কমিউনিটির বর্ষপূর্তি উপলক্ষে।

কবিতাটি সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে। এরপর সজীব ভাই, মশিউর ভাই এবং মামুন ভাই,এই তিনজনের গান দিয়ে আমরা আজকের মতন হ্যাংআউট সমাপ্ত করেছিলাম। আশা করি সকলের পরীক্ষা শেষ হলে, আমরা আবার নতুন উদ্যোমে হ্যাংআউট শুরু করবো।

উপসংহার

এই ছিল আমার গত সপ্তাহের কার্যাবলী,যেগুলো সম্পর্কে আমি আপনাদের সামনে এই রিপোর্টটি উপস্থাপন করলাম। রিপোর্ট পড়ে আপনাদের কেমন লাগলো,সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। পরের সপ্তাহে আবার এমন একটি রিপোর্টের মাধ্যমে আমি আপনাদের সামনে নিজের কার্যাবলী তুলে ধরবো। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।

Sort:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

Loading...
 last year 

আপনার সাপ্তাহিক রিপোর্ট পড়ে নিজের কাছে খুবই ভালো লাগলো ৷ আপনি এই সাপ্তাহিক রিপোর্টে টিউটোরিয়াল ক্লাস এবং কনটেস্ট এর ফলাফল ঘোষনা তারপর কমিউনিটির বর্ষপূতি অনুষ্ঠানে অংশগ্রহন এবং কমিউনিটির এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করা এই সব তথ্য সংক্রান্ত আমাদের মাঝে শেয়ার করে থাকেন ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.12
JST 0.027
BTC 62853.43
ETH 3013.11
USDT 1.00
SBD 2.50