হঠাৎ আড্ডায় মেতে উঠা

in Incredible India2 months ago
IMG_20240628_181317.jpg

হ্যালো বন্ধুরা

আবারো চলে আসছি ,আপনাদের মাঝে কিছু আনন্দঘন মুহূর্তের সাক্ষী হিসাবেআপনাদের রাখার জন্য। আপনাদের সাথে ইতিমধ্যে শেয়ার করেছি ২৬ শে জুন ছিল আমার ২৬ তম বিবাহ বার্ষিকী, স্বাভাবিকভাবেই একটু স্পেশাল ছিল এবারের বিবাহ বার্ষিকী টি।

IMG-20240628-WA0002.jpg
IMG20240627194454.jpg

কারণ হচ্ছে ২৬ তারিখে ২৬তম বিবাহবার্ষিকী। এটি আর জীবনে দ্বিতীয় বার আসবে না ।কিছু বিশেষ তারিখ রয়েছে যা জীবনে দুবার হয় না এটি ও আর আমার জীবনের দুবার আসবে না। তাই একটু অন্যান্য বিবাহবার্ষিকীর চেয়ে এবারে বিবাহ বার্ষিক এটি একটু স্পেশাল ছিল আমাদের জন্য।

পরদিন স্কুলে যখন গেলাম সবাই সবার মতো করে আঁকড়ে ধরল স্পেশাল বিবাহ বার্ষিকীতে যেন ওদেরকে ট্রিট দেওয়া হয়। তাই বাসায় এসে যখন দুজন দুজনকে শেয়ার করলাম, আমার সাহেব বলল চলো তাহলে আশেপাশে কোথাও ঘুরে আসি। হঠাৎ করে তো বাসায় আর আপ্যায়নের ব্যবস্থা করা সম্ভব নয় ,তাছাড়া সময় খুব কম।

IMG20240627194034.jpg
IMG20240627190912.jpg
IMG20240627190918.jpg
IMG20240627190746.jpg

সেজন্য আমাদের কোয়ার্টারের পাশেই ফ্যামিলি পার্ক রয়েছে সে কথাও হয়তো আপনারা জানেন ।ওয়ার্কিং ডিসটেন্স হেঁটে যাওয়া যায় তাই আমরা হেঁটেই গিয়েছিলাম। আবার আসার সময় সবাই মিলে গল্প করতে করতে হেঁটেই চলে এসেছি ।এতে করে আমার দুটো কাজ একসাথে হয়ে গিয়েছে ,সন্ধ্যার হাঁটাটা হয়ে গিয়েছে আমি প্রতিদিন সম্ভব হলে সন্ধ্যায় হাঁটতে বের হই। তাই আর আজকে আর হাঁটতে বের হতে হয়নি একসাথে দুটো কাজ সম্পন্ন করে ফেলেছি।

পার্কে যাওয়ার ২০/ ২৫ মিনিট পরই ঝুম বৃষ্টি একেবারে উপভোগ করার মত বৃষ্টি। আমি যেহেতু কোয়ার্টারে থাকি। তাই বৃষ্টির রিমঝিম শব্দটা টিনের চালে যেভাবে উপভোগ করা যায় বিল্ডিং এর ছাদে ওরকম ভাবে উপভোগ করা যায় না। অসাধারণ রিমঝিম ‌রিমঝিম শব্দ শুধু আমি নয় সবার উপভোগ করেছিল বিষয়টি। তাছাড়া যেহেতু সন্ধ্যা নেমে এসেছিল নানা ধরনের আলোকসজ্জা ছিল পার্কের ভিতর দেখার মত একটি পরিবেশ সত্যিই মনমুগ্ধকর।

IMG20240627185438.jpg
IMG20240627183244.jpg
IMG20240627182055.jpg

সবাই মিলে গল্পে মেতে উঠলাম । গল্পের ফাঁকে হালকা নাস্তাও করে নিলাম ।মেয়েরা খেলাম ফুচকা আর ছেলেরা খেলো চটপটি সাথে ছিল কোল্ড ড্রিংকস।
এবং গল্প করে বাসায় আসতে আসতে সবার হাতে ছিল একটি করে কোন আইসক্রিম খেতে খেতে বাসায় চলে এসেছি এবং ছেলের জন্য পার্সেল করে নিয়ে এসেছি বাসায়। কারণ আমার ছেলে টিচারদের সাথে যাবে না ,যেখানে টিচার রয়েছে সেখানে সে যেতে নারাজ ছোটবেলা থেকেই তার এই অবস্থা।

শুধু আমার ছেলে নয়, আমার মেয়েরাও টিচার ও ম্যামরা যেখানে যাবে সেখানে তারা যাবে না। যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ একই প্রতিষ্ঠানে চাকরি করি তাই টিচার ও ম্যামদের সাথে আমাদের ওঠাবসা। যেখানে যাই সাধারণত ওদের সাথে যাওয়া হয়। একই সাথে দীর্ঘদিন চাকরি করে ওদের সাথে একটি মধুর সম্পর্ক তৈরি হয়েছে বন্ডিং হয়েছে। তাই ওদের সাথে যেতেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু আমার ছেলে মেয়েরা যেতে চায় না। তাই ছেলে মেয়েদের সাথে যখন যাই তখন আর কলিকদের ইনভাইট করি না ,আবার যখন কলিগদের সাথে যাই তখন ছেলে মেয়েদের কে বাসায় রেখে যাই ওদের জন্য পার্সেল নিয়ে আসি।

IMG20240627202334.jpg

বাসায় যেহেতু নাস্তা বানিয়ে রেখে গিয়েছিলাম, তাই অন্য কিছু নিয়ে আসিনি। ছেলের যেহেতু কোন আইসক্রিম পছন্দ করে তাই কোন আইসক্রিম কিনে নিয়ে এসেছিলাম। আর আমিও কোন আইসক্রিম পছন্দ করি সেটি আপনাদের সাথে ইতিমধ্যে শেয়ার করে ফেলেছি তাইনা ‌।তিনটি কোন আইসক্রিম এনেছি ছেলের জন্য একটি আমাদের হাজব্যান্ড ওয়াইফের জন্য দুইটি।

গতকালকের সন্ধ্যাটা বেশ আনন্দে কেটেছে অনেক আড্ডা ও আনন্দ। সবমিলিয়ে একটি সুন্দর সময় কাটিয়েছি সবার সাথে। আমি মনে করি মাঝে মাঝে এ ধরনের আড্ডার প্রয়োজন রয়েছে জীবনকে এবং মনকে প্রফুল্ল রাখার জন্য। বন্ধুরা আজ এই পর্যন্তই থাক সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আমার পরবর্তী ব্লগে অগ্রিম নিমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ। বন্ধুরা মনে আছে তো বেশি বেশি করে মনের যত্ন নিবেন, নিজেকে সময় দিবেন, নিজেকে নিজের মতো করেই উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন ভালো থাকবেন।

Sort:  
Loading...
 2 months ago 

প্রথমেই অভিনন্দন জানাই এতটা বছর একটা মানুষের সাথে সুন্দরভাবে জীবন অতিবাহিত করছেন।। আর বাকি জীবনটা যেন এভাবে আনন্দের সাথে কাটাতে পারেন।।

স্পেশাল দিন একটু স্পেশাল না হলে কি আর হয়, আর এটা একদম সঠিক বলেছেন বাসায় হঠাৎ করে আয়োজন করা একটু মুশকিল।। দিনটা বেশ আনন্দের সাথে কাটিয়েছে আর রিমঝিম বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে।।

 2 months ago 
  • সাহেব হঠাৎ করেই বলছে চলো বাইরে থেকে ঘুরে আসি। তবে আমার কলেজের ইচ্ছে ছিল আমার বাসায় এসে চা খাওয়ার কিন্তু আমি ভাবলাম যে হঠাৎ করে আমি এগুলা সামলাতে পারবো না তাছাড়া স্কুল ছিল স্কুল করেছিল এমনিতেই খুব ক্লান্ত লাগে আসলে ভালো লাগে না। ছুটি দিন হলে কথা ছিল ম্যানেজ করে নিতে পারতাম। অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করার জন্য আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখেন।
 2 months ago 

এটা একদম ভালই করেছে ছুটির দিন হলে খুব সুন্দরভাবে সবকিছু গোছানো যায়।। আর স্কুল থেকে আসার পর শরীর এমনি ক্লান্ত থাকে তাই এগুলো ঝামেলা না নিয়ে ভালো করেছেন।।

 2 months ago 
  • সে কথা ভেবে আর বাসায় ঝামেলা করিনি সবাই মিলে একটু ঘুরিয়ে এসেছি ভালো একটা সময় কেটেছে আসলে। তাছাড়া হুট করে বললেই তো কিছু তৈরি করা সম্ভব না বাসায় কেউ নেই এক হাতে সবকিছু করা সম্ভব হয়ে উঠে না। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
 2 months ago 

সবাই মিলে ঘুরলে এমনিতেই মন ভালো হয়ে যায়।। আর মাঝে মাঝে সবাই মিলে বাইরে যেতেও ভালো লাগা কাজ করে।।

 2 months ago 
  • আমি ছোটবেলা থেকে উড়ন্ত পাখি খাঁচায় বন্দি থাকতে রাজি নই। হাতে টাকা থাকলেই বাইরে বেরিয়ে যাই আমার আসলে ঘুরতে খুব ভালো লাগে। তাছাড়া এখন যে পরিস্থিতি ছেলে মেয়েরা সবাই চলে গেছে বাসায় দম বন্ধ হয়ে আসে। একদমই তাই ঘুরতে গেলে মন খুব ভালো হয়ে যায় যা হাজারো টাকার ওষুধের চেয়ে কম নয়। খুব সুন্দর মন্তব্য এই হৃদয় ছো মন্তব্যের জন্যই পোস্ট লিখে আগ্রহ বাড়ে।
 2 months ago 

আমার মনে হয় শুধু আপনার না যত মানুষই রয়েছে সবার ঘুরতে ভালো লাগে হয়তো অনেকেই ব্যস্ততার জন্য ঘরতে পারে না। এটা একদম সঠিক ঘোরাঘুরি করলে মন এমনি ভাল থাকে।

 2 months ago 
  • পরীক্ষিত প্রমাণ। ঘোরাঘুরি করলে মন ভালো থাকে শরীরে সুস্থ থাকে। তাই আমাদের উচিত সময় সুযোগ মতো ঘোরাঘুরি করা।
 2 months ago 

আপনাকে প্রথমেই জানাই শুভ বিবাহ বার্ষিকী অনেক শুভেচ্ছা। দুজনে একসাথে জীবনের অনেকটা পথ অতিক্রম করে ফেলেছেন। আশা করি বাকি জীবনটা আপনাদের খুব ভালো কাটুক। তবে ঠিকই বলেছেন বিবাহ বার্ষিকীর দিনটা বছরে একবারই আসে। সারাদিন অনেক মজা করে কাটিয়েছেন। দুজনে একসাথে খুব ভালো থাকুন। সুস্থ থাকুন।

 2 months ago 
  • ধন্যবাদ দিদি আমাকে শুভেচ্ছা জানানোর জন্য। আসলেই তাই কিভাবে যে এতো গুলো দিন অতিক্রম করলাম নিজেই ভেবে পাইনা। দোয়া করবেন বাকিটা জীবন যেন এভাবে কাটিয়ে দিতে পারি। শুভকামনা রইল আপনার জন্য।
 2 months ago 

বাসায় যেহেতু নাস্তা বানিয়ে রেখে গিয়েছিলাম, তাই অন্য কিছু নিয়ে আসিনি। ছেলের যেহেতু কোন আইসক্রিম পছন্দ করে তাই কোন আইসক্রিম কিনে নিয়ে এসেছিলাম।

  • পৃথিবীর সকল মায়েরাই মনে হয় এমন হয় ম্যাম। দুনিয়ার সব কিছু উলোট-পালোট হয়ে গেলেও একজন মা তাঁর সন্তানের কথা কখনোই ভোলেন না।
  • এই যে আপনি এতো ব্যস্ততার মাঝেও বাড়িতে ফেরার সময় কোন- আইসক্রিম নিয়ে এসেছিলেন। এজন্যই মা তো মা ই হয়। মায়ের সাথে কারো তুলনা করা যায় না। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি লেখা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনার পরবর্তী আকর্ষণীয় লেখা পরিদর্শনের অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, সুস্থ্য থাকুন।
 2 months ago 

আসলে পরিবারের যদি সবাই এক জায়গাতে থাকে তাহলে অবশ্যই আড্ডায় মেতে ওঠাটাই স্বাভাবিক। এবং আপনি এই পোষ্টের ভিতরে অনেক সুন্দর কিছু বিষয় লিখেছেন যেটা আমার কাছে অনেক ভালো লাগলো। আমাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 
  • শরীর ও মনকে ভালো রাখার জন্য মাঝে মাঝে এ ধরনের আড্ডার প্রয়োজন রয়েছে। আধুনিকতার যুগে আমরা এতটাই আধুনিক হয়ে গিয়েছি নিজেকে অনেকটা রোবট মনে করি সেজন্য জীবনটাকে সেভাবে উপভোগ করতে পারিনা। জীবন একটাই তাই তাকে সঠিকভাবে উপভোগ করতে হবে। ধন্যবাদ আপনাকে আমার লেখাটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।
 2 months ago 

এটা একেবারেই ঠিক বিশেষ দিনগুলো বছরে একবারই আসে। আর এই দিনটা আপনারা বন্ধুবান্ধব সবাই মিলে খুব সুন্দরভাবে উদযাপন করেছেন। বিশেষ করে আপনাদের ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে। আপনারা কতটা হাসিখুশি ছিলেন এভাবেই সারাটা জীবন হাসিখুশি থাকুন। এই কামনা করে সৃষ্টিকর্তার কাছে। ধন্যবাদ নিজের বিশেষ দিন সম্পর্কে এত সুন্দর একটা বিষয় আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 
  • আমাকে দেখলে নাকি মনে হয় আমার জীবনে কোন চিন্তাভাবনা নেই। সব সময় নাকি ফুরফুরা মাইন্ডে থাকে। সত্যি বলতে আমি চিন্তা করতে পারিনা। দম বন্ধ হয়ে গেছে তাই সবকিছুকে স্বাভাবিক বলে মেনে নিই। আর দু তিন দিন গেলেই বাসার বাড়ি থেকে বের না হলে দম বন্ধ হয়ে আসে ঘুরাঘুরি তোমাকে করতেই হবে এটা আমার রক্তের সাথে মিশে গেছে হাতে টাকা না থাকলেও বের হয়ে যাই। তবে ঘোরাঘুরি আমাকে খুব ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 63422.01
ETH 2688.96
USDT 1.00
SBD 2.58