"শীতের সময় ডিম ফ্রিজে রাখা থেকে বিরত থাকুন!"

in Incredible India11 months ago
pexels-photo-600615.jpeg

Image source

দীর্ঘ সময় ধরে ডিম ভালো রাখার জন্য,। আমাদের মধ্যে একটা অভ্যাস আছে। সেটা হচ্ছে আমরা ডিম ফ্রিজে রাখা। আমিও কিন্তু তাদের দলে একজন। আমাদের দেহের প্রোটিন এবং বিভিন্ন ধরনের ভিটামিন এর ঘাটতি পূরণ করতে ডিমের ভূমিকা অপরিসীম। অন্যান্য প্রোটিন জাতীয় খাবারের চাইতে ডিমের দাম কম হওয়াতে। মধ্যবিত্ত নিম্নবিত্ত সকল শ্রেণীর মানুষ ডিম খেতে পারে।

একটু লক্ষ্য করলেই দেখতে পাবো, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষের প্রতিদিনের খাবারের তালিকায় ডিম অপরিহার্য ভূমিকা পালন করে থাকে। কম দাম হওয়ায় আমাদের হাতে টাকা থাকলে। আমরা অতিরিক্ত ডিম বাজার থেকে সংরক্ষণ করে, ফ্রিজে এনে রেখে দেই। কিন্তু ডিম দীর্ঘ দিন ফ্রিজে রাখা, আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ঠিক নয়।

বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী। ফ্রিজের ডিম রাখলে অন্যান্য খাবারের গন্ধ ডিমের সাথে মিশে যায়। এতে করে ডিমের স্বাভাবিক গন্ধ এবং স্বাদ একেবারেই নষ্ট হয়ে যায়। এবং অনেকের ধারণা ডিম ফ্রিজে রাখলে নাকি, ডিম সঠিকভাবে সিদ্ধ হয় না।

pexels-photo-824635.jpeg

Image source

এই বিষয়টা যদি আপনাদের কাছে সন্দেহ মনে হয়। তাহলে আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি। সেটা হচ্ছে আপনি দুইটা ডিম বাজার থেকে কিনে নিয়ে আসবেন। এরপর একটা স্বাভাবিক তাপমাত্রায় রেখে দেবেন। বিশেষ করে শীতের সময়, এবং একটা ফ্রিজে রেখে দেবেন।
পরের দিন সকালে দুইটা ডিম আলাদা আলাদা ভাবে সেদ্ধ করবেন। এবং একটু ভালোভাবে লক্ষ্য করবেন, যেটা স্বাভাবিক তাপমাত্রায় ছিল। সেই ডিম কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে। এবং আপনি সেই ডিমের স্বাদ ভালোভাবে উপভোগ করবেন। এবং যেই ডিমটা আপনি ফ্রিজে রেখেছেন, সেই ডিমের স্বাদও উপভোগ করবেন। এতে করে আপনি দুইটা ডিমের মধ্যে পার্থক্য বেশ ভালোভাবেই বুঝতে পারবেন।

আমরা সাধারণত জানি একটা ডিমের মধ্যে ৬.৩ গ্রাম প্রোটিন থাকে। যেটা আমাদের শরীরের মাসাল এবং টিস্যু মেরামত করতে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর তাই ডিমের প্রাকৃতিক ভিটামিন অক্ষুন্ন রাখতে, বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী। ডিম ফ্রিজে না রাখাটাই উত্তম। গরমের সময় আমরা ডিম ফ্রিজে রাখি, কিন্তু শীতের সময় আমরা যথেষ্ট পরিমাণের সাধ্যমত চেষ্টা করা উচিত, ডিম বাহিরের উষ্ণতার মধ্যে রেখে সংরক্ষণ করে খাওয়ার জন্য। এতে করে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আমরা ডিমের মধ্যে যে প্রোটিন রয়েছে, সেটা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

গরমের সময় হয়তোবা ডিম পচে যাওয়ার ভয় থাকে। কিন্তু শীতের সময় তাপমাত্রা অনেক কম থাকে। এবং ডিম দীর্ঘমেয়াদি আপনি ঘরে রেখে খেতে পারেন। এই জন্য আমি বলব অবশ্যই, শীতের সময় ডিম ফ্রিজে রাখা থেকে বিরত থাকুন।

pexels-photo-6962818.jpeg

Image source

ডিম আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, সেটা আমরা কম বেশি সবাই জানি। তাই আমি বলব সঠিকভাবে ডিম সংরক্ষণ করুন। বিশেষ করে শীতকালে ডিম সংরক্ষণ করার ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করুন। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী গরমে যদিও আমরা ডিম ফ্রিজে রাখি। শীতের সময় যেন ঠান্ডা তাপমাত্রায় রেখে দিন আমরা ডিম খাই।

আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য, যে পদ্ধতি গুলো আমাদের প্রয়োজন। সবারই উচিত সে পদ্ধতি গুলো অনুসরণ করা। এতে করে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে আমরাও ভালো থাকবো। সবার সুস্থতা কামনা করে, আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

meraindia

কমিউনিটির জন্য ১০% বেনিফিশিয়ারি


png_20230827_214431_0000.png


The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram


Htq.gif


20230831_233618_0000.png

Sort:  

আপনি অনেক সুন্দর একটি পরামর্শ দিয়েছেন, আমরাও সব সময় ফ্রিজে ডিম রেখে দিই, এবং মনে করি ফ্রিজে ডিম রাখার কারণে ডিম ভালো থাকে। হ্যাঁ অবশ্যই ফ্রিজে ডিম রাখার কারণে ভালো থাকে কিন্তু দীর্ঘমেয়াদি থাকার কারণে ডিমের স্বাদ নষ্ট হয়ে যায়।
আসলেই গরমকালে ডিম তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এজন্য আমরা ফ্রিজে রেখে দিই, কিন্তু শীতকালে তো এমনিতেই ঠান্ডা এজন্য শীতকালে ডিম ফ্রিজে রাখার কোন প্রয়োজন নেই।
আপনি অনেক সুন্দর একটি পরামর্শ দিয়েছেন অবশ্যই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আপনার লেখাটি পড়ে সুন্দর একটি বিষয় জানতে পারলাম। আপনার পরবর্তী আকর্ষণীয় লেখার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

আমরা বেশীরভাগ মানুষই ডিম ফ্রিজে রেখে দি যাতে ডিমগুলো অনেকদিন ভালো থাকে। এমনকি অভ্যাসবশত শীতকালেও ডিম ফ্রিজে রাখি, যদিও সেটার কোনো প্রয়োজন হয় না, কারণ শীতকালে বাইরের তাপমাত্রা ঠান্ডা থাকে। এবার থেকে শীতের সময় ডিম বাইরে রাখবো। আর গরমকালে যদি আমরা যেদিন ডিম খাবো, সে কটা ডিম এনে রান্না করি, তাহলে গরমের সময়েও ডিম ফ্রিজে রাখতে হবে না। এই বিষয়ে আলোকপাত করার জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 11 months ago 

শুধু ডিম বলে নয় ফ্রিজে যে সব খাবার রাখি তা সবই স্বাদহীন আর যে টুকু ভিটামিন থাকে তা অর্ধেকেরও কম হয়ে যায় ৷ আজকে আপনি ফ্রিজে ডিম রাখা নিয়ে যে সকল তথ্য সংক্রান্ত আলোচনা করেছেন এটা আসলেই সত্যি কারন বর্তমান সময়ে শীতকাল তাপমাত্রা এমনি ঠান্ডা থাকে তাই ডিম গুলো ফ্রিজে না রেখে ভালো ঠান্ডা জায়গায় রেখে দিলেই বেশ কয়েকদিন সঠিক ভাবে সংরক্ষণ করা যাবে ৷ তাতে করে দেখা যাবে ডিমে পুষ্টিগুন সঠিক ভাবে থাকবে ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

Loading...
 11 months ago 

ডিম বাদে সব জিনিস আমাদের ফ্রিজের জিনিস খেতে হয় যা আমার কাছে একদম ভালো লাগে না কিন্তু আমরা ডিম নিয়ে আসি খুবই কম তাই বাহিরে যে ডিম গুলো থাকে সেই ডিম গুলো আমরা নিয়ে আসি।

ডিম একটি ভিটামিন জিনিস মানুষ যখন অসুস্থ হয়ে যাই তখন ডাক্তার বেশি করে ডিম সিদ্ধ খেতে বলে। যদি আমরা ফ্রিজে রেখে দিয়ে সেই ডিম খাই তাহলে আমার মনে হয় না সেই ডিমে আমরা খুব বেশি একটি উপকারিতা পাবো।

ডিম নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করার জন্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

 11 months ago 

ডিমের মধ্যে ভিটামিন সি ছাড়া বাকি সব উপাদান থাকে। তবে যেমন বলেছেন ফ্রীজে ডিম রাখলে স্বাদে ব্যাঘাত ঘটে। এবং আপনি যে পরিক্ষা করতে বললেন তা করে একবার চেষ্টা করে দেখবো। আপনি ঠিক বলেছেন শীতকালে তাপমাত্রা কম থাকে তাই ডিম পঁচে যাওয়ার সম্ভবনা থাকে না। তাই ফড়ীজে না রেখে স্বাভাবিক তাপমাত্রায় রাখলে ডিমের কোন ক্ষতি হবে না।

আপনি খুব সুন্দর একটা বিষয় নিয়ে পোস্টটি করেছেন।আমাদের প্রায় প্রত্যেকের অভ্যাস আছে যে কোনো খাবার ফ্রিজে রেখে খাওয়া। এমনকি ডিমও আমরা ফ্রিজে রেখে দিই যাতে নষ্ট না হয়।এতে ডিমের স্বাদ পরিবর্তন হয়ে যায় যেটা আপনি পোস্টে উল্লেখ করেছেন।এছাড়া ডিমের নানা উপকারিতা নিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন।ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

 11 months ago 

ডিম আমিষের চাহিদা পূরণ করতে সাহায্য করে। তাছাড়া ডিম পছন্দ করেন না, এমন লোক খুঁজে পাওয়া যাবে না।আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্বাচন করেছেন। আমরা সাধারণ ত দীর্ঘ সময় ধরে ভালো রাখতে ফ্রিজে ডিম রেখে থাকি।তবে এটি যে মোটেও উচিত নয়।তা আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম। আমি ও রাখি ডিম ফ্রিজে।এখন থেকে আর রাখব না।
আপনি আপনার পোস্টের একটি অংশে ব্যাখ্যা করেছেন কেন শীতের দিনে অন্তত ফ্রিজে ডিম রাখা থেকে বিরত থাকব আমরা। আসলেই ডিম
ফ্রিজে রাখলে ফ্রিজে থাকা বাকি খাবারের গন্ধ গিয়ে ঢুকে এর স্বাদ ও গন্ধ দুটোই নস্ট করে দেয়। খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আমি গতকালই ২ ডজন ডিম কিনে ঠেসে ঠেসে ফ্রিজে রাখলাম। আগে কখনই এমন চিন্তাও করি নি যে ফ্রিজে রাখলে ডিনের পুষ্টি নষ্ট হয়। এখনি সব ডিম বের করে ফেলতে হবে। ধন্যবাদ এত সুন্দর একটি উপকারী পোস্ট শেয়ার করার জন্যে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76015.33
ETH 2892.38
USDT 1.00
SBD 2.58