"স্বরচিত কবিতা:-ভালোবাসা পেতে হলে,, অর্থনৈতিক যোগ্যতা লাগে!"

in Incredible India8 months ago
pexels-photo-887353.jpeg

Image source

আমার এ জীবনে আমি যতটুকু বুঝতে পারলাম। মানুষের ভালোবাসা পেতে গেলে, বিশেষ করে বর্তমান সময়ে অর্থনৈতিক যোগ্যতা লাগে। মাঝে মাঝে অনেকের মুখে শুনেছি, তোমার কাছে টাকা আছে তো ভালোবাসার অভাব নেই। সেটা বারবার প্রমাণ পেয়ে গেছি, এবং বর্তমানে সেটাই বারবার বুঝতে পারছি।

মনের মাঝে হাজারো এলোমেলো কথা ঘুরে বেড়াচ্ছে। আজকে আমি সেগুলোই আপনাদের সাথে উপস্থাপন করার জন্য চলে এসেছি। ঠিক জানিনা কতটুকু উপস্থাপন করতে পারব, তবে চেষ্টা করব।

pexels-photo-6832333.jpeg

Image source

এই দুনিয়ায় মানুষের প্রিয় হতে.......
অর্থনৈতিক যোগ্যতা লাগে
অর্থ শূন্য মানুষ কখনো
কারো প্রিয় হতে পারে না........

এই পৃথিবীতে ভালোবাসা গুলোকে......
এখন টাকা দিয়ে পরিমাপ করা হয়
যার টাকা আছে
তার ভালোবাসার মূল্য আছে........

আর যার টাকা নেই.......
তার ভালোবাসা মূল্যহীন
এই দুনিয়ায় কারো কারো
সত্যিকারের ভালবাসাটা........

শুধুমাত্র অর্থের কারণেই.........
একটা সময় অর্থহীন হয়ে যায়
কিছু মানুষ সুখ খুঁজতে গিয়ে.......

কারোর সত্যিকারের ভালোবাসা.......
টাকে মাটি চাপা দিয়ে দেয়।
খুব বেশি ভালোবাসি বলা মানুষটা........

এক সময় নিজেকে টাকার........
কাছে বিক্রি করে দেয়
ভুলে যায় তার প্রিয় মানুষটাকে
অন্ধকারে ঠেলে দেয় তার জীবনকে.........

যদি সুখে থাকার তাগিদে আজ.........
আমাকে ছেড়ে চলেই যাবে
তবে কেন ভালোবাসার মায়াজালে
আমাকে জড়িয়ে ছিলে........

ভালোটা তো নাকি তুমিও......
আমাকে বেসেছিলে
তবে কেন আজ স্বার্থপরের মত
আমার জীবনকে অন্ধকারে ঠেলে দিলে...

pexels-photo-3314294.jpeg

Image source

যার জন্য আমি সবকিছু........
ছেড়ে দিয়েছিলাম
আজ সেই মানুষটাই
মুখের ওপর বলে উঠলো.......

আমি কি তোমাকে ছাড়তে.........
বলেছিলাম একজন কোটিপতি
মানুষের চেয়েও মন থেকে সত্যিকার
অর্থে ভালোবাসে এমন একজন হাজার
পতি কোটি পতির থেকে অধিক মূল্যবান.........

জীবন একটা বিরক্তিকর অধ্যায়.......
তবুও পরবর্তী পরিচ্ছেদে তুমি
আছো ভেবে পাতা উল্টাই........

অথচ আজ তুমি নেই আমার........
জীবনটা আজ বিষাদে ছেয়ে গেছে
আমার নীরবতায় যদি
তুমি অস্থিরতা অনুভব না করো........

তবে তুমি আমায় কখনোই..........
মন থেকে ভালবাসোনি
আগে যদি জানতাম জীবনের
সব চাওয়া পূরণ হবে না..........

যদি জানতাম তুমি আমাকে........
ছেড়ে যাবে নিজের স্বার্থের জন্য
তাহলে কোনদিন তোমাকে
মন থেকে ভালবাসতাম না.........

প্রিয়জনকে ছাড়া হাজার চেষ্টা.......
করলেও ভালো থাকা যায় না
কিছু মানুষ এই অনুভূতিটা
কখনোই বোঝেনা
তারা হারিয়ে যায় সময়ের সাথে....

কখনো যদি দেখা হয়ে যায়.......
দুজনের পথ চলার পথে
সেদিনও দেখবে তুমি আমি আছি বসে
এখনো তোমার পথ চেয়ে......

দুঃখকে যদি সরিয়ে রাখার জন্য..........
প্রাচীর দিয়ে রাখতে পারতাম
তাহলে সুখও এর মধ্যে আটকে যেত........

pexels-photo-6670066.jpeg

Image source

যে অভিমানে মানুষ........
আর ফিরে আসে না
সেটা কখনো অভিমান নয়
সেটা দূরে যাবার বাহানা মাত্র......

তুমি আমাকে হাজার বার........
দূরে ঠেলে দিলেও
আমি তোমাকে লক্ষ
কোটিবার কাছে টেনে নিবো........

হাজারো অপমানের পর........
যদি কেউ আপনাকে ভালোবাসে
তবে তার ভালোবাসাটাই
পবিত্র ভালোবাসা......

সময়টা এখন এমন যে.........
জীবন যুদ্ধে নিজেকে
টিকিয়ে রাখাটাই বড় কষ্টকর........

আমি জানিনা.........
কেন আমার এমন হয়
আমি কেন তোমাকে
নিয়ে এত স্বপ্ন দেখি.......

আমি জানি আমি.........
তোমায় কতটা ভালোবাসি
জানিনা কেন এত
তোমায় মিস করি তোমায়........

কিছু অনুভূতি একবারই আসে........
এক জনের জন্যই আসে
তোরে চাইলেও তা অন্য
কারো জন্য জেগে ওঠে না.......

জীবনে আর যাই হোক কোন প্রিয় মানুষকে অন্ধের মত বিশ্বাস করতে নেই। যারা বিশ্বাসের মর্যাদা দিতে পারে একমাত্র তাদেরকেই বিশ্বাস করা উচিত। কিছু মানুষ আপনার বিশ্বাস নিয়ে খেলা করবে এটাই স্বাভাবিক। তাই বলে নিজের সবকিছু দিয়ে কাউকে উজার করে ভালবাসা ঠিক নয়। সবার সুস্থতা কামনা করে, আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

meraindia

কমিউনিটির জন্য ১০% বেনিফিশিয়ারি


png_20230827_214431_0000.png


The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram


Htq.gif


20230831_233618_0000.png

Sort:  

আমি এখনো বিশ্বাস করি সত্যিকারের ভালোবাসা পেতে গেলে অর্থের কোন প্রয়োজন হয় না। দুটো মানুষের মনের মিলই যথেষ্ট। তবে সংসার চালাতে গেলে অবশ্যই অর্থনৈতিক যোগ্যতা লাগে। জীবন মোটেই বিরক্তিকর অধ্যায় নয়। জীবনের প্রতিটি অধ্যায়েই লুকিয়ে আছে চমক। কখনো বেজায় দুখ আবার কখনো বেজায় সুখ। এই সুখ আর দুঃখ নিয়েই তো আমাদের জীবন। এই দুটো জিনিস ছাড়া মানুষের জীবন অসম্পূর্ণ।

 8 months ago 

আপনার মত করে যদি সবাই চিন্তা করত, তাহলে হয়তবা পৃথিবীর রং অন্যরকম হতো বা ভালোবাসাটা পূর্ণ হতো। কিন্তু বর্তমান সময়ে সবাই টাকাকে অনেক বেশি গুরুত্ব দেয়। মাঝে মাঝে এমন অনেক মানুষকে দেখেছি যার কাছে টাকা আছে। তার চেহারা সুন্দর না হলেও চলবে টাকার প্রয়োজন। আর যার কাছে টাকা নাই তার চেহারা সুন্দর কিংবা মন সুন্দর, সেটা দেখার মত সময় কারো কাছে নেই। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 8 months ago 

আপনি যতটুকু শুনেছেন আমার মনে হয় একদম সঠিক কথাই শুনেছেন বর্তমান যে সময় চলছে টাকা ছাড়া মানুষ কিছুই চেনে না টাকা যদি থাকে পকেটে ভালোবাসার মানুষের অভাব হয় না টাকা না থাকলে নিজের পরিবারের মানুষও পাশে থাকে না। সুন্দর একটি কবিতার মাঝে অনেক কথা বুঝতে পারলাম আপনার এই সুন্দর কবিতা আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ।

 8 months ago 

আপনার কাছে টাকা থাকলে আপনার আপন মানুষের অভাব হবে না। বিদেশ থেকে দশ বছর পর ফিরে আসেন। দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনাকে উজাড় করে ভালবাসবে। কিন্তু বাড়িতে এসে ১০ মাস থাকবেন। দেখবেন আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে। এটাই হচ্ছে মানুষ। এটাই হচ্ছে বাস্তবতা। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য।

 7 months ago 

আমরা এই কথাটি সবাই জানি দিতে পারলে ভালো হওয়া যায় না দিতে পারলে ভালো হওয়া যায় না এবং আপনি সঠিক কথাই বলেছেন আজ বিদেশ থেকে টাকা পাঠাতে পারলে সবার কাছে ভালো থাকবো এবং বাড়ি গিয়ে অল্প কিছুদিন থাকলে সবার কাছে ভালোবাসা পাবো কিন্তু যখন অনেক বেশিদিন থাকবো টাকা পয়সা রোজগার করতে পারবো না তখন সবাই আমাকে তুচ্ছ মনে করবে এটাই স্বাভাবিক।

 7 months ago 

আমাদের বাড়ির পাশে ঠিক দুইদিন আগে একটা লোক বিদেশ থেকে এসেছিল, প্রায় ১২ বছর পরে লোকটার জন্য মেয়ে দেখা হচ্ছিল বিয়েও ঠিক হয়ে গেছে। একটা সময় দেখা গিয়েছে লোকটা সবার সামনে একটা কথা বলে ফেলেছিল। সেটা হচ্ছে তিনি বলেছিল উনি বিদেশ থেকে একেবারে চলে এসেছেন। এবং তিনি যা এনেছেন সব জিনিস চুরি হয়ে গেছে।

তখনই এক এক করে সবাই তার কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। এমন কি যার সাথে বিয়ে হয়েছে সেও তার সাথে বিয়ে করতে অস্বীকার করল। এই ক্ষেত্রে আমরা কি বুঝলাম। প্রবাসের জীবনটা অদ্ভুত দিতে পারলে সবার কাছে ভালো থাকা যায়। কিন্তু যখন আমরা বলি আমাদের কাছে কিছুই নেই। তখন সবাই আমাদের কাছ থেকে দূরত্ব বজায়।

Loading...

আপনার প্রত্যেকটা লেখা অনেক স্পষ্ট ভাসি আমার কাছে অনেক ভালো লাগে,, একদম বাস্তব থেকে প্রতিটা কথা আপনি উল্লেখ করেন,, আর যে গুলো আপনি বর্ননা করে প্রত্যেকটা কথা অক্ষর গুলোকে হার মানায়। এই পৃথিবীতে ভালোবাসা গুলোকে......
এখন টাকা দিয়ে পরিমাপ করা হয়
সত্যিই বলেছে ভালোবাসা হক আর আত্মীয় স্বজনরা হক টাকা ছাড়া কারোর কাছে দাম নেই। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা পোস্ট উপহার দেওয়ার জন্য

 8 months ago 

আপনার কাছে যদি এখন অনেক টাকা থাকে না। তাহলে দেখবেন আপনার আত্মীয়-স্বজন বা আপনার পাড়া প্রতিবেশী যারা আছে। তারা আপনাকে অনেক বেশি সম্মান করবে। এবং ভালোবাসার চেষ্টা করবে। কারণ আপনার কাছ থেকে তারা স্বার্থ উদ্ধার করার চেষ্টা করবে। যখনই আপনার কাছে টাকা শেষ হয়ে যাবে কিংবা তাদের স্বার্থ শেষ হয়ে যাবে। তখন আপনাকে ভালোবাসা তো দূরের কথা। আপনার খোঁজখবর নেয়া কিংবা আপনি বেঁচে আছেন কিনা সেটাও কেউ জিজ্ঞেস করবে না। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য।

 8 months ago 

এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। বর্তমানে অর্থের ক্ষমতা অনেক। বর্তমান সময়ে মানুষ সুখটাও অর্থ দিয়ে কেনার চেষ্টা করে। ভালোবাসাটা ও আজ অনেকটা টাকা দেখেই হয়। তবে অর্থের মাধ্যমে অর্জিত সুখ ও ভালোবাসা কোনটাই দীর্ঘস্থায়ী হয় না।

 8 months ago 

অর্থ দিয়ে যে ভালোবাসাটা অর্জন করা হয়। সেটা কখনোই দীর্ঘস্থায়ী নয়। আপনি ঠিক বলেছেন বর্তমান সময়ে যার টাকা আছে তার কাছে ভালোবাসার মানুষের অভাব নেই। কিন্তু মন থেকে যদি কেউ ভালোবাসে, সে কিন্তু সারাটা জীবন আবার হাত ধরে থাকার জন্য প্রস্তুত থাকে। আর টাকার জন্য যে ভালবাসে আজকে ভালবাসলে, কালকে আপনার হাত ছেড়ে দেবে এটাই স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য।

 8 months ago 

কথায় আছে,”টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়”। আমি জানি না এ কথাটা কতটা সত্য ।তবে আমার মতে যারা সত্যি কারে ভালোবাসে যে মেয়েটা বেকার ছেলের হাত ধরে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখে সেই মেয়েটা কখনোই তাকে ছেড়ে যেতে পারে না ।
যদি অর্থ সম্পদ দিয়েই ভালোবাসা টিকিয়ে রাখা যেত তবে বিল গেটস এর সংসার ভাঙতো না ।জাস্টিনটুডুর মতো একজন বিচক্ষন ব্যক্তির সংসার ভাঙতো না ।এভাবে হাজারও উদাহরণ আমরা দেখতে পাই। আসলে ভালোবাসা পেতে হলে কতটা টাকা প্রয়োজন হয় তা আমার জানা নেই ।তারপরও বলছি জীবনকে সুন্দর করার জন্য যেমন আমাদের অর্থের প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন আমাদের ভালোবাসার ।
অর্থ কম থাকলে টেনেটুনে সংসার চালানো যায় কিন্তু প্রচুর অর্থের ভেতরে যদি ভালোবাসা না থাকে দুজনার তবে সে সংসার কখনোই সুখের হয় না ।আপনি সত্যি বলেছেন, কাউকে মন প্রাণ উজাড় করে ভালবাসতে নেই ,ভালোবাসার একটু কমতি রাখতে হয় নইলে আপনার সবকিছু সে ভেঙে দিয়ে যখন চলে যাবে তখন নিঃস্ব হয়ে যাবেন । সত্যি কবিতাটি অনেক সুন্দর এবং যতবার পড়ি ততবার মনে হচ্ছে যে আর একবার পড়ে আসে। নতুন কবিতার অপেক্ষায় রইলাম।

 8 months ago 

সত্যি কথা বলতে জীবনের সবচাইতে বড় সুখ যদি কেউ অর্জন করতে চায়। এবং নিজেকে যদি সুখি মনে করতে চায়। তাহলে টাকার চাইতে ভালোবাসার প্রয়োজন অনেক বেশি। টাকা দিয়ে বাড়ি গাড়ি এই সবকিছু কেনা যায়। কিন্তু ভালোবাসা কেনা যায় না। হয়তো বা একজন পুরুষ একজন নারীকে টাকা দিয়ে কিনতে পারবেন। আবার একজন নারী একজন পুরুষকে টাকা দিয়ে কিনতে পারবে। কিন্তু ভালোবাসা কখনো কিনতে পারবে না। আপনি আমার সাথে আজকে বেশ কিছু গণ্যমান্য ব্যক্তির সংসারের উদাহরণ দিয়েছেন। যদিও আমি এই বিষয়টা একেবারেই অজানা। তবে আপনার কমেন্টের মাধ্যমে জানতে পেরেছি এটাই সবচাইতে বড় কথা। আর বড় কথা হচ্ছে এই পৃথিবীতে ভালোবাসাটাই শ্রেষ্ঠ। সেটা সম্পর্ক হোক কিংবা পরিবার টিকিয়ে রাখার জন্য, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য।

 8 months ago 

জ্বি আপু ঘরে অভাব থাকলে নাকি ভালোবাসা জানালা দিয়ে পালায় শুনেছি। অনেকবার এর প্রমানও পেয়েছি। বর্তমান দিন দুনিয়ায় টাকাই সব। যার টাকা আছে তার সবই আছে। এখন টাকা দিয়ে ভালোবাসা কেনা বেচা করা যায়। আপনার কবিতায় সেটি স্পষ্ট হয়েছে।

তবে সত্যিকারের ভালোবাসা পৃথিবীতে এখনো বেঁচে আছে। যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে জানি তারা ভুল করে। কিন্তু মাঝে মধ্যেও এই ভুলের মাঝেও আনন্দ খুজে পাওয়া যায়। ভুলের মাঝেও নতুন অভিজ্ঞতা অর্জন করা যায়।

যাইহোক আপু আপনার কবিতাটি একদম বাস্তব সম্মত ছিলো। এই যুগে এরকমটাই হয়ে থাকে। ভালো থাকবেন।

 8 months ago 

আমি সর্বদাই চেষ্টা করেছি যাকে ভালোবেসেছি, তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসা জন্য। কিন্তু একটা জিনিস বর্তমানে এসে বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছি। সবাই শুধুমাত্র টাকার জন্য ভালোবাসে, আত্মীয়-স্বজনের ভালবাসাটা ও ঠিক তেমন। টাকা থাকলে সবাই ভালবাসে টাকা না থাকলে কেউ জিজ্ঞেস করে না আমি বেঁচে আছি কিনা। আর তাই সবাইকে ছেড়ে একা থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমি ঠিক জানিনা আমার সিদ্ধান্ত আমি কতটুকু অটুট থাকতে পারবো। কিন্তু চেষ্টা করছি, ধন্যবাদ ভালো থাকবেন।

Congratulations!

Your post has been upvoted by @steemladies.
The community where the Steemian ladies can be free to express themselves, be creative, learn from each other, and give support to their fellow lady Steemians.

Manually curated by patjewell for Steem For Ladies

Steem For Ladies

 8 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। সর্বদাই দেখে এসেছি আপনারা ক্রিয়েটিভ লেখা গুলোকে অনেক বেশি সাপোর্ট করে থাকেন। আজকে আপনি আমার লেখা সাপোর্ট করেছেন। সেজন্য আবারো ধন্যবাদ। ইনশাল্লাহ অবশ্যই ভবিষ্যতে এই ধরনের লেখা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ভালো থাকবেন।

 8 months ago 

বর্তমানে এখন ভালোবাসা টাকার উপরে মূল্যায়ন করে। যার পকেটে থাকো টাকা আসে তাকে ভালবাসার মানুষ অভাব থাকে না। আবার ভালোবাসা মানুষের কাছ থেকে টাকা ফুরিয়ে গেলে সে আবার বিচ্ছেদ হয়ে যায়। দুনিয়াটা এখন এমন হয়ে গেছে যে টাকার উপরে সব নির্ভর করে সবকিছু করা হয়। তবে এখন এখনো কিছু মানুষ আছে এই টাকার চেয়ে ভালোবাসাটা মূল্যায়ন করে কিন্তু সেটা অনেক কম জাগায় দেখা যায় । আপনার কবিতার চরণগুলো মনে গাধার মতন কবিতা । আপনার কবিতাটি পড়ে খুব ভালো লাগলো

থ্যাঙ্ক ইউ এত সুন্দর কবিতা আবাদের মাঝে তুলে ধরেছেন।

 8 months ago 

খালি পকেটে নিজের পরিবার আত্মীয়-স্বজন সবার কাছেই একেবারে অবহেলার পাত্র। যখন টাকা থাকে তখন সবাই অনেক বেশি ভালোবাসে, পকেটে টাকা থাকলে সবাই কাছে আসে, অপরিচিত মানুষ পরিচিত হওয়ার চেষ্টা করে। যেটা দেখে মাঝে মাঝে অনেক বেশি অবাক লাগে। আর যখন টাকা পয়সা শেষ হয়ে যায়। তখন সবাই আপনার কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60340.89
ETH 2615.66
USDT 1.00
SBD 2.56