You are viewing a single comment's thread from:

RE: "স্বরচিত কবিতা:-ভালোবাসা পেতে হলে,, অর্থনৈতিক যোগ্যতা লাগে!"

in Incredible India8 months ago

কথায় আছে,”টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়”। আমি জানি না এ কথাটা কতটা সত্য ।তবে আমার মতে যারা সত্যি কারে ভালোবাসে যে মেয়েটা বেকার ছেলের হাত ধরে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখে সেই মেয়েটা কখনোই তাকে ছেড়ে যেতে পারে না ।
যদি অর্থ সম্পদ দিয়েই ভালোবাসা টিকিয়ে রাখা যেত তবে বিল গেটস এর সংসার ভাঙতো না ।জাস্টিনটুডুর মতো একজন বিচক্ষন ব্যক্তির সংসার ভাঙতো না ।এভাবে হাজারও উদাহরণ আমরা দেখতে পাই। আসলে ভালোবাসা পেতে হলে কতটা টাকা প্রয়োজন হয় তা আমার জানা নেই ।তারপরও বলছি জীবনকে সুন্দর করার জন্য যেমন আমাদের অর্থের প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন আমাদের ভালোবাসার ।
অর্থ কম থাকলে টেনেটুনে সংসার চালানো যায় কিন্তু প্রচুর অর্থের ভেতরে যদি ভালোবাসা না থাকে দুজনার তবে সে সংসার কখনোই সুখের হয় না ।আপনি সত্যি বলেছেন, কাউকে মন প্রাণ উজাড় করে ভালবাসতে নেই ,ভালোবাসার একটু কমতি রাখতে হয় নইলে আপনার সবকিছু সে ভেঙে দিয়ে যখন চলে যাবে তখন নিঃস্ব হয়ে যাবেন । সত্যি কবিতাটি অনেক সুন্দর এবং যতবার পড়ি ততবার মনে হচ্ছে যে আর একবার পড়ে আসে। নতুন কবিতার অপেক্ষায় রইলাম।

Sort:  
 8 months ago 

সত্যি কথা বলতে জীবনের সবচাইতে বড় সুখ যদি কেউ অর্জন করতে চায়। এবং নিজেকে যদি সুখি মনে করতে চায়। তাহলে টাকার চাইতে ভালোবাসার প্রয়োজন অনেক বেশি। টাকা দিয়ে বাড়ি গাড়ি এই সবকিছু কেনা যায়। কিন্তু ভালোবাসা কেনা যায় না। হয়তো বা একজন পুরুষ একজন নারীকে টাকা দিয়ে কিনতে পারবেন। আবার একজন নারী একজন পুরুষকে টাকা দিয়ে কিনতে পারবে। কিন্তু ভালোবাসা কখনো কিনতে পারবে না। আপনি আমার সাথে আজকে বেশ কিছু গণ্যমান্য ব্যক্তির সংসারের উদাহরণ দিয়েছেন। যদিও আমি এই বিষয়টা একেবারেই অজানা। তবে আপনার কমেন্টের মাধ্যমে জানতে পেরেছি এটাই সবচাইতে বড় কথা। আর বড় কথা হচ্ছে এই পৃথিবীতে ভালোবাসাটাই শ্রেষ্ঠ। সেটা সম্পর্ক হোক কিংবা পরিবার টিকিয়ে রাখার জন্য, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60147.92
ETH 2613.63
USDT 1.00
SBD 2.55