You are viewing a single comment's thread from:

RE: "স্বরচিত কবিতা:-ভালোবাসা পেতে হলে,, অর্থনৈতিক যোগ্যতা লাগে!"

in Incredible India8 months ago

বর্তমানে এখন ভালোবাসা টাকার উপরে মূল্যায়ন করে। যার পকেটে থাকো টাকা আসে তাকে ভালবাসার মানুষ অভাব থাকে না। আবার ভালোবাসা মানুষের কাছ থেকে টাকা ফুরিয়ে গেলে সে আবার বিচ্ছেদ হয়ে যায়। দুনিয়াটা এখন এমন হয়ে গেছে যে টাকার উপরে সব নির্ভর করে সবকিছু করা হয়। তবে এখন এখনো কিছু মানুষ আছে এই টাকার চেয়ে ভালোবাসাটা মূল্যায়ন করে কিন্তু সেটা অনেক কম জাগায় দেখা যায় । আপনার কবিতার চরণগুলো মনে গাধার মতন কবিতা । আপনার কবিতাটি পড়ে খুব ভালো লাগলো

থ্যাঙ্ক ইউ এত সুন্দর কবিতা আবাদের মাঝে তুলে ধরেছেন।

Sort:  
 8 months ago 

খালি পকেটে নিজের পরিবার আত্মীয়-স্বজন সবার কাছেই একেবারে অবহেলার পাত্র। যখন টাকা থাকে তখন সবাই অনেক বেশি ভালোবাসে, পকেটে টাকা থাকলে সবাই কাছে আসে, অপরিচিত মানুষ পরিচিত হওয়ার চেষ্টা করে। যেটা দেখে মাঝে মাঝে অনেক বেশি অবাক লাগে। আর যখন টাকা পয়সা শেষ হয়ে যায়। তখন সবাই আপনার কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60147.92
ETH 2613.63
USDT 1.00
SBD 2.55