My First Anniversary on Steemit(17th December 2023).🎉

in Incredible India11 months ago (edited)
Teal And Golden 25th Anniversary Celebration Facebook Post_20231222_020110_0000.png Edited by Canva

Hello Everyone,
বন্ধুরা, এখন বাংলাদেশ সময় রাত ১২.৩০ বেজেছে। ঘরের বাইরে যাওয়ার কোনো উপায় নেই কারণ বাইরে প্রচুর শীত। আজ আমি দিনলিপি বা এক সপ্তাহের কার্যক্রমের প্রতিবেদন নিয়ে আসিনি। আজ এসেছি দীর্ঘ একটি বৎসর পথ চলার অভিজ্ঞতা নিয়ে।

দেখতে দেখতে কিভাবে যেন একটি পার করে ফেললাম। আজ অনেকেই আমার প্রোফাইল, ওয়ালেট দেখে উৎসাহ পান কিন্তু এটা একদিনের তৈরি হয়নি। আবার অনেকের থেকেই একটু হলেও দ্রুত পরিচিতি লাভ করেছে আমার প্রোফাইল। আমি শুরুর দিন থেকে কিছু কথা আজ উপস্থাপন করবো। কারণ শুরুটাই যদি আমি ভুলে যাই, তাহলে আমি আমার অস্তিত্ব হারাবো।

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErVV1XwHd9jkhT83eUzs1DB9CRSnUTGiz77A76XpmufMfbcL4tmD8e6rq6ayEu9rEL1coxmXZByFaVToRig8vAVM9nvHFb5rDVCA.jpegtaken from @jakaria121

➡️জাকারিয়া ভাইকে আপনারা সকলেই জানেন। হয়তো তাঁর ওয়ালেট বা রেপুটেশন এই মুহূর্তে আমার থেকেও অনেক কম। তবে এই ভাইটাই আমার প্রথম অভিভাবক। যিনি আমাকে এই #incredibleindia পরিবারের সাথে যুক্ত হতে সহযোগিতা করেছিলেন। আদৌ আমি জানতামই না যে স্টিমিট প্ল্যাটফর্মে এরকম কমিউনিটি ও থাকতে পারে। জাকারিয়া ভাই ছিলেন আমার পূর্ব পরিচিত অনলাইন কাজের সূত্রে।

IMG_20231222_011401.jpg

➡️ এখানে যুক্ত হওয়ার পর আমি @sduttaskitchen, শ্রদ্ধেয়া এডমিন মহোদয়ার সাথেই প্রথম ভয়েসে কথা বলি স্টিমিট সম্পর্কে। আমাদের সাথে অন্য এক ভাই ও ঐ মুহুর্তে ভয়েসে যুক্ত ছিলেন। যিনি আমাদের কমিউনিটিতে কিছুদিন মডারেটর হিসেবেও ছিলেন।

সত্যি বলতে প্রথম দিন থেকেই আমি ম্যামের ফ্যান হয়ে গিয়েছিলাম। যেমনটা স্কুল/কলেজে অধ্যয়নের সময় হয় আর কি। শিক্ষক বা অধ্যাপক তো অনেক থাকে তবে তাঁদের মধ্য থেকেও দেখা যায় কোনো কোনো শিক্ষক আমাদের হৃদয়ে আদর্শ শিক্ষকের স্থান করে নেন।

ম্যাম সেই শুরুর দিন থেকে একটা কথাই বলেন যে কখনো যেন অনৈতিকতার আশ্রয় না নিই। ম্যাম, শুধুমাত্র এখানে না বরং বাস্তব জীবনেও এটা আমি অনুসরণ করবো। তাছাড়া আমি আজ ম্যাম কে আরো বলতে চাই যে আমি আপনার কথা রক্ষা করতে পেরেছি। কারণ আমি নিজে নিয়মাবলির বহির্ভূত কোনো কাজ করিনি আর ভবিষ্যতেও করবো না। আমি নিজেকে সেই সফলতার স্থানে নিয়ে যেতে চাই যেখানে গেলে আপনি সবচাইতে বেশি খুশি হবেন।

IMG_20231111_222927.jpg

➡️কিছুদিন পর পরিচয় হয়েছিল @sampabiswas(senior Mod) দিদির সাথে। পরিচয় হওয়ার পূর্বেই আপনার নামটা মুখস্থ হয়েছিল। কারণ দিদি আপনাকে এতোটাই স্নেহ করেন যে সর্বদাই দিদি আপনার নামটা বারবার বলতেন। শুধুমাত্র আমি না ঐ সময় যারাই ছিল সবাই সম্পা দিদি সম্পর্কে জেনেছিলেন।

অনেকেই বিরক্ত হতে পারেন তবে তবে আমি এখানেই সীমাবদ্ধ। কারণ আপনারা দেখবেন যতোই ব্যর্থতা আসুক না কেন আপনার পরিবার আপনাকে বারবার উৎসাহিত করবে। অনুরূপভাবে এই মানুষগুলো ও ঐ পরিবারের অভিভাবকের মতো।

তাই আনন্দের মূহুর্ত উপস্থাপন করবো আর এই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বদের স্মরণ করবো না, এরকমটা হতেই পারে না।

শিক্ষানবিশ কাল:
➡️যদিও এখনো প্রতিনিয়ত নতুন নতুন কাজ শিখছি। কিন্তু শুরুর দিকটা তো একদমই বেহাল অবস্থা ছিল। আবার কিছুদিন বাদেই আমি Discord In Charge এর দায়িত্ব গ্রহণের সুযোগ পেয়েছিলাম। তারপর মডারেটর হিসেবে কাজ করা শুরু করেছিলাম।

➡️ আমার ভালো করে মনে আছে যে অন্য মডারেটর ছাড়া ও ব্যক্তিগতভাবে আমি এডমিন ম্যামকে এক দিনে সর্বনিম্ন হলেও ১০/১৫ বার mention করতাম।

➡️একটা মানুষের কতোটা ধৈর্য্য থাকতে পারে, দিদির সাথে পরিচিত না হলে মনে হয় আজীবনই অজ্ঞ থাকতে হতো। এটা আমার সমস্যা যে আমি কোনো কিছু না বুঝলে আমার মাথা কাজ করে না যতোক্ষণ না আমি ঐ বিষয় সম্পর্কে জানতে পারি।

➡️আমি যদি ২ঘণ্টা সময় অতিবাহিত করি তাহলে দিদি আমার জন্যই ৬ঘণ্টা, বা অধিক সময় অতিবাহিত করেছেন।যার জন্য আজ অনেকের কিছু কিছু সমস্যার সমাধান করতে পারি।

👉অভিমত:
মাত্র এক বছরে অনেক স্টিমিয়ানদের দেখেছি, তবে যারা একনিষ্ঠভাবে লেগে রয়েছে তাদের ও অন্যদের প্রোফাইল দেখলে সহজেই পরিবর্তন বোঝা যায়।

বার্তা:
নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ধৈর্য্যশীলতার বিকল্প নেই।যার ধৈর্য্য রেখে নিজেকে টিকিয়ে রাখতে পারবেন, এখানে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। কারণ ধৈর্য্যশীল ব্যক্তিকে স্বয়ং ঈশ্বর ও পছন্দ করেন। ঈশ্বরই যদি আপনার সহায় হোন, তাহলে সাধ্য কার আপনার সফলতা আটকানোর।

পোস্টে উল্লেখিত ছবি গুলো সকলের অনুমতিক্রমে, তাদের প্রোফাইল থেকে নেওয়া।

Sort:  
 11 months ago 

যেকোন কাজের সফলতার পেছনেই প্রয়োজন ধৈর্য, সততা আর নিষ্ঠা। এই তিনটা জিনিস এর যথাযথ সমন্বয় হলেই একজন মানুষ তার কাজের ক্ষেতে সফল হতে পারেন।
এর সাথে আরও একটা জিনিস থাকলে তার জন্য কাজটা করা আরেকটু সহজ ও দ্রুত হয় আর সেটা হলো তার পাশে ভালো একজন অভিভাবক থাকা।যেটা আপনি দিদির মাঝে পেয়েছেন।
দিদি পাশে থাকার কারনে আপনার জন্য পুরো বিষয়টা অনেকটাই সহজ হয়েছে।
তবে একটা জিনিস জানা ছিলো না যে আপনাকে এই কমিউনিটিতে জাকারিয়া ভাই এনেছেন। এটা আজকেই জানলাম।
আপনি আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন যার মাধ্যমে আমরা যারা নতুন তারাও উপকৃত হবো , এজন্য আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপু ঠিক বলেছেন আপনি। আপনি যে পয়েন্টগুলো বলেছেন এগুলো ছাড়া কোথাও সফলতা অর্জন করা একদমই সম্ভব না। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Loading...
 11 months ago (edited)

আমি ১০০% নিশ্চিত যে আপনি আমার এবং সম্পার একটা করে কমেন্ট এই পোস্ট এ পড়ার জন্য অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন।

ইচ্ছে করে মন্তব্য করিনি এমনটা নয়, খানিক সময় discord আর বাকিটা অনৈতিকতার সাথে মোকাবিলা করতে গিয়ে অতিবাহিত হয়ে গেছে।
তারজন্য দুঃখিত, তবে আপনাকে নিয়ে কিন্তু আমি গর্বিত, কোনোদিন হয়তো বলেছি, কোনোদিন হয়তো বুঝিয়েছি, আবার কোনোদিন বকেছি!
তবে সবকিছুর পিছনেই ছিল আপনার মধ্যে শুরু থেকেই আমি একটা আগ্রহ লক্ষ্য করেছিলাম সেটাকে বাঁচিয়ে রাখার প্রয়াস।

আমার ক্ষমতাও যেমন নেই, তেমনি সেই ক্ষমতা দিয়ে কাউকে বাঁদর নাচ নাচাবো এরকম বাসনাও নেই।

আপনার মত আমিও সৃষ্টিকর্তায় বিশ্বাসী, এবং সেটা আপনি লেখায় উল্লেখ করেছেন।
জীবনের চলার পথ সবসময় মসৃণ হয় না, তারমানে চলা বন্ধ করে দেওয়া নয়।
এইভাবেই অনেকদূর এগিয়ে যান এই কামনা করি। @piya3 angry but sweet.🫂💕

 11 months ago (edited)

আমি ১০০% নিশ্চিত যে আপনি আমার এবং সম্পার একটা করে কমেন্ট এই পোস্ট এ পড়ার জন্য অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন।

  • একদমই তাই দিদি। আমি সত্যিই অপেক্ষায় ছিলাম।

আমার ক্ষমতাও যেমন নেই, তেমনি সেই ক্ষমতা দিয়ে কাউকে বাঁদর নাচ নাচাবো এরকম বাসনাও নেই।

  • You are always special for me DIDI. Love you so much ❤️❤️❤️❤️❤️..........
  • আপনার মন্তব্যটাই আমার জন্য সেরা উপহার। 🧧 🎁
 11 months ago 

Awww!🥰😘

 11 months ago 
দেখতে দেখতে প্রায় একটি বছর অতিবাহিত হয়ে গেল। ধন্যবাদ জানাই আমাকে মনে রাখার জন্য। আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল আপনার জন্য এবং সকলের জন্য।

আগামী দিনের পথ সুন্দর এবং সহজ হোক সেই দোয়া করি। 🎉💝💯

 11 months ago 

ধন্যবাদ দিতে হবে না ভাই, আমি শুধুমাত্র কৃতজ্ঞতা প্রকাশ করেছি। এটাও অনেক কম। কারণ কিছু অবদান আছে যেগুলো কখনোই পরিশোধ করা যায়। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 11 months ago 

💯🫂💝

 11 months ago 

ধৈর্য, সততা ও নিষ্ঠা এই তিনটি গুণ জীবনে চলার পথে সঠিকভাবে প্রয়োগ করলে কোন বাধাই তাকে তার সাফল্যের পৌঁছাতে বাধা দিতে পারবেনা।
আমি আরেকটি কথা বলতে চাই সেটি হল, দিদির মত সৎ ও নিষ্ঠাবান একজন মানুষকে পাশে পেয়েছেন বলেই আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতেও পারবেন।
এই পোস্টে আপনি আপনার অভিমত প্রকাশ করেছেন ।আপনার এই অভিমতের মাধ্যমে আমরা নতুনরা অনেক উপকৃত হব।
আপনার অভিমত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

আমার এই পোস্টটি যদি আপনাদের উপকারে আসে আমি কৃতার্থ হবো।🙏 একটি লেখা তখন সার্থক হয়, যখন সেই লেখার মধ্যে কোনো তথ্য থাকে এবং সেটা অন্যদের কল্যাণে ব্যবহৃত হয়।

 11 months ago 

প্রথমেই আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই কমিউনিটির মধ্যে কাজ করার একটি বছর পার হয়ে গেল। আসলে সময় কখন চলে যায় সেটা আমরা কেউই বুঝতে পারিনা। তবে আমরা যে পরিবারে যুক্ত হয়েছি। এবং যাদের সাথে কাজ করছি। তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। জীবনের প্রত্যেকটা মুহূর্তে কিভাবে নিজেকে সামলে নিতে হবে। সেই জিনিসটা বেশ ভালোভাবে অধ্যায়ন করেছি।

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনারা আগামী দিনের পথ চলা অনেক বেশি সুন্দর হোক। এভাবেই এই পরিবারের সাথে যুক্ত থেকে, একজন সক্রিয় স্টিমিয়ান হিসেবে যুক্ত থাকুন। ধন্যবাদ আপনাকে আপনার এক বছরের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 10 months ago 

ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য। কিভাবে যেন একটি বছর অতিবাহিত করে ফেললাম নিজেও বুঝতে পারিনি।

আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছন দীর্ঘ একটি বৎসর পথ চলার অভিজ্ঞতা নিয়ে। প্রথমে জানায় অভিনন্দন। আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল আপনার জন্য এবং সকলের জন্য।ধৈর্য, সততা ও নিষ্ঠা এই তিনটি গুণ জীবনে চলার পথে সঠিকভাবে প্রয়োগ করলে,, আপনার লক্ষ্য আপনি সফল ভাবে পূরন করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

অবশ্যই আপু, আপনাদের ভালোবাসা ও দোয়া থাকলে আরো অনেক দূরে যেতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Congratulations! This publication has been supported through the Steemcurator06 account for containing good quality content.
Curated by: @karianaporras

 11 months ago (edited)

অনেকটা দেরিতে রিপ্লাই করার জন্য দুঃখিত। প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই, দীর্ঘ একটা বছর এই ইনক্রেডিবল ইন্ডিয়াতে যুক্ত থাকার জন্য। অ্যাডমিন ম্যাম আসলেই অনেক ভালো শিক্ষিকা। যিনি তার সবটুকু দিয়ে আমাদেরকে সঠিক কাজ শিখিয়েছেন। আমার জেনে ভালো লাগলো আমার সঙ্গে পরিচিত হওয়ার পূর্ব থেকেই আপনি আমার সম্পর্কে জানতেন। আসলে আমি অনেক দেরিতে ডিসকর্ড জয়েন করেছিলাম বলেই শুরুর দিন থেকে আপনার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়নি। এই একটা বছরে আপনি অনেক কিছু শিখেছেন এবং শিখিয়েছেন। কারণ এমন অনেক ছোট ছোট বিষয় ছিল যেগুলো আমারও জানা ছিল না, কিন্তু আপনার থেকে সেগুলো জানার সুযোগ হয়েছে। আপনার পরিশ্রম এবং কাজ করার ইচ্ছা আপনাকে এক বছরের মধ্যেই এখানে পৌঁছে দিয়েছে।এইভাবে পথ চললে আগামী দিনে আরো ভালো জায়গায় পৌঁছাতে পারবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অনেক অনেক শুভকামনা রইল, পাশাপাশি ধন্যবাদ আমাদের সাথে একনিষ্ট ভাবে যুক্ত থাকার জন্য এবং আমাদের নিজেদের পরিবার ভাবার জন্য। ভালো থাকবেন।

 11 months ago (edited)

আপনাদের এই অভিমত আমার জন্য সেরা উপহার দিদি। আমি আপনাদের সাথেই বাকিটা পথ চলতে চাই। শিক্ষক/শিক্ষিকা অনেক আছে আমাদের জীবনে তবে আদর্শ শিক্ষক/শিক্ষিকার জায়গা সবাই নিতে পারে না।

এরকম আদর্শ শিক্ষিকা হয়তো আমার কোনো ভালো কর্মের ফল স্বরূপ পেয়েছি। কিন্তু ধরে রাখার দায়িত্বটাও আমার ওপর বর্তায়।

আপনারা আমার সাথে থাকলে আমি দুর্গম/দীর্ঘ পথ অতিক্রম করতে পরবো। এই বিশ্বাসটুকু আমি অর্জন করতে পেরেছি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 76307.65
ETH 2926.29
USDT 1.00
SBD 2.64