You are viewing a single comment's thread from:

RE: Better Life With Steem || The Diary game || 30th December 2023|

in Incredible India9 months ago

এই কনকনে শীতে গরম ভাতে সরিষা তেল দিয়ে ডিম ভর্তা খেতে আমারও খুব ভালো লাগে সাথে থাকে কাঁচা মরিচ এবং কাঁচা পেঁয়াজ তবে তো খাবারটা খুব জমে যায়। যেহেতু আপনি গ্রামে থাকেন তাই শীতের সুন্দর সে প্রকৃতিটা উপভোগ করতে পারছেন ।কথায় আছে আগের দিনের মানুষ যেরকম বুদ্ধিমান ছিল তেমনি তারা শক্তিমানও ছিল ।তাই এই কনকনে শীতেও ৯০ বছর বয়সী সেঝো ঠাকুরদা শীতে কাঁপছেন না সে তার কাজ দিব্যি করে যাচ্ছেন ।

আমরা অল্প কাজ করলেই হাপিয়ে যাই ক্লান্ত হয়ে যাই ।তারা তখন অতটা ক্লান্ত হত না কারণ তাদের খাবার দাবার খুবই ভালো ছিল আর বর্তমান সময়ে সকল খাবারের যে ভেজাল তাতে আমাদের শক্তি আসবে কোথা থেকে ।

আধুনিক প্রযুক্তির জন্য আমরা অনেক এগিয়ে গেছি আবার অলস হয়ে গেছি ।আগের দিনে শুনতাম ঠাকুরমার মুখে তারা ধান ঢেঁকিতে ভেঙে চাল বানিয়ে তারপর রান্না করতেন ।এখন তো আমরা মিনিকেট চালই কিনতে পারছি । আপনাদের নিজেদের পুকুরের মাছ খেতে পারছেন, খেতে ধান থেকে চাল করে নিতে পারছেন ।আসলে আমার মনে হচ্ছে আপনারা সবকিছুই পিওর জিনিস পাচ্ছেন ।

আপনার দিনলিপি আমাদের সাথে শেয়ার করার আপনাকে জন্য অসংখ্য ধন্যবাদ ।

Sort:  
 9 months ago 

আমরা অল্প কাজ করলেই হাপিয়ে যাই ক্লান্ত হয়ে যাই ।তারা তখন অতটা ক্লান্ত হত না কারণ তাদের খাবার দাবার খুবই ভালো ছিল আর বর্তমান সময়ে সকল খাবারের যে ভেজাল তাতে আমাদের শক্তি আসবে কোথা থেকে ।

  • আপনার এই বাক্যদ্বয়ের সাথে আমি একদমই সহমত হতে পারলাম না। কারণ ২৫/৩০ বছর আগেও মানুষ খাদ্যাভাবে কষ্ট পেতো, কিন্তু এখন সবার ঘরে খাবার আছে। তাছাড়া আমরা পারিনা একটাই কারণ যে শৈশব থেকেই আমরা সৌখিন বা অলস প্রকৃতির। আর আমার এই ঠাকুরদা পরিশ্রম করতে অভ্যস্ত তাই তাঁর জন্য এটাই উত্তম। আপনি বা আমি এক মাস নিয়মিত যথই দুই ঘণ্টা শারীরিক পরিশ্রম করি , ত হলে পরের মাসে আরো বেশি সময় ধরে পরিশ্রম করতে পারবো। অনুশীলন ও অভ্যাসটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61829.34
ETH 2395.18
USDT 1.00
SBD 2.63