ফটোগ্রাফি পোস্ট

in Incredible India3 months ago
Untitled design.png
Made by Canva

Hello,

Everyone,

আবার চলে আসলাম একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। ছবি তোলা এবং সেই ছবি অনলাইন মাধ্যমে শেয়ার করা ভালোই লাগে । বর্তমান সময়ে আমি ফেসবুকে ছবি শেয়ার খুব কম করি কারন ছবি তোলার শুরুতেই আমার চিন্তা থাকে যে, কখন এই ছবিগুলো দিয়ে আমি পোস্ট লিখব এবং তা স্টিমিট প্ল্যাটফর্মে শেয়ার করব ।

IMG20240531173415.jpg

তবে আমার ছবি তোলার একমাত্র মাধ্যম হলো আমার হাতের স্মার্টফোনটি ।আমার এই ফোনটি অনেক পুরনো তা অনেকেই জানেন। আমার ফোনটি হলো Oppo A83(2018) । এটার ক্যামেরা অনেক সুন্দর ছিল । পূরণ হয়েছে বিধায় আগের মত অতটা সুন্দর ছবি আসে না। তারপরেও চেষ্টা করছি যতটাই স্পষ্ট ছবি তোলা যায়।

IMG20240531171333.jpg

আমরা সকলে জানি ফটোগ্রাফির প্রধান হল একটি ভালো ক্যামেরা । যে ক্যামেরা যত ভাল হয় ছবিগুলো ততটা স্পষ্ট আসবে এবং ছবিগুলো দেখতে অনেক সুন্দর হবে। আমিও একদিন নিজের টাকা দিয়ে নতুন ফোন কিনতে পারবো এবং তা দিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে আপনাদেরকে উপহার দিতে পারব ।

IMG20240531173448.jpg

যাই হোক, আজ আমি কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করছি ।এই ফটোগ্রাফি হল রাজধানী ঢাকা শহরের বিজয় স্মরণীর সংলগ্ন স্থান , জাতিয় সংসদ ভবনের এলাকা ও তার আশেপাশে কিছু এলাকার ছবি ।

IMG20240531170404.jpg
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার

ঢাকা শহরে বিজয় স্মরণি ”শেখ মুজিবুর রহমান নভো থিয়েটার” অবস্থিত। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে। এদেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে চেয়েছিলেন । তিনি প্রতি ঘরে ঘরে নিরক্ষরতার অন্ধকার দূর করতে চেয়েছিলেন । তার চিন্তাধারা ছিল দেশ ও দেশের জনগণের উন্নতির চিন্তা ।

IMG20240531165919.jpg

বাবার সেই স্বপ্ন পূরণ করার জন্য নভোথিয়েটার এর নাম করন করা হয় ”বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার” । সকল শিক্ষার্থী থেকে শুরু করে ছোট বড় সবাই গ্রহ ,নক্ষত্র ও উপগ্রহ ,মহাকাশের যত কিছু আছে সে সম্বন্ধে বাস্তব এবং সঠিক ধারণা জানতে পারবেন। স্বল্পমূল্যে এর প্রবেশ টিকিট দিয়ে থাকেন ।যা সকলের পক্ষে সহজ হয়েছে এই বিশ্বকে জানার জন্য।

এর নকশা করেছেন জ্যোতি বিজ্ঞানের সাথে মিল রেখে। আরও বিস্তারিত জানতে হলে এখানে ভিজিট করে আসতে পারেন Source

IMG20240531171339.jpg
জাতীয় সংসদ ভবন

এই ভবান থেকে সরকারি সকল কর্মকান্ড এবং আইন প্রণয়ন হয়ে থাকে।

IMG20240531175005.jpg

সংসদ ভবন সম্বন্ধে সবারই জানা আছে তাই আর বিস্তারিত লিখলাম না । এই ফটোগ্রাফিতে আমি সামনের দিক থেকে ছবি তুলতে পারিনি । আশা করি অন্য কোন পোস্টে সামনের অংশ তুলে ধরতে পারবো। এখানে আসলে প্রকৃতির ছোঁয়া পাওয়া যায়। গাছ- গাছালি, পাখির গান , বকুল ফুল , শিমুল ফুল পরিবেশ অনেক সুন্দর। রাজধানী বাসী যখনই সময় পায় তখনই পরিবার নিয়ে এখানে ঘুরতে আসেন ।

IMG20240531210123.jpg
বিশ্ব সাহিত্য কেন্দ্র
IMG20240607184414.jpg
আকাশে হেলান দিয়ে মনে হচ্ছে বড় বড় দালান কোঠা দাঁড়িয়ে আছে ।
IMG20240607124903.jpgIMG20240607124908.jpg

সূর্যের সাথে মিল রেখে তার নাম রাখা হয়েছে সূর্যমুখী ।ফুলটি দেখতে অনেক সুন্দর এবং সূর্যের মতো বিশাল ।

IMG20240607185152.jpg

সবার জন্য শুভকামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি ।ভালো থাকুন এবং সুস্থ থাকুন।

Device Description
Smartphoneoppo
Smartphone Modeloppo A83(2018)
Photographer@muktaseo

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Sort:  
 3 months ago 

আমি বরাবরই ফটোগ্রাফিমূলক পোস্ট খুব পছন্দ করি।আপনি আজ কিছু ঐতিহাসিক স্থানের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। যার মধ্যে বিশ্ব সাহিত্য কেন্দ্র ও জাতীয় সংসদ ভবন রয়েছে।যেগুলো খুব গুরুত্বপূর্ণ স্থান আমাদের জন্য যেগুলো আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 3 months ago 

ছবি গুলো আমাদের অতীতের স্মৃতি মনে করিয়ে দেয়। আমরা হারিয়ে যাবো একদিন কিন্তু ছবিগুলো আমাদের কথা মনেকরিয়ে দিবে।

পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

আজকে আপনি দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করছেন। ফটোগ্রাফির প্রত্যেকটার বর্ণনা দিয়েছেন। আমার সবচাইতে বেশি ভালো লাগছে সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি গুলো।

প্রতিটা ফটোগ্রাফি আরো সুন্দর হত যদি লাইটিং গুলো ঠিকঠাক ভাবে থাকতো মোবাইলে ক্যামেরায় দূরের কোন ছবি তুলতে হলে অবশ্যই লাইট ভালো থাকার দরকার হয়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে দুর্দান্ত কিছু ফটোগ্রাফি উপস্থাপনা করার জন্য।

Loading...
 3 months ago 

আমি যখন ঢাকায় থাকতাম এই ছবিগুলোর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার ভিতরে ঢুকেছিলাম খুবই সুন্দর লাগছিল

বাইরে যত সুন্দর ভিতরে তার চেয়ে সুন্দর, আর জাতীয় সংসদ ভবনে বিকেল বেলা হলে এর আশেপাশে অনেক মানুষ আড্ডা দিত । আমরাও আড্ডা দিতাম ওইখানে সুন্দর বাতাস আর অনেকটা ভালোই লাগতো।

বিশ্ব সাহিত্যিক কেন্দ্রর ভিতরে যাওয়া হয়নাই বাইরে থেকেই দেখে এসেছিলাম।

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করলেন, আপনার ছবি তোলা গুলো অনেক সুন্দর মনোমুগ্ধকর।

ধন্যবাদ আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন

 3 months ago 

রাজধানী ঢাকা শহরের প্রধান সমস্যা হল যানজট । এই যানজট যদি না থাকতো তবে ঢাকার শহরটির আরো সুন্দর হতো এবং সাধারণ মানুষের অনেক উপকার হত।

এই বিভিন্ন স্থানে মানুষ ছুটি দিনে তারা স্বপরিবারে অবসর সময় কাটানোর জন্য আসে। এখানকার পরিবেশ অনেক সুন্দর। সুন্দর দৃশ্য গুলো ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

সর্বপ্রথম আপনাকে জানাবো আমি অসংখ্য ধন্যবাদ কারণ আপনি যে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপনা করেছেন আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছে। আসলে আপনার প্রত্যেকটা ধারণ করার ছবি আমার কাছে অনেক ভালো লেগেছে।

এবং আমি আরো একটি কথা বলতে চাই আপনি এখানে আপনার পোষ্টের মাধ্যমে উল্লেখ করেছেন মোবাইলের ক্যামেরা ভালো হলেই ভালো ছবি হয় আসলে আমি এখানে একটু বলব এটা একদম ভুল একটি ধারণা।

মোবাইল অনেক ভালো থাকলেও নিজে যদি ভালোভাবে ছবি ধারণ না করতে পারে তাহলে সেই ছবির সৌন্দর্য আমরা কখনো আনতে পারব না। ছবি ধারণ করার মধ্য নিজের অভিজ্ঞতা একটু হলেও থাকা অনেক প্রয়োজন আছে। আমি খুব ভালো ছবি ধারণ করতে পারে না তবে আমার বড় ভাই অনেক ভালো ছবি ধারণ করতে পারে এবং তার ছবি দেখে আমি মাঝেমধ্যে অবাক হয়ে যাই কারণ আমার চেয়ে তার মোবাইল অনেকটা কম দামে এবং তার পাশাপাশি তার চেয়ে আমার ক্যামেরা অনেক ভালো কিন্তু আমি তার মতো ছবি ধারণ করতে পারে না।

 3 months ago 

হ্যাঁ ভাইয়া, ছবি তোলার জন্য অভিজ্ঞ ক্যামেরাম্যান দরকার হয় । আমরা একই ছবি বিভিন্ন জন বিভিন্নভাবে তুলে থাকি

ক্যামেরা ধরার একটি নির্দিষ্ট নিয়ম থাকে যা আমরা সকলে পারি না। তারসাথে ক্যামেরার রেজুলেশন যদি ভালো থাকে ছবিটা স্পষ্ট আসে।

সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 months ago 

আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ লাগছে। আপনি ফটোগ্রাফি গুলো দিয়ে সুন্দরভাবে লিখে আমাদের শেয়ার করেছেন সত্যিই খুব ভালো লাগছে। তবে আপনার সূর্যমুখী ফটোগ্রাফি গুলো দেখে মনে পড়ল। আমিও কিছুদিন আগে বাড়িতে কিছু সূর্যমুখী গাছ লাগিয়েছিলাম। আমার বাড়িতে গাছগুলি বেশ সুন্দর হয়েছিল। আপনার পোস্টটি পড়ে আমার খুব ভালো লাগলো ।ভালো থাকবেন।

 3 months ago 

আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ । ফুলের বাগান আমারও খুবই ভালো লাগে। আমাদের গ্রামের বাড়িতেও ফুলের গাছ আছে । আমি ফুল ভালবাসি কিন্তু শহরে জায়গা না থাকায় আমরা ফুলের চাষ করতে পারি না । দু একটা হয়তো বেলকনিতে লাগিয়ে থাকি তা নবয়ে আমাদের হ্যাপি থাকতে হয়। আপনার জন্য রইল শুভকামনা।

 3 months ago 

আপনার করা ফটোগ্রাফিগুলো আসলেই অনেক সুন্দর হয়েছে।বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের তোলা ছবিটি আমার অনেক ভালো লেগেছে।এছাড়া সূর্যমূখী ফুলের ছবিগুলো আমার ভালো লেগেছে।আপনি খুব সুন্দরভাবে প্রতিটি ফটোগ্রাফির ব্যাখ্যা করেছেন।

 3 months ago 

আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ । ছবি তুলতে ভালো লাগে আর সেই ভালোবাসা থেকে ছবি তোলা ।তবে আমি অতটা ভালো ফটোগ্রাফার এখনো হতে পারিনি ।

আশা করি ভবিষ্যতে একজন ভালো ফটোগ্রাফার হতে পারব এবং স্টিমিট প্ল্যাটফর্মে আরো ভালো ভালো ছবি উপহার দিতে পারব ।

 3 months ago 

আপনি যে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করছেন সেগুলো আসলে অসাধারণ ছিল। আর আপনি যে মোবাইলের মাধ্যমে এ ছবিগুলো তুলেছেন সেটা অনেক ভালো ছিল এগুলো ছবিতে দেখে যতটা সুন্দর সরাসরি দেখে তার চেয়েও বেশি সুন্দর দেখা যায়।

কারণ আমি বেশ কয়েকবার এখানে গিয়েছি এবং এসব গুলো দেখেছি এর কারণে বলছি তারপরও আপনি যে ফটোগ্রাফি গুলো আমাদের সামনে শেয়ার করেছেন সেগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 months ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে, এটা জানতে পেরে অনেক ভালো লাগলো ।হ্যাঁ সংসদ ভবন এবং চন্দ্রিমা উদ্যান এগুলো সরাসরি দেখতে অনেক সুন্দর এবং অবসর সময় কাটানোর জন্য খুব সুন্দর স্থান । তাইতো এখানে ছুটির দিনে পরিবারসহ সবাই বিকেলে ঘুরতে আসে ।আপনার জন্য রইল শুভকামনা ।

 3 months ago 

বরাবরের মতো আবারো আপনি আমাদের সাথে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছেন। আসলে আমাদের ঢাকা শহরে দেখার মত অনেক জায়গা আছে। আমি যখন ঢাকা শহরে গিয়েছিলাম। তখন দু একটা জায়গায় আমি ঘুরে দেখেছিলাম। আমার একটা সমস্যা আছে। আমি বেশি জার্নি করতে পারিনা। করলেই আমার সমস্যা শুরু হয়ে যায়। যার কারণে খুব বেশি ঘোরাঘুরি করা হয়নি।

আজকে আপনি আমাদের সাথে সংসদ ভবন এবং বিভিন্ন জায়গার ফটোগ্রাফি শেয়ার করেছেন।আসলে উঁচু উঁচু দালানের ওপর উঠে দাঁড়ালে মনে হয়। আকাশের গায়ে হেলান দিয়ে দালান গুলো দাঁড়িয়ে আছে, দেখতে অসম্ভব সুন্দর লাগে। বিশেষ করে আপনার সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 3 months ago 

ঢাকার শহরের দর্শনীয় স্থান গুলো ঘুরে দেখা দেখতে গেলে সত্যি অনেক কষ্ট হয় । এতটা যানজট থাকে যা সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। আবার সবার সহ্য শক্তি একরকম থাকে না ।অনেকে জার্নি করতে পারে না ।

ঢাকা শহরে অনেক কিছু দেখার মত স্থান আছে যা দেখার জন্য হাতে সময় নিয়ে আসতে হবে তবেই সবকিছু ঘুরে ঘুরে দেখা সম্ভব। ছবি তোলা এখন আমাদের নেশায় পরিনত হয়ে গেছে ।

ছবি তোলা প্রতিদিনের কাজের তালিকায় পরে গেছে ।এই ভালোবাসা ও কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছবি তোলার চেষ্টা করছি ।
সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল। আশা করি আপনিও সুস্থ থাকবেন এবং আবার ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখতে পারবেন।

 3 months ago 

এটা অবশ্যই আপনি ঠিক বলেছেন ঢাকা শহরে ঘুরতে গেলে, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। তবে আমার কাছে ঢাকা শহরের রাতের বেলায় ঘুরে বেড়ানোর যে আনন্দ, সেটা বেশ ভালো লাগে। কেননা আমি যতবার ঢাকায় গিয়েছি। রাতের বেলা ঘুরে বেড়ানোর চেষ্টা করেছি, রিক্সায় করে ঘুরতে বেশ ভালই লাগে।

ফটোগ্রাফি আমি নিজেও করি। তবে আপনার মত করে প্রফেশনাল ভাবে করতে পারিনা।🫢 চেষ্টা করে নিজের মত করার জন্য। তবে আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। এটা বেশ ভালো একটা নেশা, কেননা ফটোগ্রাফি যত ভালো হবে, আপনার পোস্টের কোয়ালিটি তেমন ভালো হবে। ঠিক তেমনি নেই আপনার ফটোগ্রাফির হাত আরো বেশি পাকা হবে, ধন্যবাদ।

 3 months ago 

আপনার তোলা প্রতিটা ছবিই অনেক সুন্দর হয়েছে। সেই সাথে প্রতিটি ছবির সংক্ষিপ্ত বর্ননা পুরো বিষয়টাকে আরো সুন্দর করে তুলেছে।

আমি বিশ্বাস করি আপনি আপনার পরিশ্রম এর মাধ্যমে একদিন নিজের টাকায় একটা ফোন কিমতে সক্ষম হবেন আর সেই নতুন ফোন এর ক্যামেরা দিয়ে আমাদের মাঝে আরো ভালো ভালো ছবি শেয়ার করবেন।
চমৎকার সব ছবি আর লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।

 3 months ago 

ছবি তোলা আমার অনেক দিনের সখ। তবে স্টিমিট প্লাটফর্মে যুক্ত হবার পর থেকে প্রতিদিনই আমাদের ছবি তৈরি হয়। এখন ছবি তোলাটা আমাদের কাজে পরিণত হয়ে গেছে। সেই ভালোবাসা থেকে এই ফটোগ্রাফটি । আপনাদের সকলের ভালোবাসা ও দোয়া নিয়ে আশা করি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60385.82
ETH 2321.90
USDT 1.00
SBD 2.51