The Better Life With Steemit || The Diary game || 8th August ,2023 .
আমি মোহাম্মদ রাব্বি লিখছি Bangladesh থেকে।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দৈনিক ডায়েরি খেলা। আমি আজ যা করেছি তার সবকিছু উপস্থাপন করার চেষ্টা করব। আজ আমি আমার দৈনন্দিন ও অফিসের সকল কাজ আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সকাল সাড়ে ৬টায় বাসা থেকে বের হই কারণ আমার ডিউটি শুরু হয় ৭টায় ।
আমি রিকশা করে আমার কাজে এসেছি, প্রায় 10 মিনিট সময় লেগেছে এবং আমি একটি ফিলিং স্টেশনে কাজ করেছি। আমাদের এই ফিলিং স্টেশনে সিএনজি, এলপিজি, অকটেন, ডিজেল, মবিল ইত্যাদি পণ্য রয়েছে।
সকাল সাড়ে ৭টায় যখন ডিউটি শুরু করি, সকালের নাস্তা করতে সময় লেগেছিল সাড়ে ৮ এবং আমি ভালো করে নাস্তা করতে চাই, তাই আজ একটা রেস্তোরাঁয় গিয়ে একটা ডিম আর এক হাফ খিচুড়ি কিনলাম।আমার প্রিয় রেসিপি হল ডিমের খিচুড়ি একটি খিচুড়ি রেস্তোরাঁয় তৈরি এবং আমি খিচুড়ি খেতে খুব উপভোগ করেছি। রেস্টুরেন্ট থেকে বের হয়ে এক কাপ চা খেয়ে আবার ডিউটিতে যোগ দিলাম।
আমার ডিউটি 1:30 এ শেষ হবে এবং ডিউটি শেষ করে আজকে আমার ডিউটি আর একটু বেশি। আমাকে আমাদের পাম্প তেলের গাড়ি নিয়ে ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে হবে এবং সেখানে আমি আজ দুপুরের খাবার খাব এবং আমরা বৃষ্টির মধ্যে ভ্রমণ করব।
আমরা যখন নারায়ণগঞ্জ পদ্মা অয়েলে আসি তখনও বৃষ্টি হচ্ছিল এবং আমাদের আজকের যাত্রা বৃষ্টিতে। আমরা যখন পদ্মা অয়েলে আসি, তখন সময় সাড়ে তিনটে। আমরা বৃষ্টির মধ্যে এসেছি। সারাদিন বৃষ্টি হচ্ছিল। সেখানকার একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার খেয়ে মুরগির মাংস ও সবজি খেয়েছিলাম । ওই জায়গার রেস্তোরাঁগুলোর খাবারের মান খুবই ভালো এবং খেতেও ভালো লাগলো। আর আমাদের তেলের গাড়ি লোড হতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে, তাই একটা রেস্টুরেন্টে বিশ্রাম নিলাম।
আমার গাড়ি সম্পূর্ণ লোড হয়ে গেলে পদ্মা অয়েল ছাড়বে। আজ আমি এখান থেকে ডিজেল ও অকটেন নিতে আসছি । এবং আমার এখান থেকে ছয়টা বাজে বাহির হইলাম গাড়িটা সম্পূর্ণ লোড করে। আর এই সময়ের মধ্যে আমার গাড়ি নিয়ে আমার পাম্পে আসতে রাত ৮টা থেকে ৯টা লাগবে। কারণ ঢাকা শহরের রাস্তায় অনেক যানজট এ কারণে আমাদের সময় অনেক বেশি লাগবে কিন্তু এখানে রাস্তা বেশি না । আমরা নারায়ণগঞ্জ থেকে মহাখালীতে আসার রাস্তা প্রায় ২৮ কিলোমিটার কিন্তু ২৮ কিলোমিটার আমাদের যানজটের কারণে সময় অনেক বেশি নিল । আজ আমি আমার ডায়েরি খেলা শেষ করব।
আমি এই মত একটি দিন ছিল. আমি আগে কখনও একটি দৈনিক ডায়েরি গেম তৈরি করিনি। এটা কিভাবে ঘটেছে আমি কোন ধারণা নেই. আমি প্রায় সবকিছু ঘনীভূত করার চেষ্টা করেছি। আর আমার লেখায় কোনো ভুল হলে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমার এই পোস্ট আপনার পছন্দ হতে হবে.
10% of this payout for @meraindia -
◦•●◉✿ Thank Everyone ✿◉●•◦