ক্লান্তি শেষে খানিকটা স্বস্তির খোঁজে।

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।

Picsart_23-03-24_00-39-53-901.jpg

ক্লান্তি শেষে খানিকটা স্বস্তির খোঁজে আমরা সবাই উন্মুখ হয়ে থাকি। কোন একটি কাজে দীর্ঘক্ষণ থাকার পর ক্লান্তী ও একঘেয়েমি চলে আসে। তখন সেখান থেকে দূরে সরে যেতে ইচ্ছে করে। মন খুঁজে পেতে চায় কিছুটা প্রশান্তি।

পরিবর্তন আমরা সবাই আশা করি সেটা যেকোন ক্ষেত্রেই হোক না কেন। কোনো কাজে বিরতি না থাকলে তার প্রতি মনোনিবেশ করা যায় না। তখন অনেক গুরুত্বপূর্ণ কথাগুলোও বকবকানি মনে হয়।

আমার নিজের উপলব্ধি হয়েছে সেদিন এই বিষয় নিয়ে। সকালবেলা একদম বিনা নোটিশে ডাকা হয় রিজিওনাল অফিসে। ইচ্ছার বিরুদ্ধে একরকম জোর করেই যেতে হয়েছিল ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে।

ডিপো ইনচার্জ প্রমোশন নিয়ে হেড অফিসে বদলি হয়েছে। তার ফেয়ারওয়েল দেওয়ার জন্যই আমাদের এই জমায়েত। যদিও তার চলে যাওয়ার সপ্তাহখানেক দেরি আছে, কিন্তু রমজান মাস চলে আসার কারণে কয়েকদিন আগেই করে নেয়া হলো।

যাইহোক সকাল থেকেই নানান ধরনের নিয়ম শৃঙ্খলা মেনে অফিসের কার্যক্রম শুরু হলো। আজ অফিসে তেমন কোন কাজ নেই শুধু ডিপো ইনচার্জ এর ফেয়ারওয়েল ছাড়া।

একটার পর একটা এজেন্ডা মেনে চলছে অনুষ্ঠানের অগ্রগতি। কোন রকমে নামাজ ও লাঞ্চের বিরতি শেষে আবারো শুরু হয়েছে। এক পর্যায়ে মাথা ব্যাথা শুরু হয়ে গেল, তখন গুরুত্বপূর্ণ কথাগুলোও বকবকানি মনে হল।

তাই অনুষ্ঠান থেকে কিছুক্ষণের সময় নিয়ে বাইরে বেরিয়ে এলাম। একটু নির্জনে কোলাহলমুক্ত জায়গায় কিছুটা সময় অতিবাহিত করার খুব ইচ্ছা হচ্ছিল। এমন সময় নজরে চলে এলো কালেক্টরেট সুরভী উদ্যান।

IMG20230321172950.jpg

গেট দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়লো ঢোল হয়ে একজন ঢাকি দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে পাশে বসে একটি মেয়ে সেই বাজনা উপভোগ করছে হা হা হা! মেয়েটির অভিমান ভাঙ্গানোর জন্যই ঢাকির এই প্রচেষ্টা।

IMG20230321172922.jpg
IMG20230321172848.jpg

একদম কোলাহলমুক্ত নিরব নিস্তব্ধ পরিবেশ। বেশ কিছু লোক থাকলেও কোন বিশৃঙ্খলা নেই। কেউ হয়তো জোড়ায় জোড়ায় গাছের নিচে বসে গল্প করছে আবার কেউ পরিবার নিয়ে এসেছে বাচ্চাদের খোলামেলা পরিববেশে খেলার জন্য।

শহরের কেন্দ্রবিন্দুতে যেখানে সবসময় প্রচুর লোকের সমাগম হয়। যানবাহনের চাপে রাস্তায় ঠিক মতো হাঁটা যায় না। সেখানে অনেক বড় একটি জায়গা নিয়ে এই উদ্যানটি করা হয়েছে।

IMG20230321173026.jpg
IMG20230321173052.jpg

পাশেই একটি শাপলা ফুলসহ পানির ফোয়ারা দেখতে পেলাম। মনে হয় দিনের বেলা বন্ধ থাকে সন্ধ্যার দিকে পানির ফোয়ারাটি চালু হবে হয়তো। কাছে গিয়ে দেখলাম স্বচ্ছ পানির মধ্যে বেশ কিছু ছোট ছোট মাছ। আমার কাছে খুব ভালো লাগল ওই দৃশ্যটি।

একবার যখন মিটিং রুম থেকে বেরিয়ে আসতে পেরেছি তাহলে সহজে আর ফিরছি না। আমি অনেকটা সময় নিয়ে সুরভী উদ্যানের চারিদিকে ঘুরে বেরিয়েছি। আমার উদ্দেশ্য ছিল যতটা সময় এখানে কাটিয়ে দেয়া যায়

IMG20230321173158.jpg
IMG20230321173117.jpg

নানান প্রজাতির গাছ রয়েছে এই উদ্যানে। বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে একদিকে। এখন পাশেই বেশ কিছু পাম গাছ দেখলাম। এরকম সবুজ প্রকৃতি সময় কাটানোর জন্য সবাই বেছে নেবে। আমি বিশ্বাস করি ক্লান্তি শেষে খানিকটা স্বস্তির জন্য সবুজ প্রকৃতির বিকল্প নেই।

মিটিংয়ে দীর্ঘক্ষণ থাকার পর আমার মধ্যে যে ক্লান্তি চলে এসেছিল, এখানে এসে তা নিমিষেই দূর হয়ে গেল। স্বস্তির খোঁজে বেরিয়ে এসে আমার ক্লান্তি আরেকটা দূর হলেও মাথার যন্ত্রণা তখনো ছিল। সাথে যোগ হয়েছে চোখের এলার্জি।

যাইহোক সবুজ প্রকৃতি সব সময় আমার খুব ভালো লাগে। সবুজের সমারোহে সমস্ত খারাপ লাগা নিমিষেই দূর হয়ে যায়। প্রকৃতির মাঝে নিজের মনের না বলা কথাগুলো ভাগ করে নেয়া যায়।

প্রকৃতি আমার খুব ভালো বন্ধু। তাই যখন নিজের কাছে অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাই না তখন প্রকৃতির সান্নিধ্যে চলে যাই। প্রকৃতির বিশালতায় নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করি।
ক্লান্তি শেষে খানিকটা স্বস্তির খোঁজে প্রকৃতিই একমাত্র ভরসা।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

ডিভাইসrealme narzo50
ফটো@mayedul
লোকেশনসুরভী উদ্যান,রংপুর

-1675190969286.gif

Our Discord Link

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 last year 

একটানা কোন কাজ করলে আমাদের ক্লান্তি আসে। ক্লান্তি দূর করার জন্য কিছুক্ষণ বিশ্রাম নেওয়া অথবা একটু অন্য কোন জায়গায় ঘোরাঘুরি করা দরকার। আপনি ক্লান্তি দূর করার জন্য কালেক্টরেট সুরভী উদ্যান মাঠ গিয়েছিলেন।

সেখানে গিয়ে সেখানকার সুন্দর পরিবেশ দেখে আপনার ক্লান্তি দূর হয়। আপনি সেখানকার কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

কাজের শেষে একটি প্রশান্তির খোঁজে আপনি গিয়েছিলেন সুরভী উদ্যানে আসলেই জায়গাটা অনেক সুন্দর আপনার ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারলাম।

নিরিবিলি একটা পরিবেশ কত সুন্দর চারপাশের গাছগাছড়া আসলে এখানে সময় কাটানোর মুহূর্ত টা অনেক মূল্যবান হবে।

যাইহোক আপনার পোস্ট পড়ে বেশ ভালো লাগলো তার সাথে আপনি অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58478.70
ETH 3158.37
USDT 1.00
SBD 2.43