সাধারণ মানুষের শক্তি//power of common man.steemCreated with Sketch.

in Incredible Indialast year

গেম খেলার পর বসে বসে ভাবছিলাম, অনেক তো গেম খেললাম। কিন্তু আমাকে যে একটু লেখালেখি করতে হবে, কিন্তু কি বিষয় নিয়ে লিখব মাথায় কোন কিছুই আসছিল না।

হঠাৎ করে চিন্তা আসলো আজকে সাধারণ মানুষের শক্তি সম্পর্কে কিছুটা কথা বলা যাক। যে কথাগুলো আমরা অহরহ শুনে থাকি এবং সেটা সব সময়ই বাস্তবায়ন হচ্ছে আমাদের এই সমাজে।

markus-spiske-iRAvvyWZfZY-unsplash.jpg

Src

একজন সাধারণ মানুষের শক্তি কতটুকু, তারা কি করতে পারে, তারা কোন উপায়ে একটি ঐক্যবদ্ধ সংগঠন তৈরি করে আমাদের এই সমাজের বুকে। যেটা যুগের পর যুগ ধরে আমরা দেখে আসছি।

আপনি কি এটা বিশ্বাস করেন একজন সাধারন মানুষের সবচেয়ে বড় শক্তি কি? একজন সাধারণ মানুষের সবচেয়ে বড় শক্তি, তারা যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ এবং সঙ্গবদ্ধ হওয়ার বড় ক্ষমতা রাখে।

একজন সাধারণ মানুষের শক্তি এই সমাজকে পরিবর্তন ও একটি সঠিক গতিপথ রূপ দেওয়ার ক্ষমতা রাখে।অভিজাতদের সম্পদ এবং প্রভাবের অভাব সত্ত্বেও, সাধারণ মানুষের একটি শক্তি রয়েছে।যা তাদের সবাইকে সম্মিলিত কণ্ঠস্বর এবং সংকল্প তৈরি করতে সাহায্য করে।

আপনি সাধারণত দেখবেন যখনই কোন জায়গায় অন্যায় কোন কাজ হয়, তার প্রতিবাদে সাধারণ মানুষই সবার আগে এসে দাঁড়ায়। তারা আন্দোলন করে, সেই অন্যায়ের প্রতি, সেটা যতক্ষণ পর্যন্ত না সঠিক বিচার পায় ততক্ষণ তারা আন্দোলন থেকে বিরত থাকে না।

যেকোনো সমস্যায় পড়লে যে কোন অন্যায়ের প্রতিবাদ করতে এই সাধারন মানুষ সব সময় একত্রিত হয়ে থাকে। সেই সমস্যার সমাধান করার চেষ্টা করে, তাদের ঐক্যবদ্ধতার জন্যই শত বাধা-বিপত্তি খুব সহজেই নিবারণ হয়ে যায়।

lopez-robin-1JS6n1uT-uI-unsplash.jpg

Src

একজন সাধারণ মানুষ শত কষ্ট শত ব্যথা থাকা সত্বেও তাদের মন দুর্বল হয় না। তারা সামনের দিকে এগোতে থাকে, একজন দুর্বল ব্যক্তির ওপর যদি অন্যায় জুলুম করা হয়, সেই অন্যায়ের প্রতিবাদে তারা সব সময় নিযুক্ত থাকে। যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তির অধিকার আদায় করতে পারে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যায়।

আপনি কি জানেন সাধারণ মানুষ উদ্ভাবন ও সৃজনশীলতার ক্ষমতার অধিকারী? আমাদের এই সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রে তারা সব সময় নিযুক্ত থাকে, তাদের বড় অবদান রয়েছে আমাদের এই সমাজের ওপর।

যেকোনো রাজনীতিক পরিস্থিতিতে এই সাধারণ মানুষের অবদান থাকে অনেক বেশি। একজন শক্তিশালী নেতা পর্যন্ত জবাবদিহি করতে হয় এই সাধারণ মানুষের কাছে। এই সাধারণ মানুষের দ্বারা সত্যিই একজন নেতা তৈরি হয়। তাহলে কেন জবাবদিহি করবে না।

নেতাদের জবাবদিহি করতে সাধারণ মানুষের ক্ষমতা নিশ্চিত করে যে তাদের কণ্ঠস্বর তাদের ঐক্যবদ্ধতার কারণে যেকোনো চাহিদা পূরণ করা হয়।

daniel-mensah-boafo-QQvcXBOh7OE-unsplash.jpg

Src

মোট কথা বলতে পারেন সাধারণ মানুষের শক্তি তাদের ঐক্য, স্থিতিস্থাপকতা, সৃজনশীলতা।তাদের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনার, স্থিতাবস্থাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রয়েছে যেটা আমাদের পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করার পরিকল্পনা থাকে।

তাই কখনোই সাধারণ মানুষকে দুর্বল ভাববেন না, এটা ভাবা আপনার জন্য একেবারেই বোকামি হয়ে যাবে। সাদাসিধে থাকে বলে এটা ভাববেন না তার কোন ক্ষমতা নেই। তার কোন শক্তি নেই,অবশ্যই একজন সাধারন মানুষের অনেক বেশি শক্তি রয়েছে ।যেটা আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের এই পৃথিবীটাকে উন্নত করার বড় পরিকল্পনার মধ্য থাকে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...i2LbyGrGp3KDwaNNTVPj8pXyBbDECv2RUcQMZUuix3w2ie6U2tSFKHFnMAWiyM3Z4WSs5tmVVZtZLUo3r2H5Kjzj3KJAfwBB9Scd3Y8TwikXP8v6EJiisMZjQA.png

যাইহোক বন্ধুরা সাধারণ মানুষ নিয়ে বেশ কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে, সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year (edited)

খুব সুন্দর একটি লেখা উপস্থাপন করেছেন।

একজন সাধারণ মানুষের শক্তি এই সমাজকে পরিবর্তন ও একটি সঠিক গতিপথ রূপ দেওয়ার ক্ষমতা রাখে।অভিজাতদের সম্পদ এবং প্রভাবের অভাব সত্ত্বেও, সাধারণ মানুষের একটি শক্তি রয়েছে।যা তাদের সবাইকে সম্মিলিত কণ্ঠস্বর এবং সংকল্প তৈরি করতে সাহায্য করে।

আপনার ভাবনাগুলো একেবারে সঠিক।আপনার ভাবনাগুলোর সাথে পুরোপুরি একমত।রাষ্ট্র ব্যবস্থায় সকল কাজের ধারক ও বাহক সাধারণ জনগনই।একটি রাষ্ট্রের মুল মালিক সাধারণ জনগন।যদিও বর্তমানে কিছু দেশের আইন ব্যবস্থা দূর্বল হওয়ার কারনে সাধারণ জনগনকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। সাধারন জনগন কিন্তু তার প্রতিবাদ করতে একদমই পিছুপা হয় না।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো একজন সাধারণ মানুষের শক্তি ও শক্তির উৎস ঐক্যবদ্ধ ও সঙ্গবদ্ধ হওয়া। আপনার অসাধারণ লেখনীর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন যা জানতে পেরে অনেক ভালো লাগছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58752.84
ETH 3153.55
USDT 1.00
SBD 2.44