Incredible India monthly contest May #02|What do you believe in Karma(deeds) or Destiny??
ধন্যবাদ জানাই incredible India community কে, এত সুন্দর একটি কনটেস্টের আয়োজন করার জন্য। প্রতি মাসেই তো আমরা নিত্যনতুন কনটেস্ট দেখতে পায়। বরাবরের মতো এবারও অনেক সুন্দর একটি কনটেস্টে আমার অংশগ্রহণ করতে চলেছি।
তো বন্ধুরা চলুন আজকের টপিকের দিকে এগোনো যাক, কি বিষয় নিয়ে আজকের এই কনটেস্ট টি, এবং কি বিষয় নিয়ে আমি লিখতে চলেছি।
আপনি কর্ম (কর্ম) বা ভাগ্য কি বিশ্বাস করেন? |
---|
- আমি বিশ্বাস করি, কর্ম আমাদের জীবনের একটা বিশেষ ও গুরুত্বপূর্ণ উপাদান। যা আমাদের জীবনে প্রতিটি পদক্ষেপে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মের ভূমিকা এমনটা যে কর্ম না হলে আমরা আমাদের জীবনে সফল হতে পারব না।
- কারণ আমার কর্ম যদি ভাল হয়, আমার জীবনে আমি সফল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। আবার সফল নাও হতে পারি, সেটা সম্পূর্ণ নির্ভর করে আমার কর্মের উপর।
একটা কথায় আছে না, যে যেমন কর্ম করবে, সে তেমন ফল পাবে। তাই আমার কর্ম যদি ভাল হয়, তাহলে অবশ্যই ফলটিও আমি ভালো পাব।
এখন যদি বলি ভাগ্যের কথা। ভাগ্যে আমার কি আছে সেটা তো আমি কখনোই নির্ধারণ করতে পারব না। কারণ আমার ভাগ্যও সম্পূর্ণরূপে নির্ধারণ করবে আমার কর্ম, আমি যেমন কর্ম করবো আমার ভাগ্যের ফলও ঠিক তেমনটাই পাবো।
কারণ আমি চাইলেও ভাগ্যকে কখনোই নিয়ন্ত্রণ করতে পারব না। সেটা মানুষের দ্বারা কখনোই সম্ভব না, তার নিজের ভাগ্যকে নিয়ন্ত্রণ করা। তবে এটা বদলানো সম্ভব, কর্ম দিয়ে, কঠোর পরিশ্রম দিয়ে। যে যেমন পরিশ্রম করবে তার ভাগ্য তেমনভাবেই বদলাবে।
এই দুটি বিষয়ে বিবেচনা করে আমি বিশ্বাস করি, আমাদের জীবনে কর্মই হলো একমাত্র চাবি কাঠি, যেটার মাধ্যমে আমরা আমাদের ভাগ্যকে বদলাতে পারি।
2.আপনার মতে, শ্রেষ্ঠ কি? কর্ম (কর্ম) বা নিয়তি। কেন? |
---|
যার কাছেই জিজ্ঞেস করুন না কেন, সে অবশ্যই এই প্রশ্নের উত্তরে বলবে। তার মতে শ্রেষ্ঠ কর্ম, অবশ্যই আমার মতেও শ্রেষ্ঠ কর্ম, কারণ একমাত্র কর্মই আমাদের জীবনের সফলতা নির্ধারণ করে, কেননা এই কর্মই সফলতার চাবিকাঠি।
একমাত্র কর্মই আমাদের পরিচিতি ও পরিচয় নির্মাণ করে। কারণ কর্মই আমাদের জীবনে সফল হওয়ার জন্য একটি সঠিক পথ নির্ধারণ করে। যে কোন পথ দিয়ে হাঁটলে আমরা সফল হতে পারব।
এটাতো আগেই বলেছি আমরা আমাদের জীবনের ভাগ্যকে তো নিয়ন্ত্রণ করতে পারব না। তবে আমরা চাইলে আমাদের কর্মকে নিয়ন্ত্রণ করতে পারি? আমরা কোন কাজে কর্মকে লাগাবো, আর কোন কাজে লাগাবো না, সেটা সম্পূর্ণ নির্ভর করে আমার নিজের উপর।
এখন যদি বলি নিয়তির কথা, নিয়তি কখনোই আমাদের জীবনের সফলতার মান হতে পারে না। কারণ নিয়তি হল আমাদের জীবনের একটি প্রভাবশীল উপাদান।
অবশ্যই আমি এটা অমান্য করবো না, যে নিয়তি আমাদের জীবনে কোন প্রভাব ফেলে না। নিয়তি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এটা কখনোই নির্ভরশীল ও সুনিশ্চিত করতে পারেনা। আমরা জীবনে সফল হব কি হবো না।
আপনার পছন্দের পিছনে কোন গল্প থাকলে শেয়ার করুন। |
---|
আসলে গল্পগুলোতে এমন অনেক কিছুই আছে, যা আমার জীবনে ঘটে গিয়েছে। এমন অনেক সময় এসেছে, আমার এই ছোট জীবনে, যখন আমি ভাগ্যকেই বেশি প্রাধান্য দিয়েছি। ভাগ্যের ওপর সবকিছুই ছেড়ে দিয়েছি, যে ভাগ্যই আমাকে আমার যত আশা যত আকাঙ্ক্ষা রয়েছে সবকিছুই পূরণ করবে।
কিন্তু আসলে এমনটা কখনোই হয়নি, কারণ কিভাবে হবে। আমি যে সম্পূর্ণরূপে ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি, আমার সকল আশা ভরসা। আমি তো কর্ম বলতে কিছুই করিনি। তার জন্য যে একটু কষ্ট করতে হবে তাও করিনি। তাহলে কিভাবে আমি সেটি পাব।
এটা তখনই বুঝেছি, যখন আমি আমার পছন্দের চাওয়া জিনিস হারিয়েছি। তখনই বুঝেছি, যে আসলে ভাগ্যকেই আমি সব সময় ধরে বসে থাকতে পারি না, যে ভাগ্যই আমাকে দিবে।
যেমনটা ধরুন না, আমার এই প্লাটফর্মে কাজ করা নিয়ে বলি। আমি যখন এই প্লাটফর্মে এসেছিলাম, তখন প্রথম অবস্থায় মোটামুটি ভালোই পরিশ্রম করতাম। এক কথায় বলতে গেলে কর্মটা খুব ভালোভাবেই করতাম।
কিন্তু এমন একটা সময় আসলো, যখন আমি কর্ম বাদ দিয়ে ভাগ্যের ওপর ছেড়ে দিলাম। যে দেখি, ভাগ্যে কি আছে, কতদূর এগোতে পারি। এবং কেমন ইনকাম করতে পারি প্রতিনিয়ত।
এভাবে দীর্ঘ সময় যাওয়ার পর বুঝতে পারলাম, যে আসলে আমি যদি কোন কাজ না করি। তাহলে কোন কিছুই আমার পাওয়ার আশা একেবারেই বৃথা।
তাইতো আবারো ফিরে এসেছি, কর্ম কে বিশ্বাস করে। যে সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিলে হবে না, আমার নিজে কিছু করতে হবে।তাহলেই না সেটাতে আমি সফল হব। প্রত্যেকটি জিনিস এমনটাই আপনি কর্ম ভাগ্যকে দুটো একসাথে রাখতে পারেন না। আপনি তখনই রাখতে পারবেন, যখন আপনি দুটো কাজই করবেন। তখন আপনি আশা ভরসা সবকিছুই রাখতে পারেন দুটো জিনিসের উপর।
বন্ধুরা, যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষ থেকে, আমার নিজের মনোভাব শেয়ার করার চেষ্টা করেছি। জানিনা কেমন হয়েছে, তবে আশা করি, ভালো লাগবে। আর যদি ভালো লাগে, অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন
এবং সাথে সাথে আমি আমার কিছু বন্ধুদের ইনভাইট করতেছি। এই কনটেস্ট টি তে পার্টিসিপেট করার জন্য, যাতে তারাও তাদের মনের কথাগুলো শেয়ার করতে পারে পোষ্টের মাধ্যমে।
@rakibal @shahinalam12 @mjmoshiur
এই পোস্টে যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সব canva.com ডিজাইন করা হয়েছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Well spoken that a destiny without work is completely ruined or perhaps denied. Luck luck
আপনি চমৎকার কিছু যুক্তি আপনার লেখনীতে তুলে ধরেছেন। আপনি আপনার গল্পে আপনার ভাগ্যকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। ফলস্বরূপ আপনি আপনার জীবনের মূল্যবান জিনিসটি হারিয়েছেন। আপনার ঘটনা থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত, যে ভাগ্যে নয় কর্মে বিশ্বাসী হতে হয়।
ধন্যবাদ ভাই ভালো থাকবেন।