Incredible India monthly contest May#01|My perspective towards success.

in Incredible Indialast year

খুবই চমৎকার একটি টপিক নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আর শুধু হাজির নয় আমি আজকে আমাদের incredible India community এর যে মাসিক কনটেস্ট আছে সেটাই অংশগ্রহণ করছি।

আমাদের জীবনের সফলতার সংজ্ঞা কি এবং কিসের উপর ভিত্তি করে আমাদের সফলতা নির্ভর করে সে বিষয়ে আপনাদের মাঝে কিছুটা আলাপ-আলোচনা করব।

20230511_011640.jpg

সব কথার মূলে একটি মানুষ সবসময়ই চাই তার জীবনে সফল হতে কিন্তু এই সফল হতে গেলে তাকে কিন্তু নানান দিক খেয়াল রেখেই তারপরে সফলতার ঐ রাস্তায় হাঁটতে হয়।

যদি আপনি সফলতার সংজ্ঞাই না বোঝেন আপনার জীবনে সেটা প্রভাব কিভাবে ফেলবে তাহলে আপনি কিভাবে নির্ধারণ করবেন যা আপনার জীবনে সফলতা কতটা গুরুত্বপূর্ণ।

1. What is the definition of success according to me? Describe.
আমি খুবই সাধারণ একটি সংজ্ঞা দিতে পারি সফলতা নিয়ে,যেহেতু আমার ব্যক্তিগত তেমন কোন মতামত নেই সফলতার ক্ষেত্রে।
razvan-chisu-Ua-agENjmI4-unsplash.jpg

Src

তবে যে বিষয়টি আমরা মেনে চললে হয়তো আমরা এই সফলতার খুবই গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা পেতে পারি। আমরা সবাই জানি সফলতা পেতে আমাদের অবশ্যই একটি নির্দিষ্ট লক্ষে পৌঁছাতে হবে এবং সেখান থেকে আমাদের ভালো কিছু ফলাফল সুনিশ্চিত করতে হবে।

কিন্তু এক্ষেত্রে এক একজনের মতামত এক এক ধরনের হয়ে থাকে এক এক ব্যক্তির সফলতার উৎস ভিন্ন ভিন্ন পর্যায়ে হয়ে থাকে। কারো কারো সফলতা আসে তার ব্যক্তিগত জীবন থেকে, কারো আসে তার আর্থিক অবস্থার দিক থেকে, আবার কারোর তার ব্যক্তিগত বুদ্ধিমত্তার থেকে, আবার কিছু লোক বস্তুগত সম্পদ, পেশাগত কৃতিত্ব বা সামাজিক মর্যাদার পরিপ্রেক্ষিতে সাফল্যকে সংজ্ঞায়িত করে থাকে।

পরিশেষে সফলতা সম্পূর্ণ একজন মানুষের ব্যক্তিগত ধারণা যে যেমনভাবে সেটাকে স্বয়ংসম্পূর্ণভাবে শেষ করতে পারে।

2.Do you consider yourself a successful person? If "yes," define, and if "No," then why?
আমি কখনোই নিজে বলতে পারি না যে আমি একজন সফল ব্যক্তি কারন আমি সফল হওয়ার জন্য কোন কিছুই করতে পারিনি।

অবশ্যই সফল হওয়ার জন্য আমার কিছু লক্ষ্য আছে তবে সে জায়গা পর্যন্ত আমি এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি যার জন্য আমি এটা কখনোই বলবো না যে আমি একজন সফল ব্যক্তি।

fab-lentz-mRMQwK513hY-unsplash.jpg

Src

তবে হ্যাঁ সফল হওয়ার জন্য আমি যথা সম্ভব চেষ্টা করি নিজের জ্ঞান নিজের বুদ্ধি যেখানে যেভাবে কাজে লাগালে আমার সফল হওয়ার চান্স বেড়ে যায় সেখানে লাগানোর চেষ্টা করি।

আমি এটা ভালভাবেই জানি সফল হওয়া অতটা সহজ নয় সফল একপ্রকার একটি চ্যালেঞ্জ প্রত্যেকটি মানুষের জীবনে সে চ্যালেঞ্জ সে যদি পূরণ না করতে পারে সে চ্যালেঞ্জে যদি জয়ী না হতে পারি তাহলে কখনোই নিজেকে দাবি করতে পারি না যে আমি একজন সফল ব্যক্তি।

এটাতো আমরা সবাই জানি সফলতা একটি বিষয়গত ধারণা যা নিজেকে ব্যক্তি থেকে ব্যক্তিত্বে পরিবর্তন করে। এটা সম্পূর্ণ নিজের ওপর যে আসলে সফলতার এর অর্থ কি এবং আমরা আমাদের জীবনে সফল হওয়ার জন্য কি করতে পারি। বা কি করার চাওয়া রাখি।

3.What message would you like to convey to my friends to become successful in life?

আমার বন্ধুদের সাথে এটা শেয়ার করতে চাই যদি তারা তাদের জীবনে একজন সফল ব্যক্তি হতে চাই তাহলে কোন কোন বিষয়বস্তুর ওপর তাদের লক্ষ্য রাখতে হবে যেটার উপর ভিত্তি করে তারা তাদের জীবনে একজন সফল ব্যক্তি হতে পারে।

the-blowup-UN4PadDppAU-unsplash.jpg

Src

  • সর্বপ্রথম আপনাকে এমন একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে, আপনি আপনার জীবনে কি অর্জন করতে চান তার সঠিক পরিমাপ লক্ষ্য আপনাকে অবশ্যই নির্ধারণ করতে হবে। আর সেটার জন্য অবশ্যই আপনার ভালো পরিকল্পনা থাকতে হবে যে পরিকল্পনার ভিত্তিতে আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন।

  • এটাতো আমরা সবাই জানি সফল হতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কখনোই সফল হওয়া জীবনের সম্ভব নয় তাই কঠোর থেকে আরও কঠোর পরিশ্রম আমাদের করে যেতে হবে আমাদের সফলতা পেতে হলে জীবনে। যে কাজটি করবেন না কেন সেটা সুশৃংখলভাবে সুন্দরভাবে করতে হবে।

  • নতুন নতুন বিষয়বস্তু সম্পর্কে শিখতে হবে সেটা থেকে আইডিয়া নিতে হবে কিভাবে কোন কাজ করলে আপনার সহজ হবে জীবনটাকে আরো সুন্দর করতে সেটার উপর আপনার দৃঢ় মনস্তব রাখতে হবে।

  • এমন মানুষের সাথে আপনার ওঠাবসা রাখতে হবে যারা আসলেই আপনার ভালো চাই যাদের কাছ থেকে আপনি সবসময়ই ভালো কিছু পরামর্শ পেতে পারেন এমন মানুষের সাথে দৈনন্দিন ওঠা পড়ার ক্ষেত্রে আপনার যে কাজটি করতে চাচ্ছেন সেটাই আরো বেশি উৎসাহিত হবেন।

  • জীবনের সফল হতে হলে অবশ্যই আপনাকে বড় বড় ঝুঁকির সম্মুখীন হতে হবে আপনার জীবনে যত বাধা-বিপত্তি আসুক না কেন সেটা থেকে বেরোনোর সঠিক বুদ্ধি আপনার খাটাতে হবে যদি আপনি সব বাধা বিপত্তি পেরিয়ে আসতে পারেন তবেই আপনি সফলতার সেই সুন্দর মুহূর্ত পেয়ে যাবেন আপনার হাতের নাগালেই।

সর্বশেষ একটি কথাই বলবো মনে রাখবেন, সফলতা মানে বিভিন্ন মানুষের কাছে ভিন্ন জিনিস, তাই আপনার কাছে সাফল্যের অর্থ কী তা নির্ধারণ করা এবং এটি অর্জনের জন্য কাজ করা গুরুত্বপূর্ণ।

আশা করি বন্ধুরা আপনাদের মাঝে এই পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এটা আপনার জীবনের সফলতার সংজ্ঞা বোঝাতে খুবই কার্যকরী ভূমিকা পালন করবে।

সাথে আমি আমার কিছু বন্ধুদের ইনভাইট করতে চাচ্ছি যারা এই কনটেস্ট টি তে পার্টিসিপেট করবে আমার বিশ্বাস তারাও তাদের জানা-অজানা কিছু তথ্য আমাদের মাঝে শেয়ার করবে।

@sabbir-raj @hafizur46n @sanaula

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...i2LbyGrGp3KDwaNNTVPj8pXyBbDECv2RUcQMZUuix3w2ie6U2tSFKHFnMAWiyM3Z4WSs5tmVVZtZLUo3r2H5Kjzj3KJAfwBB9Scd3Y8TwikXP8v6EJiisMZjQA.png

আজ এ পর্যন্ত বন্ধুরা আশা করি আপনাদের পুরো পোষ্টটি পড়ে ভালো লাগবে আর যদি কোন ভুল ত্রুটি কথা বলে থাকি অবশ্যই কমেন্টস এর মাধ্যমে আপনারা আমাকে সেটি ধরিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Best regards
@mamun123456

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ধন্যবাদ ভাইয়া, এরকম তথ্যবহুল একটি লেখা আমাদের উপহার দেওয়ার জন্য।

Loading...
 last year 

অনেক সুন্দর হয়েছে ভাই আসলে কথায় আছে সাফল্যই জীবনের মূল চাবি কাঠী আপনার পোস্ট টি পড়ে অনেক অজানা তথ্য সংক্রান্ত জানতে পারলাম ৷ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ৷

ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ এই কামনাই করি সৃষ্টিকর্তার কাছে ৷

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই আমার পুরো পোস্টটি পড়ার জন্য এবং এত সুন্দর একটি মন্তব্য করার জন্য

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি অনেক সুন্দর করে আপনার পোস্টটি সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন দেখে খুবই ভালো লাগলো।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল সৃষ্টিকর্তা সব সময় আপনাকে ভালো এবং সুস্থতা দান করুক।

 last year 

চেষ্টা করেছি ছোট ভাই যতটুকু নিজে বুঝেছি নিজে অনুভব করেছি ততটুকুই তোমাদের মাঝে শেয়ার করার

 last year 

একদম তাই এটাই স্বাভাবিক যে, সফলতার সংজ্ঞ া বোঝেনা জানার চেষ্টা করেনা তাহলে তার জীবনে কিভাবে সফলতার প্রভাব ফেলবে।

সফলতার প্রান্তে যেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে এবং স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন অনুযায়ী যে অগ্রসর হবে সেই সফলতা অর্জন করবে আপনার সফলতার সংজ্ঞা অনুসারে আর এটাই স্বাভাবিক।

আমি এখনো সফলতার দ্বারপ্রান্তে কৌশল নেই তবে আপনার পরিশ্রম চালিয়ে যাচ্ছেন একদিন সেই পরিশ্রমের ফল আপনাকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেবে। আপনার এই পরিশ্রমকে আমরা সবসময় সম্মান করি।

আপনি আপনার বন্ধুদেরকে সফলতার বার্তা হিসেবে যেগুলো উল্লেখ করেছেন তার সত্যিই অতুলনীয়। কেননা একজন ব্যক্তি যখন সুপরামর্শ পায় এবং সেই পরামর্শকে কাজে লাগায় অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমে একই সাথে ধৈর্য ধরতে পারে সেই কঠিন মুহূর্ত গুলোর সময় তবেই সে এক সময় সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। আপনার পোস্ট টি অনেক সুন্দর হয়েছে। (ধন্যবাদ)

 last year 

অবশ্যই ভাই কিছু পেতে হলে অবশ্যই আমাদেরকে কিছু হারাতে হবে আর সফলতা অত সহজে আমাদের মাঝে আসবে না যদি আমাদের ধৈর্য আমাদের পরামর্শ এগুলো সঠিকভাবে কাজ না লাগে

 last year 

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

সেই সাথে প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি খুব নিখুঁতভাবে দেয়ার চেষ্টা করেছেন যেটা আমি আপনার পোস্ট করে বুঝতে পারলাম।

একজন মানুষের জীবনে যদি সফলতার সংজ্ঞা সম্পর্কে কোন ক্ষুদ্র জ্ঞান না থাকে তাহলে তার জীবনের সফলতা আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়।

আপনি নিজে কখনোই নিজেকে সফল ব্যক্তি মনে করেন না কারণ আপনি বলেছেন আপনি সফলতা নিয়ে কখনোই কিছু করেননি।

সফলতা নিয়ে আপনি অনেকগুলো বার্তা আমাদের সাথে শেয়ার করেছেন। যেগুলো পড়ে আমার কাছে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ এই বার্তাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,,, সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক। ভালো থাকবেন।

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য এবং অবশ্যই আমায় চেষ্টা করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর অবশ্যই কনটেস্টটিতে আমি পার্টিসিপেট করেছি এমন কিছু শেয়ার করার চেষ্টা করেছি যেটা আসলে আপনাদের কাজে লাগে

 last year 

ভাইয়া আপনি সফলতার সংজ্ঞা খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সফলতার কোন শর্টকাট মন্তব্য বা শর্টকাট রাস্তা নেই। সফলতার কোন নির্দিষ্ট বয়স নেই। নিদিষ্ট সময় নেই,,,নিদিষ্ট কোনো কাজ ও নেই,,, সফলতার কোনে একটি সংজ্ঞা হতে পারে না ,,,

সফলতা একক জনের কাছে একক রকম কারো কাছে সম্পদ,, কারো কাছে প্রিয় মানুষ আবার কারো কাছে রাজনৈতি ইত্যাদি ইত্যাদি হতে পারে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সফলতা নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং সুন্দর সুন্দর বিষয় নিয়ে উপস্থাপন করেছেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57893.29
ETH 3130.56
USDT 1.00
SBD 2.44