Incredible India monthly contest April #01|Share My favorite hobbies.
ঠিক তেমনি আমারও একটি শখ রয়েছে যেটা পূরণ করার জন্য আমি কঠোর পরিশ্রম করছি যেন সেটা আমি বাস্তবে দেখতে পাই এবং তার মজা নিতে পারি।
খুব ভালো লাগছে আজকে আমার পছন্দের একটি শখ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদেরincredible India community কে এত সুন্দর একটি কনটেস্টের আয়োজন করার জন্য।
যেখানে আমরা সকল ইউজার আমাদের পছন্দের শখ গুলো শেয়ার করতে পারব অবশ্যই প্রত্যেকটি মানুষের মনে এমন কিছু শখ রয়েছে যেটা সে শত বাধা-বিপত্তির মধ্য দিয়েও তৈরি করতে চাই।
1.What are your favorite hobbies?
- আমার প্রিয় শখ আমি এমন একটি বাড়ি বানাবো, যেখানে আমি আমার পুরো পরিবারকে নিয়ে একসাথে থাকব। যে বাড়িটি দেখতে অনেক সুন্দর হবে। অবশ্যই আপনারা জানেন আমি একজন প্রবাসী এবং এই প্রবাসের থেকে আর কিছু হোক বা না হোক সবাই চাই তাদের স্বপ্নের একটি বাড়ি বানানো।
এতদিন ধরে প্রবাসে আছি জানিনা আমি কবে আমার স্বপ্নের বাড়িটি তৈরি করতে পারব কবে আমার শখটি পূরণ করতে পারবে যে শখের আশায় এত কষ্ট করছি।
2.What are the reasons behind choosing these hobbies in your favorite list?
আসলে পছন্দের তালিকা আমার এই শখ বেছে নেওয়ার কারণ অনেকগুলোই আছে যেগুলো হয়তো সবগুলো আপনাদের সাথে বর্ণনা করা অনেকটা কঠিন।
তারপরও প্রত্যেকটি মানুষ চাই তারা তাদের সবগুলো পূরণ করতে তাই আমিও চাই আমার এই শক্তি যেন খুব তাড়াতাড়ি পূরণ হয়।
আমি নিজে নিজে কল্পনা করি আমি আমার শখের বাড়িতে তৈরি করার পর আমি সেখানে একটু বিশ্রাম নেব একটু মনের শান্তি ও অশান্তি নিবারণ করবো।
যেখানে আমি একটু শান্ত হয়ে থাকতে পারি, আমি আমার পুরো পরিবারের সাথে থাকতে পারি, যেখানে আমার পরিবার আমার বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে উপভোগ করতে পারি।
আমার স্বপ্নের বাড়িতে এমন একটি জায়গায় তৈরি করতে চাই যেখানে মনোরম পরিবেশ এবং পুরো প্রকৃতি শান্ত থাকে।
আরেকটি সবচেয়ে বড় কারণ আমার একটি সুন্দর বাড়ি বানানোর ইচ্ছে এজন্য যে আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি আমাদের বাড়ির আশেপাশে অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে
যারা আমাদের পাড়া-প্রতিবেশিরাই তৈরি করেছে অনেক সময় তাদের ওই বাড়িতে গিয়ে বসলে একটু কটু কথা শুনতে হয়েছে বা তাদের বাড়িতে যদি কোন করে ফেলেছি খেলার চোটে অনেক বকা খেয়েছি।
তাই ছোটবেলা থেকেই আমার মনে এই চিন্তা ভাবনা আসে যে যদি উপরওয়ালা কোনদিন আমাকে সামর্থ্য দেয় আমিও এমন একটি বাড়ি তৈরি করে দেখাবো যেটা আর 10 জনে দেখে ভালো বলে সুন্দর বলে এমন পরিবেশে তৈরি করব যেখানে সবাই এসে একটু শান্ত হতে পারে।
আমি চাই আমার স্বপ্নের বাড়িতে একটি অত্যাধুনিক বাড়িতে পরিণত হোক যেখানে সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।
যেখানে প্রাকৃতিক আলো ও চারিদিকে সবুজের সমারহ থাকবে নানান রঙের ফুলের বাগিচা থাকবে বাড়ির আঙিনায়।
আমি চাই আমার বাড়ির গেটটি এমন পজিশনে হোক গেট দিয়ে যেকোনো মানুষ ঢোকার সাথে সাথেই যেন তার নাকে নানান ধরনের ফুলের সুগন্ধ যায়।
এমনভাবে বাড়িতে ডিজাইন করব যাতে মানুষ বলে হ্যাঁ আসলেই মামুন অনেক সুন্দর একটি বাড়ি তৈরি করেছে, আমি চাই আমার ওই বাড়ির আঙিনায় আশেপাশের মানুষ এসে বসতে পারে তার জন্য একটি বসারাও তৈরি করার ইচ্ছে রয়েছে।
আরো নানান ধরনের ইচ্ছে রয়েছে আমার স্বপ্নের বাড়ি তৈরীর পর যেটা হয়তো সবগুলো বলা সম্ভব নয়।
3.Do you ever think of or included any of your hobbies as a profession? Describe.
আমার স্বপ্ন টি যদি স্পেশাল হিসাবে ভাবেন আসলে আমি এই পেশাই জড়িত কারণ জানেন আমি একজন প্রবাসী আর প্রবাসে আমি এই বাড়ি বানানোর কাজেই লিপ্ত আছি।
যার জন্য আমি প্রতিনিয়ত দেখি কত সুন্দর সুন্দর বাড়ি তৈরি হয়, আমার নিজের হাত দিয়ে আর শুধু তৈরি হয় না সেই বাড়ির অনেক কাজ নিজের হাত দিয়েই করে থাকি।
তাইতো এই বাড়ি বানানোর স্বপ্ন আরো একটু বেশি গাঢ় হয়ে গিয়েছে যখন এই প্রবাসের মাটিতে এই প্রবাসী দের কষ্টে গড়া সুন্দর সুন্দর বাড়ি গুলো দেখি তখন ভাবি কবে যে আমি আমার একটি বাড়ি তৈরি করতে পারব এত সুন্দর করে।
যাইহোক বন্ধুরা সবাই দোয়া করবেন যেন আমার এই সবটি আমি খুব তাড়াতাড়ি পূরণ করতে পারি সেটা যে কোন মূল্যেই হোক না কেন হয়তো টাকা পয়সার খরচ একটু বেশি লাগবে
তবে ইচ্ছে তো কখনো মরে না সবারই তো স্বপ্ন থাকে তাই আমারও স্বপ্ন আছে। যেন আমি এমন একটি বাড়ি তৈরি করতে পারি যে বাড়িটিতে আমি আমার শেষ দেহ ত্যাগ করতে পারি।
আসলে মৃত্যু যে কার কোথায় হবে বলতে পারেনা কেউ তবে আমারই ছোট ইচ্ছে আছে যেন আমি আমার স্বপ্নের বাড়িতে বানিয়েই তবে মরতে পারি।
যাই হোক আমি আজকে আপনাদের মাঝে আমার একটি প্রিয় শখ সম্পর্কে আপনাদের মাঝে বেশ কিছু আলাপ আলোচনা করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন আর যদি কোন ভুল ত্রুটি কথা বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
সাথে সাথে আমি আমার কয়েকজন বন্ধুদের ইনভাইট করছি তারাও যেন এই কনটেস্ট টিতে পার্টিসিপেট করে তারাও যেন তাদের পছন্দের সবগুলো শেয়ার করতে পারে সবার মাঝে।
@baizid123 @hafizur46n @yoyopk
আজ এই পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে এবং আমার জন্য দোয়া করবেন যেন উপরওয়ালা আমার শরীর স্বাস্থ্য সবসময় ভালো রাখে।
@mamun123456
Join incredible India discord community
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
Hola @mamun123456 me parece maravilloso que tu pasión sea el construir tu casa de ensueño rogare porque te sea cumplido ya que es muy lindo estar con la familia a pesar de encontrarte fuera del pais saludos #miwcc
আশা করি খুব শিগগিরই আপনার স্বপ্নটি পূরণ হবে আর যেহেতু আমি যতটুকু জানি আপনি খুবই তাড়াতাড়ি আপনার স্বপ্নের বাড়িটি বানিয়ে ফেলবেন ও সেই পরিকল্পনা আপনাদের মধ্যে চলছে আপনার জন্য অনেক শুভকামনা রইল আপনার খুবই শীঘ্রই স্বপ্নটি পূরণ হয়ে যাক।
#miwcc
প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাতে চাইবো কন্টেনস্টে অংশগ্রহণ করার জন্য। তারপরে বলবো আপনার শখ অনেক সুন্দর,,,,,, বিশেষ করে একজন প্রবাসী হিসেবে এই শখ খুবই মূল্যবান।
সৃষ্টিকর্তার কাছে দোয়া করি সৃষ্টিকর্তা যেন আপনার এই শখ খুব তাড়াতাড়ি পূরণ করে দেয়। এবং আপনার সেই স্বপ্নের বাড়িতে আপনাকে এসে,,,, বিশ্রাম নেয়ার জন্য,,,, সময় এবং শান্তিটুকু দেয়।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এই মূল্যবান শখের কথা,,,,, আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,,,, ভালো থাকবেন।
#miwcc
আপনার স্বপ্নের বাড়িটি যেন আপনি খুব তারাতারি সম্পন্ন করতে পারেন ইশ্বরের কাছে প্রার্থনা করি ৷ আপনি বিদেশে এতো কষ্ট করে কাজ করে একটি সুন্দর বাড়ি বানানোর অনেক রয়েছে আপনার ৷ একটি বাড়ি যদি মনের মত করে দেওয়া যায় তাহলে অনেক সুন্দর লাগবে নিজেকে ৷ এবং কি সেই বাড়িতে আপনি আপনার পরিবার সহ একসাথে থাকবেন কতই না মজা হবে ৷
যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷ এবং আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো ৷
#miwcc
আপনার সখ এর ব্যাপারে এ জেনে খুব ভাল লাগলো। ইনশাল্লাহ একদিন আপনার সব সখ পূরণ হবে।আর আপনি আপনার পছন্দ করা বাড়িতে শান্তি করে থাকতে পারবেন।ভালো থাকবেন ।ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট তুলে ধরার জন্য।