Best photography:- Some rare photos of a small red ant.steemCreated with Sketch.

in Incredible Indialast year

পৃথিবীটা আসলেই সুন্দর, এই সুন্দর পৃথিবীতে কত ধরনের জীবজন্তু রয়েছে তার হিসেব করা বড় কঠিন এমন অনেক ধরনের পোকামাকড় পাখি রয়েছে, যেটা নাম আমরা অনেকেই জানিনা, বা অনেকেই দেখি নাই।

এ সকল পোকামাকড় এই সকল প্রাণীগুলো আসলে সব জায়গায় সচরাচর দেখা যায় না। আর দেখা গেলেও সেটার পরিপূর্ণ একটা ছবি তোলা অনেক কঠিন।

IMG_20230618_185940.jpg

আসলে কেন বলছি, আজকে পোকামাকড়ের কথা কারণ অবশ্যই আছে। কারণটা হলো আপনাদের মাঝে আজ পর্যন্ত আমি যে বিষয়ের উপর কখনোই পোস্ট করিনি, বা সেরকম কোনো ছবি ওঠাইনি। আজকে পোকামাকড়ের সেই ছবি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

IMG_20230618_185719.jpg

আজকে আপনাদের দেখাতে চলেছি একটা লাল পিঁপড়ের কিছু দুর্লভ ছবি। যেগুলো তুলতে আসলে আমার অনেক পরিশ্রম হয়েছে। তবে জানিনা আর ছবিগুলো ঠিকভাবে ওঠাতে পেরেছি কিনা।

তবে নিজের পক্ষ থেকে যথা সম্ভব চেষ্টা করেছি, কাজ শেষে যখন বাসায় গেলাম। তখন দেখলাম আজকে রান্না বান্না নেই, তাই ভাবলাম মোবাইলটা নিয়ে দেখি একটু জঙ্গলের দিকে গিয়ে। কোন ছবি উঠানো যায় কি? যদি ভালো কিছু ছবি উঠাতে পারি, সে বিষয়ে সম্পর্কে আজকে একটি পোস্ট লিখতে পারবো।

IMG_20230618_190205.jpg
IMG_20230618_185704.jpg

তাইতো মোবাইলটি নিয়ে আমি প্রজেক্টের দিকে আসলাম, প্রথমে এসেই জঙ্গলের দিকে হাটতে চালু করলাম, চোখের সামনে দেখলাম একটা লজ্জাবতী গাছ, তার পাতা মেলে আমার দিকে তাকিয়ে আছে।

ভাবলাম দেখি এই গাছের ভেতর কোন পোকামাকড় আছে কিনা। যদি থাকে তারই ছবি ওঠাবো তখন অনেক সূক্ষ্মভাবে খোঁজার চেষ্টা করছিলাম। কারণ গাছটিও মোটামুটি অনেক ছোট, লজ্জাবতী গাছ খুব একটা বেশি বড় হয় না আমরা সবাই জানি।

IMG_20230618_185913.jpg

ওই গাছের ডালে দেখলাম দুটো লাল পিঁপড়ে চলাফেরা করছে, হঠাৎ করে মনে ইচ্ছে জাগল আজকে এই পিঁপড়ের ছবি উঠাবো। দেখি ছবিগুলো ভালো হয় কিনা।

তখন ক্যামেরাটি বের করে ছবি উঠানোর জন্য চেষ্টা করলাম, আসলে এত ছোট যে তার কোলের কাছে গিয়ে ছবি উঠাতে গেলেই সে দৌড়ে পালিয়ে যাই অন্য ডালে, কি একটা ঝামেলায় পড়লাম একটা ছবি উঠাবো তা উঠাতে পারছি না।

IMG_20230618_185711.jpg
IMG_20230618_185707.jpg
IMG_20230618_185704.jpg

অবশেষে অনেক কষ্ট করে বেশ কয়েকটি ছবি উঠালাম, যেটা আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে।

একটা শুষ্ক ছোট ডালে কিভাবে এই ছোট প্রাণীটি তার মনের গতিতে চলে বেরিয়েছে, সেটা বোঝার একটা বিষয় আছে। আসলে সেটা তার বাসস্থান, আমাদের মানুষের যেমন ঘরবাড়ি রয়েছে। এই সকল প্রাণীদের ঘরবাড়ি এক কথায় ওই গাছের ডাল কিংবা কোন আবদ্ধ এলাকা।

যাই হোক বন্ধুরা ছবিগুলো ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন। আসলে অনেক কষ্ট করে ছবিগুলো আপনাদের মাঝে উপস্থাপন করছি। অবশ্যই আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPkWYVMZfA9Q6rhsM8vr6s2GtfVnJEDNSAVyfhDN2xtHACqc7ZFQUoPFW61BRs...J1uXEcbhbB83zka8gw4r2JhLSJzbmcbyC7J7hGT7HMn39i5xHypsRGbGM5uBnF9QgvxMHdisxp28xDsDmJkedMaJ2FgshAUWQLi8iB7x1tqirx13cWvPEgCWA2.png

প্রত্যেকটি ছবি আমার নিজের হাতেনিজের মোবাইল দিয়ে তোলা
Categoryinsects photography
Locationmalaysia
Camera50 mp
DeviceVivo y76
Captured by@mamun123456

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...i2LbyGrGp3KDwaNNTVPj8pXyBbDECv2RUcQMZUuix3w2ie6U2tSFKHFnMAWiyM3Z4WSs5tmVVZtZLUo3r2H5Kjzj3KJAfwBB9Scd3Y8TwikXP8v6EJiisMZjQA.png

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমার পরবর্তী এমন অদ্ভুত কিছু বিষয়ের উপর পোস্ট নিয়ে। যেটা সবারই অনেক পছন্দের হবে ধন্যবাদ সকলকে।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 last year 

পিঁপড়া ছোট হলেও এর অবদান অনেক রয়েছে ৷ যা আমরা প্রাইমারি স্কুলে থাকতে বাংলা বইয়ে পড়েছি ৷ আর পিঁপড়া আমাদের প্রাকৃতিক পরিবেশের বন্ধু বলা যায় ৷ এরা দল বেধে থাকতে খুবই ভালোবাসে ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65897.19
ETH 2706.68
USDT 1.00
SBD 2.88