A beautiful ants photographysteemCreated with Sketch.

in Incredible Indialast year

কেমন আছেন বন্ধুরা সবাই, অবশ্যই আপনারা ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে আবারো একটি সুন্দর ফটোগ্রাফি পোস্ট নিয়ে।

IMG_20230623_224834-02.jpeg

আজকে যে প্রাণীটির ছবি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। সেটা সম্পর্কে আপনারা সবাই জানেন, সেটা দেখে থাকেন সবসময় তবে এই ছবিটি তোলার বেশ কিছু কাহিনী রয়েছে।

আজকে আপনাদের মাঝে বড় কালো পিপড়ার কিছু ছবি শেয়ার করছি। অবশ্যই আমি আমার মোবাইল দিয়ে উঠিয়ে ছিলাম, এবং সেগুলো অনেক ছোট ছোট দেখা যাচ্ছিল যার জন্য একটু এডিট করে বড় করে কাছে নিয়ে আসলাম, যাতে দেখতে ভালো লাগে।

IMG_20230623_224754-01.jpeg

আসলে পিপড়ার ছবি ওঠাবো এমন কোন চিন্তাভাবনায় ছিল না। বাড়িতে কথা বলছিলাম একটি জায়গায় বসে। হঠাৎ করে মাটির দিকে নজর গেল, এবং দেখলাম একটি কালো পিপড়া হেঁটে চলেছে তার নিজ গতিতে।

ভাবলাম যদি এই পিপড়ার ছবি ওঠায় সেটা কি দেখা যাবে। কারণ এত ছোট একটা প্রাণী, সেটা কি ক্যামেরাবন্দি হবে এটা আমার মনে একটু শঙ্কা ছিল।

IMG_20230623_224814-01.jpeg

যাই হোক অনেক কষ্ট করে তার কাছে যাওয়ার চেষ্টা করলাম। যতই ক্যামেরা তার কাছে নিয়ে যায় সে দৌড়ে অন্য জায়গায় চলে যায়। কিছুতেই ভালো করে ছবি উঠাতে পারছিলাম না। না হলেও ১০ থেকে ১৫ টা ছবি আমি এমনিতেই ডিলিট করে দিয়েছি। কারন সেগুলো তুলতে গেলেই পিপড়া ভেঙ্গে চলে যায় অন্য জায়গায়।

IMG_20230618_184957.jpg
IMG_20230618_184955.jpg

এমতাবস্থায় অবশেষে বেশ কিছু ছবি আমি উঠাতে সক্ষম হয়েছি। আর সেই ছবিগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। কত সুন্দর এই প্রাণীটি দেখতে ছোট হলেও এ প্রাণীটি কিন্তু পরিমাণে আমাদের পৃথিবীতে অনেক বেশি হয়ে থাকে।

পিঁপড়ার জাত অনেক রয়েছে, লাল, কালো, বিভিন্ন পিঁপড়া রয়েছে। তবে এই কালো পিঁপড়া টির কাটার বিষু কিন্তু অনেক বেশি। যদি এ কাউকে কামড় দেয় আসলে এত পরিমাণে জ্বালা করে, যেটা সহ্য করা অনেকটা কষ্টকর।

IMG_20230623_230230.jpg

তবে এই পিঁপড়াটি সব সময় মানুষকে কাটে না, তাকে যদি বেশি পরিমাণে জ্বালাতন করা হয়, তখনই বাধ্য হয়ে তাকে আঘাত করতে বাধ্য হয়।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...i2LbyGrGp3KDwaNNTVPj8pXyBbDECv2RUcQMZUuix3w2ie6U2tSFKHFnMAWiyM3Z4WSs5tmVVZtZLUo3r2H5Kjzj3KJAfwBB9Scd3Y8TwikXP8v6EJiisMZjQA.png

যাই হোক বন্ধুরা বেশ কিছু ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন। কেমন লেগেছে ছবিগুলো ধন্যবাদ সকলকে।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 last year 

আপনি আমাদের মাঝে যে পিঁপড়ার ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন সেগুলো আসলে দেখতে অসাধারণ ছিল। যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ছোট ভাই তোমার সুন্দর মতামতের জন্য

 last year 

পিঁপড়া এত ছোট প্রাণী,,, কিন্তু সে কঠোর পরিশ্রম করে তার খাবার যোগাড় করে। পিঁপড়ার কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষা গ্রহণ করা উচিত!

আপনি খুব সুন্দর পিঁপড়ের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে ফটোগ্রাফি বলে অসম্ভব সুন্দর লাগছিল।

অসংখ্য ধন্যবাদ,, এত ছোট্ট একটা প্রাণীর ফটোগ্রাফি এত সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 last year 

চেষ্টা তো করেছিলাম সুন্দরভাবে শেয়ার করার কিন্তু এর পেছনের পরিশ্রমটাও বেশ অনেক ছিল।

 last year 

আপনার তোলা পিঁপড়ার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাই ৷ আর এই পিঁপড়ার প্রজাতি অনেক রয়েছে আমাদের দেশে ছোট বড় মিলে এই পিঁপড়া গুলো দেখা যায় ৷ তারপর এই পিঁপড়া গুলো বর্ষাকালে খুবই কষ্টে দিন কাটাতে থাকে কারন বর্ষাতে এদের বাসা গুলো ভেঙ্গে যায় ৷ তারপর এরা মিষ্টি জিনিস খুবই পছন্দ করে থাকে কোথাও যদি কোন মিষ্টি জিনিস পরে থাকে দেখবেন সেখানে দল বেঁধে চলে গেছে এই পিঁপড়া গুলো ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পিঁপড়ার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ্য থাকবেন ভাই ৷

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে ছবিগুলো ভালো লেগেছে এটা আমার জন্য একটা বড় প্রাপ্তি

 last year 

Amigo me encantaron tus fotografías de la hormiga se ve excelente y a parte e aprendido mucho sobre ella gracias a su publicación. Saludos y bendiciones.🤗

 last year 

Thank you my dear friend

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63135.01
ETH 2546.56
USDT 1.00
SBD 2.64