শুধু বড়ো লোক হয়ো না// বড় মানুষ হও।

in Incredible Indialast year

আমরা প্রত্যেকটি মানুষই চাই আমাদের জীবনে অনেক ধন-সম্পদ কামাতে, সবাই চাই বড়লোক হতে ,এমনকি কোন ব্যক্তি আছে যে সে চায় না সে বড়লোক হোক।

brock-wegner-o4jSaomEvJk-unsplash.jpg

Src

প্রতিদিন প্রতিনিয়ত আমরা যে কষ্ট করে যাচ্ছি, আমরা যে পরিশ্রম করছি কিসের জন্য অবশ্যই আমরা আমাদের পরবর্তী লাইভটা যেন সুখে শান্তিতে আরামে আসে কাটাতে পারি তার জন্য। অবশ্যই আমাদের ধন-সম্পদ বাড়ানোর জন্য ? আর এই ধনসম্পদ বাড়ানোর জন্য আমরা কত কিছু না করছি আমাদের এই জীবনে।

এমন কোন কি ব্যক্তি আছে যে সে সারা জীবন গরিব থাকতে চাই। সে চায় না ধনী হতে, আমার মনে হয় না এমন ব্যক্তি আপনি এই সমাজে খুঁজে পাবেন।

এখন আপনি বড়লোক হওয়ার জন্য পরিশ্রম করছেন ঠিক আছে। আপনি বড়লোক হয়েও গেলেন কিন্তু বড়লোক হয়ে আপনার লাভটা কি হচ্ছে শুধু কি আরাম-আয়েশে বসে বসে খাওয়াটা বড়লোক হওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল আপনার।

যদি আপনি উঁচু দালানকোঠায় বাস করে আপনার নিচে ঝোপারপট্টিতে থাকা গরীব মানুষের দিকে এতোটুকু পরিমাণে নজর না রাখেন আপনার ওই বড়লোক হওয়ার কোন মানেই আসে না।

joel-barwick-Jcuyr-Hn_ic-unsplash.jpg

Src

ছোট্ট একটা প্রবাদ আছে আপনি শুধু বড়লোক হলেই হবে না আপনার একটা বড় মন হতে হবে যে বড় মনের যারা দ্বারা আপনি সমাজের কল্যাণে কাজে লাগাবেন।

যদি আপনার মনি ছোট হয় তাহলে আপনার ওই বড়লোক হওয়া একেবারেই বৃথা তাই বড়লোক হওয়ার সাথে সাথে অবশ্যই আপনার মনটাও বড় করতে হবে মানুষকে দেওয়ার মতো এমন মনোবল থাকতে হবে।

যদি এমন মনস্তুতি আপনার থাকে তাহলে আপনার বড়লোক হওয়া আপনি মনে করবেন আপনি স্বার্থ আর যদি আপনার নিচু মনের মনে হয় যে শুধু আপনি অপরেরটা নিবেন কিন্তু কাউকে কোন কিছু দিবেন না সেটা আপনার স্বার্থপরতা হয়ে যাবে।

তাই জীবনে শুধু বড়লোক হলেই হবে না, বড় একটা মনও তৈরি করতে হবে। আর এই বড় মন তৈরি করার জন্য অবশ্যই আপনাকে আপনার আশেপাশে ঘুরে দেখতে হবে।

youssef-naddam-iJ2IG8ckCpA-unsplash.jpg

Src

যে কার কি দরকার আছে কার কি প্রয়োজন আছে, কার প্রয়োজনে আপনি একটু হাত লাগাতে পারবেন।যদি এমন খুঁজে খুঁজে আপনি মানুষের কাজে আসেন তাহলেই আপনি বড় মনের একটা মানুষ হবেন।

তাই একটি কথাই বলবো আপনি যতই চেষ্টা করুন যতই মেহনত করুন আপনি যতই সফল ব্যক্তি হন। আপনার জীবনে আপনি যদি কোটিপতি হয়ে থাকেন আপনার ওই কোটিপতি হওয়ার কোন মানে থাকবে না।

যদি আর দশটা মানুষ আপনাকে ভালো না বলে, আর দশটা মানুষ যদি বলে যে ওই ব্যক্তি শুধু রোজগাড়ি করে দেয় কিন্তু ওর মন এতটা ছোট যে কাউকে এক ফটো চার আনাও দিতে রাজি নয়।

তাই আমি মনে করি এর চেয়ে অপমানজনক জীবন আর হতে পারে না এ জীবন রাখার চাইতে না রাখাই অনেক ভালো যদি মানুষ আপনাকে বড় না বলে নিজে নিজেকে বড় বলে কোন লাভ নেই তাই নিজে নিজেকে বড় বলার চেয়ে মানুষ আপনাকে বড় বলুক এমন কাজ করুন এই পৃথিবীতে যতদিন আছে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...i2LbyGrGp3KDwaNNTVPj8pXyBbDECv2RUcQMZUuix3w2ie6U2tSFKHFnMAWiyM3Z4WSs5tmVVZtZLUo3r2H5Kjzj3KJAfwBB9Scd3Y8TwikXP8v6EJiisMZjQA.png

যাইহোক বন্ধুরা আপনাদের সামনে বেশ উপদেশ দিয়ে দিলাম কেউ কিছু মনে করবেন না যদি খারাপ লাগে আর যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পোস্টে।

Best regards
@mamun123456

Sort:  
Loading...

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

জ্বি ভাই। আপনার লিখার সাথে আমি একমত। শুধু আমাদের বড়লোক হলে চলবে না। আমাদের কিন্তু বড় মনের অধীকারিও হতে হবে। আপনার লিখাটি পড়ে অনেক ভালো লাগলো। শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

Amigo pienso que ser un buen hombre no le importaría el dinero que tiene para ayudar a otros y siempre tener en cuenta que no importa tener dinero para ser un buen hombre sino lo importante es ser humilde y poder presentarle una mano amiga a quien en realidad lo necesita. Saludos y bendiciones.🤗

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61639.07
ETH 2982.91
USDT 1.00
SBD 2.46