❤️❤️ভালোবাসা যা দেয়, তার চেয়ে বেশি কেড়ে নেয়।।💗💗steemCreated with Sketch.

in Incredible Indialast year

ভালোবাসা এমন একটি শব্দ, যেটি আমাদের আবেগ ও একটি সুন্দর জীবন পরিপূর্ণ করে তোলে। ভালোবাসা মানেই মানুষের সব দুঃখ কষ্ট নিরাময় করে, একটা গভীর সম্পর্কে একত্রিত করে।

কিন্তু এটা তো আমরা সবাই জানি? ভালোবাসা এই কথাটি যতটা সহজ শুনতে লাগে ততটা সহজ হয় না জীবন চলার পথে। কিছু কিছু সময় একটি পাওয়ার জন্য আমাদের অনেক ধরনের ট্যাগ ও ব্যথা সহ্য করতে হয়।

orlando-allo-qRpOzXWsu3c-unsplash.jpg

Src

💗💗তাইতো বলি ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়।💗💗

একটি ছোট্ট উদাহরণ দেই, আপনার আমার পিতা মাতার সম্পর্কে, একজন পিতা মাতা সবচাইতে কাকে বেশি ভালোবাসে, অবশ্যই তার সন্তানকে। যখন একটি ছোট্ট ঘরে একটি সন্তান জন্মগ্রহণ করে, ওই জন্মগ্রহণ করার পরে ওই সন্তানের প্রতি ভালোবাসা পিতা-মাতার মধ্যে এতটাই গভীর হয়ে যায়। যেটার জন্য তারা সারা পৃথিবীর সব কিছু ছাড়তে রাজি।

একটি সন্তান এই পৃথিবীতে আসার সাথে সাথেই একজন পিতা-মাতার আনন্দের অপ্রতিরোধ্য অনুভূতিতে পূর্ণ হন।

rod-long-y0OAmd_COUM-unsplash.jpg

Src

মাতা পিতা সব সময় চেষ্টা করতে থাকে, যেন তার সন্তানকে সবার থেকে বেশি ভালবাসতে পারে। তারা তার যত্ন ও সুরক্ষা সব দিকেই খুবই মনোযোগ সহকারে পালন করে।

তবে কিছু কিছু সময় এই গভীর ভালোবাসা জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়, মাতা পিতার। এমন কিছু পরিস্থিতি সামনে চলে আসে, যে পরিস্থিতিতে ওই সন্তানের জন্য পিতা-মাতা তাদের সর্বস্ব দিতে রাজি। তাদের সম্পদ তাদের শক্তি সবটুকুই দিয়ে দেয় ওই সন্তানের ভালোবাসায়।

পিতা মাতার যত আশা-আকাঙ্ক্ষা সবকিছুই যেন বিলীন করে দেয় ওই সন্তানের ভালোবাসার ক্ষেত্রে, যখনই ওই সন্তান পৃথিবীতে আসে ওই পিতা-মাতার যে আশা যেগুলো তারা কখনো পূরণ করতে পারেনি, তারা তখন সেটা ভুলে তার সন্তানের দিকে বেশি খেয়াল রাখে। তাদের সন্তানের স্বপ্নটাকে বাস্তবায়িত করতে দিনরাত পরিশ্রম করে।

কখনোই চাইনা তাদের সন্তান অসুখী থাকুক, তাদের সন্তান ব্যথা পাক, কিন্তু এমন এক সময় আসে এত ভালবাসা এত ত্যাগ স্বীকার করার পরও ওই সন্তানের কাছ থেকে তারা অপমান ও ব্যথা পায়। যে ব্যথা তারা কখনোই ভুলতে পারে না।

অবশ্যই আপনি আপনার সন্তানকে ভালবাসুন, অবশ্যই আপনার সর্বস্ব বিলিয়ে দিন। তবে এমনটা ভালো বাসবেন না, যে ভালোবাসার জন্য আপনার সন্তানের কাছ থেকে পরিশেষে শুধু দুঃখই পেতে হয়।

dominik-lange-VUOiQW4OeLI-unsplash.jpg

Src

আমরা যে ভালবাসা দেই এবং গ্রহণ করি তা জীবনকে বেঁচে থাকার জন্য যোগ্য করে তোলে। একজন আরেকজনকে ভালোবাসার এই বন্ধনে থাকার যে আনন্দ যে আবেগ সেটা আর অন্য কোথাও থেকে আসে না। তাইতো সবার উপরেই ভালোবাসা, ভালোবাসা দিয়ে সব কিছুই জয় করা যায়। ভালবাসা দিয়েই একটা নতুন সমাজ গড়া যায়।

❣️❣️সুতরাং, আসুন আমরা আমাদের জীবনে ভালবাসাকে লালন করি, এবং আমরা পাওয়ার চেয়ে বেশি দিতে ইচ্ছুক হই। এটাতেই আমাদের মনকে আমরা শান্ত করতে পারব।❣️❣️

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...i2LbyGrGp3KDwaNNTVPj8pXyBbDECv2RUcQMZUuix3w2ie6U2tSFKHFnMAWiyM3Z4WSs5tmVVZtZLUo3r2H5Kjzj3KJAfwBB9Scd3Y8TwikXP8v6EJiisMZjQA.png

যাই হোক বন্ধুরা ভালোবাসার সম্পর্ক নিয়ে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
Loading...
 last year 

পিতা-মাতা সব সময় তার নিজের সুখের চিন্তা না করে সন্তানের সুখের চিন্তা করে এবং তাদের জীবনের চেয়ে সন্তানকে বেশি ভালোবাসি।

যাইহোক আপনি ভালোবাসা সম্পর্কে অনেক কথা আপনার পোস্টের মাধ্যমে উল্লেখ করেছেন যেটা পড়ে বেশ ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আসলে ঠিক বলেছেন ভালোবাসা দিয়ে সব হয় করা সম্ভব। দুনিয়াতে প্রতিটি মাতা পিতার কাছে সন্তান হল অমূল্য রতন। তাই তো মাতা পিতা সন্তানকে খুব ভালোবাসে। এজন্য মাতা পিতার কাছে সন্তানের প্রথম দাবি হল সন্তানকে মাতা পিতা নিজের উপর বোঝা মনে করবে না । আরাম-আয়েশ সুখ-সম্ভোগের পথে সন্তানকে অন্তরায় মনে করবে না।

বরং সন্তান যে আল্লাহ তাআলার অমূল্য নেয়ামত একথা মাতা-পিতা স্মরণে রাখবেন । মনে রাখতে হবে পৃথিবীতে আম্মু আব্বু ডাক শোনার সৌভাগ্য সবার হয়না । আল্লাহ অসীম অনুগ্রহ করে সন্তান দান করে থাকেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালোবাসা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরার জন্য ভালো থাকবেন ভাই

 last year 

আসলেই আপনি একদম ঠিক বলেছেন,, একজন পিতা মাতার কাছে তার সন্তানের ভালোবাসাটা সবচাইতে গুরুত্বপূর্ণ! সন্তান যদি কিছু চায় তাহলে পিতা মাতার সর্বোচ্চ দিয়ে,, সেটা দেয়ার চেষ্টা করে!কারণ তারা চায় তাদের সন্তানের মুখে হাসি ফুটুক।

আপনার লেখাটা পড়ার পড়ে শেষে,, আপনি যেই লেখাটা লিখেছেন! সেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে! হ্যাঁ আমাদের প্রত্যেকেরই উচিত ভালোবাসা দিয়ে আমাদের সমাজকে নতুন ভাবে গড়ে তোলা! আমাদের প্রত্যেকেরই উচিত ভালোবাসার মধ্যে পাওয়ার আশাটা কম করা,, বরং নিজের সবকিছু দিয়ে নিজের প্রিয় মানুষ গুলোকে অনেক বেশি ভালোবাসা।

ভালোবাসা নিয়ে আপনি খুবই সুন্দর একটা টপিক আজকে আমাদের সাথে তুলে ধরেছেন! যেটা আসলে আমাদের প্রত্যেকের জানা খুব প্রয়োজন! অসংখ্য ধন্যবাদ আপনাকে,, এই টপিক টা আমাদের সাথে আলোচনা করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

 last year 

ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় কথাটা ভাই একদম সত্যি ৷ আর প্রতিটি পিতামাতা চায় তার সন্তান অনেক সুখে থাকুক ৷ তাদের সন্তানের সব আবদার সঠিক ভাবে পালন করার চেষ্টা করে থাকে ৷ কিন্তু কোন এক সময় সেই সন্তান তার পিতামাতাকে চিনে থাকে না ৷ অনেক ব্যাথা কষ্ট দিয়ে থাকে তাদের মনে ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

Amigo es verdad el amor que los padres le dan a su hijo es como una alegría que se siente por dentro y que se debe cultivar cada día. Bonito artículo amigo. Saludos y bendiciones.🤗

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68423.64
ETH 2659.46
USDT 1.00
SBD 2.71