শিক্ষার অন্তহীন যাত্রা, যেখানে বয়সের কোন সীমা নেইsteemCreated with Sketch.

in Incredible Indialast year

আমাদের এই সুন্দর পৃথিবীতে যে জিনিসটি ক্রমগত প্রত্যেকটি মানুষকে বিকাশিত করে, সেটা হল শিক্ষা। যে শিক্ষা প্রতিনিয়ত আমাদের সামনে এমন চ্যালেঞ্জ নিয়ে আসে, আর এমন কিছু সুযোগ আমাদের মাঝে উপস্থাপন করে। যেটা কল্পনাহীন এবং এই শিক্ষা বিভিন্ন বিষয়ে অন্বেষণ করা শেখায়।

আপনি অবশ্যই খেয়াল করে দেখবেন একটি জিনিসই স্থির থাকে, আমাদের এই সুন্দর পৃথিবীতে, সেটা হলো শেখার আগ্রহ। শেখা কখনোই পরিবর্তন হয় না, সেটি যেকোনো সময় যেকোনো বয়সে হয়ে থাকে।

অনেকেই ধারণা করে শিক্ষার মনে হয় একটা সময় নির্ধারণ করা আছে। যে সময়ের পর আর নতুন কিছু শেখা যাবে না, কিন্তু এটি একেবারেই ভুল ধারণা সত্য হলো এটা শেখার কোন শেষ সীমানা নেই।

তাই আমি মনে করি কোন কিছু নতুন শেখা জন্য আপনার বয়স কখনোই বাধা হয় না, আপনি সেটি যে কোন বয়সের শিখতে পারেন। যে কোন বয়সে করতে পারেন। যে শিক্ষা আমাদের জীবনকে উন্নত করে আমাদের জ্ঞান ও দক্ষতা বাড়ায় সেটা অনন্তহীন।

IMG_20230707_234901.jpg

শিক্ষাব্যবস্থার বেশ কয়েকটি ধাপ

প্রযুক্তির সাথে পরিবর্তনশীল শিক্ষা ব্যবস্থা:-
একটি সময় ছিল, যে সময়টা আমরা শিক্ষা অর্জন করতাম। সেই সময় আমাদের শিক্ষা ছিল আনুষ্ঠানিক শিক্ষার সমার্থক। যেটি বর্তমানে আমাদের মাঝ থেকে চলে গিয়েছে নতুন প্রযুক্তি আসার কারণে।

টেকনোলজি আসার কারণে আমাদের এই শিক্ষা যেন একটা খেলার মাঠ হিসাবে পরিণত হয়েছে। যেখানে যে যার মত শিখতে পারবে বিভিন্ন উপায়ে । আপনি চাইলে বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন কোর্স সম্পূর্ণ করতে পারবেন ঘরে বসেই।

আবার এমন কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এই শিক্ষা ব্যবস্থার জন্য। যেখানে একজন শিক্ষার্থী অন্য একজন শিক্ষার্থীর সাথে সহজেই যোগাযোগ তথ্য আদান প্রদান করতে পারবে।

তাই বর্তমানে শিক্ষা ব্যবস্থা তার ঐতিহ্যগত সীমানা অতিক্রম করে, যে কোন বয়সের মানুষের জন্য একটা ভালো কিছু শিক্ষার সুযোগ করেছে। যে অসীম যাত্রায় প্রত্যেকটি মানুষ এখন শিক্ষিত হওয়ার সুযোগ রয়েছে যেকোনো বয়সে।

aleksandra-jarocka-FrU56-5P-wo-unsplash.jpg

Src

আজীবন শেখার বিশেষ কিছু সুবিধা:-
আমরা যদি প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষা সম্পর্কে শিখি সেটা আমাদের সমাজে আমাদের বিকাশিত হওয়ার জন্য একটা বড় ভূমিকা পালন করবে ।সাথে সাথে আমাদের দৈহিক ও শারীরিক দিক থেকেও উপকার করবে।

অনেক গবেষণায় দেখা গিয়েছে একটি মানুষ যদি সব সময় নতুন জ্ঞানের পেছনে ছুটে, নতুন কিছু শেখার পেছনে ছুটে, তার মস্তিষ্ক তার ব্রেন সবসময় চালু থাকে। সাথে সে নতুন কিছু করার উদ্যোগ গ্রহণ করতে পারে।

যেখানে একটি মানুষ তার বুদ্ধি তার জ্ঞান ও তার আত্মবিশ্বাস বিকাশিত করতে পারে পুরো বিশ্বে।একটি পরিবর্তনশীল বিশ্বে উন্নত অভিযোজন ক্ষমতার দিকে পরিচালিত করতে পারে।

element5-digital-OyCl7Y4y0Bk-unsplash.jpg

Src

সকল বয়সের জন্য নতুন কিছু শিক্ষার সুযোগ:-
যদি একটি মানুষ যেকোনো কিছু শেখার সৌন্দর্য অনুভব করতে পারে তার জীবনে। সে সব সময় হাসিখুশি থাকবে সুখে থাকবে।

যে শিক্ষা বর্তমানে সকল বয়সের জন্য উপলব্ধ, বর্তমানে আপনি যদি চান নতুন কিছু শেখার আপনি বিভিন্ন উপায়ে শিখতে পারেন। প্রথমত আপনার আনুষ্ঠানিক শিক্ষা, তারপর যে কোন কমিউনিটি সেন্টার বা অনলাইন প্লাটফর্মের মাধ্যমে আপনি নতুন নতুন কিছু শিখতে পারেন।

ভাবুন তো আপনি মাত্র একটি ভাষা জানেন, আপনার মনে যদি ইচ্ছে জাগে আপনি নতুন আরেকটি ভাষা শিখবেন। সেটাও তো আপনার জীবনের একটা বড় অর্জন একটা বড় শিক্ষা। তাই আমি মনে করি প্রতিটি বয়সের জন্য শেখার সুযোগ রয়েছে।

siora-photography-ZslFOaqzERU-unsplash.jpg

Src

আজীবন শেখার শক্তি:-
আমাদের পুরো জীবনব্যাপী শিক্ষার রূপান্তরকারী শক্তি আছে, শুধুমাত্র যেকোনো একটি ব্যক্তির জন্য নয়, সমগ্র সমাজের জন্য। যখন একজন ব্যক্তি শিখতে থাকে, তখন তারা এবং তার সম্প্রদায়ের বৃদ্ধি এবং অগ্রগতিতে অবদান রাখে।

তাই পরিশেষে একটি কথাই বলবো, আপনি যে কোন বয়সে যে কোনো সময়ে শিখতে পারেন। নতুন কিছু শিখলে আপনার জীবন সবসময়ই সুন্দর ও সুশীল থাকবে। আপনার মস্তিষ্ক ভালো থাকবে, আপনার ব্রেন শক্তি ভালো থাকবে। একটা কথায় আছে না যে কোন কিছু করা অভ্যস্ত থাকলে তার ওপর একটা অন্যরকম আগ্রহ চলে আসে।

DecorativeDivider100-2400px.png

ধন্যবাদ বন্ধুরা বেশ কিছু কথা শেয়ার করলাম আপনাদের মাঝে শিক্ষা সম্পর্কে। আশা করি আপনাদের ভাল লাগবে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার পোস্ট টা পড়ে অনেক কিছু জানতে পারলাম। আসলে ঠিক শিক্ষার কোন বয়স নেই। শিক্ষা যেকোনো বয়সেই অর্জন করা যায় যদি ইচ্ছে থাকে। তাই আপনি যে কোন বয়সে যে কোনো সময়ে শিখতে পারেন। নতুন কিছু শিখলে আপনার জীবন সবসময়ই সুন্দর ও সুশীল থাকবে। আপনার মস্তিষ্ক ভালো থাকবে, আপনার ব্রেন শক্তি ভালো থাকবে। একটা কথায় আছে না যে কোন কিছু করা অভ্যস্ত থাকলে তার ওপর একটা অন্যরকম আগ্রহ চলে আসে। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ভালো থাকবেন ভাই

 last year 

Amigo tienes mucha razón nunca es tarde para aprender y la educación es muy importante para nuestro desarrollo como personas. Saludos y bendiciones.🤗

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74