বন্ধুত্বের সৌন্দর্য, যে বন্ধন আজীবনের।।।steemCreated with Sketch.

in Incredible Indialast year

যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনার জীবনে আপনি কোন সম্পর্কটি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। তাহলে অবশ্যই আমার মনে হয় বন্ধুত্বের এই সম্পর্কটি, আপনার জীবনের বড় ভূমিকা রাখবে।

প্রত্যেকটি মানুষের জীবনে বন্ধুত্বের সম্পর্ক পবিত্র সম্পর্ক, যে সম্পর্কের কোন শেষ নেই। বন্ধুত্বের সম্পর্ক আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটি আমরা চাইলেও দূর করতে পারবো না।

helena-lopes-PGnqT0rXWLs-unsplash.jpg

Src

প্রকৃত বন্ধুরা সবসময় আমাদের সাহায্য সমর্থন ও আত্মীয়তার গভীর অনুভূতি প্রদান করে। সব সম্পর্কের চেয়ে সবচেয়ে কঠিন বন্ধনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক। যেকোনো পরিবর্তন ও আমাদের জীবনের সাফল্যের জন্য বন্ধুত্বের একটা বড় অংশ কাজ করে আমাদের পার্সোনাল লাইফে।

এই মধুর সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা আমাদের জীবনকে আরো সুন্দর এবং সমৃদ্ধশালী করে তোলে। বন্ধুত্বের এই মধুর সম্পর্ক এমনি এমনি তৈরি হয় না। সবাই প্রকৃত বন্ধু হতে পারেনা আমাদের এই লাইফে । হাতেগোনা কয়েকজন প্রিয় বন্ধু হয়, যাদের আমরা মনেপ্রাণে ভালোবাসি যাদের মনে প্রানে বিশ্বাস করি।

বন্ধুত্ব সম্পর্কে সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী বন্ধন সেটাই, যেটা আমাদের অভিজ্ঞতাকে ভাগ করার সুবিধা দিয়ে থাকে। যে অভিজ্ঞতা ভাগ করার কারণে আমরা আমাদের জীবনকে আরো সুন্দর এবং শক্তিশালী করে তুলতে পারি।

helena-lopes-1m2LQEonm2A-unsplash.jpg

Src

একজন প্রকৃত বন্ধু সেই যে আমার সাফল্যে আনন্দ উপভোগ করে। আমার কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে তার মূল্যবান সময় ও তার জীবনের স্মৃতি গুলো শেয়ার করে। তার অভিজ্ঞতা সে তার অভিজ্ঞতায় কি শিখেছে কি পেয়েছে কি হারিয়েছে সেগুলো ভাগ করে একে অপরের মাঝে। সেখান থেকে নিজেও কিছু অভিজ্ঞতা লাভ করা যায়।এই ভাগ করা অভিজ্ঞতাগুলি সংযোগ এবং বোঝার গভীর অনুভূতি তৈরি করে।

একটি মধুর বন্ধুত্বের সম্পর্কে শর্তহীন ভালোবাসা থাকে, যেখানে কোন শর্ত থাকে না। সবকিছুই উন্মুক্ত থাকে, তার জীবনের টানাপোড়া তার জীবনের যত দুঃখ বেদনা সবকিছুই একে অপরের মাঝে শেয়ার করে।

priscilla-du-preez-VTE4SN2I9s0-unsplash.jpg

Src

প্রকৃতপক্ষে সত্যিকারের বন্ধু তারাই যারা এই বন্ধুত্বের সম্পর্কে কোন শর্ত রাখেনা, সত্যিকারে বন্ধু যে কোন পরিস্থিতিতে আমাদের পাশে দাঁড়াই। আমাদের সমর্থন করে। তাই সেটি আমার ভুল হোক বা ঠিক হোক সব সময় তাকে ছায়ার মত কাছে পাওয়া যায়।

বন্ধুত্বের সম্পর্ক মূলত একটি বিশ্বাসের উপর তৈরি হয়। যে বিশ্বাস একে অপরকে আরো মজবুত এবং শক্তিশালী করে। যে বিশ্বাসের কারণে চোখ বুঝেই তার সাথে সবকিছুই প্রকাশ করা যায়।এই বন্ধুত্বের সমর্থন ব্যবস্থা আমাদের জীবনের উত্থান-পতনে নেভিগেট করতে সাহায্য করে।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbJriBZCi3tAWwVHssWzpCE1JjKKa6eexpRuASfg5B8PQFGmNckfvdXDn3tx7Dw...3meAuoUM9Hu3UYNYuVuWHvT4h9EHkZyZVnZNo59q94FRsqBZij6Ycrc6YoDxg9YYDZdofoDEki99J4gUm1uX6QCj1H7xd7HNCKy8egBbey4CULwgMytBE6trcn.png

যাই হোক বন্ধুরা, আপনাদের সামনে বন্ধুত্বের এই সুন্দর সৌন্দর্যের কিছু বিষয় তুলে ধরলাম। আশা করি আপনাদের বেশ ভালই লাগবে সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

প্রকৃত বন্ধুরা সবসময় আমাদের সাহায্য সমর্থন ও আত্মীয়তার গভীর অনুভূতি প্রদান করে। সব সম্পর্কের চেয়ে সবচেয়ে কঠিন বন্ধনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক। যেকোনো পরিবর্তন ও আমাদের জীবনের সাফল্যের জন্য বন্ধুত্বের একটা বড় অংশ কাজ করে আমাদের পার্সোনাল লাইফে।

  • প্রথমে আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এই লাইনটি লেখার জন্য কারণ এই লাইনটির সাথে আমি সম্পূর্ণ একমত এবং আমার লাইফে এই ধরনের বাস্তব অভিজ্ঞতা রয়েছে।
 last year 

একটি মধুর বন্ধুত্বের সম্পর্কে শর্তহীন ভালোবাসা থাকে, যেখানে কোন শর্ত থাকে না। সবকিছুই উন্মুক্ত থাকে, তার জীবনের টানাপোড়া তার জীবনের যত দুঃখ বেদনা সবকিছুই একে অপরের মাঝে শেয়ার করে‌ ।

**ভাই আপনার‌লেখার সাথে আমি সহমত পোষণ করছি। স্বার্থহীন বন্ধুত্বগুলো সারা জীবন টিকে থাকে। আর কোন সম্পর্কের ভিতরে যদি স্বার্থ ঢুকে যায় তাহলে ওই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয় না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুত্বের সৌন্দর্য নিয়ে লেখা আর্টিকেলটি অসাধারণ হয়েছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61152.47
ETH 2665.18
USDT 1.00
SBD 2.55