যার নেশা আর পেশা মিলে যায়, তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে?

in Incredible Indialast year

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার সকল স্টিমিট বন্ধুরা, অবশ্যই আপনারা অনেক অনেক বেশি ভাল আছেন। আর যদি আপনার খারাপ সময় যায় দোয়া করি সেটি ভালো হয়ে যাক।

খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি, অবশ্যই যারা আমার এই পোস্টটি পড়ছেন, মনোযোগ সহকারে প্রত্যেকটি লেখা পড়বেন। আমার মনে হয়, আপনারা এটা থেকে একটা খুব ভালো ধারণা পাবেন আমাদের জীবন গড়ার ক্ষেত্রে।

aziz-acharki-U3C79SeHa7k-unsplash (1).jpg

Src

প্রত্যেকটি মানুষের একটানা একটা জিনিসের ওপর আকর্ষণ বেশি থাকে, সেটা হোক কোন কাজ বা হোক তার পার্সোনাল লাইফের এমন কোন বিষয়।যেটা সে সবসময় করতে অনেক বেশি ভালোবাসে।

তারই ধারাবাহিকতায় আজকে, আমি আপনাদের মাঝে আমাদের মনুষ্য জাতির নেশা ও পেশা সম্পর্কে কিছু বিষয় শেয়ার করার চেষ্টা করলাম।

নেশা

এক একজনের এক এক ধরনের নেশা থাকে, আর সে নেশা বিভিন্ন প্রকারের হয়। যেমন ধরুন কারোর কারোর অনেক বেশি কাজ করার নেশা থাকে, যেটার মাধ্যমে সে অনেক বেশি অর্থ ইনকাম করার চিন্তাভাবনা আর রাখে তার জীবনে।

আবার কারোর দূর দূরান্তে ঘুরে বেড়ার নেশা থাকে, সে চাই সারা পৃথিবীটা সে ঘুরে দেখতে, প্রত্যেকটি স্থান পর্যবেক্ষণ করে সেটা থেকে সে নতুন কিছু শিখতে।

এই নেশার কথা যদি বলতে হয় প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা নেশা আছে, তাই সে যেটাই করুক না কেন তার সর্বশেষ যে আশাটি থাকে সেটা হল সে জীবনে স্বাবলম্বী হতে চাই।

brooke-cagle--uHVRvDr7pg-unsplash.jpg

Src

আপনার জীবনে কি নেশা রয়েছে আমি সেটা কখনোই বলতে পারব না। সেটা আপনিই ভাল জানেন, কোন জিনিসটি করতে আপনি বেশি পছন্দ করেন। কোন জিনিসটিতে আপনি বেশি কমফোর্টেবল মনে করেন, যেটা সব সময় আপনার ভালো লাগে।

যদি আমি আমার নিজের নেশার কথা বলি, সর্বপ্রথম তো আমি আপনাদের মাঝে প্রতিদিন এমন ভাবেই বিভিন্ন উপদেশমূলক কথা শেয়ার করতে চাই। পাশাপাশি অবশ্যই আপনারা জানেন আমি গেম খেলতেও অনেক বেশি পছন্দ করি, সাথে কিছু কিছু সময় গান ও গেয়ে থাকি। এটা আমার নেশা। আমি এটা করতে অনেক বেশি ভালোবাসি তাই সেটা যে কোন পরিস্থিতিতে।

আমি যেটাই করি না কেন দিন শেষে কিন্তু আমি অবশ্যই এটা হিসাব করি আজকের দিনে আমার কত রোজগার হলো তাই সেটা আমি গেম খেলে হোক বা ব্লগিং করে হোক। এমন হিসাব শুধু আমি নয় প্রত্যেকটি মানুষই করে।

পেশা

ভাবুন তো কেমন হবে? আমি যেগুলো করতে ভালোবাসি সেটা কোন এক সময় যদি আমার পেশায় পরিণত হয়। তখন আমি সেটাতে আনন্দিত হবো নাকি দুঃখী হব?

আমি হলপ করে বলতে পারি আমি অবশ্যই অনেক অনেক বেশি আনন্দিত হব। কারণ যেটার প্রতি আমার নেশা বেশি সেটা যদি আমার পেশায় পরিণত হয়, যদি আমার ভাগ্য বদলানোর ক্ষেত্রে সেটা কাজে লাগে তাহলে আমি কেন আনন্দিত হবো না।

কোন এক সময় আমি মোবাইলে বিভিন্ন ধরনের মুভি নাটক এগুলো দেখতে অনেক বেশি পছন্দ করতাম। আর এভাবে ঘাটাঘাটি করতে করতে যখন আমি এই স্টিমেট প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে পারলাম। তখন আমি এখানে জয়েন হলাম এবং এখানে প্রতিদিন ব্লগিং করা শুরু করলাম।

averie-woodard-5d20kdvFCfA-unsplash.jpg

Src

আস্তে আস্তে এই সাইটে কাজ করা যেন আমার নেশায় পরিণত হয়ে গেল। আর সে নেশা এই পর্যায়ে এসে এক প্রকার পেশায় পরিণত হয়েছে। কারণ আমি নেশা করে প্রতিদিন ব্লক করতাম ভিডিও বানাতাম, সেখান থেকে আমি অবশ্যই রোজগার করতে পারতাম, আর এখন এই সময় এসে সেই রোজগারটি আমার অনেক অনেক বেশি কাজে লাগছে।

যেটা হয়তো আমি অন্য কোন কাজ করে পেতাম না, তাহলে বুঝতেই পারছেন আমার এই নেশা এখন পেশায় পরিণত হয়েছে। আমি একদিন যদি এই প্লাটফর্মে কোন কিছু না শেয়ার করি নিজের কাছে যেন অনেক বেশি খারাপ লাগে।

ঠিক এমনই আপনি যেটি পছন্দ করেন যেটার প্রতি আপনার আকর্ষণ বেশি। সেটা যদি কোন এক সময় এসে পেশায় পরিণত হয়ে যায়, অবশ্যই আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করবেন কারণ এমন কপাল সবার জোটেনা।

যে মানুষটি যেটা পছন্দ করে, আমরা সবাই সেটা পায় না। সেটা আমাদের কোন না কোন এক সময় আমাদের থেকে অনেক দূরে চলে যায়, সেটা পেশায় পরিণত কখনোই হয় না।

কিন্তু আমার মত কিছু সৌভাগ্যবান মানুষের নেশা পেশায় পরিণত হয়, সেটার জলজ্যান্ত প্রমাণ আমি নিজেই।

উপসর্গ

সর্বশেষ একটি কথাই আমি আপনাদের মাঝে বলবো, আপনার জীবনে আপনি যেটাই করুন না কেন অবশ্যই ভবিষ্যতের চিন্তাও একবার করবেন। আপনি যেটি এখন করছেন আপনার ভবিষ্যতে কি সেটি আদেও আপনার কোন কাজে আসবে কিনা।

যদি এই সময়টায় আপনি যেটি করছেন, পরবর্তীতে সেটা আপনার জীবনের ভাগ্যের চাকা ঘোরাতে কিছুটা হাত বাড়িয়ে দেয়। তাহলে নিঃসন্দেহে আপনি সেটা করতে পারেন।

যখনই আপনার নেশা ও পেশা একই লাইনে দাঁড়াবে, আপনি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করবেন। আর এই সৌভাগ্য সবাই পায় না, তাই যেটাই নেশা করুন না কেন সেটা পেশায় পরিণত করার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনটা অনেক অনেক বেশি সুখময় হয়ে উঠবে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...i2LbyGrGp3KDwaNNTVPj8pXyBbDECv2RUcQMZUuix3w2ie6U2tSFKHFnMAWiyM3Z4WSs5tmVVZtZLUo3r2H5Kjzj3KJAfwBB9Scd3Y8TwikXP8v6EJiisMZjQA.png

আজাই পর্যন্ত বন্ধুরা কেমন লেগেছে আজকের এই যুক্তিপূর্ণ কথাগুলো, অবশ্যই কমেন্টস এর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করবেন। যদি কোন ভুল ত্রুটি কথা বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ধন্যবাদ সকলকে।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 last year 

ভাবুন তো কেমন হবে? আমি যেগুলো করতে ভালোবাসি সেটা কোন এক সময় যদি আমার পেশায় পরিণত হয়। তখন আমি সেটাতে আনন্দিত হবো নাকি দুঃখী হব?

  • অবশ্যই এটি আনন্দিত হওয়ার মত একটি বিষয় বটে। কারণ যেটা একটা সময় হয়তোবা শুধুমাত্র আনন্দ বা নেশায় সীমাবদ্ধ ছিল। ঠিক সেখানেই আবার পেশা যুক্ত হয়েছে।

  • খুবই ভালো এই দুইটির মিশ্রণ হওয়া। কারণ যে জিনিসটার প্রতি মানুষ নেশাগ্রস্থ অবশ্যই সেইটার প্রতি অনেক বেশি আগ্রহ বা আকর্ষণ থাকে।

  • আর এক্ষেত্রে যদি বিষয়টা পেশার সাথে মিলে যায়, তাহলে সেখানে উন্নতির পথটা সুগম হয়। এটা জানতে পেরে আরো ভালো লাগলো যে এ বিষয়টি আপনার ক্ষেত্রেই ঘটেছে।
 last year 

আপনি অনেক সুন্দর ভাবে লিখেছেন ভাই আর এটা ঠিক বলেছেন যে যার নেশা আর পেশা মিলে যায় সেই সৌভাগ্য হয় ৷ কারন প্রথমত নেশা টাই নির্ভর করে থাকে তার পেশা টার উপর ৷ আর একটা জিনিসের প্রতি নেশা না থাকলে সেই কাজে মন বসবে না সহজেই ৷ যার জন্য প্রয়োজন নেশা আর নেশা থাকলেই পেশায় মন বসবে খুব সহজেই ৷ আর পেশা যখন নেশায় পরিনত হবে এমনিতেই জীবনে সাফল্য অর্জন করা যাবে ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

Amigo es verdad debemos sentirnos afortunado lo que hacemos por estamos construyendo nuestro futuro siempre y cuando nos alineamos con nuestra carrera. Bonito artículo. Saludos y bendiciones.🤗

 last year 

Thank you so much for replying my blog

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.12
JST 0.027
BTC 63049.68
ETH 3022.53
USDT 1.00
SBD 2.50