"CONNECT" হরর মুভি রিভিউ
হ্যালো স্টিমিয়ামস সবাই কেমন আছেন আশা করছি মহান সৃষ্টিকর্তা রহমতে আপনারা সকলেই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক অনেক ভাল আছি।
কাল রাতে অনেকদিন পর একটি হরর মুভি দেখেছি, অনেকে হয়তো ভাবতে পারেন হরর মুভি দেখেছি তাও আবার রাতে। আসলে আমি হরর মুভি সব সময় রাতেই দেখি, কারণ হরর মুভি দেখে যদি একটু ভয়ই না পাই তাহলে সেই হরর মুভি দেখার কোন মানেই হয় না।
আমার কাছে বিশেষ করে ইন্ডিয়ান হরর মুভি গুলো খুবই ভালো লাগে। ইন্ডিয়ান হরর মুভি গুলোর সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে তাদের এডিটিং এবং অভিনয় আমার কাছে সবসময়ই অনেক বেশি ভালো লাগে, তাই হরর মুভির ক্ষেত্রে আমার কাছে ইন্ডিয়ান মুভি গুলোই সবার উপরে জায়গা পায়।
আজ আমি আপনাদের মাঝে যেই মুভিটি রিভিউ করব এই মুভিটি ২০২২ সালের শেষের দিকে রিলিজ হয়েছে তাই এই মুভিটিকে মোটামুটি নতুনই বলা চলে। মুভিটির কাহিনী এবং হরর ইফেক্টগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে তাই চিন্তা করলাম এই মুভিটির রিভিউ আজ আপনাদের মাঝে উপস্থাপন করব।
যারা এই মুভিটি দেখেননি তাদের উদ্দেশ্যে বলবো তারা অবশ্যই এই মুভিটি একবার হলেও দেখবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই মুভিটি আপনারা যেকোনো মুভি ডাউনলোড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। তাহলে বন্ধুরা চলুন বেশি দেরি না করে শুরু করা যাক।
"CONNECT"
সিনেমা | CONNECT (২০২২) |
---|---|
পরিচালক | আসুইন সারাভনান |
রচয়িতা | রামকুমার কাভিয়া, আসুইন সারাভনান |
অভিনয়ে | নয়ন তারা, সাত্যিয়া রাজ, অনুপম খের, বিনয় রাই, অঙ্কিত |
মিউজিক | বেণী দেয়াল |
সিনেমাটগ্রাফি | মানিকেন্থান কৃষ্ণমআচারি |
ফিল্ম এডিটিং | রিচার্ড কেভিন |
মুভি রিলিজের তারিখ | ২২ ডিসেম্বর, ২০২২ |
![]() |
---|
![]() |
---|
এই মুভিটির কাহিনী একটি পরিবারকে নিয়ে যেই পরিবারের সদস্য ছিল মোট তিনজন। আরেকজন ছিল তিনি মুভির মূল চরিত্র সুজানের বাবা আর্থার। সুজান জোসেফ এবং আমু একি বাড়িতে থাকে। আমু সুজান এবং জোসেফের কন্যা একজন ডক্টর।
মুভিতে আমরা দেখতে পারি সেখানে করোনা পরিস্থিতি খুবই নাজুক হয়ে পড়ে প্রচুর মানুষ করনায় মৃত্যুবরণ করে। তাই জোসেফ কে এই পরিস্থিতি সামাল দেয়ার জন্য হসপিটালে যেতে হয় কারণ সে পেশায় একজন ডক্টর ছিল।
![]() |
---|
![]() |
---|
দিন দিন সেখানের করোনা পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। এই পর্যন্ত অনেকগুলো লোক করোনায় মৃত্যুবরণ করেছিল। কিন্তু আমুর বাবা জোসেফ অনেকগুলো লোকের জীবনও বাঁচিয়ে ছিল।
হসপিটালে কভিড আক্রান্ত রোগীদের সেবা করতে করতে এক পর্যায়ে জোসেফও করোনায় আক্রান্ত হয়ে পড়ে। আর দিন দিন তার অবস্থা খারাপের দিকেই যেতে থাকে আর এক পর্যায়ে জোসেফ সবাইকে ছেড়ে ওপারে চলে যায়।
![]() |
---|
![]() |
---|
আমু তার বাবাকে খুবই ভালোবাসতো, তার বাবা মারা যাওয়ার কিছুদিন পরেই সে তার বাবাকে খুবই মিস করতে থাকে। তার বাবাকে গিটার বাজিয়ে একটি গান শোনানোর কথা ছিল কিন্তু সে গান শোনাতে পারেনি তাই আমু আরো বেশি কষ্ট পেয়েছিল।
তারপর আমু একজন মহিলার সাহায্য নেয় যে মৃত মানুষদের সাথে কথা বলাতে পারে। সেই মহিলার উদ্দেশ্য ছিল খুবই খারাপ সে আমুকে তার বাবার সাথে কথা না বলিয়ে অন্য একটি খারাপ আত্মাকে তার পিছনে লাগিয়ে দেয়। সেই খারাপ আত্মা টির নাম ছিল কওসন।
![]() |
---|
তারপর দিন যাওয়ার সাথে সাথে সেই দুষ্ট আত্মা আমুর উপর আরো হাঁবি হতে থাকে। তারপর ধীরে ধীরে আর্থার এবং সুজান বুঝতে পারে আমুর উপর কোন দুষ্টু আত্মার ছায়া পড়েছে।
আমুর মা সুজান এই নিয়ে খুবই ভয় পায়। সে কোন মতেই তার মেয়েকে হারাতে চায় না। কিন্তু সে কি করবে কিভাবে তার মেয়েকে সেই দুষ্টু আত্মার হাত থেকে বাঁচাবে এটা সে ভেবে পাচ্ছিল না।
![]() |
---|
![]() |
---|
অনেক চিন্তাভাবনা করার পর অনেক ফাদারের সাথে দেখা করার পর তারা একজন ফাদারের কথা বলে যে প্রার্থনা করে আমুকে বাঁচাতে পারবে। তারপর তারা সেই ফাদারের সাথে ভিডিও কলে কথা বলে কিন্তু লকডাউন থাকার কারণে সেই ফাদার সুজানদের বাসায় আসতে পারে না।
তারপর তারা ঠিক করে ভিডিও কলের মাধ্যমেই তারা এই প্রার্থনা সম্পূর্ণ করবে। এই প্রার্থনা খুবই ভয়ংকর ছিল কারণ তাদের লড়াই ছিল খুবই শক্তিশালী এক দুষ্টু আত্মার সাথে। অবশেষে তারা তাদের প্রার্থনা আরম্ভ করে। আর অনেক যুদ্ধ করার পর সেই দুষ্টু আত্মা কে তারা তাড়িয়ে দিতে সক্ষম হয়।
![]() |
---|
পরের সিনেই আমরা দেখতে পারি আমু তার বাবাকে যে গানটি শোনাতে চেয়েছিল সে গিটার বাজিয়ে সেই গান গাচ্ছে। এভাবেই আমু বেঁচে যায় আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।
যারা হরর মুভি দেখতে পছন্দ করেন তাদের কাছে এই মুভিটি অবশ্যই ভালো লাগবে। মুভিটির কাহিনী এবং মুভিতে অভিনীত সকলের অভিনয় আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আপনারা এই মুভিটি দেখবেন।
• 5.3/১০ |
---|
অভিনয় | ৮/১০ |
---|---|
কাহিনী | ৯/১০ |
সব মিলিয়ে | ৯/১০ |
মুভিটি দেখার পরে এই মুভিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই এখানে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলের সাথে আবারও দেখা হবে আমার নতুন কোন এক পোস্টে সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সকলের জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমার মনে হচ্ছে এই ছবিটা আমি দেখেছি এবং এই ছবিটি অনেক ভালো আপনি হিন্দি ছবি একটু বেশি দেখেন মনে হয় আমার অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
হরর মুভি আমার কাছেও খুব ভালো লাগে। তবে আজকের মুভিটি হরর হলেও কিছু কিছু বিষয় বাস্তবের সাথে অনেক মিল আছে। যেমন জোসেফের কথাই বলতে পারি।
করোনা কালীন মহামারীর সময় কর্তব্য পালন করতে গিয়ে এরকম অনেকেই প্রাণ হারিয়েছেন। এটা বাস্তব সত্য আমাদের সবাইকেই মেনে নিতে হবে।
মুভিটির ঘটনা শুরু সেখান থেকেই আমি একজন ভুল মহিলার পাল্লায় পড়ে গিয়েছিল।
যিনি তাকে তার বাবার আত্মার সঙ্গে পরিচয় না করিয়ে একটি খারাপ আত্মার সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
যাইহোক সবমিলিয়ে মুভি রিভিউটি খুব ভালো লাগলো আমার। এখন আর মনে হচ্ছে মুভিটি দেখা মিস করা যাবে না।
ধন্যবাদ এই মুভির রিভিউ শেয়ার করার জন্য।
এত দেরিতে পোস্ট পড়ে, কমেন্টস করার জন্য আন্তরিকভাবে দুঃখিত, একটু অসুস্থ ছিলাম,তাই আপনার পোস্ট অনেক দেরিতেই পড়েছিলাম।
শুয়ে পড়েছিলাম কিন্তু চোখে ঘুম নেই, তাই ভাবলাম সবার পোস্ট একটু একটু করে পড়া যাক। আপনার পোস্ট পড়া শুরু করলাম। আপনি একটা মুভির রিভিউ দিয়েছেন। আসলে মুভিটা আমার দেখা হয়নি, তবে আপনার পোস্ট পড়ে যতটুকু বুঝতে পারলাম মুভিটা দেখা খুবই প্রয়োজন।
আসলে আপনি মুভির রিভিউ খুব সুন্দর ভাবেই দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মুভির রিভিউ আমাদের সাথে উপস্থাপন করার জন্য, আপনার মুভির রিভিউ পড়ে আমার মুভিটার দেখার আগ্রহ অনেক বেড়ে গেল, অনেক ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য, আমার জন্য একটু দোয়া করবেন।
We support quality posts, and good comments anywhere, with any tags.
মনে হচ্ছে হিন্দি ছবি আপনি ভালোই দেখেন। আমিও ছোট বেলায় অনেক মুভি দেখতাম, বাট এখন আর দেখা হয় না। দেখার ইচ্ছেও জাগে না। মুভির ট্রেইলার টা দেখলান ভালোই লাগলো।