Artificial Intelligence বা AI কি?
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলে অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তা রহমতে অনেক ভালো আছি।
আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আমি আপনাদের মাঝে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো আপনারা অনেকেই শুনেছেন কিন্তু এই সম্পর্কে পুরোপুরি ধারণা হয়তো অনেকেরই নেই।
আজ আমি আপনাদের মাঝে AI নিয়ে কথা বলব, AI এর ফুল ফর্ম হল Artificial Intelligence. যাকে কৃত্রিম বুদ্ধিমত্তাও বলা হয়ে থাকে। আমরা যারা ক্যামেরা ইউজ করি এই সম্পর্কে তাদের একটু হলেও অভিজ্ঞতা থাকার কথা। কারণ এখন বেশিরভাগ ক্যামেরা AI এর মাধ্যমে পরিচালিত হয়।
ক্যামেরা ছাড়াও আমরা আজকাল আরো অনেক ধরনের ডিভাইস ব্যবহার করে থাকি সেই সকল ডিভাইসগুলোতেও AI এর ব্যবহার থাকতে পারে। কারণ যতই দিন যাচ্ছে মানুষ ততই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর উপর ঝুঁকে পড়ছে। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মানুষের জীবন যাত্রার মান আরো অনেক গুণে বাড়িয়ে তোলে।
John McCarthy প্রথম AI আবিষ্কার করেন। মানুষের বুদ্ধিমত্তাকে মেশিনের মধ্যে স্থাপন করে যা তৈরি করা হয় তাকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অথবা AI বলে। AI দ্বারা পরিচালিত সব কিছুই খুবই এডভান্স। আমরা যারা স্মার্টফোন ক্যামেরা অথবা এই ধরনের ডিভাইস ইউজ করি তারা অবশ্যই AI চিনি।
মুঠোফোন দিয়ে ছবি ধারণ করার পর সেই ছবিটি অটোমেটিকলি অনেক সুন্দর ভাবে সেভ হয়ে যায়, অথবা আমরা যখন Gcam এর মতো ক্যামেরা ইউজ করি তখন আমাদের ধারণ করা ছবিটি অটোমেটিকলি অনেক বেশি সুন্দর দেখায় এটা AI এর মাধ্যমেই করা হয়।
আজকাল যে সকল রোবট তৈরি করা হচ্ছে সেই সকল লোকদের বেশিরভাগ গুলোতেই AI এর ব্যবহার রয়েছে। সেই রোবট গুলো এতটাই বুদ্ধিমান যে বড়সড়ো কোন দাবা পেলেয়ারও তাদের সামনে দাবা খেলতে এলে হিমশিম খেয়ে যেতে পারে।
শুধু দাবা খেলায় নয় বাহিরের দেশগুলোর আর্মিতেও AI রোবট নেয়ার কথা চলছে। এই রোবট গুলো দেশের পক্ষে যুদ্ধতেও অংশগ্রহণ নেবে তাছাড়া একজন মানব সৈনিক যে সকল কাজ করে AI রোবট গুলো কেও সেসব কাজেই ব্যবহার করা হবে।
তবে আমার মতে AI রোবট ব্যবহার করলে এর বিপরীত প্রভাব ও পড়তে পারে। মনে করেন যুদ্ধে AI রোবটকে পাঠানো হয়েছে কিন্তু প্রতিপক্ষ বাহিনী সেই রোবট কে হ্যাক করে তাদের বিপক্ষেই যুদ্ধে দার করে দিলে তাদেরকে অনেক বড় বিপদের সম্মুখীন হতে হবে।
AI রোবট ব্যবহার করার কারণে মানবজাতির জন্য আরও বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। এজন্য আমাদের হতে হবে অনেক বেশি সতর্ক যেন এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন আমাদের কখনোই হতে না হয়।
তবে এটা জোর গলায় বলতে যতদিন যাবে মানুষ তো তুই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর উপর ঝুঁকে পড়বে। বাসা বাড়ি অফিস আদালত সহ সব জায়গায় শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর ব্যবহার থাকবে।
কারণ আপনারা বুঝতেই পারছেন মানুষ দিয়ে কাজ করানো আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একটি রোবট দিয়ে কাজ করানোর মধ্যে অনেক পার্থক্য। মানুষের তুলনায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রোবট অনেক দ্রুত সব ধরনের কাজ সম্পন্ন করতে পারবে, তাই ভবিষ্যতে পুরো পৃথিবীটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট দ্বারা পরিচালনা করা হবে।
আশা করছি আপনারা সকলেই আমার লেখাগুলো মনোযোগ দিয়ে পড়েছেন এবং Artificial Intelligence বা AI সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছেন। আমার পুরো পোস্টটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই পোস্টে আসার জন্য, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সকলের জন্য।
বর্তমানে আমি যে মোবাইলটি ব্যবহার করতেছি এই মোবাইলের ক্যামেরায় AI অর্থাৎ artificial intelligence ব্যবহার করেছে। বেশ ভালো পারফরম্যান্সে আমার এই মোবাইল ফোনের ক্যামেরা।
বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট ব্যবহার করতেছে। দ্রুত গতিতে কাজ হচ্ছে। আপনি যুদ্ধের কথা বলেছেন এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য কেননা যদি হ্যাক করে তবে এটা খুবই দুঃখজনক ঘটনা হবে। সুতরাং আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে ভালোভাবে এগুলো পরিচালনার দক্ষতা বাড়াতে হবে।
অনেক তথ্যবহুল একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
We support quality posts and comments anywhere and with any tags.
Curated by : @sduttaskitchen
Thank you for your attention.
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার পোস্টটি পড়ে অনেক কিছু শিখতে পারলাম। আমি আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর সম্পর্কে শুনেছিলাম। তবে পুরোপুরি ধারণা ছিল না। আপনার পোস্ট পড়ে এর সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়েছি এজন্য আপনাকে ধন্যবাদ।
বর্তমানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রোবট দ্বারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ঝুঁকিপূর্ণ কাজ করানো যায়। যা মানুষের পক্ষে করানোর সম্ভব নয় তাও সে করতে পারে। মানুষের ক্লান্তি আছে কিন্তু এদের কোন ক্লান্তি নেই এরা অনুব্রত কাজ চালিয়ে যেতে পারে। সভ্যতার উন্নয়নে এই আবিষ্কারটি অনেক বড় ভূমিকা পালন করবে।
শিক্ষনীয় একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।
আর্টিসিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমাদের অনেক ধারণা দিয়েছেন। আসলে আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি কিংবা অন্যান্য ডিভাইস ব্যবহার করি। তারা কিন্তু টুকটাক এই বিষয়টা সম্পর্কে সবাই অবগত রয়েছেন।
কিন্তু আপনি খুব সুন্দরভাবে বিস্তারিত একটা আলোচনার মাধ্যমে, আমাদের সামনে এ বিষয়টা তুলে ধরেছেন। আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা বিষয় আমাদের সাথে উপস্থাপন করার জন্য। আপনার পোস্ট পড়ে আমি অনেক কিছু জানতে পারলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ ভাল থাকবেন।
We support quality posts anywhere and any tags.
Curated by : @sduttaskitchen
অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করেছেন আমাদের সাথে। আসলে এই বিষয়ে আমি এর আগে জানতাম না। আপনার পোস্ট পড়েই বিষয়টি জানতে পারলাম । অসংখ্য ধন্যবাদ আপনাকে। এমন একটি সুন্দর পোষ্ট উপহার দেয়ার জন্য।
ধন্যবাদ ভাইয়া, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে ভাগ করার জন্য।