"Aladdin" বলিউড মুভি রিভিউ

আজ শুক্রবার • ১৮ই ফাগুন • ১৪২৯ বঙ্গাব্দ • ০৩ মার্চ - ২০২৩


হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে আপনারা সকলেই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।



• অফিসিয়াল ট্রেইলার



কাল অনেকদিন পর মুভি দেখতে বসেছিলাম, যে মুভিটা দেখেছিলাম এটা অনেক পুরনো একটি মুভি। মুভিটি আমার কাছে এতটাই ভাল লেগেছিল যে মুভিটির রিভিউ না করে থাকতে পারলাম না।

আপনারা হয়ত অনেকেই বলিউডের আলাদিন মুভি টি দেখেছেন, মুভিটি অনেক পুরনো হলেও অনেকেই এখন এই মুভিটি দেখেননি। যারা এই মুভিটি দেখেনি তারা অবশ্যই আমার রিভিউটি পড়ার পর এই মুভিটি দেখবেন।

এই মুভিটি আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। মুভিটি কাহিনী এবং মুভিতে অভিনীত সকলের অভিনয় সবকিছুই ভালো লাগার মত ছিল। তাই আমি সকলকে বলবো আপনারা যারা মুভিটি দেখেননি তারা অবশ্যই মুভিটি দেখবেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।



"Aladdin"

মুভির কিছু তথ্য
সিনেমাAladdin (২০০৯)
পরিচালকসুজয় ঘোষ
রচয়িতাবিশাল দাদলানী, সুজয় ঘোষ, সুরেশ নাইর
প্রডিউসড বাইসুজয় ঘোষ এবং কমলেশ কুমার
অভিনয়েঅমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, রিতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্ডেজ, সাহিল খান, এরিনা আদ্রিয়ানা
মিউজিকবিশাল দাদলানি, জোডি জেনকিনস, শেখার রাফ জানি
সিনেটগ্রাফিশীর্ষা রয়
ফিল্ম এডিটিংসুরেশ পাই
মুভি রিলিজের তারিখ৩০ অক্টোবর, ২০০৯

মুভির কাহিনী

Screenshot_20230303_172158.jpg

মুভিটি শুরু হয় একটি ছেলেকে দিয়ে যার নাম আলাদিন। তার নাম আলাদিন হওয়ার কারণে তার স্কুলের বন্ধুরা তাকে সব সময়ই জ্বালায়। তাকে একটি নকল চেরাগ হাতে দিয়ে ঘষতে বলে জ্বীন বের হওয়ার জন্য কিন্তু নকল চেয়ার থেকে তো কখনোই জিন বের হবে না।

ছোটবেলা তার বাবা-মা এটা বিশ্বাস করত যে আলাদিনের চেরাগ আসলেই এই পৃথিবীতে আছে। তাই তারা মাঝে মাঝেই পাহাড়ে যেত সেই চেরাগ খোঁজার জন্য। তারা দুজন অনেক বার পাহাড়ে গিয়েছে কিন্তু প্রতিবার তাদের ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে।

শেষবার আলাদিন যখন একটু ছোট তখন তারা আলাদিনকে নিয়ে পাহাড়ে গিয়েছিল সেই চেরাগ খোঁজার জন্য। কিন্তু সেখানে মুভির ভিলেন চলে আসে। মুভির ভিলেনের সাথে তাদের কথা কাটাকাটি হয় তারপর মুভির ভিলেন আলাদিনের বাবা-মাকে সেখানেই খুন করে ফেলে। আলাদিন একদম অনাথ হয়ে যায়।

Screenshot_20230303_172749.jpg

দেখতে দেখতেই আলাদিন বড় হয়ে যায়, বড় হওয়ার পরেও তার বন্ধুরা তাকে সবসময়ই জ্বালাতো। প্রতিটা সময় তাকে দিয়ে নকল চেরাগ ঘষিয়ে তার মজা নিত। বিশেষ করে তার বন্ধুদের মধ্যে সাহিল নামে একজন সব সময়ই আলাদিনকে নিচু করার চেষ্টা করত।

Screenshot_20230303_173048.jpg

তারপর একদিন আমেরিকা থেকে জেসমিন আলাদিনদের কলেজে এসে এডমিশন নেয়। জেসমিনকে প্রথম দেখি আলাদিন তার প্রেমে পড়ে যায়। এদিকে সাহিলও জেসমিনকে পছন্দ করে তাই সাহিল সবসময়ই জেসমিনের সামনে আলাদিনকে হেও দেখানোর চেষ্টা করে।

Screenshot_20230303_173242.jpg
Screenshot_20230303_173318.jpg

তারপর আলাদিনের জন্মদিন উপলক্ষে সাহিল একটি পার্টি রাখে, সাহিলের পরিকল্পনা ছিল সে আলাদিনকে সেই পার্টিতে নিয়ে গিয়ে সেখান থেকে বুদ্ধি করে বের করে দেবে আর সে জাসমিনের সাথে সময় কাটাবে।

এদিকে আলাদিনের জন্মদিন উপলক্ষে জেসমিন পুরনো এন্টিকের দোকান থেকে আরেক দিনের জন্য একটি চেরাগ কিনে নিয়ে আসে। তারপর সাহিল তাকে ছোট করার জন্য তাকে দিয়ে সেই চেরাগটি ঘসিয়ে নেয়।

তারা কেউই জানতো না জাসমিন পুরো এন্টিকের দোকান থেকে যেই চেরাগটি কিনে নিয়ে এসেছিল সেই চেরাগটি ছিল আসল আলাদিনের চেরাগ। আলাদিন সেই চেরাগটি হাত দিয়ে ঘষেছিল তাই কিছুক্ষণের মধ্যেই সেখানে জিনি হাজির হয়ে যায়।

আলাদিন যেহেতু হাত দিয়েছে চেরাগটি ঘষে জেনিকে নিয়ে এসেছে তাই আলাদিনই সেই চেরাগের মালিক। জিনি সেই পার্টিতে আলাদিন কে জাদুর সাহায্যে নাচিয়েছিল যেন সে জাসমিনের সামনে ছোট না হয়ে যায়।

তারপর পার্টি থেকে চলে যাওয়ার সময় জিনি আলাদিনের পেছন পেছন তার বাড়ি অব্দি যায়, আলাদিন প্রথম দিকে খুবই ভয় পেয়ে গিয়েছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে তার ভয় কেটে যায়। তারপর জিনি আলাদিনকে তিনটি ইচ্ছের কথা বলে যে তিনটি ইচ্ছে জিনি পূরণ করে দেবে।

Screenshot_20230303_174128.jpg

আলাদিন ভুলভাল ইচ্ছের কথা বলে তার দুটি ইচ্ছে পূরণের সুযোগ হাতছাড়া করে দিয়েছে কিন্তু তার কাছে তখনো একটি সুযোগ বাকি পড়েছিল। সে তার শেষ সুযোগে জিনির কাছে সাহায্য চাই জাসমিনকে তার নিজের করে পাওয়ার জন্য।

Screenshot_20230303_174445.jpg
Screenshot_20230303_174440.jpg

তারপর মুভির ভিলেন জিনিকে হুমকি দেয় সে আলাদিন কে মেরে ফেলবে যেন তার পথের কাঁটা আলাদিন হতে না পারে। তারপর আলাদিনের বাসায় গিয়ে এটাও বলে জিনি তার বাবা মার মৃত্যুর পেছনে জিনীরও ভূমিকা রয়েছে।

এগুলো শুনে আলাদিন জিনীর উপর অনেকটা রেগে যায়। তারপর জিনি আলাদিনকে সবকিছু বুঝিয়ে বলে যে কেন তার বাবা-মার মৃত্যু হয়েছিল। সবকিছু শুনে আলাদিনের রাগ অনেকটা কমে যায়।

Screenshot_20230303_175000.jpg

তারপর সেই দিন আসে যখন রিং মাস্টার কমেট এবং সেই চেরাগের সাহায্যে সে জিনির সব শক্তি সে নিজের মধ্যে স্থাপন করবে। সেখানে রিং মাস্টার জিনিকে চাকু মারে। কিন্তু যখন কমেট চেরাগের উপর দিয়ে যাচ্ছিল ঠিক তখনই আলাদিন সেই কমেটের ছায়াটিকে নিজে ধরে দূরে লাফ দেয়। এরপর আলাদিনের মধ্যেও আধ্যাত্মিক শক্তি চলে আসে।

Screenshot_20230303_175407.jpg

তারপর রিং মাস্টারকে তারা সেই আয়নার ভিতরে বন্দী করে ফেলে এবং সেই আয়নাটিকে ভেঙ্গে ফেলে আর এখানে রিং মাস্টার এর সমাপ্তি ঘটে যায়। তারপর শেষে আমরা এটাও দেখতে পারি আলাদিনের মধ্যে অনেক শক্তি চলে আসে সে সাহিলকে ফু মেরে উড়িয়ে দেয় আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।

⊕ নিজস্ব মতামত ⊕

মুভিটির IMDb রেটিং কিছুটা কম তবে আশা করছি আপনারা যখন মুভিটি দেখবেন তখন আপনাদের ভালো লাগবেই লাগবে লাগবে, কারণ মুভির কাহিনী এবং সকলের অভিনয় খুবই সুন্দর। তাই সবাইকে বলব আপনার অবশ্যই এই মুভিটি দেখবেন।

⊕ IMDb রেটিং ⊕
• ৪.৭/১০

⊕ নিজস্ব রেটিংস ⊕
অভিনয়৮.৫/১০
কাহিনী৯/১০
সব মিলিয়ে৯.৫/১০

সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই পোষ্টে আসার জন্য। আশা করি আমার এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সকলের জন্য।

ধন্যবাদ


Sort:  
 last year 

মুভির ট্রেইলার আর রিভিউ দেখে জানলাম, বুঝলাম। বাট দেখার ইচ্ছে হলেও দেখবো না৷ কারন আমি মুভি দেখি না। পোস্ট হিসেবে সুন্দর একটি পোস্ট করেছেন, খুবই ভালো লাগলো। ভালো থাকবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এই মুভিটা আমি কিছুদিন আগে দেখেছিলাম।অসাধারণ এই মুভিটার কাহিনী আমার কাছে অসাধারণ লেগেছে। জানিনা কার কাছে কেমন লাগে। তবে মুভিটা যে দেখবে তার অবশ্যই ভালোই লাগবে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটা মুভির রিভিউ দেয়ার জন্য।

Loading...

আপনার পোস্টটি পড়ার আগেই আমি অফিসিয়াল ট্রেইলরটা দেখে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে মুভিটি দেখতে হবে,,,,,,চর আপনার পোস্টটি পড়ার পরে তো মুভিটি দেখার কিউরিওসিটি আরো বেশি বেড়ে গেলো।

আমি অবশ্যই মুভিটি দেখবো,,,,, আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা মুভি আমাদেরকে রিভিউ করে দেখানোর জন্যে।

 last year 

ভাই আপনি আমার সেই পুরাতন দিনের কথা আবার মনে করে দিলেন এই মুভিটি আমি অনেক আগে দেখছিলাম মুভিটি আমার খুবই ভালো লাগছিল এবং এখনো ভালো লাগে হয়তো বা কাজের ফাঁকে খুব বেশি সময় পাই না কিন্তু এই মুভিটা আর না দেখলেও অন্য মুভি সব সময় দেখা পড়ে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57956.22
ETH 3126.99
USDT 1.00
SBD 2.45