হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সকলেই অনেক অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছি।
আজ আবার নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, আজ আমি পাওয়ার আপ পোস্ট করব এবং পাওয়ার আপ করার সবগুলো ধাপ আপনাদের মাঝে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করব আশা করছি নতুনরা এই পোস্টটি দেখে পার বৃদ্ধি করায় আগ্রহী হয়ে উঠবে।
আমি পুরো সপ্তাহ জুড়ে যা উপার্জন করি তার ৫০% আমি পাওয়ারঅফ করি। আমি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে পাওয়ার আপ করি, কখনো কখনো পোস্ট করা হয় আবার কখনো কখনো হয় না তবে পাওয়ার আপ করার ধারাবাহিকতাটা আমি সবসময়ই ঠিক রাখার চেষ্টা করি।
আপনারাও এভাবে সপ্তাহে যে কোন একদিনকে বেছে নেবেন এবং পুরো সপ্তাহ জুড়ে যা ইনকাম করবেন সেখান থেকে কিছু সংখ্যক স্টিম পাওয়ার আপ করবেন। এর ফলে ভবিষ্যতে আপনারাই উপকৃত হবেন।
যেকোনো কিছুর ক্ষেত্রে তাড়াতাড়ি সফলতা অর্জনের জন্য আমাদের একটি নির্দিষ্ট লক্ষ্য স্থাপন করতে হয়। তেমন এই প্ল্যাটফর্মেও আপনাকে একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। ডিসেম্বর মাস পর্যন্ত একটি লক্ষ্য নির্ধারণ করুন যে আপনি ডিসেম্বর মাস এর আগেই এত SP এর মালিক হবেন।
যেমন আমি লক্ষণ নির্ধারণ করেছি ৫০০০+ স্টিম পাওয়ার আমি ডিসেম্বর মাসের মধ্যেই করে ফেলব। এই চিন্তাধারা থেকেই প্রতিনিয়ত আমি পাওয়ার বৃদ্ধি করছি। আশা করছি ডিসেম্বর মাসের আগেই আমি প্রথম ডলফিন হয়ে যাব। যাই হোক চলুন আর বেশি কথা না বাড়িয়ে পাওয়ার আপের ধাপ গুলো দেখে আসা যাক।
- পাওয়ার বৃদ্ধি করার আগে আমার ওয়ালেটে লিকুইড স্টিম এর পরিমাণ ছিল ১৫.২৪৫ STEEM, এবং স্টিম পাওয়ার এর পরিমাণ ছিল ১৯১২.৪৫০ STEEM।
- তারপর পাওয়ার আপ করার জন্য আমরা প্রথমেই স্টিম এমাউন্ট এর উপর ক্লিক করবো তারপর POWER UP এ ক্লিক করব।
- এবার এমাউন্ট এর ঘরে আমরা পাওয়ার আপের পরিমাণ উল্লেখ করব, তারপর POWER UP এ ক্লিক করবো।
- সবশেষে OK তে ক্লিক করলেই পাওয়ার আপ হয়ে যাবে।
- পাওয়ার আপ করার পর আমার ওয়ালেটে স্টিম এর পরিমাণ হয়ে দাঁড়ালো ০.০০ STEEM এবং স্টিম পাওয়ার এর পরিমাণ হয়ে দাঁড়ালো ১৯২৭.৬৯৫ STEEM।

আশা করছি আপনারা একটি লক্ষ্য নির্ধারণ করে প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই পোষ্টে আসার জন্য। আপনাদের সাথে আবার দেখা হবে আমার নতুন কোন এক পোস্টে সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সকলের জন্য।
Join our Discord server
Upvoted! Thank you for supporting witness @jswit.
Amigo un gran encendido para el crecimiento de tu cuenta, solo falta poco para llegar a los 2000 SP, te felicito se nota el compromiso que tienes para hacer crecer tu sp. Sigue adelante 💪
Muchas gracias. Estoy tratando de aumentar la potencia muy rápidamente.
আসলে ভাই আপনার পোষ্টের মাধ্যমে পাওয়ার অফ কিভাবে করতে হয় সবকিছুই আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন আমাদের মাঝে এবং আমাদের জন্য অনেক জরুরী কারণ আমাদের আইডির জন্য পার খুবই প্রয়োজন।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।
অ্যাকাউন্ট শক্তিশালী করার জন্য পাওয়ার অফ করে জরুরী যেটা আপনি করেছেন। আর আপনি একটি লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন, এটা অনেক ভালো। কোন কাজে লক্ষ্য থাকলে সেটা তাড়াতাড়ি সফল হওয়া যায়। অনেকেই হয়তোবা পাওয়ার আপ সম্পর্কে ভালো কিছু জানেনা আপনার পোষ্টের মাধ্যমে যারা জানেনা তারা জানতে পারবে। ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।
আসলে আমি পুরো সপ্তাহ জুড়ে যতটুকু পাই আমি সবটাই পাওয়ার আপ করার চেষ্টা করি।
আপনার পাওয়ার আপ করার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। একটা একাউন্ট কে শক্তিশালী করার জন্য এই পাওয়ার আপ আমাদের প্রত্যেকের জন্যই অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
সুন্দর ভাবে আপনার পাওয়ার আপ করা টা সম্পন্ন করেছেন। পাওয়ার আপ করার ধরন টা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। নতুনদের জন্য এটা গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন।