The Steemit Awards 2022-My nominations

in Incredible India2 years ago

প্রিয় পাঠক বিন্দু,
আজকের ব্লগে আপনাকে স্বাগতম।

বিগত দিনগুলোর মতো আজকে আপনাদের সাথে খুবই চমৎকার একটি প্রতিযোগিতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে। আমি নিজেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছি। আমি এই স্টিমিট প্ল্যাটফর্মে অংশগ্রহণ করার পর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। এ পর্যন্ত এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি।

Mn7gs6fABvehExEG7ghgu229LsPUK94xmTvUGp8LQ7DU6vSyziuSErfh3qchmJLmiB6wunkzfowrKUPNCHBv3dnWx3TvVNKwKXfLrgPrHmqY3vpVCdsB2oe4ZHgKzi84yvZiTrXa9eMSuGjSU4czfnxVDp61x1tTLMLMWWDaXi1BPn9db5NDLnTpqAPjXdZnwHk3L4zzBLFkvxV5WEGXs4Xw9zYamFpz_1.jpeg

এই প্রতিযোগিতা ইস্টিমেট প্ল্যাটফর্ম থেকেই আয়োজন করা হয়েছে। এটি স্টিমিট প্ল্যাটফর্ম দ্বারা পরিচালিত একটি প্রতিযোগীতা। এর নাম দেওয়া হয়েছে- The Steemit Awards-2022

এই প্রতিযোগিতার পোস্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এই পোস্ট পড়ে নিন তাহলে বিস্তারিত তথ্য জানতে পারবেন।


এই প্রতিযোগিতায় তিনটি ধাপ রয়েছে। এই তিনটি ধাপে প্রতিযোগী তাই অংশগ্রহণ করতে হবে। সেগুলো হল:

  • ১.সবথেকে ভালো লেখক/লেখিকা(Best Author)
  • ২. সবথেকে ভালো সম্প্রদায়ের অবদানকারী(Best Community Contributor)
  • ৩. সবথেকে ভালো সম্প্রদায় (Best Community)

আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে তিনটি বিভাগকে সুন্দরভাবে উপস্থাপন করার প্রচেষ্টা চালিয়ে যাব।


সবথেকে ভালো লেখক/লেখিকা(Best Author):-

আমি যে বিভাগ নিয়ে লেখা শুরু করতেছি সেটি হলো:

  • এই প্লাটফর্মে আমি একজন নতুন হিসেবে খুবই ভালো লেখা এবং কবিতা সমস্ত লেখায় আমার কাছে খুবই আকর্ষণীয় এবং আমাকে মুগ্ধ করতেছে। এখানে আমি এক জনের নাম উল্লেখ করতেছি।

  • আমি সকল লেখক এবং লেখিকাদেরকেই সম্মান করি এবং শ্রদ্ধা জানাই। অনুপ্রাণিত এবং এই প্লাটফর্মে লেখার মাধ্যম তিনি। যেই নামটি উল্লেখ করতে চাচ্ছি সেই ব্যক্তি হলেন @sduttaskitchen

  • এই ব্যক্তির মাধ্যমেই আমি আমার লেখা আপনাদের মাঝে উপহার হিসেবে দিতে পারতেছি।@sduttaskitchen ম্যাডামের মাধ্যমেই কাজ করার আগ্রহ এবং নিরাশ থেকে বাহির হয়ে এই প্লাটফর্মে অবস্থান করতে পেরেছি। এজন্য এই ম্যাডামের কাছে কৃতজ্ঞ এবং সমস্ত ইউজারদের এবং মডারেটরদের কেউ ধন্যবাদ জানাই সকলের পরিশ্রম দেওয়ার জন্য।

  • আমি এই ম্যাডামের নাম উল্লেখ করার অন্যতম কারণ হচ্ছে, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে কাজ করার চেষ্টা চালিয়ে গিয়েছিলাম কিন্তু সফল হতে পারেনি বা সেই জায়গায় প্রবেশ করার মতো অবস্থা হয়ে ওঠেনি একমাত্র এই ম্যাডামের মাধ্যমেই এই কমিউনিটিতে অংশগ্রহণ করতে পেরেছি এর জন্য তার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা এবং তার নাম উল্লেখ করা।

  • আরো বিভিন্ন রকমের পোস্ট তিনি আমাদের মাঝে শেয়ার করেন উদাহরণস্বরূপ- রান্নার রেসিপি, ফটোগ্রাফি, জীবন কাহিনী, ভ্রমণ কাহিনী এবং শিক্ষনীয় বিষয় এছাড়াও আরো খুবই মজাদার এবং সাহস যোগানীয় পোস্ট আমাদের সাথে উপস্থাপন করে যার মাধ্যমে আমরা অনেক উপকৃত হয়ে থাকি।

  • যে কমিউনিটির নাম আপনাদের সাথে শেয়ার করতেছি এই কমিউনিটি তিনি নিজেই তৈরি করেছেন। তার এই কমিউনিটিতে যে সমস্ত ইউজার কাজ করেন সকলকেই খুবই সহজ সাবলীল ভাবে কাজ বুঝিয়ে দেন এবং যেকোনো সমস্যার সম্মুখীন হলে সমস্ত সমস্যার সমাধান করে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যান এবং সমাধান করে দেন।

আপনাদের সাথে তার দুটি লেখনি শেয়ার করলাম। আশা করি এই লিংক থেকে তার লেখনি উপভোগ করতে পারবেন।


এরপর পরবর্তী বিভাগে, যার নাম সবথেকে ভালো সম্প্রদায়ের অবদানকারী।

সবথেকে ভালো সম্প্রদায়ের অবদানকারী(Best Community Contributor):-
  • কমিউনিটির সব থেকে ভালো বা কনট্রিবিউটর হিসেবে আমি @rme এই নামটি মনোনীত করলাম। যিনি আমাদের Incredible india কমিউনিটির চিফ অ্যাডমিন।

  • আমরা যারা এই প্লাটফর্মে কাজ করি, প্রায় সকলেই জানেন যে, তিনি বিগত কয়েক মাস আগে অনেক বেশি স্টিম কেনেন এবং এই স্টিম গুলো পাওয়ারে পরিণত করেন। যারা নতুন কিন্তু ভালো সাপোর্ট পাচ্ছেন না কোয়ালিটি পূর্ণ লেখার পরেও। তাদেরকে ভালো সাপোর্ট করে থাকেন এই একাউন্টের মাধ্যমে @hungry-griffin.

  • "স্টিম অ্যালায়েন্স" এই কমিউনিটি তার নিজের। এই কমিউনিটিতে যারা পোস্ট করেন তারা খুবই ভালো মানের সাপোর্ট পেয়ে থাকেন যারা খুবই কোয়ালিটি পূর্ণ পোস্ট করে শুধু তাদের ক্ষেত্রে।

  • আপনাদের মধ্যে অনেকেই জানেন, তিনি কয়েক মাস আগে বেশ কিছু সংখ্যক স্টিম কেনেন এবং সেগুলিকে স্টিম পাওয়ারে পরিণত করেন এবং @hungry-griffin অ্যাকাউন্টের মাধ্যমে অন্যদের সাহায্য করা শুরু করেন।

  • "আমার বাংলা ব্লগ" ইস্টিমেট প্ল্যাটফর্মের অন্যতম একটি কমিউনিটি। তার মাতৃভাষাকে প্রাধান্য দিয়ে তিনি এই কমিউনিটিকে পরিচালিত করেন।

আমি যে সমস্ত টপিক আপনাদের সাথে শেয়ার করেছি, আমি মনে করি এ সমস্ত কারণগুলোর জন্য তিনি স্টিমিট প্ল্যাটফর্মের উন্নতির ক্ষেত্রে তার অবদান সত্যিই অনস্বীকার্য।


সর্বশেষ বিভাগ হলো সবথেকে ভালো সম্প্রদায় বেস্ট কমিউনিটি।

সবথেকে ভালো সম্প্রদায় (Best Community):-
JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81UffsPQYY1sRsNY9dqBAd3UG6B2ZmHBXj6Qb3sV6UrtpVwZcxkAB4Vkv8fEybs8Mx5JVkBHz2Xj9tgTdyhPUHhn6EFmXC_1.jpeg
  • এই বিভাগের জন্য আমি মনোনীত করব Incredible India কমিউনিটিকে। যদিও এই কমিউনিটি তে অনেক সংখ্যক ইউজার নেই তারপরেও যে সমস্ত ইউজার রয়েছে সকলেই তাদের উত্তম প্রচেষ্টা দিয়ে কোয়ালিটি পূর্ণ লেখনি শেয়ার করেন।

  • এই কমিউনিটিতে আমরা আর্ট এবং কালচার বিষয়ক কমিউনিটি বলে থাকে। এখানে আপনি আপনার নিজস্ব প্রতিভা ক্রিয়েটিভিটি এমনকি আপনার দেশের সংস্কৃতি, সংস্কার আমাদের সাথে সাতসন্দে ভাগাভাগি করে নিতে পারেন।

  • আমাদের এই কমিউনিটিতে অন্যান্য কমিউনিটির তুলনায় লেখক সংখ্যা কম হলেও যে কয়জন রয়েছে সকলেই নিষ্ঠার ধৈর্য সহকারে সামনে অগ্রসর হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

  • স্রোতের অনুকূলে সকলেই চলতে পারে কঠিন হলো স্রোতের প্রতিকূলে সকলেই টিকতে পারেনা। তবে হ্যাঁ, যার মধ্যে সততা নিষ্ঠা ধৈর্য এবং একাগ্রতা আছে সেই ব্যক্তি আমাদের এই কমিউনিটিতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং কাজ করে যেতে পারবেন।

  • আমাদের এই কমিউনিটিতে সকলেই তার হাসিখুশি দুঃখ বেদনা সমস্ত কিছুই শেয়ার করে থাকেন। আমরা চাই আমাদের এই কমিউনিটিতে সকলেই তার ইচ্ছা প্রকাশ করুক এবং আনন্দের সহিত আমাদের এই কমিউনিটিতে থাকুন। আর যারা এখানে লেখালেখির করেন তারা অবশ্যই তাদের আনন্দের সহিত এখানে লেখালেখি করেন।

  • আমাদের এই কমিউনিটি যদিও ছোট তারপরেও আমরা এই প্লাটফর্মের সমস্ত নিয়ম-কানুন মেনে চলি বা চলার চেষ্টা করি। পাশাপাশি যারা নতুন যোগদান করে তাদেরকে সমস্ত রকমের সাহায্য সহযোগিতা করা হয় যাতে সে খুবই স্বাচ্ছন্দে সর্বদা আনন্দের সহিত তার লেখনি আমাদের সাথে শেয়ার করেন।

  • আমাদের কমিউনিটি থেকে প্রতিমাসে যে দুটি কনটেস্ট করা হয় সেখানে আমাদের অ্যাডমিন @sduttaskitchen ও মডারেটর @nainaztengra নিজস্ব নিজস্ব অ্যাকাউন্ট থেকে স্টিম দিয়ে বিজয়ীদের পুরস্কৃত করেছেন।

  • বিজয়ীদের কে পুরস্কার ঘোষণা দেওয়ার পর অ্যাডমিন পোস্ট শেয়ার করেন তাদের নাম ঘোষণা করার জন্য। অফিসিয়াল একাউন্ট থেকে প্রতিনিয়ত সকলকে ভোট দিয়ে থাকেন এবং এই প্লাটফর্ম সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করে থাকেন তিনি।

পরিশেষে সবকিছু মিলিয়ে আমার কাছে আমার এই কমিউনিটি সবথেকে সেরা কমিউনিটি। যদিও অন্যান্য কমিউনিটি রয়েছে তারপরও নিজের কাছে আমার এই কমিউনিটি সবচাইতে সেরা বলে মনে করি। আশা রাখি সব সময় অন্যান্য কমিউনিটি থেকে আমাদের কমিউনিটিকে আরো সামনে অগ্রসর করিয়ে নিয়ে যাব। অন্যান্য কমিউনিটি রয়েছে সেগুলোর ভুল বা দোষ ধরব না। অন্যান্য কমিউনিটি খুবই ভালো মানে অনেক ভালো।

অংশগ্রহনের শেষ দিন ১১ ই ডিসেম্বর। আশাকরি এর মধ্যেই আপনি আপনার পছন্দের মনোনয়ন নিশ্চয়ই আমাদের সাথে শেয়ার করবেন।

পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মত আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা চালিয়ে যাবেন।


IMG_20221106_094625_010.jpg

DeviceName
AndroidTecno Spark 7
Camera16M Dual camera
LocationBangladesh
Short by@jakaria121
Sort:  
 2 years ago 

Congratulations your post curated by hungry-griffin. Keep up the good work.👏🏼👏🏼👍🏻

 2 years ago 

@sduttaskitchen Thanks for congratulating me. Thank you very much for appreciating and support my contest @hungry-griffin

 2 years ago 

আপনি খুব ভালো লিখেছেন। প্রত্যেকটা বিষয়কে ভীষন সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই লেখাকে মূল্যায়ন করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর ভাবে লিখেছেন। একেকটা বিষয় খুব ভালোভাবে উপস্থাপন করেছেন।❤️

 2 years ago 

ধন্যবাদ।

Amazing post

 2 years ago 

Thank you for your response.

 2 years ago 

একজন নতুন সদস্য হিসেবে আপনার কাজ প্রশংসার দাবিদার। খুব ভালো লাগলো আপনার লেখা পড়ে, সঠিক মানুষ এবং কমিউনিটি বেছে নিয়েছেন।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.028
BTC 73756.85
ETH 2621.23
USDT 1.00
SBD 2.41