Markdown guidelines- মার্ক ডাউন নিয়ে আলোচনা (last part)

in Incredible India2 years ago

প্রিয় শুভাকাঙ্ক্ষী
আজকের মার্ক ডাউনে আপনাকে স্বাগতম।

আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই মার্ক ডাউন নিয়ে শেষ পর্ব। আশা করি গত পর্বের মার্ক ডাউন সম্পর্কে আপনারা অবগত হয়েছেন এবং সেগুলো ব্যবহার করে কৃতকার্য হয়েছে। গত চার দিন ধরে সময় নেওয়ার পরে আজকে শেষ পর্ব দিতে যাচ্ছি আশা করি মাঝখানে যতদিন গ্যাপ ছিল এর মধ্যেই আপনারা সেই মার্ক ডাউন নিয়ে খুবই ভালোভাবে প্র্যাকটিস করেছেন এবং ব্যবহার করার চেষ্টা করেছেন। এখন আপনারা আরও একটি নতুন মার্ক ডাউন শিখতে চলছে চলুন দেখে আসি নতুন আরো গুরুত্বপূর্ণ মার্ক ডাউন গুলো কি?

20221222_193946_0000.pngCanva দ্বারা ডিজাইন করা

ধাপ - ১১:
কিভাবে আমরা ছবিগুলোতে সৌন্দর্য বৃদ্ধি করতে পারি মার্ক ডাউন এর মাধ্যমে?
Input:

|![IMG_20221221_132138_886.jpg](https://cdn.steemitimages.com/DQmdN8kAaskKrmUj5Ej4JEmHxEughb3QH3pehRBKWU37Bq1/IMG_20221221_132138_886.jpg)| |-|

Output:
IMG_20221221_132138_886.jpg

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Jpx6DceTSAriDx6TbkZSEfYjFPAbSkRkLYxi1dHaeTDiXXX3EYKr1aaWb6UDYz...GLFLYPnLyEUux8dKr4MnML62yLsZzn3vQvUDUrGU8XszdsGq34NdiYJopPxreBRPBfxuAV1L8fg3zjKhTSJQXNNswPgMssWeQ9ers6CPmTLMiYR9tnjQX2bSEJ.png

ধাপ - ১২:
ছবি ডানে এবং বামে রেখে সৌন্দর্য বৃদ্ধি করুন
Input:

<div class="pull-left"><div class="pull-left">

|![Incredible_India_Logo-2.png](https://cdn.steemitimages.com/DQmZpoSYzGoBEkihL9xmtUTPSGVyisrW7MSTCBhRWQhhaEg/Incredible_India_Logo-2.png)| |-|
<sub>Left</sub>

</div>
এর আগে যেই টিউটোরিয়ালটি আপনাদের সাথে উপস্থাপন করা হয়েছিল সেখানে লেখাগুলোকে দুই ভাগে বিভক্ত করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এবার আপনাদেরকে দেখাবো ঠিক একই ভাবেই ছবিগুলোকে ডানে এবং বামে বিভক্ত করা যায়। এই কোডগুলো বারবার প্র্যাকটিস করতে হবে তাহলেই আরেকটু করতে পারবেন। বিশেষ করে আপনি যদি খাতায় লিখে রাখেন তাহলে সবচাইতে ভালো হয়। যখন আপনি পোস্ট সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে নিয়ে আসবেন তখন অবশ্যই খাতায় লিখিত সেই কোড গুলো আপনি সামনে রাখবেন। তাহলে আপনার জন্য অনেক সুবিধা এবং সহজ হয়ে যাবে।</div>

<div class="pull-right"><div class="pull-right">

|![Incredible_India_Logo-2.png](https://cdn.steemitimages.com/DQmZpoSYzGoBEkihL9xmtUTPSGVyisrW7MSTCBhRWQhhaEg/Incredible_India_Logo-2.png)| |-|
<sub>Right</sub>

</div>
এর আগে যেই টিউটোরিয়ালটি আপনাদের সাথে উপস্থাপন করা হয়েছিল সেখানে লেখাগুলোকে দুই ভাগে বিভক্ত করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এবার আপনাদেরকে দেখাবো ঠিক একই ভাবেই ছবিগুলোকে ডানে এবং বামে বিভক্ত করা যায়। এই কোডগুলো বারবার প্র্যাকটিস করতে হবে তাহলেই আরেকটু করতে পারবেন। বিশেষ করে আপনি যদি খাতায় লিখে রাখেন তাহলে সবচাইতে ভালো হয়। যখন আপনি পোস্ট সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে নিয়ে আসবেন তখন অবশ্যই খাতায় লিখিত সেই কোড গুলো আপনি সামনে রাখবেন। তাহলে আপনার জন্য অনেক সুবিধা এবং সহজ হয়ে যাবে।</div>

এখানে উল্লেখ করা div গুলো মনোযোগ সহকারে দেখবেন।

Output:
Incredible_India_Logo-2.png

Left

এর আগে যেই টিউটোরিয়ালটি আপনাদের সাথে উপস্থাপন করা হয়েছিল সেখানে লেখাগুলোকে দুই ভাগে বিভক্ত করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এবার আপনাদেরকে দেখাবো ঠিক একই ভাবেই ছবিগুলোকে ডানে এবং বামে বিভক্ত করা যায়। এই কোডগুলো বারবার প্র্যাকটিস করতে হবে তাহলেই আরেকটু করতে পারবেন। বিশেষ করে আপনি যদি খাতায় লিখে রাখেন তাহলে সবচাইতে ভালো হয়। যখন আপনি পোস্ট সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে নিয়ে আসবেন তখন অবশ্যই খাতায় লিখিত সেই কোড গুলো আপনি সামনে রাখবেন। তাহলে আপনার জন্য অনেক সুবিধা এবং সহজ হয়ে যাবে।
Incredible_India_Logo-2.png

Right

এর আগে যেই টিউটোরিয়ালটি আপনাদের সাথে উপস্থাপন করা হয়েছিল সেখানে লেখাগুলোকে দুই ভাগে বিভক্ত করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এবার আপনাদেরকে দেখাবো ঠিক একই ভাবেই ছবিগুলোকে ডানে এবং বামে বিভক্ত করা যায়। এই কোডগুলো বারবার প্র্যাকটিস করতে হবে তাহলেই আরেকটু করতে পারবেন। বিশেষ করে আপনি যদি খাতায় লিখে রাখেন তাহলে সবচাইতে ভালো হয়। যখন আপনি পোস্ট সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে নিয়ে আসবেন তখন অবশ্যই খাতায় লিখিত সেই কোড গুলো আপনি সামনে রাখবেন। তাহলে আপনার জন্য অনেক সুবিধা এবং সহজ হয়ে যাবে।

এখানে উল্লেখ করা div গুলো মনোযোগ সহকারে দেখবেন। div গুলো দেখুন কারণ মনে হবে যে কোথাকার div কোথায় ব্যবহার করা হয়েছে। তাই ভালো করে ধৈর্য সহকারে আসতে ধীরে বোঝার চেষ্টা করুন এবং প্রয়োগ করুন। আর আমি আপনাদেরকে ভিডিও আকারে ও তৈরি করে দিয়েছি আপনারা সেখান থেকেও দেখতে পারেন।

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Jpx6DceTSAriDx6TbkZSEfYjFPAbSkRkLYxi1dHaeTDiXXX3EYKr1aaWb6UDYz...GLFLYPnLyEUux8dKr4MnML62yLsZzn3vQvUDUrGU8XszdsGq34NdiYJopPxreBRPBfxuAV1L8fg3zjKhTSJQXNNswPgMssWeQ9ers6CPmTLMiYR9tnjQX2bSEJ.png

ধাপ - ১৩:
আপনার ছবি ব্যবহারের মূল উদ্দেশ্য ছোট্ট করে লিখুন
Input:

|![IMG_20221221_132303_257.jpg](https://cdn.steemitimages.com/DQmRh7iAY2bSCTdRCvvJdr46S48aQ6B1NmYDN5dP5DWnvpe/IMG_20221221_132303_257.jpg)| |-|

<sub>কলেজ থেকে যখন প্রিন্সিপাল ভিজিট করতে আসে</sub>

Output:
IMG_20221221_132303_257.jpg

কলেজ থেকে যখন প্রিন্সিপাল ভিজিট করতে আসে

<sub></sub>তাহলে শেখা হয়ে গেল। এইটা এক ব্যবহার করে আমরা ছবির নিচে উদ্দেশ্য সুন্দরভাবে উল্লেখ করে দিতে পারলাম।

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Jpx6DceTSAriDx6TbkZSEfYjFPAbSkRkLYxi1dHaeTDiXXX3EYKr1aaWb6UDYz...GLFLYPnLyEUux8dKr4MnML62yLsZzn3vQvUDUrGU8XszdsGq34NdiYJopPxreBRPBfxuAV1L8fg3zjKhTSJQXNNswPgMssWeQ9ers6CPmTLMiYR9tnjQX2bSEJ.png

আমি আপনাদেরকে বুঝানোর জন্য আমার মূল্যবান সময় আপনাদেরকে দিয়ে ভিডিও আকারে তৈরি করেছি আশা করি আপনারা এই ভিডিও থেকেও শিখতে পারবেন।
আমার উদ্দেশ্যই হচ্ছে আপনারা যেন সঠিকভাবে শিখতে পারেন এজন্য আমি ভিডিও টিউটোরিয়াল সহ আমি পোষ্টের মাধ্যমেও লিখিত আকারেও আপনাদেরকে দিয়েছি এতে করে আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে। তারপরেও আমি আবার বলি আপনারা একটু সময় দিন এবং অনুসরণ করুন মার্ক ডাউন।

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Jpx6DceTSAriDx6TbkZSEfYjFPAbSkRkLYxi1dHaeTDiXXX3EYKr1aaWb6UDYz...GLFLYPnLyEUux8dKr4MnML62yLsZzn3vQvUDUrGU8XszdsGq34NdiYJopPxreBRPBfxuAV1L8fg3zjKhTSJQXNNswPgMssWeQ9ers6CPmTLMiYR9tnjQX2bSEJ.png

মার্ক ডাউনের প্রথম পর্ব

3KyYabPY3g77mhATvBAAUF5zNR1CtqkeWauN9MRyWDCSJJeN9WZVXxTFs1osy6uhZisoaiFyWVDNasfkuL6TCt1ktBsbpzwrjDQjD5Whfk...ZaM9uuYHaeW4UUPGGgs2cmDJiTjepqhtQSaepYYFHTcDDjyKwJFNySU1pqwEMpSESQC3Gn7hqBvLRjSYsY6BdDKRgFVbQR2Yp7VjXiG9Wvs5d8nxs9LuoDTwMx.png

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZgaQoCtGeKVqRDUGfrmTXsfxHraVeGpEUQ6HjQHG9igTSfqGMVa6WEJmNoG7kyP96MeJqwySjh1g.png
45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZtXBBbvSyg7mut1UXDfs91vJBbjvRWniW7kqxJWyzxfBiUR15zUSmmBJcNfGq...Ht8czzm6jLNcmNtMoo5CkngVjPkfuaMSLwsyZ4C5H6d9jw4uJUs6CASqouF5fYyKSD1UQmTGYWz78pUD8S1PSYbAD7jA5t5jwPtEujVi2vgQth35XJdpamtpjp.png

DeviceName
AndroidTecno Spark 7
Camera16M Dual camera
LocationBangladesh
Short by@jakaria121

HfhigaP72YBd6w1Kgyw9eMoDygDx869D1PKa6jG8D9C9MQ5rA8UuUvaGRermEeDs8YYv1jb4TX4QUAAbRoaAJFmmUaGZUojU1gWvH66zbc...wdYfZe5zwHZgv7fSFyfX5YWvwFGCJXq8EuycKeaUaXARJjpb61mUGxLAjp1XsJ6PQbzF28Bu6LQTgryC3MSekzsBvnPpE3TAcMAMTMQbf9uvFuTHezySGMDKr6.png
HfhigaP72YBd6w1Kgyw9eMoDygDx869D1PKa6jG8D9C9MSea6JTw6dqYKjAM3o5YCykrAcnE7TN1tn4L9zVkD72cwHbodP2v4nb7M3vN2M...FYGfrWWDG7ws3TQn9ipi33uXi5TsCzNyVjuaATpVtidFYUz7mC9sBmfQcRZ3wR8uyToHg4Cv2JJSwZV9BicD1rpBRGmCeuaAQw72kWaCwmuBrvFhSvzHL3xqoc.png

IMG_20221125_124753_807.jpg
আমার নাম মোঃ জাকারিয়া ইসলাম। আমি এখনো শিক্ষার্থী কর্মজীবনে পদার্পণ করিনি। আমি সিরামিক ডিপার্টমেন্টে অধ্যায়নরত আছি। আমার দেশের বাড়ি কাজীপুর, সিরাজগঞ্জ। বর্তমানে বগুড়ায়।
🎊ধন্যবাদ 🎊
Sort:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

Loading...
 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজ অনেক কিছু শিখতে পারলাম ভালো থাকবেন❤️❤️❤️🎉

 2 years ago 

হুম দেখব কি শিখলেন আর কি মার্ক ডাউন ব্যবহার করলেন।

 2 years ago 

খুবই শিক্ষনীয় একটি পোস্ট। আমি চেষ্টা করবো, আপনার লেখা থাকে শেখার। ভালো থাকবেন।

 2 years ago 

ধন্যবাদ। কোড বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 62028.87
ETH 3416.72
USDT 1.00
SBD 2.48