Better life with steem || The Diary Game || 2 May 2024 ||

in Incredible India2 months ago

1714666610061.jpg

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় এবং আশীর্বাদে ভালো আছি আলহামদুলিল্লাহ

আবারো আপনাদের মাঝেই নতুন একটি ডাইরি গেম আপনাদের মাঝে তুলে ধরতে এবং শেয়ার করতে চলে আসলাম।

সকালবেলা

প্রতিদিনের মতো অ্যালবামের শব্দে ঘুম ভাঙে এবং দেরি না করে ঘুম থেকে উঠে যায় এবং ওয়াশরুমের দিকে চলে আসি। গোসল শেষ করে সকালের খাবার শেষ করি। সকাল বেলার ওষুধ খাই এবং অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হই।

এরপর অফিসের দিকে রওনা হলাম অফিসে গিয়ে দেখতে পেলাম বড় ভাইয়েরা এসেছে সাথে একটু চমক দেখতে পেলাম অর্থাৎ শফিক ভাই এসেছে। এখন বলতেই পারেন শফিক ভাই এসেছে তাই চমক হওয়ার কি আছে!

IMG20240502160733.jpg

কথা তো এখানেই! শফিক ভাইয়ের প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ এত সুন্দর একটি সুখবর আনন্দের খবর শুনে সত্যিই মন ভরে গেল। হাদিসে এসেছে যার ঘরে প্রথম সন্তান কন্যা হবে সে অনেক ভাগ্যবান।

যাইহোক অনেক কথা হলো এখন আসি কাজের কথায়; কথা হচ্ছে তার প্রথম সন্তান এ কারণে আমাদের কিউসি ডিপার্টমেন্টের সকলকে মিষ্টি খাওয়াতে হবে। সকলের আবদার এখন তাই আর না করতে পারে নাই আর না করবেই কেমনে, এমন একটি আনন্দের খবর আমাদের মাঝে দিয়েছে কিন্তু মিষ্টি ছাড়াই এ কারণে আমরাও একটু মন খারাপ।

তবে মন খারাপ হওয়ার কারণ নেই কেননা আমরা আছি সকলেই মিষ্টি খাওয়ার জন্য। মিষ্টি তো আমরা আদায় করবই। তার মিষ্টি তাকেই আমরা খাওয়াবো এবং আমরা খাব তাকে মিষ্টিমুখ করাবো।

এদিকে আরো একটি নতুন সংসার গড়ার লক্ষ্যে শরিফুল ছুটি নিয়েছে। আর মাত্র ২ দিন তারপরেই অফিসে চলে আসবে তার কাছ থেকেও আবারো নতুন সংসার গড়ার লক্ষ্যে মিষ্টি খাব। বেশ ভালই লাগতেছে শুধু মিষ্টি খাওয়া আর মিষ্টি খাওয়া।

এরপর মিষ্টি খাওয়ার আবদার তো আছেই। আবদার সাথে সাথে তো আর পূর্ণ হবে না একটু সময় লাগবে এই কারণে বসের সাথে কথা বলা হলো এবং সকলের সাথে কথা বলে আলামিন ভাইকে পাঠিয়ে দেওয়া হল গেট পাশ নিয়ে বাহিরে।

আমরা সকলেই আমাদের কাজের জন্য সেকশনে চলে যাই। আমি ডেকোরেশন সেকশনে বেশ কিছু কাজ ছিল সেগুলো দেখলাম অর্থাৎ ব্যাগ ইস্টাম লোগো, এছাড়াও রয়েছে ডিকেলস লাগানো ঠিক হচ্ছে কিনা।

যেহেতু আমাদের অনেক কাজ থাকে শুধু একটি সেকশন নিয়ে নয় বরং বিভিন্ন সেকশনে আমাদের দেখভাল করতে হয়। গ্লেজ লাইনে চলে যাওয়ার পর গ্লেজ লাইনে ডেনসিটি ভিস্কোসিটি যথাযথ আছে কিনা সেগুলো ভালোভাবে দেখতে হয়। দ্রব্যাদির মধ্যে কতটুকু গ্লেজ দেওয়া হচ্ছে অর্থাৎ থিকনেস কেমন হচ্ছে সেগুলো দেখতে হয়।

এছাড়াও আয়রন টেস্ট করতে হয় আমাদের। বেশকিছু আয়রন টেস্ট করি এবং সেগুলো ফায়ারিং সেকশনে পাঠিয়ে দেই।

দুপুর বেলা

দুপুর হয়ে যায় তারপর আমরা সবাই চলে যাই দুপুরের খাবার খাওয়ার জন্য। দুপুরে খাবার খাওয়ার পর সবাই যখন চলে আসে তখন শফিক ভাইয়ের সেই মিষ্টিমুখ করার জন্য অপেক্ষায় রয়েছি।

IMG20240502141829.jpg

IMG20240502141255.jpg

যেহেতু দুপুর বেলায় সবাই খাওয়া দাওয়া করে মাত্র আসলো তাই একটু পরে খাওয়ার পরিকল্পনা করলাম সবাই মিলে। সবাই আবারো যার যার কাজের সেকশনে চলে যায়।

যাইহোক পরবর্তীতে সবাই একত্রিত হলাম শফিক ভাইয়ের কন্যা সন্তান জন্মগ্রহণ এর উপলক্ষে মিষ্টিমুখ করার জন্য। তার কন্যা সন্তানের জন্য অনেক অনেক দোয়া রইলো আল্লাহতালা তাকে নেক হায়াত দান করুন, সঠিক পথে চলার তৌফিক দান করুন, দিনের জন্য একজন দায়ী হিসেবে কবুল করুন আমীন।

বিকেল বেলা

IMG20240502172435.jpg

IMG20240502171849.jpg

IMG20240502171632.jpg

অফিসে ভাইদের সাথে কথা বললাম কারেন্ট চলে যায় এ কারণে চার্জার ফ্যান কেনার কথা ভাবতেছি আপনারা কি বলেন! ভাইরা বলল হ্যাঁ অবশ্যই ক্রয় করা যায়। সকলের সাথে পরামর্শ করে একটা চার্জার ফ্যান ক্রয় করার জন্য সিদ্ধান্ত নিলাম। কেননা বর্তমান সময়ে আমাদের এখানে কারেন্ট এর সমস্যা দেখা দিচ্ছে অনেক বেশি কারেন্ট চলে গেলে দেখা যায় এক ঘন্টা দুই ঘন্টা আর আসে না।

যাই হোক বিকেল বেলায় আমি এবং জাকারিয়া দুজনে গিয়ে একটি ফ্যান ক্রয় করে নিয়ে আসি। যেহেতু চার্জার ফ্যান এই কারণে অনেক দাম। ফ্যানের দাম ৬১৫০ টাকা। গ্রান্টি আছে ৬ মাস।

IMG20240502220650.jpg

এরপর আমি বাসায় চলে যাই ফ্যান নিয়ে বেশ কিছু সময় ফ্যানের বাতাস খেলাম আনন্দে আমে যে নতুন ফ্যানের সুগন্ধে 😄। আসলে এটা সুগন্ধ নয় মনের আবেগের একটি বহিঃপ্রকাশ মাত্র 😲।

সন্ধ্যাবেলা

IMG20240502183406.jpg

বিকেলবেলা আমি জাকারিয়া দুজন মিলে পাহাড়ে গিয়েছিলাম পাহাড়ের চূড়ায় নয় বরং পাহাড়ের নিচু জায়গা দিয়ে বেশ কিছু সময় ঘোরাফেরা করলাম এবং বসে থাকলাম কেননা সেই জায়গা দিয়ে প্রচন্ড পরিমানে বাতাস বইতে ছিল মনোমুগ্ধকর বাতাস।

এভাবে আমাদের দৈনন্দিন কার্যাবলী সম্পূর্ণ হয়ে যায়। আজকের লেখা এখানেই সমাপ্তি ঘোষণা করতেছি দেখা হবে অন্য একটি দৈনন্দিন কার্যাবলীর সাথে সে পর্যন্ত সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সকলে ভাল থাকবেন।

Sort:  
Loading...

@jahidul21
Wow great your presentation is very good and very happy to know what you have shared with us on your daily basis activities really these extra activities are a part of our life and have been very important in calming our mind. Such extra activities are necessary in life because most of us are busy with our work but do not find time for ourselves, as Aajup referred to the whole day, morning after noon and everyone with us. Share about the dishes about the shopping and everything that you have done Thank you so much for your kind words.💓🌹
@mona01

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56519.24
ETH 2991.31
USDT 1.00
SBD 2.16