জীবনটা ছোট কিন্তু মানুষের চাওয়াটা অনেক বেশি

in Incredible Indialast year

হ্যালো সকল বন্ধুরা

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও ইনশাল্লাহ অনেক ভালো আছি।

face-948246_1280.jpg
Source

জীবনটা ছোট হলেও মানুষের চাওয়া পাওয়াটা কিন্তু অনেক বেশি। মানুষ ঠিক কতদিন পৃথিবীতে বেঁচে থাকবে সেটা জানা নয়। আমরা কেউই বলতে পারি না যে আমরা ঠিক কতদিন এই পৃথিবীতে বেঁচে থাকব কিন্তু এরই মাঝেই আমাদের চাওয়াটা অনেক বেশি হয়ে থাকে।

যেমন পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে অনেক সময় মানুষ প্রবাসে যায় ‌। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য পরিবারকে একটু সুখে রাখার জন্য প্রবাসীরা দিনরাত কঠোর পরিশ্রম করে। আবার অনেকেই ইচ্ছে করে প্রবাস জীবন বেছে নেন। যেমন অনেকেরই ধন-সম্পদের কোন অভাব নেই তবুও প্রবাসে যান আরও ধনসম্পদ বৃদ্ধি করার জন্য। কিন্তু তারা এটা ভাবে না যে সৃষ্টিকর্তা তো আমাদের কিছু দিয়েছে।

hot-air-balloon-940709_1280.jpg
Source

আসলে যারা প্রবাসে থাকে তাদের পরিবারের চাওয়াটা অনেক বেশি। কিন্তু আমরা কেউই জানিনা যে তারা আর আমাদের কাছে ফিরে আসতে পারবে কিনা। কারণ এমন অনেক ঘটনা দেখা যায় যেখানে পরিবারকে সুখে রাখার জন্য প্রবাসে গিয়ে আর দেশে ফিরে আসতে পারেন না। তাদের জীবনের ঘন্টা সেখানেই থেমে যায়।

আবার আমাদের চাহিদারও শেষ নেই। আমাদের একটা চাহিদা পূরণ হলে আরেকটা চাহিদা জন্মায়। আর সেগুলো পূরণ করতে গিয়েই অনেকে জীবনও চলে যায়। যখনই আমাদের চাহিদাগুলো পূরণ না হয় তখন কিন্তু আমরা অনেক দুঃখ পায়।

boy-1606222_1280.jpg
Source

কিন্তু আমরা এটা ভাবি না যে আমাদের যা আছে আমরা তাই নিয়েই সুখে থাকতে পারি। হয়তো সৃষ্টিকর্তা অভাব দিয়েছেন কিন্তু আমরা আমাদের আপনজনদের মাঝে থেকেও শান্তিতে থাকতে পারি।

আশা করা ভালো কিন্তু অতিরিক্ত আশা করা মোটেও ভালো নয়। অতিরিক্ত আশা করলে কখনোই সে আশা পূরণ হয় না সব সময় নিরাশ হতে হয়। এর ফলে নিজেদেরই কষ্ট পেতে হয়। এজন্য প্রয়োজনের অতিরিক্ত আশা কখনোই করতে নেই।

child-305248_1280.png
Source

অবশেষে বলবো প্রত্যেক মানুষের চাওয়াটা অনেক বেশি। আমরা জীবনে কে কতদিন এই পৃথিবীতে বেঁচে থাকব কেউই বলতে পারিনা। কিন্তু যতদিন বেঁচে আছি একটার পর একটা চাওয়া আমাদের লেগে থাকে। মানুষের জীবনটা ছোট হলেও মানুষের আশা কখনো ছোট নয়।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার লেখাটি পড়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জানিনা আমার লেখাটা আপনাদের কেমন লেগেছে ।তবুও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর কোন ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন খোদা হাফেজ

Sort:  
 last year 

আমাদের মানুষ নামক যে প্রাণী আমরা রয়েছি! তাদের চাহিদার কোন শেষ নেই! অল্প আছে তাতে সন্তুষ্ট থাকার মত,,,, মন মানসিকতা আমাদের নেই।

যে মানুষটা প্রবাসে গিয়েছে সে মানুষটা আদৌ আমাদের কাছে ফিরবে কিনা! সেই নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি না! গত কিছুদিন আগেও ফেসবুকে একটা ভিডিওর মাধ্যমে দেখেছিলাম! একজন ভাই প্রবাসে গিয়েছে! তার তিনটা কন্যা সন্তান! বিকেলেই বলেছিল তার ওয়াইফের সাথে রাতে মেয়েদের সাথে কথা বলবে! কিন্তু রাতে যখন তিনি ডিউটি করে বাসায় ফিরলেন।

তার স্ত্রীকে অনেকবার কল দিয়েছে,,, কিন্তু সময়ের ব্যবধানে আমাদের বাংলাদেশের তখন অনেক রাত! যার কারণে তার স্ত্রী ঘুমে ছিল! ফোন ধরতে পারেনি! সকালে যখন ঘুম থেকে উঠে তার স্ত্রী মোবাইলটা হাতে নিয়ে দেখে! তার স্বামীর অনেকগুলো কল,, তিনি আবার কল ব্যাক করলেন! কিন্তু ফোনটা তার স্বামী ধরতে পারল না।

কেননা তিনি রাতেই মারা গেছেন! আসলে এই সকল ঘটনা গুলো যখন চোখের সামনে ঘটে! তখন খুব খারাপ লাগে! অতিরিক্ত চাহিদা যা পূরণ করার জন্য,,, আমাদের প্রিয় মানুষগুলো প্রবাসে পাড়ি জমায়।

আসলে অল্পতে যদি আমরা ভালো থাকতে পারতাম! তাহলে হয়তো আমাদের জীবনটাই অন্যরকম হতো! খুবই ভালো লাগলো আপনার পোস্ট পড়ে,, অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে আপনার মতামত জানানোর জন্য। ভালো থাকবেন।

 last year 

জীবনটা অনেক ছোট।আর ছোট্ট এই জীবনে প্রয়োজনের তো সীমা আছে কিন্তু চাহিদার কোন সীমারেখা নেই।মানুষ যে যত বেশি পায় তার যেন আরো তত বেশি চাই। সেজন্যই তো মহান আল্লাহ তায়ালা বলেছেন যে আদমের মুখ মাটি ছাড়া আর কোন কিছু দিয়ে পূর্ণ হবে না।সত্যিই তাই।

তবে প্রবাস জীবন কেউ কেউ স্বাচ্ছন্দের জন্য বেছে নিলেও অনেকেই বাধ্য হয়ে বেছে নেয়।কারণ আমাদের দেশে বিভিন্ন কারণে অনেকে ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না।ফলশ্রুতিতে সহজ উপায় হিসেবে তারা প্রবাসী জীবন বেছে নেয়।মূল উদ্দেশ্য অবশ্যই তাদের টাকা কামানো হয় কিন্তু এই টাকা কামাতে গিয়ে তারা পরিবার পরিজন থেকে দূরে থেকে নিজেদের যে কত চাহিদার বলি দিচ্ছে তার কোন শেষ নেই। মানুষ সর্বদাই অর্থের প্রয়োজনীয়তার কাছে হেরে যায়।
আপনার জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 last year 

আপনার মূল্যবান মতামত জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

Loading...
 last year 

ঠিক বলেছেন আপনি জীবন আমাদের ছোট হলেও চাওয়ার কোন শেষ নাই ৷ একটি চাহিদা পুূরণ না হতেই আরেকটি চাহিদা মনে ধরে থাকে ৷ যারা প্ররিবারের সুখ নিয়ে আসার জন্য প্রবাসে চলে যায় তাদের কথা আমরা একবারো ভাবি না আমরা তাদের মনে করে থাকি তারা টাকার মেশিন মাস গেলেই তারা আমাদের প্রচুর টাকা দিবে আর আমরা ইচ্চে মত চাহিদা মেটাবো ৷ কিন্তু আমরা তার কথা একবারো ভাবি না সে কেমন আছে ঠিক ভাবে বাড়ি আসতে পারবে কি না ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে আপনার মতামত জানানোর জন্য। ভালো থাকবেন।

 last year 

অনেক মানুষ আছে যারা তাদের দেশকে ভালোবাসে কিন্তুু দেশে কোন কিছু করতে না পারায় তাদের বিদেশ পাড়ি দিতে হয়। আবার অনেক সময় আমাদের দেশের দূর্নীতির জন্য মানুষের মেধা থাকা সত্ত্বেও ভালো কোন চাকরি পায় না। এসব তারা সহ্য করতে না পেরে বিদেশ চলে যায়। আসলে অধিকাংশ প্রবাসী দেশেই থাকতে চায় কিন্তুু তারা তাদের অভাব পূরণ করার জন্য পরিবার ছেড়ে বিদেশে যায়। আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পোস্ট করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমার পোস্টটি পড়ে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 63782.14
ETH 3146.14
USDT 1.00
SBD 2.55